দেশসেরা মুফাসসিরের সেরা তাফসীর || আইয়ুব নবী ও রহিমা বিবির আসল ঘটনা || Allama Mozammel Haque New Waz

সূরা সোয়াদ এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৪, আয়াত : ৪১-৬৪ || Sura Soyad tafsir : 41-64 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Principle Mau. Mozammel Haque || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
#সুরা_সোয়াদ
وَاذْكُرْ عَبْدَنَا أَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَعَذَابٍ
স্মরণ করুণ, আমার বান্দা আইয়্যুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহবান করে বললঃ শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্ট পৌছিয়েছে। [সুরা সা’দ - ৩৮:৪১]
ارْكُضْ بِرِجْلِكَ هَذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ
তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত কর। ঝরণা নির্গত হল গোসল করার জন্যে শীতল ও পান করার জন্যে। [সুরা সা’দ - ৩৮:৪২]
وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرَى لِأُوْلِي الْأَلْبَابِ
আমি তাকে দিলাম তার পরিজনবর্গ ও তাদের মত আরও অনেক আমার পক্ষ থেকে রহমতস্বরূপ এবং বুদ্ধিমানদের জন্যে উপদেশস্বরূপ। [সুরা সা’দ - ৩৮:৪৩]
وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِب بِّهِ وَلَا تَحْنَثْ إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ
তুমি তোমার হাতে এক মুঠো তৃণশলা নাও, তদ্বারা আঘাত কর এবং শপথ ভঙ্গ করো না। আমি তাকে পেলাম সবরকারী। চমৎকার বান্দা সে। নিশ্চয় সে ছিল প্রত্যাবর্তনশীল। [সুরা সা’দ - ৩৮:৪৪]
وَاذْكُرْ عِبَادَنَا إبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ أُوْلِي الْأَيْدِي وَالْأَبْصَارِ
স্মরণ করুন, হাত ও চোখের অধিকারী আমার বান্দা ইব্রাহীম, ইসহাক ও ইয়াকুবের কথা। [সুরা সা’দ - ৩৮:৪৫]
إِنَّا أَخْلَصْنَاهُم بِخَالِصَةٍ ذِكْرَى الدَّارِ
আমি তাদের এক বিশেষ গুণ তথা পরকালের স্মরণ দ্বারা স্বাতন্ত্র্য দান করেছিলাম। [সুরা সা’দ - ৩৮:৪৬]
وَإِنَّهُمْ عِندَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْأَخْيَارِ
আর তারা আমার কাছে মনোনীত ও সৎলোকদের অন্তর্ভুক্ত। [সুরা সা’দ - ৩৮:৪৭]
وَاذْكُرْ إِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ وَكُلٌّ مِّنْ الْأَخْيَارِ
স্মরণ করুণ, ইসমাঈল, আল ইয়াসা ও যুলকিফলের কথা। তারা প্রত্যেকেই গুনীজন। [সুরা সা’দ - ৩৮:৪৮]
هَذَا ذِكْرٌ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَآبٍ
এ এক মহৎ আলোচনা। খোদাভীরুদের জন্যে রয়েছে উত্তম ঠিকানা- [সুরা সা’দ - ৩৮:৪৯]
جَنَّاتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْأَبْوَابُ
তথা স্থায়ী বসবাসের জান্নাত; তাদের জন্যে তার দ্বার উম্মুক্ত রয়েছে। [সুরা সা’দ - ৩৮:৫০]
مُتَّكِئِينَ فِيهَا يَدْعُونَ فِيهَا بِفَاكِهَةٍ كَثِيرَةٍ وَشَرَابٍ
সেখানে তারা হেলান দিয়ে বসবে। তারা সেখানে চাইবে অনেক ফল-মূল ও পানীয়। [সুরা সা’দ - ৩৮:৫১]
وَعِندَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ أَتْرَابٌ
তাদের কাছে থাকবে আনতনয়না সমবয়স্কা রমণীগণ। [সুরা সা’দ - ৩৮:৫২]
هَذَا مَا تُوعَدُونَ لِيَوْمِ الْحِسَابِ
তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্যে। [সুরা সা’দ - ৩৮:৫৩]
إِنَّ هَذَا لَرِزْقُنَا مَا لَهُ مِن نَّفَادٍ
এটা আমার দেয়া রিযিক যা শেষ হবে না। [সুরা সা’দ - ৩৮:৫৪]
هَذَا وَإِنَّ لِلطَّاغِينَ لَشَرَّ مَآبٍ
এটাতো শুনলে, এখন দুষ্টদের জন্যে রয়েছে নিকৃষ্ট ঠিকানা [সুরা সা’দ - ৩৮:৫৫]
جَهَنَّمَ يَصْلَوْنَهَا فَبِئْسَ الْمِهَادُ
তথা জাহান্নাম। তারা সেখানে প্রবেশ করবে। অতএব, কত নিকৃষ্ট সেই আবাস স্থল। [সুরা সা’দ - ৩৮:৫৬]
هَذَا فَلْيَذُوقُوهُ حَمِيمٌ وَغَسَّاقٌ
এটা উত্তপ্ত পানি ও পঁূজ; অতএব তারা একে আস্বাদন করুক। [সুরা সা’দ - ৩৮:৫৭]
وَآخَرُ مِن شَكْلِهِ أَزْوَاجٌ
এ ধরনের আরও কিছু শাস্তি আছে। [সুরা সা’দ - ৩৮:৫৮]
هَذَا فَوْجٌ مُّقْتَحِمٌ مَّعَكُمْ لَا مَرْحَبًا بِهِمْ إِنَّهُمْ صَالُوا النَّارِ
এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করছে। তাদের জন্যে অভিনন্দন নেই তারা তো জাহান্নামে প্রবেশ করবে। [সুরা সা’দ - ৩৮:৫৯]
قَالُوا بَلْ أَنتُمْ لَا مَرْحَبًا بِكُمْ أَنتُمْ قَدَّمْتُمُوهُ لَنَا فَبِئْسَ الْقَرَارُ
তারা বলবে, তোমাদের জন্যে ও তো অভিনন্দন নেই। তোমরাই আমাদেরকে এ বিপদের সম্মুখীন করেছ। অতএব, এটি কতই না ঘৃণ্য আবাসস্থল। [সুরা সা’দ - ৩৮:৬০]
قَالُوا رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَذَا فَزِدْهُ عَذَابًا ضِعْفًا فِي النَّارِ
তারা বলবে, হে আমাদের পালনকর্তা, যে আমাদেরকে এর সম্মুখীন করেছে, আপনি জাহান্নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন। [সুরা সা’দ - ৩৮:৬১]
وَقَالُوا مَا لَنَا لَا نَرَى رِجَالًا كُنَّا نَعُدُّهُم مِّنَ الْأَشْرَارِ
তারা আরও বলবে, আমাদের কি হল যে, আমরা যাদেরকে মন্দ লোক বলে গণ্য করতাম, তাদেরকে এখানে দেখছি না। [সুরা সা’দ - ৩৮:৬২]
أَتَّخَذْنَاهُمْ سِخْرِيًّا أَمْ زَاغَتْ عَنْهُمُ الْأَبْصَارُ
আমরা কি অহেতুক তাদেরকে ঠাট্টার পাত্র করে নিয়েছিলাম, না আমাদের দৃষ্টি ভুল করছে? [সুরা সা’দ - ৩৮:৬৩]
إِنَّ ذَلِكَ لَحَقٌّ تَخَاصُمُ أَهْلِ النَّارِ
এটা অর্থাৎ জাহান্নামীদের পারস্পরিক বাক-বিতন্ডা অবশ্যম্ভাবী। [সুরা সা’দ - ৩৮:৬৪]

Пікірлер: 29

  • @rahamankhan6838
    @rahamankhan6838 Жыл бұрын

    Allah akbar Allah akbar Allah akbar

  • @muktaderbhuiyan7358
    @muktaderbhuiyan73584 ай бұрын

    সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন

  • @abdussalam-vd6qt
    @abdussalam-vd6qt Жыл бұрын

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,

  • @bachchusk5481
    @bachchusk5481 Жыл бұрын

    Subhanallah

  • @MdNasir-gg8bk
    @MdNasir-gg8bk Жыл бұрын

    মাশাল্লাহ

  • @mdshiponahmedmdshiponahmed8527
    @mdshiponahmedmdshiponahmed8527 Жыл бұрын

    অনেক ভালো বাসি হুজুরকে

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Жыл бұрын

    Thanks for your new lecture

  • @rafikulislam3880
    @rafikulislam3880 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ্‌

  • @user-be3zj8ye5b
    @user-be3zj8ye5bАй бұрын

    অন্তর -চোখ খুলে দেয়, এমন তাৎপর্য পূর্ণ আলোচনা। হৃদয় শীতল হয়ে যায়। আলহামদুলিল্লাহ

  • @rafiqulislam8966
    @rafiqulislam8966 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান হুজুরের তাফসীর শুনে ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারছি ইনশাআল্লাহ আল্লাহ হুজুরকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আমিন।

  • @mdbaharali5073

    @mdbaharali5073

    Жыл бұрын

    🍞🌭

  • @mdnahidali2891

    @mdnahidali2891

    Жыл бұрын

    000000000

  • @MdMainUddin-wk3xq

    @MdMainUddin-wk3xq

    Жыл бұрын

    Amin Allah

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 Жыл бұрын

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,, পবিত্র কোরআন মজিদ আমল ও তাফসির শোনার তৌফিক দান করেছেন,,, হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন আমিন,,,,,

  • @sahinkhan245
    @sahinkhan245 Жыл бұрын

    এদেশে এই হযরত' যেভাবে পবিত্র আল কোরআন এর তাফসির করেন তা আমার কাছে ভালো লাগে,, আমার মতে আরো তাফসির কারকদের পবিত্র আল কোরআনমজিদ তাফসির করা ও তা প্রচার করা দরকার।।।।

  • @aloadharbd
    @aloadharbd Жыл бұрын

    আলহামদুলিল্লাহ

  • @akmkawsar5905
    @akmkawsar5905 Жыл бұрын

    আল্লাহু আকবর। আল্লাহ হুজুরের দীর্ঘআয়ু দান করুক।

  • @ahsanhabib8553
    @ahsanhabib8553 Жыл бұрын

    Excellent .

  • @MRFIslamicTV
    @MRFIslamicTV Жыл бұрын

    আল হামদুলিল্লাহ্...প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালবাসায় ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাচ্ছে।আপনাদের একান্ত সাপোর্ট ও আল্লাহর রহমত নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ্,,🌴🌴🌾🌾🌿🌿

  • @identityofallah
    @identityofallah3 ай бұрын

    আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ অ- অস্বীকার করি সকল তাগুত, আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি। ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে, ঋষিত্বের স্থান নেই ইসলামে। এ - এবাদত করি শুধু এক আল্লাহর, ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর । ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন, ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন। কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা.../////////////////

  • @belalhossain1994
    @belalhossain1994 Жыл бұрын

    আল্লাহ্ হুজুর কে সুস্থতা দান করেন।

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm Жыл бұрын

    Alhamdolillah shayekh

  • @abdulkarim-rf2bi
    @abdulkarim-rf2bi Жыл бұрын

    হুজুরের খুব কাছে থাকি, অনুমতি পেলে দেখা করবো।

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm Жыл бұрын

    Assalamoalikum wa

  • @risanniddu5759
    @risanniddu57597 ай бұрын

    আমার বই লাগবে নাম্বার টা চাই

  • @mdnurullahmahmud702
    @mdnurullahmahmud702 Жыл бұрын

    আইয়ুব আ, এর এই ঘটনা সহিহ নয়

  • @tusharkuakata8188

    @tusharkuakata8188

    Жыл бұрын

    কোরআন কি মিথ্যা বলে? নিশ্চয়ই কোরআন সত্য হুজুরের তাফসির সেটাই।

  • @rahamankhan6838
    @rahamankhan6838 Жыл бұрын

    Allah akbar Allah akbar Allah akbar

Келесі