মায়াবি চিত্রা হরিণের ছোটাছুটি। আপনা মাংসে হরিণা বৈরী!

মায়াবি চিত্রা হরিণের ছোটাছুটি। আপনা মাংসে হরিণা বৈরী! বনের প্রাণী মায়াবি হরিণ এখন চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়। আবার অনেকেই নিজেদের মতো করে বাড়ির আঙিনায় বা খাঁচা তৈরি করে হরিণ লালন পালন করছে। ইদানিং পর্যটনের আকর্ষণ বাড়াতে সংশ্লিষ্ট এলাকায় হরিণ পালন হচ্ছে। এভাবে হরিণ বন্দী রেখে তাদের স্বাভাবিক জীবন বিপন্ন করার অধিকার মানুষের নেই। বনের হরিণ বনেই শোভা পায়।
কোথায় গেলে হরিণ দেখতে পাওয়া যায়?
হরিণের কি কি প্রজাতি রয়েছে?

Пікірлер

    Келесі