স্মৃতিশক্তি বৃদ্ধির পরীক্ষিত আমল, এতে কোন সন্দেহ নেই। Mufti Maulana Mosharrof Hossain Al Azadi

#আসসালামু_আলাইকুম_ওয়া_রাহমাতুল্লাহি_ওয়া_বারাকাতুহু।
সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা!
এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছি, সেই বিষয়গুলো যদি কেউ বর্জন করে এই আমল গুলো করে, তাহলে তার স্মৃতিশক্তি বর্ধিত হবেই হবে ইনশাআল্লাহ।
আর স্মৃতিশক্তি বৃদ্ধি হবে না কেন? এটি এমন একটি পরীক্ষিত আমল, জেটির মাধ্যমে দুনিয়ার অসংখ্য মানুষ মেধাবী হয়ে উঠেছেন। এবং এই দুয়ার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটেছে। অদ্যপতি পর্যন্ত তারা দুনিয়াতে স্কলারস হিসেবে পরিচিত। একমাত্র এই ছোট্ট একটি আমলের বিনিময়।
এই ছোট্ট আমলটির সাথে সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায় কুতুবুল আলম হযরতুল আল্লাম শাহ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এর। আরো অনেক বড় বড় বুযুর্গানে দিন এই আমল করেছেন। এবং এই আমলের প্রতি আমাদেরকে করার তাগিদ দিয়েছেন। এবং উদ্বুদ্ধ করেছেন আমলটি করার জন্য।
তাই আসুন ভাই এবং বোনেরা!
আমরা ভিডিতে ভিডিওতে বর্ণিত আমল গুলো নিজেরা করি এবং পরিবার-পরিজনের লোকদেরকেও করানোর চেষ্টা করি।
পরিশেষে সকলের নেক হায়াত দীর্ঘায়িত হোক এই কামনায় ডেসক্রিপশন লেখা শেষ করলাম।
/ @muftimaulanamosharrof...
/ mdmosharrof.ahmed.7
imo.onelink.me/7QOl/isw
• Video
wa.me/message/GJUJ5FBZYY4XC1
/ maulana-mosharrof-hoss...
#মুফতি_মাওলানা_মোশাররফ_হুসাইন_আল_আজাদী

Пікірлер: 55

  • @minabegamchoudhury752
    @minabegamchoudhury752 Жыл бұрын

    আসসালামু আলাইকুম আপনার video দেখে অনেক উপকৃত হলাম আমার দুই সন্তান দুয়া করবেন আল্লাহ যেন ওদের মানুষের মতো মানুষ করেন আমিন

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। দেরিতে আপনার লিখনীর উত্তর দেয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, দেরিতে উত্তর দেওয়ার কারণ হচ্ছে আমি পবিত্র ওমরা পালনে মক্কা-মদিনা ছিলাম। আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে আপনার দুই সন্তানের জন্য দোয়া করতেছি, আল্লাহ তা'আলা যেন এদেরকে নেক সন্তান এবং মা-বাবার চেহারা উজ্জ্বল হয় এমন সন্তান দুনিয়া আখেরাতে বানিয়ে দেন। আমিন

  • @SaidulIslam-jb3gz

    @SaidulIslam-jb3gz

    Жыл бұрын

    🎉

  • @SalmaAkter-gh3tc
    @SalmaAkter-gh3tc10 ай бұрын

    আস্সালামু ওয়ালাইকুম,,,,, হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি🥰কারন আল্লাহর দেয়া আমল আপনি যখন প্রচার করেন সে আমলের চাইতে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করেন।আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি আপনার প্রতি খুশি হুজুর। আপনার প্রতি দোয়া রইলো আমার পক্ষ থেকে 🤲আপনিও দোয়া করবেন আমাদের সবার জন্য 🤲🤲🤲আমিন।

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    10 ай бұрын

    ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়াবারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখেরাতে ইজ্জত বাড়িয়ে দিন। আমিন

  • @mohammadyeasin5333
    @mohammadyeasin5333 Жыл бұрын

    আমিন আল্লাহু সকল মুসল মান ভাই দেরকে হেদায়েত দান করেন আমিন

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    Amin

  • @mdbokulbokul2541
    @mdbokulbokul2541 Жыл бұрын

    আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আমার সৃস্তিশক্তি নাই বলতে চলে অতিত বর্তমান কিছুই মনে থাকে না যখন যে বিষয় নিয়ে থাকি তখন পজন্ত মনে থাকে আজকে একটা কথা কাওকে বললে তার পর দিন মনে হয় কি যেন বললাম তারে তখন মনের বিতর এক অস্তিরতা বিরাজ করে মনে আমি মনে করতাম আল্লাহ মনে হয় আমার সৃস্তিশক্তি দেই নি তার জন্য আমি মনে রাখতে পারি না হুজুর আপনার বয়ান শুনে মনে হয় আমি আবার নতুন জীবন ফিরে ফেলাম আপনার পত্যেক টা বিডিও খুবি গুরুত্বপূর্ণ ও মূল্যবান মাশাআল্লাহ আমার জন্য আমার মনের অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও ভালবাসা রইল আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক হায়াত দান করুন এবং আপনার সু শাস্থু কামনা করছি আমিন

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা আপনার যাবতীয় মুসিবত দুনিয়া আখিরাতে দূর করে দিন। আমিন

  • @minarakhatun8555
    @minarakhatun8555 Жыл бұрын

    Alhamdulillah katha gulo valo lagche amar bachhar jonno dua korben

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    ফি আমানিল্লাহ

  • @monjumia5333
    @monjumia5333 Жыл бұрын

    হুজুর এই দূয়া চোট বেলা আমি আমার মার কাছে শিক্ষা গহন করছি তবে আপনি এইরকম ভিডিও বানাবেন আপনার কথা শুনে আমার অনেক ভাল লাগলো

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    Mashallah

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    Mashallah

  • @nayimuddin3791
    @nayimuddin3791 Жыл бұрын

    আমিন

  • @sahidakaton3597
    @sahidakaton3597 Жыл бұрын

    হুজুর আপনার বয়ান ঠিক

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    শুকরিয়া

  • @user-su9fi8qi4r
    @user-su9fi8qi4r Жыл бұрын

    masaallah

  • @hasibulhasan6179
    @hasibulhasan6179 Жыл бұрын

    রাইট হুজুর আমাদের আমল হচ্ছে তলাবিহীন ঝুড়ির মতো। উপরে থেকে ঢেলে দেই যাহা নিজ দিয়ে পড়ে যায়।

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    শোকরান শুক্রান জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার হায়াত এবং ইলম আমলের মধ্যে বরকত দান করুন। আমিন

  • @ShahaAlam-pv4lh
    @ShahaAlam-pv4lhАй бұрын

    সটিক ১০০%

  • @uormiakter7376
    @uormiakter7376 Жыл бұрын

    আসসালামু আলাইকুম হুজুর আমি আপনাকে একটা কথা বলব চায়, যে আমার সামী মিথ্যা কথা বলে ও তার সংসার আছে এটাও মনেও করে না আমার দুটি কন্যা সন্তান বতমানে আমি তিন লাখ টাকার রিনি তাহলো কিশতির আছে,হাদিস কুরআনের এমন কোন আমল আছে কী দয়া করে আমাকে বলেদিলে খুশি হবো আমি ফোনে অনেক আমল দেখি

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    আপনি যে সমস্যাটার মধ্যে আছেন এটির জন্য আপনার কোরআনিক আমল হচ্ছে তওবা। কারণ আপনি কিস্তিরি ঋণে জর্জরিত। আর কিস্তি মানেই হচ্ছে সুদ। আর সুখের জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে খালিস দিলে তওবা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়া আখিরাতে মুক্তি নেই। আর কোন আমল আপনার জন্য নাই, একটা আমুলি আছে তাওবা বেশি বেশি তাওবা করেন।

  • @jabahossain2153
    @jabahossain2153 Жыл бұрын

    AssalamuAlaikum hujur je ja Bole boluk apnar. Bojhanor dorkar bojhaben jar valo lagbe she dekhbe ek joner jonno bojhano bondho korbenna plesseg

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। জি সম্মানিত ভাইজান আমি আপনার পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা রেখে বলি, মরণ পর্যন্ত আল্লাহ তা'আলা যেন আমাকে সহি বুঝ দান করেন, এবং আল্লাহ তায়ালার মায়ার বান্দাদেরকে যাতে সহীহ বুঝ আমার মাধ্যমে দেওয়ার তৌফিক দান করেন। মাঝেমধ্যে কয়েকটা লোকের জন্য মন খারাপ হয়ে যায়। সাথে সাথেই আবার আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ শয়তান আমাকে ধোকা দিয়ে দিচ্ছে। তুমি এই শয়তানের কবল থেকে আমাকে হেফাজত করো। আমার আল্লাহ আমার ডাক সঙ্গে সঙ্গেই শুনুন, এবং আমার দিলের মধ্যে বুঝ দান করেন। পিছু লোকে যা বলে কান দিতে নেই। ইনশাআল্লাহ আমি আপনার পরামর্শ গ্রহণ করলাম এবং মরণ পর্যন্ত তা পালন করব। আল্লাহতায়ালা যেন আপনাকে দুনিয়া ও আখেরাতে ইজ্জত বৃদ্ধি করে দেন। এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন

  • @md.kabirhossain8154
    @md.kabirhossain8154 Жыл бұрын

    ডায়বেটিস এর ঔষধ আছে ইন্শা আল্লাহ। আল্লাহ ভরসা।

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদিও মেডিকেল সায়েন্স ডায়াবেটিসের ঔষধ আবিষ্কার করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা আজকের থেকে প্রায় সাড়ে 1400 বছর পূর্বে রাসুলে আকরাম সাঃ কে দিয়ে ডায়বেটিসের ঔষধ-পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন। এগুলো আমরা পাঠ করি, এর জন্য আল্লাহ তা'আলা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। এর চাইতে বড় কোন ঔষধ এখন পর্যন্ত আমি পাই নাই, আর এটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের ২১ নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া এর, ৮৩ নাম্বার আয়াত। আপনিও পাঠ করে দেখুন। ফায়দা হবে ইনশাআল্লাহ।

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    যদি সত্যিই আপনার কাছে ডাইবেটিস পরিপূর্ণ নিরাময়ের কোন ঔষধ থেকে থাকে? তাহলে একটু আমাকে বলুন! উপকার হবে

  • @sahidakaton3597
    @sahidakaton3597 Жыл бұрын

    মানুষ বউ ছাবে তো মোবাইল ছাবেনা এমন অবথা

  • @sharifshardar8201
    @sharifshardar8201 Жыл бұрын

    হুজুর ইনশাআল্লাহ নাকি ইংশাআল্লাহ হবে কোনটা?

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইজান ২টা শুদ্ধ। কিন্তু দুইটার ব্যবহার জেনে নিলেই পার্থক্যটা বুঝে নেবেন। আমি ব্যবহারগুলো বলতেছি আপনি একটু মনোযোগ দিয়ে পড়বেন, লিখার সময় ইনশাআল্লাহ লিখতে হয় আরবিতে। আর পড়া এবং উচ্চারণের সময় ইংশাআল্লাহ পড়তে হয়। অর্থাৎ লিখতে ইনশাআল্লাহ, আর উচ্চারণ করতে ইংশাআল্লাহ। কেউ যদি ইনশাআল্লাহ ও বলে কোন সমস্যা নেই শুদ্ধ হবে। কিন্তু পারফেক্ট উচ্চারণ হচ্ছে, ইংশাআল্লাহ। সম্মানিত ভাইজান আশা করি বুঝাতে পারলাম। ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

  • @turekolaman7692
    @turekolaman769211 ай бұрын

    আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। হুজুর, আমি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। আমার কর্মস্থল প্রায় চল্লিশ কিমি দুরে। পাঁচ বছর ধরে কর্মরত আছি। বদলি বন্ধ। এমত অবস্থায়, কোন আমল আছে কি? আপনার পরামর্শ কামনা করছি।

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    11 ай бұрын

    ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রথমত কথা হচ্ছে আমাকে পরামর্শদাতা হিসেবে গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনার এই আমল বাহির করবো খুব শীঘ্রই। তারপর আপনাকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ মনগড়া কোন আমল করলে কাজ হবে না! আর আমি যদি মনগড়া কোন আমল দেই এটাও আমার অন্যায় হবে।

  • @kamrunnahar5198
    @kamrunnahar5198 Жыл бұрын

    আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।হুজুর দোয়া টা কি একটু বাংলায় লিখে দিলে খুশি হবো

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। জি সম্মানিতা বোন, অবশ্যই অবশ্যই বাংলায় লিখে দেব। রাব্বি জিদানি ইলমা। এতটুকুই দোয়া, এক নিঃশ্বাসে সাতবার পাঠ করবেন প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পর। অর্থাৎ প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম যখন ফিরাবেন। সালাম ফিরানোর পরপরই পরে নিবেন। আল্লাহ তাআলা আপনাকে জেহান শক্তি বৃদ্ধির সাথে সাথে নেক হায়াত বাড়িয়ে দেন। আমিন

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    মেহেরবানী করে আমার জন্য দোয়া করবেন বোন। আমি আপনার জন্য দোয়া করি।

  • @kamrunnahar5198

    @kamrunnahar5198

    Жыл бұрын

    @@muftimaulanamosharrofhossa150 জাযাকাল্লাহ খইরান হুজুর। আপনিও আমার জীবনের সব সমস্যা আল্লাহ যেনো সমাধান করে দেয় আর আমি যেনো ঋণমুক্ত হয় ওটার জন্য দোয়া করবেন। আমিও আল্লাহর কাছে আপনার জন্য দোয়া আল্লাহ যেনো আরও নেক জ্ঞান আমাদের কে শিক্ষা দেয়ার জন্য আর আপনাকেও আল্লাহ অনেক ভালো রাখার দোয়া করি। আমিন।

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    চুম্মা আমিন

  • @rinaakter3576

    @rinaakter3576

    Жыл бұрын

    @@muftimaulanamosharrofhossa150, sms

  • @vss6326
    @vss6326 Жыл бұрын

    রাব্বি জিদনি ইলমা।। সাত বার পরতে হবে এক নিশ্বাসে

  • @fahmidaakhter5654
    @fahmidaakhter5654 Жыл бұрын

    নিওরের রোগী এই আমল করলে কাজ হবে?

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    হা ইনশাআল্লাহ আমল করলে যদিও পরিপূর্ণ সুস্থতা না আসে তদুপুরি অনেক ফায়দা হবে।

  • @asmaakter7788
    @asmaakter7788 Жыл бұрын

    আগে দোয়াটা বলা যায় না পরে হািদস বলেন

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সম্মানিতা বোন, বলা যায়। কিন্তু আপনার মত কয়েকজন মানুষের জন্য আল্লাহ তায়ালা নিষেধ দিছেন আগে দোয়া বলতে। কারণ আপনাদেরকে যদি আগে দুয়া বলে দেয়া হয়, লাফালাফি করে আপনারা চলে যাবেন। এবং সিস্টেম না জেনে ফালাফালি নাচানাচি করে দুয়া পড়া শুরু করবেন, কিভাবে দোয়া পড়তে হয় কেন দোয়া পড়তে হয় এর কারণগুলো না জেনেই দুয়া পড়ার কারণে দুয়া ঘোড়ার ডিমও কবুল হবে না। আর দোষ যাবে দোয়ার এবং আলীমের। ঘোড়ার ডিম যেমন পৃথিবীতে নাই, দোয়া করার সিস্টেম ব্যতীত দোয়া করলে ঠিক তদ্রূপ ঘোড়ার ডিমের মতন দোয়া ও কবুল হওয়া পৃথিবীতে নাই। তাই আপনার মত কিছু মানুষের জন্য আগে দুয়া বলা যায় না। এটি আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি। শর্টকাট মানুষগুলো ইসলামের শত্রু। আল্লাহ তাআলা এই শত্রুদেরকে হেদায়েত দান করুন। আমাকেও হেদায়েত দান করুন। যদিও কলিজায় লাগে গেছে আমার কথাগুলো, তেলেগুনে জ্বলে না উঠে আগে ভালো করে বোঝার চেষ্টা করবেন কি বলছি। রাগের মাথায় বানান লিখতে গিয়ে বানান যে ভুল হয়ে যায় এ বিষয়ে খেয়াল রাখাটা প্রয়োজন। কি লেখছেন একটু ভাল করে তাকায়ে দেখেন। এত রাগ নিয়ে দুনিয়াতে চলা ঠিক নয়, মস্তিষ্ক কমার প্রধান কারণ গুলোর মধ্যে একটি কারণ হচ্ছে। অতিরিক্ত রাগ। কাজেই চটাং চটাং রাগান্বিত হয়ে গেলে চলবে না। চটাং চটন রাগান্বিত হয়ে গেলেন আবার ব্রেন বাড়ানো দোয়া করলেন। গ্যারান্টি দিয়ে বলতেছি ঘোড়ার ডিমের ফায়দা হবে আপনার। ভালো থাকবেন। আর শর্টকাট ইসলাম চান তো আপনি, কাজেই যেখানে শর্টকাটে জান্নাতে যাইতে পারবেন, ওই ভিডিওগুলো দেখবেন। আমাদের ভিডিও দেখতে আপনি আইসেন না। কারণ এখানে শর্টকাটের কোন ব্যবস্থা নেই। আল্লাহর দরবারে শর্টকাট কোন ব্যবস্থা নেই বিস্তারিত, আমাদের কাছেও আল্লাহর উসুল আছে শর্টকাটের কোন ব্যবস্থা নেই বিস্তারিত বর্ণ নাই জানা লাগবে। শর্টকাট শয়তানের কাজ মানে সংক্ষিপ্ত শয়তানের কাজ। এখন আপনি নিজেই বুঝে নেন। ইচ্ছা করলে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফ নাযিল এরপরে বলতে পারতেন এই কথা, জানিনা কতটুকু আপনার কোরআন সম্পর্কে ধারণা আছে ধারণা থাকলে তো এই কথা বলার কোন প্রশ্নই ছিল না। তারপরও ব্রেনের ভিতরে ঢুকানোর জন্য বলতেছি আপনার। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন একজন বাবা ছিল, তার একজন সন্তান ছিল, সে একদিন হারিয়ে গিয়েছিল, পরে আবার বাবার কাছে আমি ফিরিয়ে দিয়েছি। শর্টকাটে আল্লাহ ইউসুফ আঃ এর জিন্দেগি শেষ করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ শর্টকাট পছন্দ করেন না, এইজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ছোট্ট ছোট্ট অধ্যায় থেকে নিয়ে একবারে বড় অধ্যায় পর্যন্ত বিশদ আকারে একটা সুরাই আল্লাহ তাআলা বর্ণনা করছেন পবিত্র কোরআন শরীফে। তাদের শর্টকাট ইসলামে নাই। বুঝলে বুঝছেন! না বুঝলে নিজের কপাল নিজে খাইছেন। যাইহোক অনেক কড়া করা কথা বলে ফেলছি। দোয়া রইল আপনার প্রতি। তবে দুঃখ লাগে আপনাদের মত এক দুইজন মানুষের আচরণ। করে আপনাদের উপকার করতে চাই কিন্তু আপনাদের কাছ থেকে খারাপ ব্যবহার যখন পাই তখন সাংঘাতিক কষ্ট লাগে সাংঘাতিক। আল্লাহ তাআলা আগে আমাকে হেদায়েত দান করুন। আমার খারাপি গুলো দূর করার তৌফিক দান করুন। এবং আপনাকেও দুনিয়াতে আখেরাতে ইজ্জত বৃদ্ধি করে দিন। আমিন

  • @khandokarshahin674
    @khandokarshahin674 Жыл бұрын

    আপনি বেশী ফাও প্যাচাল মারেন।অপছন্দনীয় ব্যাপার।

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    হ ভাই আমি একটা ফাও লোক........

  • @sahanajbegum1873
    @sahanajbegum1873 Жыл бұрын

    হুজুর আসসালামু আলাইকুম আপনার কথাবার্তা বা বিষয় বিশ্লেষণ এবং তারসাথে আঞ্চলিক ভাষার মিলে আমি হবিগঞ্জ অথবা এর আশপাশের ভাষার সাথে মিল পাই আলহামদুলিল্লাহ এরকম কনটেন্টে একদিকে মানুষ যেমন আমলের দিকে সতর্ক হবে অন্যদিকে উপকৃত হবে তবে আমার মনের ভিউ না বলে পারছি না। আমি শাহাজি বাজার সুতাং শায়েস্তা গঞ্জ হবিগঞ্জ সদর উপজেলা ৭ নং নুরপুর ইউনিয়ন অন্তর্গত শাহাজিবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি আমি আপনার আলোচনা শুনে অত্যন্ত উদ্বুদ্ধ যে আপনার মতো একজন ইমাম সাহেব আমাদের মসজিদে দরকার অনুভব উপলব্ধি করছি সুতরাং এর কারণে আমার ব্যক্তিগত নাম্বার পেশ করিলাম।। 01406705844 আমি বাহাউদ্দীন শানু বিঃ দ্রঃ (বর্তমানে ইমাম নিয়োগ বিজ্ঞাপনি চলছে স্হানীয় পত্রিকার পাতায় অব্যাহত )

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    সম্মানিত বাহাউদ্দিন ভাই, প্রথমে আপনার শুকরিয়া জ্ঞাপন করছি এবং অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনি আমাকে আপনার মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার উপযুক্ত মনে করার কারণে। অসংখ্য ধন্যবাদ, আল্লাহ তায়ালা আপনাকে উত্তম জাযা এবং খায়ের দান করুন। কিন্তু সম্মানিত বাহাউদ্দিন ভাই, আপনি আগে আমার পরিচয়টা জানোন, আমার বাসা চুনারুঘাট উত্তর বাজার। আপনি ঠিকই ধরেছেন যে আমি হবিগঞ্জের। ধন্যবাদ আপনার এই সঠিক রিয়ালাইজেশনের জন্য। ভাইজান, আপনাদের জগদীশপুর তেমনইয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম আমি। আপনাদের জগদীশপুর তেমোনিয়া মাদ্রাসাটা দুইতলা পর্যন্ত একা একা কমপ্লিট করে দিয়ে এসেছি। তিন নাম্বার তালা আনসারী সাহেব এসে কমপ্লিট করেছেন। যাই হোক আপনি আমাকে একটি প্রস্তাব দিয়েছেন, আমি পূর্বেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি আপনার প্রস্তাবটি রাখতে পারব না। বাংলাদেশে থাকি ১৫ দিন বাহিরে থাকি ১৫ দিন, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে দৌড়ানো লাগে, দুই তিনটে মাদ্রাসার সাথে জড়িত। কাজেই আমার দ্বারা নিয়মিত ইমামতি সম্ভব নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি, শ্রী কুটা আলহাজ্ব আব্দুল হাকিম জামে মসজিদে প্রতি সপ্তাহে জুমা পড়াই। এখান থেকে জুমা পড়ানো ছাড়া যাবেনা। যাইহোক সম্মানিত বাহাউদ্দিন ভাই সর্বশেষে আবারো আমি আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনার জন্য দোয়া করতেছি, আল্লাহতায়ালা যেন আপনাকে দুনিয়া আখেরাতে ইজ্জত বৃদ্ধি করে দেন। আরেকটি কথা ইনশাআল্লাহ আমি যেহেতু আপনার ঠিকানা পেলাম সহজীবাজার আসলে দেখা করব ইনশাআল্লাহ।

  • @chowdhuryabuzayed5840

    @chowdhuryabuzayed5840

    Жыл бұрын

    হুজুর যদি দয়াকরে লাইভে না এসে ওডিও রেকর্ড দিতেন তবে সবার উপকার হত , ফোনেরদিকে তাকাইতামনা ৷

  • @muftimaulanamosharrofhossa150

    @muftimaulanamosharrofhossa150

    Жыл бұрын

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাইজান, আপনি কি বললেন আমি মূলত বিষয়টি বুঝলাম না। এতে আসলে আপনার কোন দোষ নেই আমারই না বুঝার অযোগ্যতা। তারপরেও আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পেরেছি আপনি বলতেছেন, থাক আমাকে বুঝাতে বুঝাতে চাচ্ছেন যে আমি যেন লাইভে না এসে অডিও মাত্রার মাধ্যমে আপনাদেরকে ভিডিও দিয়ে দেই। তাইতো? সম্মানিত ভাইজান আপনাকে বোঝানোর জন্য বলতেছি , আপনাকে ছোট অথবা খাটো করার জন্য নয়, শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি, ইউটিউবের নতুন আইন হচ্ছে কোন অডিও বার্তা youtube এ দেয়া যাবে না। এ বিষয়ে মনে হয় আপনার ধারণা নেই, যদি কেউ ফেচ না দেখিয়ে শুধুমাত্র অডিও বার্তা দেয় তাহলে তার চ্যানেলটি ব্যান্ড করে দেয়া হবে। যদি আপনি চান আমার চ্যানেলটি দেন হয়ে যাক তাহলে আমি অডিও বার্তা দিয়ে দিতে পারব সমস্যা নেই। তবে এই চ্যানেলটি আর আমার থাকবে না এগুলো এগুলো ইউটিউব ডিলেট করে দিবে। আর আরেকটি কথা হচ্ছে ভাইজান, ইলিম এমন এক জিনিস এটি অন্ধের মত অর্জন হয় না, ইলম সিনা থেকে চিনার মধ্যে ট্রান্সফার হয়, কাজেই শুধুমাত্র অডিও বার্তা দিলে আমি ক্ষুদ্র জ্ঞানে বলতেছি কোন ফায়দা হবে না। যাইহোক তারপরও আপনার সুন্দর পরামর্শের জন্য আন্তরিক অভিনন্দন আপনাকে জানাচ্ছি। কিন্তু আপনারটা মানতে পারতেছি না এজন্য আন্তরিক দুঃখিত। আপনার কথা মানতে গেলে ইউটিউব চ্যানেলটি হারানো লাগবে। আশা করি বুঝাতে পারলাম, আর যদি না বোঝাতে পারি তাহলে আমারই দোষ, আপনাকে বুঝানোর যোগ্যতা আমার মধ্যে অর্জিত হয় নাই। সর্বশেষে আবারো ক্ষমা প্রার্থী আপনার কাছে আমার ভাষায় দুঃখ পেলে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

  • @emamulhoque7259
    @emamulhoque7259 Жыл бұрын

    আমিন

  • @mdkamrul9412
    @mdkamrul9412 Жыл бұрын

    আমিন

Келесі