অতিরিক্ত ধন-সম্পদ বেড়ে যাওয়া বিপথগামী হবার আলামত! ধনীরা সাবধান || Allama Mozammel Haque Tafsir

সূরা শুরা এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৫, আয়াত : ২১-৪৩ || Sura Shura tafsir : 21-43 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
#সুরা_শুরা
أَمْ لَهُمْ شُرَكَاء شَرَعُوا لَهُم مِّنَ الدِّينِ مَا لَمْ يَأْذَن بِهِ اللَّهُ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
তাদের কি এমন শরীক দেবতা আছে, যারা তাদের জন্যে সে ধর্ম সিদ্ধ করেছে, যার অনুমতি আল্লাহ দেননি ? যদি চুড়ান্ত সিন্ধান্ত না থাকত, তবে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যেত। নিশ্চয় যালেমদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। [সুরা শূরা - ৪২:২১]
تَرَى الظَّالِمِينَ مُشْفِقِينَ مِمَّا كَسَبُوا وَهُوَ وَاقِعٌ بِهِمْ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي رَوْضَاتِ الْجَنَّاتِ لَهُم مَّا يَشَاؤُونَ عِندَ رَبِّهِمْ ذَلِكَ هُوَ الْفَضْلُ الكَبِيرُ
আপনি কাফেরদেরকে তাদের কৃতকর্মের জন্যে ভীতসন্ত্রস্ত দেখবেন। তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের উপর পতিত হবে। আর যারা মুমিন ও সৎকর্মী, তারা জান্নাতের উদ্যানে থাকবে। তারা যা চাইবে, তাই তাদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে। এটাই বড় পুরস্কার। [সুরা শূরা - ৪২:২২]
ذَلِكَ الَّذِي يُبَشِّرُ اللَّهُ عِبَادَهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى وَمَن يَقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهُ فِيهَا حُسْنًا إِنَّ اللَّهَ غَفُورٌ شَكُورٌ
এরই সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে। বলুন, আমি আমার দাওয়াতের জন্যে তোমাদের কাছে কেবল আত্নীয়তাজনিত সৌহার্দ চাই। যে কেউ উত্তম কাজ করে, আমি তার জন্যে তাতে পুণ্য বাড়িয়ে দেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী, গুণগ্রাহী। [সুরা শূরা - ৪২:২৩]
أَمْ يَقُولُونَ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا فَإِن يَشَأِ اللَّهُ يَخْتِمْ عَلَى قَلْبِكَ وَيَمْحُ اللَّهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمَاتِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
নাকি তারা একথা বলে যে, তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছেন? আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন। বস্তুতঃ তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয় তিনি অন্তর্নিহিত বিষয় সম্পর্কে সর্বিশেষ জ্ঞাত। [সুরা শূরা - ৪২:২৪]
وَهُوَ الَّذِي يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَعْفُو عَنِ السَّيِّئَاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُونَ
তিনি তাঁর বান্দাদের তওবা কবুল করেন পাপসমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। [সুরা শূরা - ৪২:২৫]
وَيَسْتَجِيبُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِ وَالْكَافِرُونَ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ
তিনি মুমিন ও সৎকর্মীদের দোয়া শোনেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন। আর কাফেরদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। [সুরা শূরা - ৪২:২৬]
وَلَوْ بَسَطَ اللَّهُ الرِّزْقَ لِعِبَادِهِ لَبَغَوْا فِي الْأَرْضِ وَلَكِن يُنَزِّلُ بِقَدَرٍ مَّا يَشَاء إِنَّهُ بِعِبَادِهِ خَبِيرٌ بَصِيرٌ
যদি আল্লাহ তাঁর সকল বান্দাকে প্রচুর রিযিক দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাযিল করেন। নিশ্চয় তিনি তাঁর বান্দাদের খবর রাখেন ও সবকিছু দেখেন। [সুরা শূরা - ৪২:২৭]
وَهُوَ الَّذِي يُنَزِّلُ الْغَيْثَ مِن بَعْدِ مَا قَنَطُوا وَيَنشُرُ رَحْمَتَهُ وَهُوَ الْوَلِيُّ الْحَمِيدُ
মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন। তিনিই কার্যনির্বাহী, প্রশংসিত। [সুরা শূরা - ৪২:২৮]
وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِن دَابَّةٍ وَهُوَ عَلَى جَمْعِهِمْ إِذَا يَشَاء قَدِيرٌ
তাঁর এক নিদর্শন নভোমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন। তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম। [সুরা শূরা - ৪২:২৯]
وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ
তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন। [সুরা শূরা - ৪২:৩০]
وَمَا أَنتُم بِمُعْجِزِينَ فِي الْأَرْضِ وَمَا لَكُم مِّن دُونِ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ
তোমরা পৃথিবীতে পলায়ন করে আল্লাহকে অক্ষম করতে পার না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন কার্যনির্বাহী নেই, সাহায্যকারীও নেই। [সুরা শূরা - ৪২:৩১]
وَمِنْ آيَاتِهِ الْجَوَارِ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ
সমুদ্রে ভাসমান পর্বতসম জাহাজসমূহ তাঁর অন্যতম নিদর্শন। [সুরা শূরা - ৪২:৩২]
إِن يَشَأْ يُسْكِنِ الرِّيحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلَى ظَهْرِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ
তিনি ইচ্ছা করলে বাতাসকে থামিয়ে দেন। তখন জাহাজসমূহ সমুদ্রপৃষ্ঠে নিশ্চল হয়ে পড়ে যেন পাহাড়। নিশ্চয় এতে প্রত্যেক সবরকারী, কৃতজ্ঞের জন্যে নিদর্শনাবলী রয়েছে। [সুরা শূরা - ৪২:৩৩]
أَوْ يُوبِقْهُنَّ بِمَا كَسَبُوا وَيَعْفُ عَن كَثِيرٍ
অথবা তাদের কৃতকর্মের জন্যে সেগুলোকে ধ্বংস করে দেন এবং অনেককে ক্ষমাও করে দেন। [সুরা শূরা - ৪২:৩৪]
وَيَعْلَمَ الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِنَا مَا لَهُم مِّن مَّحِيصٍ
এবং যারা আমার ক্ষমতা সম্পর্কে বিতর্ক করে, তারা যেন জানে যে, তাদের কোন পলায়নের জায়গা নেই। [সুরা শূরা - ৪২:৩৫]

Пікірлер: 31

  • @rafiqulislamahi444
    @rafiqulislamahi444 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততই ভালো লাগে অনেক কিছু জানতে পারি। আল্লাহ হুজুরকে নেক ও সুস্থ জীবন দান করুন আমিন।

  • @rafikulislam3880
    @rafikulislam3880 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ্‌

  • @smshahnewaz2064
    @smshahnewaz2064 Жыл бұрын

    আল্লাহ মাওলানার এই খেদমতকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দিন।

  • @rabiulrobi3265

    @rabiulrobi3265

    Жыл бұрын

    Ok

  • @okkiu
    @okkiu Жыл бұрын

    মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা হযরতকে নেক হায়াত দান করুন আমীন

  • @mirzaasanulkabir179
    @mirzaasanulkabir179 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ

  • @muslimummahisone7088
    @muslimummahisone7088 Жыл бұрын

    আপনার আলোচনা আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে ভাল তাফসির, আমি অনেক শিখেছি আপনার তাফসির থেকে

  • @abdussalam-vd6qt
    @abdussalam-vd6qt Жыл бұрын

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,

  • @mdshafiqulislam3829
    @mdshafiqulislam3829 Жыл бұрын

    আল্লাহ আপনার প্রতি বিশেষ রহমত দান করুন।

  • @facemask6183
    @facemask6183 Жыл бұрын

    💕অধ্যক্ষ মোজাম্মেল হক💕 সাহেবের আলোচনা সরাসরি সামনে বসে কে কে শুনেছেন ও দেখেছেন?? হাত তুলন ✋

  • @mahmudhasan3516
    @mahmudhasan3516 Жыл бұрын

    Alhamdulillah Alhamdulillah Alhamdulillah priyo manus tar jonno onek dowa roilo

  • @kobiatikshahriar891
    @kobiatikshahriar891 Жыл бұрын

    অতিরিক্ত ধন-সম্পদ বেড়ে যাওয়া বিপথগামী হবার আলামত

  • @mdzsz1997
    @mdzsz1997 Жыл бұрын

    Alhamdulillah

  • @hanifursitol461
    @hanifursitol461 Жыл бұрын

    আল্লাহ্ আপনাকে সুস্থা দান করুন।

  • @miliasharmin8327
    @miliasharmin8327 Жыл бұрын

    Amin.

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 Жыл бұрын

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,, পবিত্র কোরআন মজিদ আমল ও তাফসির শোনার তৌফিক দান করেছেন,, হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন আমিন,,,

  • @TafsirulQuranbangla
    @TafsirulQuranbangla Жыл бұрын

    মাশাআল্লাহ

  • @rasedulislam9429
    @rasedulislam9429 Жыл бұрын

    আমি মনেকরি মহান সৃষ্টিকর্তা মানুষ দ্বারা মানুষের পরীক্ষা নিচ্ছেন। কারণ তানাহলে মহান সৃষ্টিকর্তা কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে ল্যাংড়া...... আমি আরও মনেকরি, যারা মানুষের ক্ষতিহয় এমন কাজ কের, তাদের সাথে মহান সৃষ্টিকর্তা কী আচরণ করবেন, মহান সৃষ্টিকর্তা ভালো জানেন, আর যারা গরিবের বিপদে পশে দাঁড়ায় না. আপনি কী বলেন?উত্তর দিলে ভালো হতো.

  • @user-es8tg1de2u
    @user-es8tg1de2u8 ай бұрын

    অত্যন্ত শিক্ষণীয় আলোচনা। বাংলাদেশের অল্প কিছুসংখ্যক আলেমও যদি এমন বক্তব্য রাখতেন তাহলে মুসলমানদের মধ্যে এত ফেতনা সৃষ্টি হতো না। মহান আল্লাহ হুজুরকে হেফাজত করুন।

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Жыл бұрын

    Thanks for your new lecture

  • @user-es8tg1de2u
    @user-es8tg1de2u8 ай бұрын

    খুব সুন্দর আলোচনা।

  • @user-es8tg1de2u
    @user-es8tg1de2u8 ай бұрын

    খুব সুন্দর আলোচনা। অতিরিক্ত সম্পদের প্রয়োজন নেই 🎉😢😢এমন আলোচনা কোন হুজুরকেই করতে দেখিনি। এর অবশ্য একটা কারণ আছে।যা না বলাই ভাল।

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm Жыл бұрын

    Assalamoalikum wa

  • @soponvai8200
    @soponvai8200 Жыл бұрын

    শুধু গপ

  • @abdussalam-vd6qt

    @abdussalam-vd6qt

    Жыл бұрын

    আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করুক, এবং সহি বুঝ দান করেন, আমীন,

  • @user-cu7hv5hc5l
    @user-cu7hv5hc5l4 ай бұрын

    আলহামদুলিল্লাহ

  • @alamgirkazi1037
    @alamgirkazi10373 ай бұрын

    আলহামদুলিল্লাহ হুজুরের বক্তব্য শুনলে অনেক অনুতপ্ত হয় ভালে লাগে মহান আল্লাহ এর বিনিময়ের উত্তম ফলাফল দান করবেন আমিন ।

  • @user-es8tg1de2u
    @user-es8tg1de2u8 ай бұрын

    খুব সুন্দর আলোচনা। অতিরিক্ত সম্পদের প্রয়োজন নেই 🎉😢😢এমন আলোচনা কোন হুজুরকেই করতে দেখিনি। এর অবশ্য একটা কারণ আছে।যা না বলাই ভাল।

  • @mdshahalam3589
    @mdshahalam3589 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ

Келесі