Teetar Daal | Episode 6 | Amar Phele Asha Goromer Din-er Ranna

Тәжірибелік нұсқаулар және стиль

॥তিতার ডাল - আমার ফেলে আসা গরমের দিনের রান্নার সিরিজ়॥
Ingredients:
Bitter Gourd
Premium Moong Dal 150gms
Bottle Gourd
Turmeric
Green Chillies as per taste
Bay Leaves
3 Dried Red Chillies
1 teaspoon of Black Mustard Seeds
1 teaspoon of Fenugreek
1.5 teaspoons of Ginger Paste
1 teaspoon of Wild Celery (Radhuni) Paste
1 cup of grated coconut
Salt to taste
2 tablespoons of sugar
1 tablespoon of Ghee
3 tablespoons of raw ginger soaked water
Mustard Oil
----------------------------------------------------------------------
Vegetarian
Tetor dal
Tetor daal
Tito
Bitter gourd
Niramish
Uchhe diye daal
Uchhe diye moong dal
Korola diye daal
Korola diye moong dal
Mug daal
Mug dal
Moong daal
Moong dal
Lau diye daal
Lau diye dal
Lau Bengali recipe
Lauki bengali recipe
Lauki sabzi
Bengali dal recipe
Bottle gourd recipe
Goromer diner ranna
Gorom kaler ranna
Summer recipes
Summer Bengali recipes
Summer recipes for lunch
Summer recipes for dinner
Recipes good for stomach
Stomach cooling food
Best Bengali recipes
Best summer recipes
Best Bengali vegetarian recipes
Best Bengali lunch recipes
Best Bengali dinner recipes
Best Bengali daal recipes
Lauki benefits
Korola benefits
Uchhe benefits
Niramish ranna

Пікірлер: 99

  • @moinakbhattacharya878
    @moinakbhattacharya8788 күн бұрын

    বাঙাল, সুতরাং এই সহজ তেতোর ডাল আমরা গরম কালে খুব খাই

  • @mohuakundu2058
    @mohuakundu205820 күн бұрын

    এই সব রান্না আমি করি,আমার শ্বশুর বাড়ীতে এসেছি ৩০ বছর হয়ে গেলো,কিন্তু একদিনও কাউকে করতে দেখলাম না,কোন রান্না ই আমার বাপের মত নয়।আমার বাবার বাড়ী মায়ের বাড়ী ওপার বাংলা।অসম্ভব সুন্দর লাগলো, আমি তো বানাই আমার নিজের জন্য এধরণের সব রান্না।

  • @sunetrachatterjee1206

    @sunetrachatterjee1206

    14 күн бұрын

    আমারও এক সিচুয়েশন 😅

  • @pallobbanerjee2915

    @pallobbanerjee2915

    12 күн бұрын

    Amar baper barite ar sosur barriteo ei dal ranna hoy

  • @nshrabana5307
    @nshrabana53078 күн бұрын

    Khub bhalo recipe. Kitu daaler oporer fena fele dite hoy suswadu hobar jonyo na, fena shorirer pokkhe khotikarok. Ote Urea & Uric Acid baare rokte.

  • @Issacacconite
    @Issacacconite21 күн бұрын

    উচ্ছে লাউ দিয়ে কাচা মুগের তিতার ডাল- সঙ্গে আলু ভাজা।।দারুণ...

  • @rakhi1324
    @rakhi132418 күн бұрын

    Ahaa.. Triptii❤❤

  • @AditiChattopadhyay-es8sy
    @AditiChattopadhyay-es8sy21 күн бұрын

    অপূর্ব সুন্দর। আজকের রান্না আর তোমার বলা গল্প শুনতে শুনতে একটাই কথা মনে হলো, মোরে আরো আরো দাও প্রাণ।।

  • @jayabanerjee103
    @jayabanerjee10320 күн бұрын

    Khub bhalo laglo 🙏

  • @tuhinasengupta8751
    @tuhinasengupta875120 күн бұрын

    খুব সুন্দর স্বাদ হয়েছিল ডালের।আমি বানিয়েছিলাম। আগে আপনার দেখানো ছোলার ডালের মত করে ছোলার ডাল বানিয়েছিলাম। সেটাও ছিল স্বাদে গন্ধে অতুলনীয়।পুরোনো দিনের মত করে রান্না করা অনেক রকম ডালের রেসিপি চাই।

  • @snehasett1847
    @snehasett184720 күн бұрын

    Khub bhalo👍👍

  • @sudipsur
    @sudipsur21 күн бұрын

    ভালো রান্না করেছেন। বাঙালি ফাস্টফুডের যুগে বিশেষতঃ বর্তমান প্রজন্ম এইসব ঐতিহ্য বাহী রান্না করতে ভুলে যাচ্ছে। আগে যেকোন অনুষ্ঠানে তেঁতোর ডাল অবশ্যই থাকত। এখন বিলুপ্তির পথে। এটা মটর ডাল দিয়েও করা যাবে। আমি ঘরে করে থাকি।

  • @tanimasamanta6065
    @tanimasamanta606521 күн бұрын

    Darun 👌👌👌👌

  • @kanikamaitra6615
    @kanikamaitra661521 күн бұрын

    এই তিতার ডাল বানানো টা আমি ছোট বেলা থেকেই খেয়ে এসেছি ,এখন আমি বানাই

  • @arupchanda7397
    @arupchanda739716 күн бұрын

    Aami tetor daaley sajney data aar kumro dei lau aar uchhey r saathey. Apnar recipe kaalkei try korbo. Jah gorom porechhey, dupurey must bhaater saathey!

  • @LostandRareRecipes

    @LostandRareRecipes

    16 күн бұрын

    Ki bhalo laglo!!! Ekbaar nishchoyi korey dekhbo. Gorom er din e Ki bhalo laage na? Shongey thakben 🙏🏻🙏🏻🙏🏻

  • @masumaali13
    @masumaali1320 күн бұрын

    Excellent

  • @dipanwitachaudhuri3950
    @dipanwitachaudhuri395020 күн бұрын

    গল্প ও রেসিপি দুইই অসাধারণ, ছোটবেলার সুখস্মৃতি। দারুন ❤

  • @srijibgoswami7749
    @srijibgoswami774921 күн бұрын

    খুব ভালো লাগলো।

  • @swapnadasgupta8573
    @swapnadasgupta857320 күн бұрын

    সব রান্না ই অসাধারন হয়,এই রান্না ও খুব ভালো হবে

  • @sipraganguly9084
    @sipraganguly908420 күн бұрын

    ভালো লাগলো

  • @alishaali7417
    @alishaali741720 күн бұрын

    Darun

  • @rishudas2631
    @rishudas263121 күн бұрын

    আমাদের বাড়িতে গ্রীষ্মকাললে উচ্ছে দিয়া তিতার ডাল বা তিক্তকালাই হৈয়াই থাকে । স্বাস্থ্যের পক্ষে খুব ভালো । আপনার লাগিয়া শুভকামনা জনাইলাম । 👍😋❣️💜💕

  • @shibanighosh1612
    @shibanighosh161217 күн бұрын

    রান্নাটা খুব ভালো হয়েছে।আমি করলাম শুধু চিনি দিইনি।নমস্কার নেবেন।

  • @divyapathak6476
    @divyapathak64768 күн бұрын

    Very nice... Love from Assam

  • @papripanday8188
    @papripanday818821 күн бұрын

    খুব সুন্দর হয়েছে ❤লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েছি ❤ছোট বোনের পাশে থাকার আমন্ত্রণ রইল ❤❤

  • @sudeshnadas2900
    @sudeshnadas290020 күн бұрын

    জানিনা এটা কোন বাংলার রান্না তবে হাওড়া জেলায় আমার দেশের বাড়িতে।এটা হতো।মশলাপাতি কি পড়তো জানিনা।কারন রান্নাঘরে ঢুকে রান্না দেখার সুযোগ খুব একটা হতো না।তবে বেশ লাগতো ।কিন্তু বেগুন ভাজা নয়,সঙ্গে দেওয়া হতো শুকনো লংকা ফোড়ন দিয়ে ঝনঝনে করে আলুভাজা(ঝিরিঝিরি নয় কিন্তু)আর খড়মড়ে করে চুনো মাছ।তিতার ডাল আমি আন্দাজে রান্না করে দেখেছি ;সেই স্বাদ আনতে পারিনি।আজ আপনার রান্না দেখেবুঝতে পারলাম কেন স্বাদ আসেনি।অনেক ধন্যবাদ।

  • @swapnanilkar4786
    @swapnanilkar478620 күн бұрын

    Stti e aro ekti goromer diner upojukto o adorsho suswadu niramish recipe. 🙂😊🥰.

  • @daliadasguptamandal6135
    @daliadasguptamandal613520 күн бұрын

    Amar maa koren r amra khub bhalo bashi ai titar daal

  • @jayatiray5397
    @jayatiray539720 күн бұрын

    আমিও এই রান্নাটি ঠিক আপনারই মতো বংশপরম্পরায় পেয়েছি আমার মায়ের থেকে। শুধু রান্নার পদ্ধতিতে সামান্য তফাৎ আছে। প্রথম হলো রাঁধুনি ফোড়নে দিই, বাটা দিই না। দ্বিতীয়তঃ আমি নারকেল কোড়া দিই না। আর শেষ যেটার কথা বলবো আমার মতে সেটি এই পদটিতে একটা আলাদা মাত্রা যোগ করে। আমার মা পরিবেশন করার সময় ওপর থেকে ধনে ভাজার গুঁড়ো ছড়িয়ে দিতেন। আমিও করি সেটা। খুব সুন্দর একটা গন্ধ হয়। রাঁধুনি বাটা এবং নারকেল কোড়া দিয়ে করে দেখবো অবশ্যই।

  • @pallabidas8513
    @pallabidas851320 күн бұрын

    , খুব ভালো লাগলো রান্না টা। আমাদের বাড়িতে ও রান্না টা হয়।তবে মাঝে মাঝে মটর গালেও হয়

  • @sarbanibhattacharyya1679
    @sarbanibhattacharyya167921 күн бұрын

    আমরা তো ভীষণ ভালোবাসি। কাল করব ইচ্ছে আছে। আপনার সব রান্নাই আমার খুব ভালো লাগে। অসাধারণ দাদা

  • @rumadasgupta1
    @rumadasgupta114 күн бұрын

    Ashadharan তেতো.dal. Anek bhalo bhalo recipe apnar theke shikhte pari. Anek anek ধন্যবাদ

  • @sanjaykumardatta3767
    @sanjaykumardatta376720 күн бұрын

    দাদা আপনি আমার ঠাকুমার কথা মনে করিয়ে দিলেন। ঠাকুমার হাতে এই তিতার ডাল আমার খুব প্রিয় ছিল। অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাই।

  • @modhurikaganguly1126
    @modhurikaganguly112621 күн бұрын

    অসাধারণ একটি রান্না শিখলাম। রান্না বিশেষ করে হয়না। তবে মাঝে মাঝে শখে করি। এই রান্না টি দেখেই ঠিক করে নিয়েছি খুব তাড়াতাড়ি বানাবো। আমার একটি প্রশ্ন আছে, নারকেল কোরা কি বাদ দেওয়া সম্ভব? ভালো থাকবেন। এভাবেই নতুন নতুন রান্না আমাদের সামনে নিয়ে আসুন। ❤

  • @runabanerjee9373
    @runabanerjee937321 күн бұрын

    Apurbo recipe . 👌👌👌❤️❤️❤️ aye tita daal diye sob bhat khawa hoijabay. AA ha Darun menu bollayn . Ami kaal e banabo .😋👌❤️

  • @ratnaseal4263
    @ratnaseal426319 күн бұрын

    আমার বাড়ির প্রায়ই তিতা ডাল রান্না হয় খুব ভালো লাগে খেতে ❤

  • @satrabasu
    @satrabasu19 күн бұрын

    Sir! Hope you are doing great ❤ Looking for Goalondopur steamer chicken curry recipe. If you can please share this, it would be appreciated 🙏

  • @trinathghosh5467
    @trinathghosh546720 күн бұрын

    Aha aha 😋

  • @sumana285
    @sumana28520 күн бұрын

    💐❤️🤣WOW yammy my grand mom teach me how to cook this recipe 45 years ago I love it this old time recipe v much testy enjoy 💐👍

  • @ankushpaulkg-d4121
    @ankushpaulkg-d412121 күн бұрын

    তিতার ডাল আমিও শিখেছি আমার মায়ের কাছে। তবে এভাবে নিশ্চয়ই একবার করে খাব দাদা। ভালো লাগলো রান্নাটি

  • @achirabanerjee3185
    @achirabanerjee318521 күн бұрын

    খুবই সুন্দর রান্নাটি। কতো যত্নে আপনি রান্না করেন ও শেখান। অপূর্ব। আমার মাও তেতোর ভাল করেন। তবে একটা কথা বলি রে এতো শুকনো লঙ্কা ভেজে দিলেন ।ঝাল হয়ে যাবে না? কাঁচা লঙ্কাও কতগুলো দেওয়া হয়েছে। এটা তো খুব শরীর‌‌ ঠাণ্ডা করার গরমে খাওয়ার পদ। তেতোর ডাল ঝাল হলে কি ঠিক হবে?

  • @hemamanna1017
    @hemamanna101720 күн бұрын

    একদম নতুন ধরনের তিতার ডাল। দারুণ লেগেছে।

  • @amitavarana9578
    @amitavarana957821 күн бұрын

    অসাধারণ রেসিপি, আমাদের বাড়িতে একটু অন্য ভাবে হয়।

  • @sangbartamaity7203
    @sangbartamaity720321 күн бұрын

    Amar barite prayosoi hoe.khub bhalo lage

  • @rumabhattacharya9152
    @rumabhattacharya915221 күн бұрын

    Apurbo.. aamra o choto bela e garom e khub teeta r dal aar tok dal khetam.. Aaj lunch e Teeta r dal aar lau shak er chorchori... Anek dhanyobad...

  • @sanyuktachakraborty6228
    @sanyuktachakraborty622821 күн бұрын

    Ekdom durdantto! Amar khub prio recipe. Jodio emon kore ranna kore khaini. Obboshoi try korbo.

  • @chandralekhabanerjee1588
    @chandralekhabanerjee158821 күн бұрын

    খুব ভালো লাগলো ।তেতোর ডাল করি কিন্তু লাউ ও নারকোল দিয়ে করিনি কোনদিন ।এবার আপনার শেখানো রেসিপি করব ।

  • @kasturimukherjee2879
    @kasturimukherjee287920 күн бұрын

    অনেক কিছু জানলাম , এভাবে করতাম না , অবশ্যই এভাবে করবো । অপূর্ব !!!

  • @kekadas9355
    @kekadas935521 күн бұрын

    Darun bhalo laglo recipe ta.❤❤❤❤

  • @yasminzaman9895
    @yasminzaman989521 күн бұрын

    বাহ! দেখেই খেতে ইচ্ছে করছে❤

  • @sayantimitra6514
    @sayantimitra651421 күн бұрын

    Amazing onoboddo dekhei jive jol chole eseche

  • @user-cz6eg7bg2x
    @user-cz6eg7bg2x21 күн бұрын

    Amar Dida ,Dhaka Bikrampur er Bangal, tini o ai ranna korten, Amar Ma o Koren, asadharan swad ❤❤

  • @vijaita1
    @vijaita121 күн бұрын

    Awesome recipe thanks aton

  • @sikhadas8300
    @sikhadas830020 күн бұрын

    উচ্ছে, লাউ এর তিতা ডাল বানিয়েছি, খেয়েছি কিন্তু আপনার মতো এতো সুন্দর নয়। রাধুনী বাটা, মেথি অন্য মাত্রা এনে দিয়েছে।Lost and Rare এর দীর্ঘ পথ চলার কামনা করি, ভালো থাকুন ভাই 🙏🙏🙏

  • @pialeesaha6019
    @pialeesaha601920 күн бұрын

    আমার খুব পছন্দের একটি রেসিপি অনেক ধন্যবাদ দাদা

  • @arpitade8391
    @arpitade839121 күн бұрын

    Dada radhuni r substitute ki hote pare jodi bolen….thank you

  • @sumitanandy3077
    @sumitanandy307721 күн бұрын

    Kal korchhi,with begun Vaja,dhanyabad o nomoskar 🙏💐

  • @senchoudhurirannaghar
    @senchoudhurirannaghar21 күн бұрын

    অপুর্ব লাগলো❤❤❤

  • @anjanachakraborty8839
    @anjanachakraborty883921 күн бұрын

    Khub bhalo laglo .eti goromer dine amader barite prai hoi.

  • @manasidhak3957
    @manasidhak395721 күн бұрын

    প্রেসারকুকারে লাউ আর মুগ ডাল সেদ্ধ করলে স্বাদ এর কিছু হেরফের হবে কী? জানাবেন 🙏

  • @tuhinmukherjee9425
    @tuhinmukherjee942521 күн бұрын

    আমার গিন্নি খুব রাঁধেন তিতার ডাল এবং সঙ্গে দোসর বেগুনভাজা আমার বাড়িতে লাউয়ের সঙ্গে ঝিঙ্গাও দেওয়া হয়।

  • @krishnakolide6851
    @krishnakolide685114 күн бұрын

    আমি এসব রান্না করি। পুরনো দিনের এসব পদ অভাবনীয়। ভালো থাকবেন।

  • @champakalimajumder4985
    @champakalimajumder498521 күн бұрын

    Beautiful.

  • @nanditasaha1528
    @nanditasaha152820 күн бұрын

    Foron a amar maa radhuni r sukno lanka, tabe atto lanka deya hay na, ada radhuni bata last a dile setar besi flavour hay

  • @daliashome7389
    @daliashome738921 күн бұрын

    Darun.. fatafati hoyeche amra Narikel korata dina

  • @aparnaroy8814
    @aparnaroy881421 күн бұрын

    Bhison bhison bhalo laglo

  • @CommerceBengal
    @CommerceBengal13 күн бұрын

    লাউ উচ্ছে দিয়ে তিতার ডাল বা শুক্তোর ডাল আমাদের প্রায়শই হয়। চৈত্র সংক্রান্তির দিন বিভিন্ন তিতা ভাজার পাশাপাশি তিতার ডাল অবশ্যই করতে হয় আমাদের আর হয় কাঁচা আমের ঝোল, আম ডাল।

  • @tahminasultana1118
    @tahminasultana111820 күн бұрын

    দারুণ রেসিপি। বাংলাদেশের মুসলিম পরিবারে এই রান্না দেখিনি। তবে আমার সহকর্মী গৌতমের বাড়িতে খেয়েছিলাম। তবে আমি করি শুধু উচ্ছে দিয়ে কারণ লাউ গরম কালে ভালো লাগেনা। তবে এদেশে করব হুবহু আপনার রেসিপি মতো। ভালো থাকবেন।

  • @sanghamitradey8177
    @sanghamitradey817721 күн бұрын

    অনবদ্য। আমাদের বাড়ি তে তেতোর ডাল মটর ডাল দিয়ে হয়, তাতে লঙ্কা পড়ে না আর রাধুণি বাটা ও দেওয়া হয় না। আজ নতুন প্রণালী শিখলাম।

  • @moumitabiswas1801
    @moumitabiswas180118 күн бұрын

    Lau r bodole kacha pepe diye kora jete pare?

  • @LostandRareRecipes

    @LostandRareRecipes

    18 күн бұрын

    Nishchoyi, kintu lau diye beshi bhalo hobe 🙏🏻🙏🏻🙏🏻

  • @soubhiksarkar5527
    @soubhiksarkar552721 күн бұрын

    তেঁতোর ডাল হলে সেদিন গন্ধরাজ লেবু আনা হয় আমাদের বাড়িতে, দারুন লাগে🤤🤤... আর আতপ চালের ভাত দিয়ে আরো সুস্বাদু লাগে।( আমার ঠাকুমা আতপ চালের ভাত খেতেন) কি যে দারুন লাগতো👌🏼👌🏼👌🏼

  • @bananisarkar-ql9xp
    @bananisarkar-ql9xp21 күн бұрын

    অসাধারণ

  • @rangadirrannaghor
    @rangadirrannaghor21 күн бұрын

    Ki atbhut ae rannata amer barir rannar sathey ki mil

  • @kaberidev5235
    @kaberidev523519 күн бұрын

    Teetar dal e amra lagka dei na

  • @champakalimajumder4985
    @champakalimajumder498521 күн бұрын

    Waiting

  • @abhijitbhattacharya8589
    @abhijitbhattacharya858921 күн бұрын

    Oti opurbo, lobhoniyo ekti purbo bongiyo raannar pod... ek kothay onoboddo ...❤😊

  • @MegaArtist2012
    @MegaArtist201221 күн бұрын

    খুব সুন্দর এবং আমার প্রিয় একটি রান্না , উচ্ছে আর লাউ দিয়ে মুগের ডাল। যদিও আমাদের বাড়িতে নারকেল দেয় না, আমি একবার অবশ্যই চেষ্টা করব। প্রসঙ্গন্তরে, ডাল সুসিদ্ধ হলে সেটা আবার 10 মিনিট রান্না করবো কেন? আমার মতে সুসিদ্ধ কথাটা নব্য যুগের ব্লগে বড্ড বেশি অপব্যাবহার হয়। এখানে বরং অল্প সিদ্ধ যৎপরণায় সিদ্ধ এরকম কিছু ব্যবহার করা যুক্তি যুক্ত। আপনার বাংলা বাচন শৈলী অনুপ্রেরণা দেয়, সেই থেকে তুলনামূলক আলোচনা করছি, নেতিবাচক মন্তব্য নয়।

  • @debjanitalukdar1104
    @debjanitalukdar110420 күн бұрын

    Kancha lonka skip korte hoy

  • @HumayraRannaRecipe
    @HumayraRannaRecipe21 күн бұрын

    testy yummy

  • @madhumitaganguly479
    @madhumitaganguly47921 күн бұрын

    আমরা কিন্তু রাধুনী দিই না।

  • @rosysaha7267
    @rosysaha726720 күн бұрын

    Tobe ami kacha lanka di na

  • @minakshisinha1186
    @minakshisinha118616 күн бұрын

    😢আমাদের সল্টলেকের জলে ডাল সেদ্ধ হতে চায়না।প্রসার কুকারে করতে হয

  • @LostandRareRecipes

    @LostandRareRecipes

    16 күн бұрын

    😄😄😄 প্রণাম নেবেন দিদি। এই ডালটি আমার অত্যন্ত প্রিয়। আশা করি আপনি ভালো আছেন। আমার শুভকামনা রইলো।

  • @rosysaha7267
    @rosysaha726720 күн бұрын

    Tetor dal r sathe amr kichu lage na

  • @amritabanerjee6540
    @amritabanerjee654021 күн бұрын

    Everything is very good.I dont have the position to critisize you but I think you use too much oil in every cooking,even in this recipe,too much oil is used for a simple dal.sorry for saying this.

  • @LostandRareRecipes

    @LostandRareRecipes

    21 күн бұрын

    Apologies. Please use oil as per your preference but try this out. 🙏🏻🙏🏻🙏🏻

  • @pampachatterjee8146
    @pampachatterjee814620 күн бұрын

    তিতার ডাল যেদিন মা রান্না করতো সারা বাড়ি তিতার ডাল তিতার ডাল বলে ঘুরে বেড়াতো। আমার মা ছিল শান্তিপুর গোস্বামী বাড়ির মেয়ে। খাঁটি ঘটি বাড়ি থেকে খাঁটি বাঙাল বাড়িতে বিয়ে হয়ে এসে বাঙাল রান্না রপ্ত করতে চেয়েছিলেন। তিতার ডাল তার অন্যতম। সেই আনন্দে তিতার ডাল বার বার উচ্চারণ করে আনন্দ পেতেন। আমি করেছি, কিন্তু ভালো হয়নি। আজ আবার আপনার রেসিপি র সাথে মার কথা খুব মনে এলো। তবে এতো কাঁচা লঙ্কা কি তেতোর সাথে ঠিক যাবে?? করে দেখতে হবে। 🙏

  • @manjirmitra2323
    @manjirmitra232321 күн бұрын

    আমার মা এই তিতার ডাল করতেন, তবে তাতে আদা ও মৌরী বাটা দিতেন। ফলে তার গন্ধটা খানিকটা কলাই এর ডালের মতো হতো। এতে আদা রাঁধুনী বাটা পড়েছে তাতে মনে হয় একটু সুক্তোর মতো গন্ধ হতে পারে কারণ মেথি ফোড়ন আছে।

  • @leenaguha747
    @leenaguha74721 күн бұрын

    আপনি বড্ড লঙ্কা দেন। আমরা রাধুনি, মৌরি ওআদা বাটা দিই।আমরা ঢাকার লোক।

  • @shourjobhadra8929
    @shourjobhadra892920 күн бұрын

    Mixie te radhuni batbo ki kore? শ্রবণা ভদ্র

  • @rasonatriptibengali9178

    @rasonatriptibengali9178

    20 күн бұрын

    মিক্সির ছোট বাটিতে শুকনো রাঁধুনি নিয়ে গুঁড়ো করে নেবেন। তারমধ্যে ওতে পরিমাণমতো আদা দিয়ে দেবেন। অল্প জল দিয়ে ঘুরিয়ে নেবেন। আদা আর রাঁধুনি একসাথে বাটা হয়ে যাবে। কারণ এই দুটো বাটনা দিয়ে তো একসঙ্গে কষতে হবে।

  • @shourjobhadra8929

    @shourjobhadra8929

    20 күн бұрын

    @@rasonatriptibengali9178 thank you. Thank you

  • @rasonatriptibengali9178

    @rasonatriptibengali9178

    18 күн бұрын

    My pleasure.

  • @rinkumitra9734
    @rinkumitra973418 күн бұрын

    এসব রান্নার কোনো তুলনা হয় না। আমিও বানাই,এখন মোটে দুজন থাকি।তাই এতো অল্প করে বানাতে হয়,যে রান্নার আনন্দ টা চলে যায়।আগে বানাতাম এক কড়াই ভর্তি।করে। আমি এমনিতেই দাল ছাড়া খেতে পারিনা,আর শেষে একটু বাটি করে ডাল চুমুক দেওয়ার অভ্যেস।

Келесі