রামকৃষ্ণ সঙ্গীত-যে জন কথার ছলে শুনিয়েছিল অমৃতময় বাণী: শিল্পী: সুব্রত ভট্টাচার্য

রামকৃষ্ণ সঙ্গীত-যে জন কথার ছলে শুনিয়েছিল অমৃতময় বাণী: শিল্পী: সুব্রত ভট্টাচার্য
যে জন কথার ছলে শুনিয়েছিল অমৃতময় বাণী
আমার পরান পাখি শোনাবে আজ তার-ই দু-এক খানি,
সে যে রামকৃষ্ণের বাণী (২)।।
ঈশা, মুশা, গড, আল্লা, কালি
সে যে শতনামের একটি ফুলডালি।
যেমন জলকে বলে অ্যাকোয়া-বারি, ওয়াটার আর পানি।।
জলে ডুবে গেলে যেমন আকুল করে প্রাণ
তেমনি ব্যাকুল হয়ে ডাকলে দেখা দেন যে ভগবান।।
হংসসম থাকে যে জন, তারে পরমহংস বলে রে মন
জলে দুধে মিশে গেলে সে দুধটুকু লয় টানি।। (কথা-যুগলকিশোর দাস, সুর রামকুমার চট্টোপাধ্যায়)
গায়ক সুব্রত ভট্টাচার্য: পণ্ডিত মানস চক্রবর্তী ও পণ্ডিত অজয় চক্রবর্তীর সুযোগ্য ছাত্র সুব্রত ভট্টাচার্য। তিণি বেশ কিছুদিন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাছেও গানের তালিম নিয়েছেন। আজ তিনি এই গানটি গাইলেন।
Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★Subscribe to us: sanjibani sudha,

Пікірлер: 3

  • @ratnatalukdar3313
    @ratnatalukdar33133 ай бұрын

    কি‌ অপূর্ব!! কি অপূর্ব! ঠাকুরের অমৃত বানী র সুর ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে সবার হৃদয়ে!! জয়তু শ্রীরামকৃষ্ণ জগৎজননী সারদা মা জয়তু বিবেকানন্দ মহারাজ

  • @ratnabiswas401
    @ratnabiswas4013 ай бұрын

    Ahaaaa.....kajer klanti kothay hariye gelo......ki j Shanti.....🙏🙏🙏

  • @mahuamukherjee9583
    @mahuamukherjee95833 ай бұрын

    🙏🙏🙏

Келесі