সূরা মুমিন-এ বর্ণিত ‘বনী-ইসরাঈলের মুমিন ব্যক্তির ঘটনা’ || মূসা-ফেরাউনের ইতিহাস || Mozammel Haque Waz

সূরা আল-মুমিন/গাফির এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৪, আয়াত : ২১-৪২ || Sura Al Mumin/Gafir tafsir : 21-42 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
#সুরা_মুমিন
#new_waz_mahfil
أَوَ لَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ كَانُوا مِن قَبْلِهِمْ كَانُوا هُمْ أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَآثَارًا فِي الْأَرْضِ فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ وَمَا كَانَ لَهُم مِّنَ اللَّهِ مِن وَاقٍ
তারা কি দেশ-বিদেশ ভ্রমণ করে না, যাতে দেখত তাদের পূর্বসুরিদের কি পরিণাম হয়েছে? তাদের শক্তি ও কীর্তি পৃথিবীতে এদের অপেক্ষা অধিকতর ছিল। অতঃপর আল্লাহ তাদেরকে তাদের গোনাহের কারণে ধৃত করেছিলেন এবং আল্লাহ থেকে তাদেরকে রক্ষাকারী কেউ হয়নি। [সুরা মু’মিন - ৪০:২১]
ذَلِكَ بِأَنَّهُمْ كَانَت تَّأْتِيهِمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَكَفَرُوا فَأَخَذَهُمُ اللَّهُ إِنَّهُ قَوِيٌّ شَدِيدُ الْعِقَابِ
এর কারণ এই যে, তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করত, অতঃপর তারা কাফের হয়ে যায়, তখন আল্লাহ তাদের ধৃত করেন। নিশ্চয় তিনি শক্তিধর, কঠোর শাস্তিদাতা। [সুরা মু’মিন - ৪০:২২]
وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُّبِينٍ
আমি আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছি। [সুরা মু’মিন - ৪০:২৩]
إِلَى فِرْعَوْنَ وَهَامَانَ وَقَارُونَ فَقَالُوا سَاحِرٌ كَذَّابٌ
ফেরাউন, হামান ও কারুণের কাছে, অতঃপর তারা বলল, সে তো জাদুকর, মিথ্যাবাদী। [সুরা মু’মিন - ৪০:২৪]
فَلَمَّا جَاءهُم بِالْحَقِّ مِنْ عِندِنَا قَالُوا اقْتُلُوا أَبْنَاء الَّذِينَ آمَنُوا مَعَهُ وَاسْتَحْيُوا نِسَاءهُمْ وَمَا كَيْدُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ
অতঃপর মূসা যখন আমার কাছ থেকে সত্যসহ তাদের কাছে পৌঁছাল; তখন তারা বলল, যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করেছে, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা কর, আর তাদের নারীদেরকে জীবিত রাখ। কাফেরদের চক্রান্ত ব্যর্থই হয়েছে। [সুরা মু’মিন - ৪০:২৫]
وَقَالَ فِرْعَوْنُ ذَرُونِي أَقْتُلْ مُوسَى وَلْيَدْعُ رَبَّهُ إِنِّي أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمْ أَوْ أَن يُظْهِرَ فِي الْأَرْضِ الْفَسَادَ
ফেরাউন বলল; তোমরা আমাকে ছাড়, মূসাকে হত্যা করতে দাও, ডাকুক সে তার পালনকর্তাকে! আমি আশংকা করি যে, সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। [সুরা মু’মিন - ৪০:২৬]
وَقَالَ مُوسَى إِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ
মূসা বলল, যারা হিসাব দিবসে বিশ্বাস করে না এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের পালনকর্তার আশ্রয় নিয়ে নিয়েছি। [সুরা মু’মিন - ৪০:২৭]
وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ مِّنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ رَجُلًا أَن يَقُولَ رَبِّيَ اللَّهُ وَقَدْ جَاءكُم بِالْبَيِّنَاتِ مِن رَّبِّكُمْ وَإِن يَكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهُ وَإِن يَكُ صَادِقًا يُصِبْكُم بَعْضُ الَّذِي يَعِدُكُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ
ফেরাউন গোত্রের এক মুমিন ব্যক্তি, যে তার ঈমান গোপন রাখত, সে বলল, তোমরা কি একজনকে এজন্যে হত্যা করবে যে, সে বলে, আমার পালনকর্তা আল্লাহ, অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট আগমন করেছে? যদি সে মিথ্যাবাদী হয়, তবে তার মিথ্যাবাদিতা তার উপরই চাপবে, আর যদি সে সত্যবাদী হয়, তবে সে যে শাস্তির কথা বলছে, তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই। নিশ্চয় আল্লাহ সীমালংঘনকারী, মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না। [সুরা মু’মিন - ৪০:২৮]
يَا قَوْمِ لَكُمُ الْمُلْكُ الْيَوْمَ ظَاهِرِينَ فِي الْأَرْضِ فَمَن يَنصُرُنَا مِن بَأْسِ اللَّهِ إِنْ جَاءنَا قَالَ فِرْعَوْنُ مَا أُرِيكُمْ إِلَّا مَا أَرَى وَمَا أَهْدِيكُمْ إِلَّا سَبِيلَ الرَّشَادِ
وَقَالَ الَّذِي آمَنَ يَا قَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُم مِّثْلَ يَوْمِ الْأَحْزَابِ
مِثْلَ دَأْبِ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَالَّذِينَ مِن بَعْدِهِمْ وَمَا اللَّهُ يُرِيدُ ظُلْمًا لِّلْعِبَادِ
وَيَا قَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِ
يَوْمَ تُوَلُّونَ مُدْبِرِينَ مَا لَكُم مِّنَ اللَّهِ مِنْ عَاصِمٍ وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ
وَلَقَدْ جَاءكُمْ يُوسُفُ مِن قَبْلُ بِالْبَيِّنَاتِ فَمَا زِلْتُمْ فِي شَكٍّ مِّمَّا جَاءكُم بِهِ حَتَّى إِذَا هَلَكَ قُلْتُمْ لَن يَبْعَثَ اللَّهُ مِن بَعْدِهِ رَسُولًا كَذَلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابٌ
الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِ اللَّهِ بِغَيْرِ سُلْطَانٍ أَتَاهُمْ كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ وَعِندَ الَّذِينَ آمَنُوا كَذَلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَى كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ
وَقَالَ فِرْعَوْنُ يَا هَامَانُ ابْنِ لِي صَرْحًا لَّعَلِّي أَبْلُغُ الْأَسْبَابَ
أَسْبَابَ السَّمَاوَاتِ فَأَطَّلِعَ إِلَى إِلَهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ كَاذِبًا وَكَذَلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوءُ عَمَلِهِ وَصُدَّ عَنِ السَّبِيلِ وَمَا كَيْدُ فِرْعَوْنَ إِلَّا فِي تَبَابٍ
وَقَالَ الَّذِي آمَنَ يَا قَوْمِ اتَّبِعُونِ أَهْدِكُمْ سَبِيلَ الرَّشَادِ
يَا قَوْمِ إِنَّمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا مَتَاعٌ وَإِنَّ الْآخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ
مَنْ عَمِلَ سَيِّئَةً فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَمَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُوْلَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ
وَيَا قَوْمِ مَا لِي أَدْعُوكُمْ إِلَى النَّجَاةِ وَتَدْعُونَنِي إِلَى النَّارِ
تَدْعُونَنِي لِأَكْفُرَ بِاللَّهِ وَأُشْرِكَ بِهِ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَأَنَا أَدْعُوكُمْ إِلَى الْعَزِيزِ الْغَفَّارِ

Пікірлер: 33

  • @SohelKapasi-iy7gc
    @SohelKapasi-iy7gc27 күн бұрын

    পবিত্র কোরআন প্রচারের জন্য আল্লাহ আপনাকে সুস্থ জ্ঞান দান করেছেন ❤ সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ

  • @rafiqulislam8966
    @rafiqulislam8966 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরানআল্লাহ হুজুরের সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আমিন

  • @mdshahalam3589
    @mdshahalam3589 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ

  • @sarminmomo4492
    @sarminmomo4492 Жыл бұрын

    অালহামদুলিল্লাহ।জাজাকাল্লাহ খাইরান

  • @mrtv4384
    @mrtv4384 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন।

  • @azizurrahaman5669

    @azizurrahaman5669

    Жыл бұрын

    Alhamdulillh

  • @moazzemhossain9095

    @moazzemhossain9095

    Жыл бұрын

    @@azizurrahaman5669 i

  • @rafikulislam3880
    @rafikulislam3880 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ্‌

  • @abdussalam-vd6qt
    @abdussalam-vd6qt Жыл бұрын

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Жыл бұрын

    Thanks for your new lecture

  • @skintabuddin4449
    @skintabuddin4449 Жыл бұрын

    Walaikum assalam wa Rahmatullahi wa barakatu

  • @albabhussain113
    @albabhussain113 Жыл бұрын

    Al hamdulillah

  • @shefalyrahman-of2ub
    @shefalyrahman-of2ub Жыл бұрын

    আল্লাহুু আমিন❤

  • @Mosen-kh4ph
    @Mosen-kh4ph7 ай бұрын

    Ok❤❤💝ok

  • @hajihalimmondal777
    @hajihalimmondal777 Жыл бұрын

    Abdul halim

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm Жыл бұрын

    Alhamdolillah jajakaallah

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 Жыл бұрын

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,, পবিত্র কোরআন মজিদ আমল ও তাফসির শোনার তৌফিক দান করেছেন,,, হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন আমিন,,,,,

  • @mdsalimkhan3232
    @mdsalimkhan3232 Жыл бұрын

    ALHAMDOLILLAH

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm Жыл бұрын

    Subhanallah

  • @user-ci4tw5oi2s
    @user-ci4tw5oi2s Жыл бұрын

    Alhamdulillah 🎉

  • @mohammedshahjalal3803
    @mohammedshahjalal3803 Жыл бұрын

    Allah blessed you sir.

  • @roufhighflyerinformation144
    @roufhighflyerinformation14422 күн бұрын

    আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম দিনকে পরিপূর্ণভাবে প্রচার করে গেছেন। তাহলে কেন আবার অন্য একজন রাসুলের দিন প্রচারের প্রয়োজন হবে।

  • @mdazadalli2323
    @mdazadalli2323 Жыл бұрын

    So right waz welcome dear haque

  • @user-gt1bc6dc5o
    @user-gt1bc6dc5o Жыл бұрын

    প্রতিটা নবীদের জীবনী থেকে এটা পাওয়া যায় কারো সাহাবী কারো ভাই! নবীদের সাথে রেখেছেন যাতে তাদের কাজের সুবিধা হয় এদিক দিয়ে বিবেচনা করলে ইমাম মেহেদী বা তার মন্ত্রী বা উপদেষ্টা এমন কেউ আসতে পারে প্রজ্ঞাবান লোক।

  • @moshiurkhan4360
    @moshiurkhan4360 Жыл бұрын

    O,kader kakku khomotay asey......tini o onek waj koren....

  • @tahaminamondal7872
    @tahaminamondal7872 Жыл бұрын

    batil bokotbay

  • @fahadpathanfahadpathan3749
    @fahadpathanfahadpathan3749 Жыл бұрын

    হুজুর আপনারা মারফত আলোচনা কেন করেন না,আল্লাহর অলি আউলিয়ারা মারফতের মাধ্যমে এত আধ্যাত্মিক ক্ষমতাশীল হয়েছেন, কিন্তু আপনারা কখনোই মারফতের আলাপ করেন না,কিন্তু তাদের ইসলামের বিষয়ে সব জ্ঞান ছিল।

  • @user-cu7hv5hc5l
    @user-cu7hv5hc5l4 ай бұрын

    আলহামদুলিল্লাহ

Келесі