শায়েখ ইবনে উসাইমীন তাবলীগী এক ভাইকে বুঝাচ্ছেন। Arabic Islamic Lecture with Bangla Subtitles

আবু 'আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনে সালেহ ইবনে মুহাম্মাদ ইবনে সুলায়মান ইবনে আব্দুর রহমান আল-উসাইমিন আল-তামিমি {রাহিমাহুল্লাহ}(আরবি: محمد بن صالح العثيمين; জন্মঃ ৯ই মার্চ, ১৯২৯ - মৃত্যুঃ ১০ই জানুয়ারি, ২০০১), সাধারণত মুহাম্মাদ ইবনে সালেহ আল-উসাইমিন নামে পরিচিত, ছিলেন বিংশ শতাব্দীর শেষার্ধে সৌদি আরবের অন্যতম বিশিষ্ট ইসলামিক পণ্ডিত।তাকে আধুনিকযুগের অন্যতম শ্রেষ্ঠ ফকিহ হিসেবে বিবেচনা করা হতো।
তাঁর মূল্যবান কথা বাংলা ভাষাভাষী মানুষের জন্য বাংলায় অনুবাদ করে দেওয়া হল। এগুলা শুনে একই সাথে ইসলামিক জ্ঞান লাভ করবেন সাথে সাথে আরবি ভাষা শিখতে সহাহক হবে ইন শা আল্লাহ।

Пікірлер: 8

  • @user-lt8ww6zn7s
    @user-lt8ww6zn7s27 күн бұрын

    একজন বিজ্ঞ আলেম। রহিমাহুল্লাহ

  • @naimehasun1995
    @naimehasun1995Ай бұрын

    এক কথায় অসাধারণ বক্তব্য।

  • @tahmidhossainnaeem5466
    @tahmidhossainnaeem5466Ай бұрын

    আযাইরা ফতওয়া!

  • @DearFarmerBoy

    @DearFarmerBoy

    29 күн бұрын

    Bro do you have any idea whom you are talking against? He was a reputable even before you were born... Don't just go around saying stuff like this without knowledge... What did he said that offended you?

  • @rayhansharehin6209
    @rayhansharehin6209Ай бұрын

    তাবলীগ অবশ্যই ভালো একটি মেহনত। আর দ্বীনের প্রতিটা কার্যক্রমএই কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি থাকে, থাকতেই পারে, আমরা তাদের ভালো জিনিস গুলো গ্রহন করি, লাখ লাখ মানুষ যারা দ্বীনের পথে ফিরে এসেছে এমন একটি প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ করে বন্ধ করে না দিয়ে বরঞ্চ সেটাকে আরও সুন্দর শুদ্ধতর করাই একজন বুদ্ধিমান খালেস মুমিনের আদর্শ।

  • @shoabakhtertowhid6723
    @shoabakhtertowhid6723Ай бұрын

    উনার কথা থেকে স্পষ্ট উনি দাওয়াত ও তাবলীগের মেহনতের প্রভাব উপলব্ধি করতে পেরেছিলেন,কিন্তু কিছু মানুষের প্রভাবের কারনে এই কাজকে অন্তর থেকে স্বীকৃতি দিতে প্রস্তুত ছিলেন না।তাবলীগের 6 নম্বর রসূলের রিসালাতের বিরুদ্ধে হলে এটা বিশ্বের কোনো আলেম ই মেনে নিতেন না। কারন দাওয়াত দিতে এসে একজন আলেম জেনেবুঝে রিসালাতের শিরিক করবে এমনটা কখনো বিশ্বাসযোগ্য না।তার পরেও অন্য অনেক সৌদি সায়েখ দের মত অতটা সংকীর্ণমনা নন।আল্লাহ তালা উনার ভাল কাজগুলোকে কবুল করুন,আমিন।

  • @CuteCatsKittensbd
    @CuteCatsKittensbdАй бұрын

    এনাকে কেউ হয়তো বুঝায় নাই যে এই ৬ নম্বর এটা কোনো ভিত্তি হিসেবে ধরা হয় নাই। এটা তো একটা সিলেবাসের মত। যেমন কেউ আলেম হয় কিছু নির্দিষ্ট পড়াশুনা করে বা ডাক্তার হয় কিছু বই পড়ে, তার মানে এই নয় যে এইগুলোই তার পুরো জীবন। তেমনি ভাবে এই ৬ জিনিষ শিখানো হয় যাতে মানুষ ইসলামের বেসিক শিখে বাকি ইসলাম আলেমদের কাছে শিখে। আর মিলিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য বের হয়। আমি একজন ইঞ্জিনিয়ার। আমি ইসলাম থেকে অনেক দূরে ছিলাম। আজকে তাবলীগ এর মেহনতে আল্লাহ আমাকে সঠিক বুঝ দিয়েছেন। কাজেই এটার বিরোধিতা করা ঠিক নয়। আর এখানে কোনো বেদাত নাই।

  • @zmrafsun6583

    @zmrafsun6583

    Ай бұрын

    হিদায়াত এর মালিক আল্লাহ এবং সেই হিদায়াৎ বিভিন্নভাবেই আসতে পারে, আমিও শীঘ্রই ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি ইন শা আল্লাহ। কিন্তু ক্যাম্পাসে তাবলীগ এর ভাইদের শক্ত অবস্থান থাকা সত্যেও এর থেকে আমি বিরত আছি। কারণ এতে কিছু বিদ’আত রয়েছে। বুজুর্গরা যদি বিদআত গুলো সংশোধন করে তাদের কার্যক্রম চালাত তাহলে অনেক ভালো হতো উম্মাহর জন্য

Келесі