No video

Tragedy life of _Tiger Widows I বাঘ বিধবাদের ট্র্যাজেডি জীবন I Part_1

বাঘ বিধবা নামটি শুনলে সকলের মনে কৌতুহলের সাথে সাথেই আসে একটি ভাবনা।
স্বামী মরলে তার বউ হয় বিধবা। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বাস করে বাঘবিধবা। তাহলে নিশ্চই বাঘ মরলেই বাঘের বউ হয় বিধবা। বাঘের বউ বিধবা হোক আর স্বধবা হোক তাতে কার কি যায় আসে। দুঃখজনক হলেও সত্যি বাঘ বিধবা কোন নারী বাঘ নয়। তারা রক্ত মাংসে গড়া মানুষ।
ইউনেসকো ১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দেয়। সুন্দরবনে জীবিকা নির্বাহের জন্য যে সকল মানুষ বনে যেয়ে বাঘের হাতে মারা যায় তাদের বিধবা স্ত্রীদের বলে বাঘ বিধবা।
শ্যামনগরের তিনটি ইউনিয়ন গাবুরা, বুড়িগোয়ালীনি ও মুন্সিগঞ্জে বাঘ বিধবার সংখ্যা পাঁচ শতাধিকের বেশি। বাঘ বিধবারা যেখানে বাস করে সেই স্থানকে বাঘবিধবা পল্লী বলে।
এই পল্লীতে এমন অনেক পরিবার আছে যেখানে ছেলে, স্বামী, শ্বশুর এবং তার বাবাকেও বাঘে খেয়েছে আর তাদের স্ত্রীরা হয়েছে বাঘ বিধবা।
স্বামীহারা নারীকে এমনিতে সমাজ নিচু চোখে দেখে সেখানে বাঘ বিধবাদের একেবারে বলা হয় অপয়া।
সুন্দরবনে কয়েকজন বাঘ বিধবার জীবনের সেই করুন কাহিনী যেন সব দুঃখকে হার মানায়। প্রতিটি গল্প যেন এক একটি ট্রাজেডি
বাঘবিঘবাদের নিয়ে বিন্দু নারী উন্নয়ন সংগঠন কয়েক বছর যাবৎ ব্যাপক কাজ করে আসছে। সংগঠনের তথ্য মতে পূর্বে বাঘবিধবা নারীরা কর্মস্থানের জন্য জীবন বাজি রেখে বনে গিয়ে কিছুটা হলেও জীবিকা নির্বাহের সুযোগ পেত।
তবে অতি দুখের বিষয় বর্তমানে নারী জেলে,মৌয়ালী বা বাওয়ালী হিসেবে নারীদের স্বৃকৃতি না থাকার কারনে তাদের জীবন হয়ে উঠেছে আরো দূর্বিসহ এবং সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কেউ কেউ নতুন জীবিকার উৎস্য হিসেবে বেছে নিচ্ছে
ঘের বা কাঁকড়ার খামারের কাজ।
তবে বয়স্করা পড়ছেন সবচেয়ে বিপাকে। চোখে ভালো না দেখার কারনে তাদের জীবন আরো দূর্বিসহ। কাজ হারাচ্ছে সবখানে।
একদিকে জলবায়ু পরিবর্তন আর একদিকে দূবিসহ জীবন যাপন। বিকল্প কাজের সন্ধানই হতে পারে এই সকল বিধবাদের বাঁচার নতুন আশা।
Facebook: / bindu.ngo.739
/ bindu1991
Twitter: / binduwomen , Instagram: bindu.ngo
KZread: Bindu NGO, LinkedIn: / bindu-bd-. .
Website: www.bindubd.org
-------partnering to build a world where all children, youth, and women are safe. To anonymously report Safeguarding concerns, please Email: bindusafeguarding@gmail.com , Call: 01321-233286
Be Aware of Safeguarding----follow US: www.facebook.c.... , / bindusafeguard1

Пікірлер: 4

  • @user-ex9iu6iy1x
    @user-ex9iu6iy1x2 ай бұрын

    ❤❤

  • @skshawonahmed5463
    @skshawonahmed54634 ай бұрын

    Bangladesh

  • @arkaroy116
    @arkaroy1164 ай бұрын

    😭😭

  • @AlImran-ee7uu
    @AlImran-ee7uu6 ай бұрын

    এটা ইন্ডিয়া না বাংলাদেশ

Келесі