যে ভাবে খু*ন হন এমপি আনোয়ারুল আজীম আনার | MP Anwarul Azim | আখতারুজ্জামান শাহীন | Bangla Teach Tv

এমপি আনোয়ারুল আজিম আনার খুন || এমপি আনোয়ারুল আজীম || খুনের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন || শাহীনের কাছে মোটা অঙ্কের টাকা পেতেন এমপি আজীম।
#আখতারুজ্জামান শাহীন
#এমপি_আনোয়ারুল_আজীম
#জাতীয়_সংসদ_সদস্য_আনোয়ারুল_আজীম_আনার
#এমপি_আনোয়ারুল_আজিমের-খুন
#নিহত_হন_জাতীয়_সংসদ_সদস্য
#মৃত্যু_থেকেই_মুমিন_মুসলমানকে_শিক্ষা_নিতে_হয়
#সোহানকে_চোখ_উপড়ে_হত্যা
#আখতারুজ্জামান_পরিকল্পিতভাবে_এমপিকে_খুন_করেছেন
সম্প্রতি আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি মর্মস্পর্শী ঘটনা ঘটে গেছে। তার মধ্যে এমপি আজিমের খুন নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব।
এমপি আনোয়ারুল আজিমের খুন
গত ১৩ মে ২০২৪ তারিখে নিহত হন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ভারতের কলকাতায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয় বলে জানা গেছে। জাতীয় দৈনিকগুলোর খবরে প্রকাশ পেয়েছে, ভদ্রলোক তাঁর নিজ এলাকায় ব্যাপক ক্ষমতার অধিকারী ছিলেন। হত্যা-নির্যাতন-জুলুম কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না তিনি। এসব জেনেও প্রভাবশালী হওয়ায় আওয়ামীলীগ তাকে বারবার মনোনয়ন দিয়েছে। সে দাপুটে লোকটিরই এমন নির্মম পরিণতি হয়েছে।
যেকোনো মৃত্যু থেকেই মুমিন-মুসলমানকে শিক্ষা নিতে হয় যার যার অবস্থান থেকে। এই ঘটনা থেকেও যদি জুলুমবাজ ক্ষমাতাবানরা শিক্ষা নিত! যদি তারা বুঝত, কখনো কখনো জালেম ও নির্যাতনকারীদের আপনজনেরাই তার জন্য কত নিষ্ঠুর পরিণতি ডেকে আনতে পারে। মুহূর্তে ধুলোয় মিশে যেতে পারে তার ক্ষমতার সকল বাহাদুরি।
পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, এমপি আনোয়ারুল আজীমের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৯টির বেশি মামলা ছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে ইন্টারপোল তাঁর নামে রেড অ্যালার্টও জারি করেছিল।
এই খুনের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করা আখতারুজ্জামান শাহীন ছিলেন এমপি আনোয়ারুল আজীমের বন্ধু। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী হলেও তাঁর প্রধান ব্যবসা ছিল সোনা চোরাচালান। আবুধাবি থেকে সোনা নিয়ে এসে তিনি ভারতে বিক্রি করতেন। এই কাজে তাঁকে সহায়তা করতেন আনোয়ারুল আজীম। সম্প্রতি কয়েকটি চালান এমপি গায়েব করে দিয়েছেন, যার দাম হবে ২০০ কোটি টাকা। এই টাকার জন্যই আখতারুজ্জামান পরিকল্পিতভাবে এমপিকে খুন করেছেন।
অন্য একটি সূত্র বলেছে, বন্ধু শাহীনের কাছে মোটা অঙ্কের টাকা পেতেন এমপি আজীম। ওই টাকা গায়েব করে দিতে হত্যার পরিকল্পনা করা হতে পারে।
আট বছর আগে আনোয়ারুল আজীম কর্তৃক মেধাবী তরুণ সোহানকে চোখ উপড়ে হত্যা করার ঘটনাটি তো এখনও দেশের আলোচিত বিষয়।

Пікірлер

    Келесі