সুজানগর উপজেলার পটভূমি । Background of Sujanagar Upazila । History of Sujanagar Upazila

Ойын-сауық

#সুজানগর উপজেলার পটভূমি,#Background of Sujanagar Upazila,#সুজানগর উপজেলার ইতিহাস,#History of Sujanagar Upazila
সুজানগর উপজেলা পাবনা জেলার অন্তর্গত। পদ্মা নদী বাহিত পলিদ্বারা সৃষ্ট প্লাবন সমভূমির উপর অবস্থিত এ জনপদের অনেক সমৃদ্ধ এবং রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। সুজানগরের আদি নাম গোবিন্দগঞ্জ।
মুগল সম্রাট শাহ্জাহানের রাজত্বকালের শেষভাগে তার পুত্রদের মধ্যে রাজ সিংহাসনের দখল নিয়ে যে বিরোধের সুত্রপাত হয় তার ধারাবাহিকতায় যুবরাজ শাহ সুজা আরাকানে পালিয়ে যান। তিনি আরাকান গমনকালে সুজানগরে ৩ রাত অবসহান করেন। যুবরাজ শাহ সুজার এই অবসহানকে চিরস্বরনীয় করে রাখার জন্য এতদঞ্চলের মানুষ এ জনপদের নামকরণ করেন সুজানগর ।
সুজানগর উপজেলার দর্শনীয় স্থান :
এইএলাকার ইতিহাসপর্যালোচনায় দেখাযায় যে সুজানগর উপজেলার সভ্যতা বহুপ্রাচীন। পদ্মা নদী বিধৌত এইএলাকায় রয়েছে সবুজের সমারহ চর ।
বর্ষা মৌসুমে সমগ্র চর অঞ্চর থৈ,থৈ পানি আবার শরৎ কালে কাশবন ফুল ফুলে সাদা হয়ে উঠে দেখে বিশ্ব কবির সেই কবিতাটি মনে পড়ে চিকচিক করে বালি কোথাও নেই কাঁদা, দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। মাঝে বিলগাজনা ও গন্ডহস্তি বিল, বর্ষায় এর অপরূপ সৌন্দর্য নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না যে, কি অপরীপ সৌস্দর্যের লীলাভূমি।
প্রত্নতাত্ত্বিকনিদর্শন হিসাবে রয়েছে তাতিবন্দ বিজয় গোবিন্দ চৌধুরীর জমিদাড় বাড়ী ও দুলাই আজিম চৌধুরীর জমিদাড় বাড়ী এবং সাগরকান্দি হযরত শাহ মাহতাব উদ্দিন আউলিয়ার মাজার শরিফ। নাজিরগঞ্জ ফেরিঘাট, গাজনার বিল, জেলাপরিষদ ডাকবাংলো ।

Пікірлер: 1

  • @YT.Gaming...
    @YT.Gaming...15 сағат бұрын

    আমি সুজানগরে থাকি ❤

Келесі