ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি পেল তুলসীদাসজির ‘রামচরিতমানস’ : বক্তা: সঞ্জীব চট্টোপাধ্যায়।

ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি পেল তুলসীদাসজির ‘রামচরিতমানস’: বক্তা: সঞ্জীব চট্টোপাধ্যায়।
কত গর্ব, গৌরব ও তৃপ্তির বিষয়, এই ভারতের এক সহাসাধক, মহাকবি,মহাদার্শনিক, জীবনবেত্তা তুলসিদাসজির ‘রামচরিত মানস’ গ্রন্থটি ‘ইউনেস্কোর’ গ্রন্থ তালিকায় অর্ন্তভুক্ত হল, অর্থাৎ ‘বিশ্বায়ন’। সাধারণের সাধারণ কথ্য ভাষা হিন্দির (অযোধ্যা-ধরন) পরিসরে ললিত গ্রন্থটি রচিত, ছন্দে সুরে। রামচরিত মানস পাঠের একটি সুর আছে মাঝে মাঝে সংগীত, এক একটি দোঁহা যেন শ্রোতার চেতনায় মর্মাঘাত।
ধর্মকে জীবনে ধারণ করার সহজ পথ। বারাণসীর গঙ্গার তীরে সন্ধ্যার আলোকে পাঠক যখন পাঠ করেন কাল তখন স্তব্ধ হয়ে যায়। অতীত, বর্তমান, ভবিষৎ একাকার, জীবনে জীবন মিলে গিয়ে মহাজীবনের তরঙ্গে ভেসে চলে। প্রশ্ন করে, ‘আরও কতদূরে আছে সে আনন্দধাম’।
প্রসঙ্গত ‘রামচরিত মানস’ ছাড়াও ‘পঞ্চতন্ত্র’ ও শারদলোকানার ভারতীয় কবিতার পাণ্ডুলিপিও ইউনেস্কোর স্বীকৃতি পেল । রামচরিতমানসের সচিত্র পাণ্ডুলিপি এবং ১৫ শতাব্দীর পঞ্চতন্ত্রের পাণ্ডুলিপি জায়গা করে নিল ইউনেস্কোর 'মেমরি অফ দ্য ওয়ার্ল্ড'-এ। এশিয়া প্যাসিফিকের ২০টি বিশেষ বস্তুর তালিকায় ২০২৪ সালে ভারতের তরফে বিশেষ স্থান অর্জন করেছে রামচরিতমানস, পঞ্চতন্ত্র এবং শারদয়ালোকানার ভারতীয় কবিতার পাণ্ডুলিপি।
Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★Subscribe to us: sanjibani sudha,

Пікірлер: 3

  • @rheaa984
    @rheaa984Ай бұрын

    Apurbo apurbo.. apner chorone sosrodhyo pronam🙏🙏🙏🙏🙏🙏

  • @ashiskumarsain8191
    @ashiskumarsain8191Ай бұрын

    Aapne Bhagwan. Aapne amar sharshadha pranam

Келесі