তৎসম শব্দ চেনার উপায় রাখার কৌশল অসাধারণ টেকনিক | শব্দ ভান্ডার | বাংলা ব্যাকরণ Totsomo Shobdo

বিসিএস এবং বিভিন্ন জব পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজানো হয় আমাদের এই চ্যানেলটি
তৎসম শব্দ চেনার উপায় রাখার কৌশল অসাধারণ টেকনিক | শব্দ ভান্ডার | বাংলা ব্যাকরণ Totsomo Shobdo
তৎসম শব্দ :
যেসব শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলায় এসেছে সেগুলোকে তৎসম শব্দ বলা হয়।
তৎ =সংস্কৃত, সম=সমান অর্থাৎ তৎসম কথাটির অর্থ সংস্কৃতের সমান।
যেমন - জল, বায়ু, কৃষ্ণ, সূর্য, মিত্র, জীবন, মৃত্যু, বৃক্ষ, লতা, নারী, পুরুষ ইত্যাদি।
তৎসম শব্দ চেনার উপায়
১। মূর্ধন্য(ণ)যুক্ত সকল শব্দই তৎসম শব্দ ।
যেমন- কর্ণ ,স্বর্ণ ,কারণ ,মণি, বণিক বিণা ইত্যাদি
২। বিসর্গ যুক্ত শব্দ এবং বিসর্গ সন্ধি সাধিত শব্দগুলি তৎসম শব্দ।
যেমন- দুঃখ, প্রাতঃকাল, দুঃশাসন, দুঃসাহস, মনঃকষ্ট, মনঃক্ষুন্ন, শিরঃপীড়া, পরিষ্কার, আবিষ্কার, তিরস্কার, পুরস্কার ইত্যাদি।
৩। ঈ, ঊ,ঋ -এই তিনটি বর্ণের কার চিহ্ন যুক্ত সব শব্দই তৎসম শব্দ।
যেমন- ঈর্ষা, ঊষা ,ঋণ,জয়ী,পূর্ণ,তৃণ ইত্যাদি।
৪। যেসব শব্দের পূর্বে সংস্কৃত ২০টি উপসর্গ যুক্ত থাকবে সেগুলি
যেমন- প্র - প্রকার,প্রচার,প্রমাণ
পরা- পরাজয় , পরাক্রম
অপ-অপমান
সম -সংবাদ
৫। উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস সাধিত শব্দগুলো তৎসম।
৬। মহাকাশ ও হিন্দু ধর্ম সংক্রান্ত শব্দগুলি তৎসম।
৭। ক্ষ/ক্ষ্ম-যুক্ত সকল শব্দ তৎসম।
৮। ৎ -যুক্ত শব্দ তৎসম
৯। দশদিক সম্পর্কিত সকল শব্দ তৎসম।
১০। বহুবচন সম্পর্কিত শব্দ তৎসম। (যেমন- বৃন্দ, গণ,বর্গ,মণ্ডলী, রাজি, পুঞ্জ)
এই ক্লাসটি বিসিএসের "স্বল্প সময়ের বাংলা প্রস্তুতি" যারা বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের পর্যাপ্ত প্রস্তুতি । আমরা আপনাকে অল্প সময়ের মধ্যে স্মার্ট প্রস্তুত করতে সহায়তা করতে ভিডিওটি তৈরি করছি। বিসিএস ছাড়াও যারা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও এটি সহায়ক হবে (যেমন প্রাথমিক নিয়োগ পরীক্ষা, ব্যাংক পরীক্ষা, তুলা উন্নয়ন বোর্ড পরীক্ষা, পিএসসি পরীক্ষা, খাদ্য বিভাগ এবং দুদক পরীক্ষা, বানসডক লিখিত পরীক্ষা, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা) , ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা, নাগরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রকের পরীক্ষা ইত্যাদি) কার্যকর হবে।

Пікірлер: 2

  • @noyonsen9280
    @noyonsen92805 ай бұрын

    Huge thanks ❤, 🙏, just wow technique

  • @25minuteSchool

    @25minuteSchool

    4 ай бұрын

    thank you brother

Келесі