পাবনার ঐতিহাসিক ভাঁড়ারা শাহী মসজিদ । Historic Vharara Shahi Mosque in Pabna

Ойын-сауық

পাবনার ঐতিহাসিক #ভাঁড়ারা শাহী মসজিদ, Historic #Vharara #Shahi Mosque in
পাবনা জেলার পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের প্রাণ কেন্দ্রে ঐতিহাসিক #ভাঁড়ারা #শাহী মসজিদটি অবস্থিত।
কিভাবে যাবেন ঐতিহাসিক ভাঁড়ারা শাহী মসজিদে :
পাবনা শহর হইতে পাবনা সুজানগর রোড হয়ে কালিদহ মোড় হইতে দোগাছী রোড বাজার হয়ে সরাসরি ঐতিহাসিক ভাঁড়ারা শাহী মসজিদ ।
মসজিদের ভেতরে কালো একপি পাথরে লেখা নামফলক হতে দেখা যায় ১১৭৬ হিজরি সনে বাদশা শাহ্ আলম এর সময় দৌলত খান এর পুত্র আসালত খান তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন।
জানা যায় প্রায় ৪০০ বছর পূর্বে পদ্মা নদী তীরে এক রাতে দোতলা বিশিষ্ট ঐতিহাসিক ভাঁড়ারা শাহী মসজিদটি অলৌকিক ভাবে সৃষ্টি হয়েছিল।
বাংলাদেশের বিভিন্ন জেলায় হতে আগত সাধারণ মানুষ বিভিন্ন ধরনের মানত করে যে বিপদ আপদ ও রোগ থেকে মুক্তি লাভ করে।
প্রতিনিয়ত অসংখ্য মানুষ বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পেতে বা মনের ইচ্ছা পূরণের জন্য এ মসজিদে দান করে থাকেন।
প্রতি শুক্রবারে হাজার হাজার লোকের সমাগম হয়ে থেকে । পদ্মা নদীর তীরে অবস্থিত হওয়ায় এটির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে ।
ঐতিহাসিক ভাঁড়ারা শাহী মসজিদটি ওয়াকফ স্টেটের অন্তর্ভূক্ত সম্পত্তি। এটি পরিচালনার জন্য পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মোট সাত সদস্যের কমিটি রয়েছে।

Пікірлер: 1

  • @mdzahidulislam2604
    @mdzahidulislam2604 Жыл бұрын

Келесі