সোনালী মহাশোলের সন্ধানে।পর্ব - ৪। In search of the golden Mahseer।। Part - 4।Champawat।Uttarakhand।।

Спорт

ঘুরে আসলাম মহাশোল ( Mahseer) এর রাজ্য থেকে। টোটাল ৯ টা হিট পেয়েছি। এরমধ্যে আমাদের প্রথম হিট টা করেছেন সিং সাহেব। এরপরের হিট আতিক তারপর পরপর দুইটা হিট আমার। তারপরের হিটটা আতিক এর ল্যান্ডিং করেছেন ফিরোজ ভাই। এরপরের হিট রামু দাদার তারপরের হিট আমার। আর দুইটা মাছ হয়েছে আচলা বা ইন্ডিয়ান ট্রাউট। এই দুটো হিটই রামু দাদা করেছেন এরমধ্যে একটা ল্যান্ডিং করেছেন ফিরোজ ভাই আর অন্য একটা আমি । তবে এইটা দারুন একটা জায়গা। পাথরের পাহাড়, নদী, ক্যাম্প মিলিয়ে অসাধারণ। যদিও অনেক কষ্টলি তারপরও যাদের মহাশোল ধরার ইচ্ছে আছে তারা আসতে পারেন। এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও আসবে অতি দ্রুত। আশাকরি সেখান থেকে সব ক্লিয়ার হয়ে যাবেন আপনারা।

Пікірлер: 3

  • @ajmamun7580
    @ajmamun75802 ай бұрын

    ওয়ালাইকুমসালাম খুব সুন্দর জায়গা 😊

  • @fishingtutorialinfo
    @fishingtutorialinfo2 ай бұрын

    Very nice 👌 location

Келесі