যে বক্তব্য দিয়ে হুজুর হঠাৎ অসুস্থ হলেন || সূরা ইয়াসিন-এর সেরা তাফসীর || Allama Mozammel Haque waz

সূরা ইয়াসীন এর ধারাবাহিক তাফসীর, পর্ব-২, আয়াত : 13-40 || Sura Yasin tafsir : 13-40 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Principle Mau. Mozammel Haque || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
সূরাতুল ইয়াসীন-
وَاضْرِبْ لَهُم مَّثَلاً أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءهَا الْمُرْسَلُونَ
আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন, যখন সেখানে রসূল আগমন করেছিলেন। [সুরা ইয়া-সীন - ৩৬:১৩]
إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُم مُّرْسَلُونَ
আমি তাদের নিকট দুজন রসূল প্রেরণ করেছিলাম, অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। [সুরা ইয়া-সীন - ৩৬:১৪]
قَالُوا مَا أَنتُمْ إِلاَّ بَشَرٌ مِّثْلُنَا وَمَا أَنزَلَ الرَّحْمن مِن شَيْءٍ إِنْ أَنتُمْ إِلاَّ تَكْذِبُونَ
তারা বলল, তোমরা তো আমাদের মতই মানুষ, রহমান আল্লাহ কিছুই নাযিল করেননি। তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ। [সুরা ইয়া-সীন - ৩৬:১৫]
قَالُوا رَبُّنَا يَعْلَمُ إِنَّا إِلَيْكُمْ لَمُرْسَلُونَ
রাসূলগণ বলল, আমাদের পরওয়ারদেগার জানেন, আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। [সুরা ইয়া-সীন - ৩৬:১৬]
وَمَا عَلَيْنَا إِلاَّ الْبَلاَغُ الْمُبِينُ
পরিস্কারভাবে আল্লাহর বাণী পৌছে দেয়াই আমাদের দায়িত্ব। [সুরা ইয়া-সীন - ৩৬:১৭]
قَالُوا إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ لَئِن لَّمْ تَنتَهُوا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ
তারা বলল, আমরা তোমাদেরকে অশুভ-অকল্যা ণকর দেখছি। যদি তোমরা বিরত না হও, তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রনাদায়ক শাস্তি স্পর্শ করবে। [সুরা ইয়া-সীন - ৩৬:১৮]
قَالُوا طَائِرُكُمْ مَعَكُمْ أَئِن ذُكِّرْتُم بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ
রসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই! এটা কি এজন্যে যে, আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি? বস্তুতঃ তোমরা সীমা লংঘনকারী সম্প্রদায় বৈ নও। [সুরা ইয়া-সীন - ৩৬:১৯]
وَجَاء مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ
অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এল। সে বলল, হে আমার সম্প্রদায় তোমরা রসূলগণের অনুসরণ কর। [সুরা ইয়া-সীন - ৩৬:২০]
اتَّبِعُوا مَن لاَّ يَسْأَلُكُمْ أَجْرًا وَهُم مُّهْتَدُونَ
অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। [সুরা ইয়া-সীন - ৩৬:২১]
وَمَا لِي لاَ أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ
আমার কি হল যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তাঁর এবাদত করব না? [সুরা ইয়া-সীন - ৩৬:২২]
أَأَتَّخِذُ مِن دُونِهِ آلِهَةً إِن يُرِدْنِ الرَّحْمَن بِضُرٍّ لاَّ تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلاَ يُنقِذُونِ
আমি কি তাঁর পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না। [সুরা ইয়া-সীন - ৩৬:২৩]
إِنِّي إِذًا لَّفِي ضَلاَلٍ مُّبِينٍ
এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব। [সুরা ইয়া-সীন - ৩৬:২৪]
إِنِّي آمَنتُ بِرَبِّكُمْ فَاسْمَعُونِ
আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। অতএব আমার কাছ থেকে শুনে নাও। [সুরা ইয়া-সীন - ৩৬:২৫]
قِيلَ ادْخُلِ الْجَنَّةَ قَالَ يَا لَيْتَ قَوْمِي يَعْلَمُونَ
তাকে বলা হল, জান্নাতে প্রবেশ কর। সে বলল হায়, আমার সম্প্রদায় যদি কোন ক্রমে জানতে পারত- [সুরা ইয়া-সীন - ৩৬:২৬]
بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ
যে আমার পরওয়ারদেগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। [সুরা ইয়া-সীন - ৩৬:২৭]
وَمَا أَنزَلْنَا عَلَى قَوْمِهِ مِن بَعْدِهِ مِنْ جُندٍ مِّنَ السَّمَاء وَمَا كُنَّا مُنزِلِينَ
তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোন বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি (বাহিনী) অবতরণকারীও না। [সুরা ইয়া-সীন - ৩৬:২৮]
إِن كَانَتْ إِلاَّ صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ خَامِدُونَ
বস্তুতঃ এ ছিল এক মহানাদ। অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তদ্ধ হয়ে গেল। [সুরা ইয়া-সীন - ৩৬:২৯]
يَا حَسْرَةً عَلَى الْعِبَادِ مَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلاَّ كَانُوا بِهِ يَسْتَهْزِئُون
বান্দাদের জন্যে আক্ষেপ যে, তাদের কাছে এমন কোন রসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না। [সুরা ইয়া-সীন - ৩৬:৩০]
أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّنْ الْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لاَ يَرْجِعُونَ
তারা কি প্রত্যক্ষ করে না, তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে, তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না। [সুরা ইয়া-সীন - ৩৬:৩১]
وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ
ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে। [সুরা ইয়া-সীন - ৩৬:৩২]
وَآيَةٌ لَّهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ
وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِن نَّخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنْ الْعُيُونِ
لِيَأْكُلُوا مِن ثَمَرِهِ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ أَفَلَا يَشْكُرُونَ
سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ
وَآيَةٌ لَّهُمْ اللَّيْلُ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَإِذَا هُم مُّظْلِمُونَ
وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ
وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ
لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

Пікірлер: 36

  • @afsarselim4115
    @afsarselim4115 Жыл бұрын

    আল্লাহ আপ্নাকে হায়াতে তাইয়েবা দান করুন।

  • @rafiqulislam8966
    @rafiqulislam8966 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান হুজুরের তাফসীর শুনে ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারছি ইনশাআল্লাহ আল্লাহ হুজুরকে সুস্ত ও দীর্ঘ জীবন দান করুন আমিন।

  • @nilufaayub5505

    @nilufaayub5505

    Жыл бұрын

    AMEEN IN'SHAALLAH 🤲🤲

  • @abdussalam-vd6qt
    @abdussalam-vd6qt Жыл бұрын

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ, আমার প্রিয় শায়খের কি অবস্থা শরীরের, এখন কি সুস্থ হয়ে উঠছেন, দয়া করে জানাবেন,

  • @mrcloud3508
    @mrcloud3508 Жыл бұрын

    হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসি ।

  • @TafsirulQuranbangla
    @TafsirulQuranbangla Жыл бұрын

    আল্লাহ হুজুরের দীর্ঘায়ু দান করুন, সব সময় সুস্থ রাখুন,

  • @kamruzmolla3338
    @kamruzmolla3338Ай бұрын

    ❤আপেনি বাংলাদেশের একটা সম্পদ।হয়তো ওই দেশের সবাই বুঝবে না।এটাই আফসোস।

  • @nilufaayub5505
    @nilufaayub5505 Жыл бұрын

    SubhaaAllah jajak Allah khairan 🤲🤲🌺💐💓👍Ameen

  • @AbdulHannan-xl5qg
    @AbdulHannan-xl5qg Жыл бұрын

    আমার চোখ আল্লাহ খুলে দিয়েছেন।

  • @mdmasudhossain3845
    @mdmasudhossain3845 Жыл бұрын

    জাযাকাল্লাহু খাইরান । আল্লাহ তায়ালা হুজুরকে নেক হায়াত দান করুন

  • @ashrafulkarim9261
    @ashrafulkarim9261 Жыл бұрын

    Alhamdulillah

  • @rafikulislam3880
    @rafikulislam3880 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ্‌

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 Жыл бұрын

    মহান রাব্বুল আলামীনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,,, পবিত্র কোরআন মজিদ আমল ও তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,, হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন,,, এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,

  • @mdshahidulhoque7476
    @mdshahidulhoque7476 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ। অসাধারণ তাফসির।

  • @mohibheadteacher4715
    @mohibheadteacher4715 Жыл бұрын

    হুজুরের আলোচনা শুনে শুনে অনেক কিছু শিখেছি

  • @mdlutfurrahman1678
    @mdlutfurrahman16784 ай бұрын

    Alhamdulillah.Allah bless you. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-cu7hv5hc5l
    @user-cu7hv5hc5l5 ай бұрын

    আলহামদুলিল্লাহ

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm Жыл бұрын

    Allah Hu Akbar

  • @lizaaqter1169
    @lizaaqter1169 Жыл бұрын

    আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করে দেন

  • @Nasir_Uddin84
    @Nasir_Uddin84 Жыл бұрын

    জাযাকাল্লাহ্ খাইরান 💚 🇮🇹

  • @amin940
    @amin940 Жыл бұрын

    আমার ওস্তাদ ।আলহামদুল্লাহ

  • @md.mostofaferoz426
    @md.mostofaferoz426 Жыл бұрын

    আসসালামু আলাইকুম। হুজুরের স্বাস্থ্যের আপডেট জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেক ও সুস্থ হায়াত দান করুন - আমিন।

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan69936 ай бұрын

    Thanks for your old lecture

  • @farahakhatun1412
    @farahakhatun1412 Жыл бұрын

    Alhamdullilah

  • @monwara154
    @monwara154 Жыл бұрын

    Amin

  • @joynaljoy2686
    @joynaljoy2686 Жыл бұрын

    Allkumdulillah

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm Жыл бұрын

    Assalamoalikum wa

  • @naznearamini4694
    @naznearamini4694 Жыл бұрын

    S Aa

  • @Jawher00
    @Jawher00 Жыл бұрын

    উনি এখন কেমন আছেন? একটু জানাবেন, প্লিজ!!

  • @mdarifourrahman6025
    @mdarifourrahman60252 ай бұрын

    সত্যি কথা সবাই বলতে পারে না

  • @bayzidchowdury6146
    @bayzidchowdury614610 ай бұрын

    এটা কোন মসজিদ এবং কোন জায়গা বলবেন প্লিজ

  • @filmfests
    @filmfests Жыл бұрын

    Inappropriate title

  • @sohelmahfuz635
    @sohelmahfuz635 Жыл бұрын

    হুজুরের সর্বশেষ অবস্থা কি।

  • @Rajesh_bin_Hayad
    @Rajesh_bin_Hayad Жыл бұрын

    কোথায় আবার অসুস্থ হলেন হুজুর????

  • @GolamRabbani-oj4xq
    @GolamRabbani-oj4xq5 ай бұрын

    ধানে এক‌ই ফুলে পুরুষ পুংকেশর ৬টি ও ২টি female গর্ভাশয় থাকে।

Келесі