ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য জানতে এই বইটি পড়ুন | Book Review | Peoples Story

ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য জানতে এই বইটি পড়ুন | Book Review | Peoples Story
অমর একুশে বই মেলা ২০২২-এ প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাবেক শিক্ষার্থী ও অর্থনীতি বিশ্লেষক মোহাইমিন পাটোয়ারীর বই ‘ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য’। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী।
বর্তমান দুনিয়ার মুদ্রা এবং ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত জটিল। এতই জটিল যে, খোদ আমেরিকার ফেডারেল রিজার্ভের সিনিয়র একজন উপদেষ্টা, জেরেমি রুড মনে করেন, এই ব্যবস্থা কীভাবে কাজ করে, সেটা পরিপূর্ণভাবে বোঝা এখন আর মানুষের পক্ষে সম্ভব না। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যে দেশের, সেই দেশের ফেডারেল রিজার্ভের উপদেষ্টাই যদি এরকম দাবি করেন, তাহলে সাধারণ মানুষ হিসেবে আমাদের পক্ষে তো ব্যাপারগুলো বোঝার চেষ্টা করাই ধৃষ্টতা।
অর্থনীতি অবশ্য চিরকাল এরকম জটিল ছিল না। সেই প্রাচীনকালে বিনিময় প্রথার মাধ্যমে যখন অর্থনীতি যাত্রা শুরু করেছিল, তখন সেটা ছিল খুবই সরল। কালক্রমে মুদ্রা আবিষ্কৃত হয়- কোথাও স্বর্ণমুদ্রা, কোথাও অন্য কোনো মূল্যবান ধাতব মুদ্রা, কোথাও অন্য কোনো সীমিত পরিমাণের প্রাকৃতিক সম্পদ। এরপর ধীরে ধীরে আসে কাগুজে মুদ্রা, যা মূলত স্বর্ণমুদ্রারই প্রতিনিধিত্ব করত।
এবং এরপর একটা সময়ে আসে ফিয়াট মানি, যেখানে কাগুজে মুদ্রা নিজেই নিজের প্রতিনিধিত্ব করতে শুরু করে। স্বর্ণমুদ্রার সাথে কাগুজে মুদ্রার তথা ডলারের সম্পর্ক যে সম্পর্ক ছিল, মার্কিন প্রেসিডেন্টের কলমের এক খোঁচায় মুহূর্তের মধ্যে সেই সম্পর্ক নিশ্চিহ্ন হয়ে যায়।
মুদ্রাব্যবস্থা সম্পর্কে যাদের মৌলিক কিছু ধারণা আছে, তারা হয়তো এই ব্যাপারগুলো ভাসাভাসাভাবে জানেন। কিন্তু "ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য" বইয়ে লেখক এই প্রতিটি ধাপের বিবর্তন সবিস্তারে বর্ণনা করেছেন। এবং প্রতিটি ধাপেই তিনি দেখানোর চেষ্টা করেছেন সুদভিত্তিক অর্থব্যবস্থার সাথে সুদবিহীন, ব্যবসা-বাণিজ্য নির্ভর অর্থনীতির পার্থক্য।
বইটিতে লেখক মূলত দুটি বিষয় পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রথমটি হচ্ছে ব্যাংক এবং মুদ্রাব্যবস্থার বিবর্তন, এবং দ্বিতীয়টি হচ্ছে সুদভিত্তিক অর্থব্যবস্থার কুফল। এবং দ্বিতীয় এ বিষয়টির প্রমাণ লেখক দিয়েছেন বইটির প্রতিটি পরতে পরতে।
এছাড়াও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন ক্ষতিকর দিক নিয়েও বইটিতে অসাধারণ কিছু উক্তি আছে, যা পাঠককে বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানার ব্যাপারে উদ্বুদ্ধ করবে।
#PeoplesStory
© People’s Story 2022 (all right reserved)

Пікірлер: 5

  • @Mohaimin.Patwary
    @Mohaimin.Patwary2 жыл бұрын

    মাশাল্লাহ

  • @NazmulIslam-pl8mo
    @NazmulIslam-pl8mo Жыл бұрын

    বইটা কিভাবে নিতেপারি?

  • @shahedkhanfahim8759
    @shahedkhanfahim8759 Жыл бұрын

    বইটি কিভাবে সংগ্রহ করতে পারি?

  • @lichuchor7920

    @lichuchor7920

    Жыл бұрын

    রকমারি, ওয়াফিলাইফ এর মতো অনলাইন বুকশপ গুলোতে পাবেন। ইনশাআল্লাহ

  • @MDJASIM-sd7uj
    @MDJASIM-sd7uj2 жыл бұрын

    পিডিএফ লিংক আছে কি?

Келесі