সমুদ্রের মাঝে ভাসমান বিমানবন্দর,কিছু সালের মাঝেই ডুবে যাবে ! Amaze Info ।

পানিতে ডুবে যাচ্ছে জাপানের ভাসমান বিমানবন্দর। আজ থেকে ৩০ বছর আগে বিশ্বের প্রথম ভাসমান এই বিমানবন্দর বানিয়ে পৃথিবীর মানুষকে চমকে দিয়েছিল জাপান। সমু্দ্রের মাঝে কৃত্রিম দ্বীপ তার উপর তৈরি নয়নাভিরাম এই বিমানবন্দরের নাম কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। প্রায় ২০ বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হয়েছিলো মেগা প্রকল্পটি। তৎকালিন সময়ে যা ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। এটি জাপানের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর। প্রতিবছর প্রায় ২০ মিলিয়ন যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে। তবে মাঝ সমুদ্রে বানানো বিমানবন্দরটি নিয়ে বিপাকে পড়তে যাচ্ছে জাপান। দেশটির ব্যস্ততম বিমানবন্দরটি ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে। ইতিমধ্যে ৩৮ ফুট পানির নিচে ডুবে গিয়েছে এটি। যা চিন্তায় ফেলে দিয়েছে তাদেরকে।

Пікірлер: 1

  • @jdjedhehd3407
    @jdjedhehd3407Ай бұрын

    বাংলা দেশের কত শ্রমিক করেছিল এই বিমান বন্দর তৈরির সময় ?

Келесі