যখন আমি বিজনেস আর ঘুরাঘুরি একসাথে করি😍/ Home based business

প্রতিটি বিজনেসেই একটা নির্দিষ্ট প্রসিডিউর ফলো করে জয়েন করতে হয়, যেহেতু আমাদের বিজনেস ও একটি লিগ্যাল বিজনেস তাই আমাদের বিজনেস ও এর ব্যাতিক্রম নয়। আমাদের বিজনেসের স্টেপগুলো হলো -
🎯1️⃣ প্রথম, আপনার একটি সঠিক ইমেইল ঠিকানা প্রদান করুন। এই Email address- এ একটি ওয়েবিনার যাবে, যেটি দেখার পর আপনি পরের ধাপে যাবেন যদি আপনার ভালো লাগে।
🎯2️⃣ দ্বিতীয়ঃ ফ্রি ওয়েবনার দেখার পর আপনি বিজনেসটি করতে ইন্টারেস্টেট হলে ১৪৯ ডলার (রিফান্ডেবল) পে করে পরের স্টেপে যাবেন আপনার কাছে ৩ ঘন্টার একটি ভিডিও যাবে যেখানে ইনভেস্টমেন্ট এবং বিজনেস সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন, এছাড়াও দুটি গ্রুপে আপনাকে এড করা হবে যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষরা সহ বাংলাদেশি পার্টনারদের সাকসেস স্টোরি তাদের কোন মাসে কেমন ইনকাম সবকিছুর ডিটেইলস দেখবেন। যদি সবকিছু দেখার পর ও মনে হয় এই বিজনেসটি আপনার জন্য না তাহলে আপনি ৩০ দিনের মধ্যে টাকা ফেরত নিতে পারবেন।
আর যদি করতে ইন্টারেস্টেড হন তাহলে ইনভেস্টের মাধ্যমে পরের স্টেপে যাবেন।
🎯3️⃣ তৃতীয়ঃ এই বিজনেসটি শুরু হওয়া পর, আপনি দুটো পর্যায়ে কাজ করবেন । একটি হল, সোশাল মিডিয়ায় এডভাইটাইজিং অর্থাৎ যে এডের মাধ্যমে আপনি আমার পেইজ পেয়েছেন এবং দ্বিতীয়টি হল, নতুনদের প্রশিক্ষণ দেয়া অর্থাৎ কেউ জয়েন হতে ইচ্ছুক হলে তাকে পরবর্তী ধাপগুলো সম্পর্কে জানানো । আপনি কীভাবে অন্যদেরকে প্রশিক্ষণ দিবেন এটা শিখতে পারেন এই বিজনেস শুরু করার মাধ্যমে।
এই বিজনেসটি অফ লাইনে বহু বছর থেকে চলছে এবং অনলাইনে ৭/৮ বছর হবে। এটি ১০০% বৈধ, প্রতি বছর Tax প্রদান করতে হয়, সম্পুর্ন নিরাপদ, এবং বিশ্বব্যাপী ২৫ টি দেশে চলছে।
আপনিও যদি বিজনেসটি করতে চান, আমাকে ইনবক্স করুন অথবা SIGN UP করতে পারেন নিচের লিংকে ↘️
www.nazmunnahar2.com
#আয়ারল্যান্ড #houserentinireland

Пікірлер: 2

  • @zarazaman2595
    @zarazaman25954 ай бұрын

    আসসালামু আলাইকুম আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার ভিডিও গুলো অনেক হেল্পফুল যেটা সবার কাজে আসে। সামনের দিকে এগিয়ে যান আল্লাহ আপনার সহায় হোক, আল্লাহ আপনার চলার পথ সহজ করে দিন।আপু আয়ারল্যান্ডে বাসা কিনতে গেলে কি এভেলেবেল পাওয়া যায়।

  • @bilethbilash809

    @bilethbilash809

    4 ай бұрын

    Alaikum salaam. Ji sell er jonno onek basa ache but rent er jonno basa paoa khub e tough

Келесі