Select the best medicine for your backpain || আপনার কোমর ব্যাথার সঠিক ঔষধটি বাছুন || Dr SP Goswami

Select the best medicine for your backpain || আপনার কোমর ব্যাথার সঠিক ঔষধটি বাছুন || Dr SP Goswami
সুধী দর্শক মণ্ডলী,
আজকাল প্রায় সকলেই কম বেশি কোমর ব্যথায় ভুগছেন। যাদের বয়স বেশি তারাতো ভুগছেন আর যাদের বয়স কম তাদেরও কোমর ব্যথায় কষ্ট পেতে দেখা যায়। বেশির ভাগ কোমর ব্যাথার মূল কারনই হল যৌনতার আধিক্য, আমিতাচার, লাগামহীন যৌণ ভোগ। অনেক পুরুষরাই এতে পরিমাণের চেয়ে বেশি বীর্য ক্ষয় করে বসেন। দেহে ক্যালসিয়ামের মারাত্মক ঘাটতি দেখা দেয় এর ফলে কোমর ব্যথা হয়। মহিলাদের জরায়ু রোগের কারণে ক্যালসিয়াম কমে যায়। দেহে একটি অত্যন্ত প্রয়োজনীয় যৌগের অভাব এত তাড়াতাড়ি কোন ঔষধ পূরণ করতে পারেনা, তাই রোগটি সহজে সারে না। এই ভিডিওতে আমি কোমর ব্যথার অনেক গুলো ঔষধ সম্পর্কে আলোচনা করেছি। আপনার লক্ষণের সাথে মিলিয়ে ঔষধটি নির্বাচন করে কিনে খেতে পারেন। অবশ্যই ফল পাওয়া যাবে।
আপনি যদি আপনার অন্য কোন রোগের চিকিৎসার জন্যে আমার পরামর্শ নিতে চান তাহলে আপনি আপনার নাম বয়স এবং কিসের জন্য চিকিৎসা করতে চান সেটা বুঝিয়ে লিখে এই whatsapp নাম্বারে ম্যাসেজ করুন।
Whatsapp: +91 8730048904
এছাড়া আপনি যদি আমার অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আপনি সরাসরি আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নিতে পারেন।
/ @tripura5151
আরো বিস্তারিত জানতে ফেইসবুকে প্রবেশ করুন।
/ dr.goswami355
#backpain
#homeopathicdoctor
#lumbago
#समाचारTRIPURA
#DrSPGoswami
কোমর ব্যথার উল্লেখিত ঔষধ গুলো কি ভাবে খাবেন:
30 ch ঔষধ হলে দুই ফোঁটা করে দিনে তিনবার সাত দিন
200 ch ঔষধ হলে দিনে দুই বার সাত দিন
mother tincture হলে আধ কাপ জলে দশ ফোঁটা মিশিয়ে দিনে দুবার দশ দিন খাবেন।

Пікірлер

    Келесі