কোরবানির ঈদে মাঠ কাঁপাবে পাবনার গোপালপুরের রাজা । RAJA

Ойын-сауық

#কোরবানির ঈদে মাঠ কাঁপাবে পাবনার গোপালপুরের #রাজা,#raja
#প্রথম #পাবনা : কোরবানির ঈদকে ঘিরে অনেক পেশাদার ও সৌখিন খামারি প্রস্তুত করে থাকেন বিশাল আক্রিতির কোরবানির পশু।
নামও দিয়ে থাকেন বাহারী বাহারী । সেই রকমই এক কোরবানির গরু প্রস্তুত করেছেন পাবনার #আটঘরিয়া উপজেলার #একদন্ত ইউনিয়নের #গোপালপুর গ্রামের বাবু মিয়া।
তার পোশা বিশাল আকৃতির গরুটির নাম দিয়েছেন গোপালপুরের #রাজা। আর এই রাজাকে দেখতে প্রতিদিনই ভীর করছে উৎসক জনতা ।
আসছে পবিত্র #ঈদুল আজহার এখনো বেশ কিছু দিন বাকি রয়েছে । এরই মধ্যে পাবনার আটঘরিয়া উপজেলায় আলোচনায় এসেছে গোপালপুরের রাজা। বিশাল এই গরু নজর কেরেছে বিভিন্ন মানুষের ।
তিন বছর আগে সখের বসে #ফিজিয়ান জাতের একটি গরু ক্রয় করেন গোপালপুরের #বাবু মিয়া।
গরুর মালিক বাবু মিয়ার দাবী গরুটির বর্তমান ওজন ৩০ মণ। নিজের বাড়িতে সসম্পুর্ন দেশী খাবার খাওয়ানো হয়েছে গোপালপুরের রাজাকে। রাগী সভাবের গোপালপুরের রাজা, তাই বাইরে বের করা কম হয়।
স্থানীয়দের দাবী এটাই এই অঞ্চলের সবচেয়ে বড় কোরবানির গরু। বিশাল আকৃতির রাজাকে দেখতে প্রতিদিন ভীড় জমাচ্ছে উৎসক মানুষ। অনেকে আবার দেখতে এসে উৎসাহীত হচ্ছে এই ধরনের বড় গরু পালন করতে ।
গরুটি বিক্রি করে ভাল দাম পাবেন এমনটাই প্রত্যাশা করছেন গরুর মালিক বাবু মিয়া। বাবু মিয়ার প্রত্যাশা অনুযায়ী দাম পাক এমনটা প্রত্যাশা করছে এলাকাবাসী।

Пікірлер

    Келесі