what is boiler?বয়লার কি?বয়লার এর খুটিনাটি আলোচনা ও চাকরি ভাইবা সম্ভাব্য প্রশ্ন।accesories,mounting

what is boiler?বয়লার কি?বয়লার এর খুটিনাটি আলোচনা ও চাকরি ভাইবা সম্ভাব্য প্রশ্ন।accesories,mountings.
বয়লার কি? কি কি কাজে বয়লার ব্যাবহার করা হয় I বয়লারের কম্পনেন্টসমূহ
বয়লার কি?
বয়লার স্টিলের তৈরি একটি বদ্ধ ভ্যাসেল। এটি প্রেসার কুকারের মতো (উচ্চ চাপে বদ্ধ অবস্থায় থাকা পানিকে উচ্চ তাপমাত্রায় বাষ্পীভূতকরণ), তবে আরও উচ্চ চাপে কাজ করে। এর কাজ হল জ্বালানি বা বিদ্যুৎ বা পারমাণবিক শক্তি থেকে প্রাপ্ত তাপকে তরলে (সাধারণত পানি) স্থানান্তর করা। নির্দিষ্ট চাপে তরলটি উত্তপ্ত হয় অথবা বাষ্পীভূত হয় অথবা বাষ্প আরও উত্তপ্ত হয় অথবা উল্লিখিত একাধিক প্রক্রিয়ার সংমিশ্রণও হতে পারে।
বয়লার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমনঃ
আবাসিক বা বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য গরম পানি প্রস্তুত করতে,
ষ্টীম ইঞ্জিন বা টারবাইনে শক্তি উৎপাদন করতে,
টেক্সটাইল শিল্পে সাইজিং এবং ব্লিচিংয়ের জন্য,
বাণিজ্যিকভাবে খাদ্য প্রক্রিয়াকরণে,
চিনির কারখানায়, কেমিক্যাল শিল্পে, সুতার মিলে ইত্যাদি।
বয়লারের কম্পনেন্টসমূহ
শেল- বাঁকানো ষ্টীল প্লেট ব্যবহার করে, রিভেট বা ওয়েল্ডিং এর মাধ্যমে সিলিন্ডার তৈরি করা হয়। সিলিন্ডারের ২পাশে এন্ড প্লেট থাকে।
বার্নার- এখানে, বাতাসের সাথে ফুয়েল মিশ্রিত হয়। ফুয়েল হিসাবে প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়।
কম্বাশন চেম্বার/ফায়ার বক্স/ফার্নেস- কম্বাশনের ফলে উৎপন্ন তাপে হিট এক্সচেঞ্জার গরম হতে থাকে।
হিট এক্সচেঞ্জার- এর মাধ্যমে বার্নারের সাথে পানির সরাসরি সংযোগ ছাড়াই পানিতে তাপ সরবারহ করা হয়।
সাপ্লাই লাইন- এই পাইপগুলোর মাধ্যমে গরম পানি বা ষ্টীম ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলোতে সরবারহ করা হয়।
রিটার্ন লাইন- যখন পানি ঠাণ্ডা হয়ে যায় অথবা ষ্টীম ঠাণ্ডা হয়ে পানিতে রূপান্তরিত হয়, তখন রিটার্ন লাইন রিহিটের জন্য তাদের বয়লারে নিয়ে যায়।
গ্রেট- এটি ফার্নেসের প্ল্যাটফর্ম, যার উপর ফুয়েল পোড়ানো হয়। এটি কাস্ট আইরনের দণ্ড পৃথক পৃথক করে রেখে প্রস্তুত করা হয়, যেন পর্যাপ্ত বায়ু তাদের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে।
অ্যাঁশ পিট- এখানে, ছাই জমা হয়। ছাইগুলি আগুনের নিচে রাখা বাক্সে পড়ে।
ওয়াটার লেভেল ইন্ডিকেটর- বয়লারের ভিতরে পানির লেভেল নির্দেশ করে।
সেফটি ভাল্ভ- বয়লারের ভিতর ষ্টীমের অতিরিক্ত চাপের কারণে হওয়া বিস্ফোরণ প্রতিরোধ করে। সেফটি ভাল্ভ ৪ ধরনের হয়ঃ
লিভার সেফটি ভাল্ভ
ডেড ওয়েট সেফটি ভাল্ভ
হাই ষ্টীম অ্যান্ড লো ওয়াটার সেফটি ভাল্ভ
স্প্রিং লোডেড সেফটি ভাল্ভ
প্রেশার গজ- বয়লারের ভিতরের ষ্টীমের চাপ পরিমাপ করে। বয়লারে সাধারণত বাউন্ডারি টাইপ প্রেশার গজ ব্যবহার করা হয়।
ফিউসিবল প্লাগ- বয়লারের পানির স্তর যখন অনিরাপদ সীমাতে চলে যায়, তখন এটি চুল্লীতে আগুন নিভানোর জন্য ব্যবহৃত হয়।
ফীড চেক ভাল্ভ- এটি ১টি নন-রিটার্ন ভাল্ভ। এটি শুধুমাত্র বয়লারের দিকে ফ্লুয়িড প্রবাহিত হতে দেয়। এই ভাল্ভ দিয়ে বয়লারে উচ্চ চাপে পানি সরবারহ করা হয়।
ষ্টীম স্টপ ভাল্ভ- এটি বয়লারের বাইরে ষ্টীম সরবারহ নিয়ন্ত্রণ করে।
নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এগুলো বয়লারে লাগানো হয়।
বয়লার কত প্রকার কি কি? প্রত্যেক প্রকার বয়লারের বর্ণনা
টিউবের ভেতরের উপাদানের উপর ভিত্তি করে বয়লার ২প্রকার
১। ফায়ার টিউব বয়লারঃ কম্বাশন চেম্বারে তৈরি হওয়া ফ্লেম ও গ্যাস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যা চারপাশের পানিকে গরম করে। টিউবের ওয়ালের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয়ে পানিতে আসে। উদাহরণঃ কোকরান বয়লার, লোকোমোটিভ বয়লার, ভেলকন বয়লার ইত্যাদি।
সুবিধাঃ
অপারেটিং খরচ কম।
ফিড ওয়াটার এর পরিশোধন দরকার নেই।
বিস্ফোরণের সম্ভাবনা কম।
অসুবিধাঃ
কর্মদক্ষতা কম (৭৫% পর্যন্ত)।
বড় প্ল্যান্ট এর জন্য উপযুক্ত না।
ষ্টীম তৈরির হার তুলনামূলক কম (ঘণ্টায় ৯টন পর্যন্ত)।
তৈরিকৃত ষ্টীমের চাপ তুলনামূলক কম (২৪.৫বার পর্যন্ত)।

২। ওয়াটার টিউব বয়লারঃ পানি টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই টিউবগুলো কম্বাশনের ফলে উৎপন্ন শিখা ও গ্যাস দ্বারা ঘেরা থাকে।উদাহরণঃ ব্যাবকক ও উইলকক্স বয়লার, লা মন্ট বয়লার, বেন্সন বয়লার ইত্যাদি
সুবিধাঃ
কর্মদক্ষতা বেশি (৯০% পর্যন্ত)।
বড় প্ল্যান্ট এর জন্য উপযুক্ত।
ষ্টীম তৈরির হার তুলনামূলক বেশি (ঘণ্টায় ৪৫০টন পর্যন্ত)।
তৈরিকৃত ষ্টীমের চাপ তুলনামূলক বেশি (১৬৫বার পর্যন্ত)।
অসুবিধাঃ
অপারেটিং খরচ বেশি।
ফিড ওয়াটার এর পরিশোধন দরকার আছে।
বিস্ফোরণের সম্ভাবনা বেশি।

আবার, টিউবের সংখ্যার উপর ভিত্তি করে বয়লার ২ধরনের
১। সিঙ্গেল টিউব বয়লার (১টি মাত্র ফায়ার বা ওয়াটার টিউব থাকে। উদাহরণঃ সিম্পল ভারটিক্যাল বয়লার এবং করনিশ বয়লার)
২। মাল্টিপল টিউব বয়লার (একাধিক ফায়ার বা ওয়াটার টিউব থাকে। উদাহরণঃ কোকরান বয়লার, লোকোমোটিভ বয়লার ইত্যাদি)
ফার্নেসের অবস্থানের উপর ভিত্তি করে বয়লার ২প্রকার
১। ইন্টারনালি ফায়ার্ড বয়লার (ফার্নেস বয়লারের শেলের ভিতরে থাকে। সাধারণত ফায়ার টিউব বয়লারগুলো এই ধরনের হয়।)
২। এক্সটারনালি ফায়ার্ড বয়লার (ফার্নেস বয়লারের শেলের বাইরে থাকে। সকল ওয়াটার টিউব বয়লার এই ধরনের হয়।)
শেলের অক্ষের উপর ভিত্তি করে বয়লার আবার ২ধরনের হয়
১। ভারটিক্যাল বয়লারঃ (শেলের অক্ষ ভারটিক্যাল হয়। উদাহরণঃ সিম্পল ভারটিক্যাল বয়লার এবং কোকরান বয়লার)
২। হরাইযোনটাল বয়লারঃ (শেলের অক্ষ হরাইযোনটাল হয়। উদাহরণঃ লোকোমোটিভ বয়লার, ব্যাবকক ও উইলকক্স বয়লার ইত্যাদি)
পানি প্রবাহের ধরনের উপর ভিত্তি করে বয়লার ২প্রকার
১। ন্যাচারাল সারকুলেশন বয়লার (বাহ্যিক সহায়তা ছাড়া, প্রাকৃতিক পানির প্রবাহকেই ব্যবহার করা হয়।)
২। ফোর্সড সারকুলেশন বয়লার (পাম্পের সাহায্যে উচ্চ চাপে পানি প্রবাহ করা হয়)।
মুভ্যাবিলিটির উপর ভিত্তি করে বয়লার ২প্রকার হয়
১। ষ্টেশনারী বয়লার (পাওয়ার প্ল্যান্ট এবং শিল্পকারখানায় ব্যবহার করা হয়।)
২। মোবাইল বয়লার (যানবাহনে ব্যবহার করা হয়, যেমনঃ মেরিন বয়লার, লোকোমোটিভ বয়লার)

Пікірлер: 31

  • @mdhumayonislam2630
    @mdhumayonislam26302 жыл бұрын

    বড় ভাই আপনার কাছে অনেক কিছু শিখার আছে ধন্যবাদ ভাই

  • @mirtarif7638
    @mirtarif7638 Жыл бұрын

    অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ভাই।

  • @funnyvedio662
    @funnyvedio6622 жыл бұрын

    Nice vedio

  • @Mdrobiulislam-dp6fd
    @Mdrobiulislam-dp6fd4 ай бұрын

    Thank you so much vayya

  • @mdbadrul628
    @mdbadrul628 Жыл бұрын

    ধন্যবাদ

  • @sharifulislam-fp4zx
    @sharifulislam-fp4zx Жыл бұрын

    Thank you bai

  • @feroz5075
    @feroz5075 Жыл бұрын

    সুন্দর ভিডিও

  • @mdamrul2692
    @mdamrul2692 Жыл бұрын

    ধন্যবাদ ভাই

  • @md.shahalam9048
    @md.shahalam90482 жыл бұрын

    Awesome video

  • @zerotoinfinity4592
    @zerotoinfinity4592 Жыл бұрын

    Nice Video

  • @ibrahimohammad1398
    @ibrahimohammad1398 Жыл бұрын

    Good

  • @governmentjobnews3801
    @governmentjobnews38012 жыл бұрын

    Nice video

  • @topmovietrailer9093
    @topmovietrailer9093 Жыл бұрын

    Thanks

  • @mdimranhossain3015
    @mdimranhossain30158 ай бұрын

    ❤❤❤❤❤

  • @md.mijanurrahman7899
    @md.mijanurrahman78992 жыл бұрын

    tnx

  • @kanonbd3322
    @kanonbd33222 ай бұрын

    ভাই ভিডিও তে যে ছবিগুলা দেখাইলেন সেগুলি ছবি কি একটু দেওয়া যাবে ভাই? প্লিজ

  • @mdarafathossain5149
    @mdarafathossain5149 Жыл бұрын

    ❤️❤️❤️❤️

  • @jibonmunsi4562
    @jibonmunsi45622 жыл бұрын

    Nice 🥰

  • @bdengineeringtechnology6783

    @bdengineeringtechnology6783

    2 жыл бұрын

    Thank you! Cheers!

  • @sakibulhasan28
    @sakibulhasan289 ай бұрын

    2:42

  • @abdulmomin7028
    @abdulmomin7028 Жыл бұрын

    মুখস্থবিদ্যা।।।

  • @bablumia1478
    @bablumia1478 Жыл бұрын

    বয়ালারে কাজ করি

  • @anivlogs6181
    @anivlogs61812 жыл бұрын

    Sir, When is the zero pressure in the running boiler?

  • @bablumia1478
    @bablumia1478 Жыл бұрын

    bablu@13

  • @mensfashion3582
    @mensfashion35822 жыл бұрын

    বয়লার অপারেটর কোন গ্রেডের অপারেটর এবং বেতন কত ?

  • @moenuddin87
    @moenuddin8710 ай бұрын

    আপনি ডিস্ক্রিপশন রিমুভ করেন নাইলে চ্যানেল রিপোর্ট করে দিব। এটা আমার কন্টেন্ট

  • @md.rezowansarker4362
    @md.rezowansarker43624 ай бұрын

    ১২ মিনিটের ভিডিও মধ্যে সব কিছু বলছেন

  • @nurmohammed5377
    @nurmohammed5377 Жыл бұрын

    𝘛𝘩𝘢𝘯𝘬𝘴 𝘷𝘢𝘪

  • @mdhumayonislam2630
    @mdhumayonislam26302 жыл бұрын

    বড় ভাই আপনার কাছে অনেক কিছু শিখার আছে ধন্যবাদ ভাই

  • @bdengineeringtechnology6783

    @bdengineeringtechnology6783

    2 жыл бұрын

    Thanks for valuable comments

  • @zakirhhossain1766

    @zakirhhossain1766

    Жыл бұрын

    ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ,আমি বযলার বিষয অনেক ভিডিও দেখেছি ।কিন্তু সল্প সময এত তথ্য কোন ভিডি ওতে পাকওযা যায না ।আরও ভিডি ও তবে ছবি আর কথা মিল রাখার চেস্টা করবেন ।

Келесі