স্বর্নের মাধ্যমে কি বর্তমান যুগে লেনদেন সম্ভব?

অর্থনৈতিক ব্যবস্থায় স্বর্ণের প্রয়োজনীয়তা বিষয়ে বই লিখে বিখ্যাত লেখক জেমস রিকার্ডস এর বই অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল হাসান। “গোল্ড ইজ মানি” শিরোনামে এই বইটি তিনি অনুবাদ করেছেন। তিনি কথা বলেছেন People's Story এর সাথে।
হাজার হাজার বছর ধরে স্বর্ণ অর্থ হিসেবে ব্যবহূত হয়ে এসেছে। এর গ্রহণযোগ্যতা সর্বজনীন, তাই সবাই তা গ্রহণ করে। চালু হয় স্বর্ণমুদ্রা। তাও খ্রিস্টপূর্ব ৬০০ সালের কথা। স্বর্ণমুদ্রার গ্রহণযোগ্যতা সর্বজনীন হওয়ায় অতি সহজেই তা আন্তর্জাতিক মুদ্রায় পরিণত হয়। জাহাজভর্তি পণ্য এক মহাদেশ থেকে অন্য মহাদেশে চলে যায় আর ফেরত নিয়ে আসে স্বর্ণ। এতে বাণিজ্যে উদ্বৃত্ত দেশগুলোর অভ্যন্তরে স্বর্ণের পরিমাণ ক্রমেই বড় হতে থাকে। সভ্যতার পরিবর্তনও হয় এরই সূত্র ধরে।

Пікірлер: 2

  • @bynaim1143
    @bynaim11432 жыл бұрын

    MassaAllah

Келесі