ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিনে কথায় ও গানে সঞ্জীব চট্টোপাধ্যায়, সঙ্গে সুব্রত ভট্টাচার্য।

ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিনে কথায় ও গানে সঞ্জীব চট্টোপাধ্যায়, সঙ্গে সুব্রত ভট্টাচার্য।
গান-১) আয় মন, বেড়াতে যাবি।
কালী-কল্পতরুমূলে রে মন, চারি ফল কুড়ায়ে পাবি ৷৷
প্রবৃত্তি নিবৃত্তি জায়া, (তার) নিবৃত্তিরে সঙ্গে লবি।
ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব-কথা তায় সুধাবি ৷৷
শুচি অশুচিরে লয় দিব্য ঘরে কবে শুবি।
যখন দুই সতীনে পিরিত হবে, তখন শ্যামা মাকে পাবি ৷৷
অহংকার অবিদ্যা তোর, পিতামাতায় তাড়িয়ে দিবি।
যদি মোহ-গর্তে টেনে লয়, ধৈর্য-খোঁটা ধরে রবি ৷৷
ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি।
যদি না মানে নিষেধ, তবে জ্ঞান-খড়্গে বলি দিবি ৷৷
প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি।
যদি না মানে প্রবোধ, জ্ঞান-সিন্ধু মাঝে ডুবাইবি ৷৷
প্রসাদ বলে, এমন হলে কালের কাছে জবাব দিবি।
তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি ৷৷
গান-২)রাধেকৃষ্ণ বল মুখ তুই
রাধেকৃষ্ণ বল।
সারা জীবন বেড়াস ঘুরে
কাশী বৃন্দাবনে,
আর প্রেমের ঠাকুর
লুকিয়ে হাসে
বসে তোমার মনে
সেই অধরা দেয়না ধরা
দেখছে তোমর ছল
রাধেকৃষ্ণ বল।
নামের লতায় জড়িয়ে আছে মোহন মৃর্তি খানি
আর নামের টানে আসবে নামি
সে যে গীতার বাণী
রাধেকৃষ্ণ বল...
Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★Subscribe to us: sanjibani sudha,

Пікірлер: 9

  • @atanuchattopadhyay4558
    @atanuchattopadhyay45583 ай бұрын

    সন্জীববাবুকে প্রণাম ‌। উনি ঠাকুরের বিশেষ কৃপা পেয়েছেন। 🙏

  • @sajalchatterjee-ue9kp
    @sajalchatterjee-ue9kp3 ай бұрын

    জন্ম সার্থক হলো। সঞ্জীব মশাই কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই

  • @sanjoysarkar9079
    @sanjoysarkar90793 ай бұрын

    Pronam Sanjib babu.

  • @shyamaliray8761
    @shyamaliray87613 ай бұрын

    Namaskar janai. Apurba gan sunlam.

  • @rheaa984
    @rheaa984Ай бұрын

    ❤❤❤

  • @shilabiswas7255
    @shilabiswas72553 ай бұрын

    🙏🙏🙏

  • @aditibhattacharya3418
    @aditibhattacharya34183 ай бұрын

    🙏

  • @shukladutta3276
    @shukladutta32763 ай бұрын

    Kato guner adhikari.Ei boyose ki sundar gailen.Onake pronam janai.🙏🏽

Келесі