ওস্তাদ আলি আকবর খান বাখ ও পাশ্চাত্য সঙ্গীতের অসম্ভব ভক্ত ছিলেন: সঙ্গীত পরিচালক ও অধ্যাপক গৌতম ঘোষ।

ওস্তাদ আলি আকবর খান বাখ ও পাশ্চাত্য সঙ্গীতের অসম্ভব ভক্ত ছিলেন: সঙ্গীত পরিচালক ও অধ্যাপক গৌতম ঘোষ।
গতকাল অর্থাৎ১৮ জুন। ২০০৯ সালের এই দিনেই প্রয়াত হয়েছেন ওস্তাদ আলি আকবর খান। তাঁকে শ্রদ্ধার জানাবার জন্যই আজকের এই অনুষ্ঠান।
ওস্তাদ আলি আকবর খান ১৯২২ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরে জন্মগ্রহণ করেন। পিতা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান ও মা মদিনা বেগম। পিতার কাছেই তার সঙ্গীত শিক্ষার হাতে খড়ি হয়। ওস্তাদ আলি আকবর খান সব ধরনের বাদ্য যন্ত্র ও গায়কীর শিক্ষা নেন। ধীরে ধীরে তিনি সরোদে বিশেষজ্ঞ হয়ে উঠেন। ওস্তাদ আলী আকবর খান সাহেবের সঙ্গীতে হাতে খড়ি হয় তিন বছর বয়েস থেকে। কন্ঠ সঙ্গীতের শিক্ষা শুরু হয় তার বাবা আচার্য আলাউদ্দিন খান সাহেবের কাছে এবং তবলা শিখতে শুরু করেন তার কাকা ফকির আফতাবউদ্দিনের কাছে। র্তার পিতা তাঁকে আরও অনেক বাদ্যযন্ত্র বাজানো শেখালেও তিনি সরোদ এবং কন্ঠ সঙ্গীতেই নিবিষ্ঠ হন। এসময় তিনি প্রতিদিন ১৮ ঘণ্টা করে রেওয়াজ করতেন। ১৯৭২ সালে তার বাবার মৃত্যুর পর হতে তিনি বাবার চর্চিত সাঙ্গীতিক ঐতিহ্য ধরে রেখেছেন। এই সাঙ্গীতিক ঐতিহ্য হচ্ছে ভারতের মাইহার ও রামপুরের শ্রী বাবা আলাউদ্দিন সেনী ঘরানা।
চ্যানেলের নাম: সঞ্জীবনী সুধা।সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত ও আশীর্বাদ ধন্য এই চ্যানেল।‘Sanjibani Sudha’,
Apurba Chatterjee, apuch1964@gmail.com ,

Пікірлер: 1

  • @manikasaha1270
    @manikasaha127029 күн бұрын

    👍

Келесі