নবদূর্বাদলশ্যাম শ্রীরামচন্দ্র: সঞ্জীব চট্টোপাধ্যায়।

নবদূর্বাদলশ্যাম শ্রীরামচন্দ্র: সঞ্জীব চট্টোপাধ্যায়।
রামনবমী, আজ শ্রীরামচন্দ্রের জন্মদিনঃ
নবরাত্রির নবম দিনে দেশের বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হয়। হিন্দুশাস্ত্রে এই দিনটির গুরুত্ব অপরিসীম। রামনবমীর গভীর তাৎপর্য রয়েছে। পুরাণ বলেন, রমন্তে সর্বত্র ইতি রামঃ। যার অর্থ- রাম যিনি সর্বত্র বিরাজ করেন। মহাবিশ্বের রক্ষক হলেন ভগবান বিষ্ণু। তিনি ধর্মের অধোগতি রোধ করতে অযোধ্যায় রাজা দশরথের পুত্র রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। বিশ্বাস করা হয়, রামনবমীতে মর্যাদাপুরুষোত্তম রামের পুজো করলে জীবনে খ্যাতি এবং সৌভাগ্য লাভ হয়। বাড়ে সুখ ও সমতৃদ্ধি। বলা হয় - রামের উপাসনা করলে জীবনে ইতিবাচকতা বজায় থাকে, যে কোনও কাজ বিনা বাধায় সম্পন্ন হয়।
রামনবমীর পুজো কেন করা ?
রাজা দশরথ ও রানি কৌশল্যার সন্তান হিসাবে এই দিন দেবতা রামের জন্ম হয়। তাই এই দিনটি রামনবমী হিসাবে পালন করা হয়। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাম।
অনেকের বিশ্বাস, ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন অসুরদের অত্যাচার শেষ করার জন্য। বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই মানব রূপে মর্তে এসেছিলেন বিষ্ণু।
রাবণ ছিলেন বরপ্রাপ্ত। ভগবানরা তাঁর বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না। তাই বিষ্ণু মানুষরূপে পৃথিবীতে আসেন । পৃথিবীতে ধর্মরক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন তিনি। সেই যুদ্ধে রাবণ প্রাণও হারান।
রামভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধে জয়ও বটে। তাই তাঁরা রামনবমীর দিনটিকে খুব নিষ্ঠা নিয়ে পালন করেন।
এই দিনে পুজো করলে কী ফল লাভ হয়?
অনেকেই বিশ্বাস করেন, এ দিন নিষ্ঠা নিয়ে পুজো করলে মনের অনেক আকাঙ্ক্ষা পূর্ণ হয়। ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায় এ দিন পুজো করলে।
অনেকে রামনবমীর দিন ভগবান রামের সঙ্গেই দেবী দুর্গারও পুজো করেন। সেক্ষেত্রে সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলেও বিশ্বাস করেন অনেকে।
* আজ ‘সঞ্জীবনী সুধা’ চ্যানেলে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় শ্রীশ্রীরামকথা আলোচনা করেছেন। সঙ্গে রইল কুটিঘাট বি কে মৈত্র রোডের একমাত্র রামমন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস।
Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★Subscribe to us: sanjibani sudha,

Пікірлер: 3

  • @Anandadhara215
    @Anandadhara2152 ай бұрын

    Pranam.... Joy sree ram...

  • @krishnamukherjee8567
    @krishnamukherjee85673 ай бұрын

    🙏🙏🙏

  • @thepalatablecuisine5840
    @thepalatablecuisine5840Ай бұрын

    Stop it.

Келесі