স্নান মন্ত্র | Snan Mantra |

স্নানের মন্ত্র।। Snana Mantra While Taking Bath ||
সনাতন (হিন্দু) ধর্মে স্নান করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্ম হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় নিয়ম মেনে স্নান করলে তা বিশেষ ফল প্রদান করে । শাস্ত্র নিয়ম অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত। শাস্ত্র অনুযায়ী ঋষি-সন্তদের দিনে তিন বার , বিবাহিতদের দিনে দুবার , অবিবাহিত ব্যক্তিকে দিনে একবার, স্নান করা উচিত। শাস্ত্রে স্নানের সময় কিছু মন্ত্র জপ করার কথা বলা হয়। সে বিষয়ে জেনে নেওয়া যাক।
স্নানের সঙ্গে মন্ত্র করলে স্নান থেকে প্রাপ্ত ফল অনেক গুন বৃদ্ধি পায়। শাস্ত্রে বর্ণিত ্এই মন্ত্র জপ করা অত্যন্ত কল্যানকর। শ্রদ্ধা ভক্তিভরে এই মন্ত্র জপ করলে শারীরিক ও মানসিক অশুদ্ধি দুর হয়। শাস্ত্রে বর্ণিত এই স্নান মন্ত্রটি হল-- ওঁ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোপি বা। যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং সঃ বাহ্যাভন্তরঃ শুচিঃ।।
Subscribe to help us reach 1 Million Subscribers: / radhakripaa

Пікірлер: 1

  • @DIPIKA_GOSWAMI24
    @DIPIKA_GOSWAMI242 ай бұрын

    Hare Krishna 🙏🙏🙏🙏🙏

Келесі