No video

Sajek Tour most amazing part

সাজেক যাবার সকল উপায়ঃ
ঢাকা হতে খাগড়াছড়ি বাস ভাড়া নিবে ৫২০ টাকা ।
খাগড়াছড়ি থেকে আপনি তিনটি মাধ্যমে সাজেক পৌছাতে পারবেন । চান্দের গাড়ী,সিএনজি এবং মটরসাইকেল।
খাগড়াছড়ি শাপলা চত্বরে চাঁদের গাড়ি মালিক সমিতির কাউন্টার হতে ২ দিনের জন্য ছান্দের গাড়ি ভাড়া ৭৭০০ টাকা
আর যদি আপনারা সাজেক হতে দিনে গিয়ে আবার দিনে ফিরে আসতে চান তবে চান্দের গাড়ি ভাড়া ৫০০০-৫৫০০ টাকা
যদি দিনে গিয়ে দিনে ফিরে আসেন তবে সিএনজি ভাড়া নিবে ৩০০০ টাকা . আর সাজেক গিয়ে ১ দিন থাকলে সিএনজি ভাড়া নিবে ৪৫০০ টাকা
মটরসাইকেলে করে সাজেকঃ খাগড়াছড়ি থেকে দীঘিনালা ভাড়া নিবে জন প্রতি ৪৫ টাকা, মটরসাইকেল রিজার্ভ ১০০০-১২০০ টাকা
সাজেক গিয়ে কোথায় কোথায় ঘুরবেন ?
হ্যালিপ্যাড, স্টোন গার্ডেন, কংলাক পাহাড় ইত্যাদি
কোথায় খাবেন ?
দুপুরে যা খেতে পারেনঃ সিনারি কিংবা কুটুমবাড়ি রেস্তুরেণ্টে জুমের ভাত, দেশি মুরগীর মাংস, আলু ভর্তা, সব্জী, ডাল ইত্যাদি। খাবারের দাম ওখানে জন প্রতি প্লেট ২২০ টাকা পড়বে
রাতের খাবার পরোটা, বার বি কিউ । ব্যাম্বো চিকেন ৫০০ টাকা প্রতি পিচ্ ,এ পিচ ব্যাম্বো চিকেনে ১ কেজি মুরগির মাংস থাকে যা ৪ - ৫ জন খেতে পারবেন , বারবিকিউ চিকেন প্যাকেজ 220 টাকা এই প্যাকেজ 1 পিচ বারবিকিউ চিকেন এবং ৩ টা পরোটা
কোথায় থাকবেন ?
মন ঘরঃ ভাড়া ১৫০০ টাকা মোবাইলঃ 01829121362,01860096566
মেঘ মাচাং : রুম প্রতি ২৫০০ টাকা ভাড়া । মোবাঃ০১৮২২ ১৬৮৮৭৭
মেঘ পুন্জি : ভাড়া ২৫০০-৩০০০ টাকা মোবাঃ 01815-761065 ,01911-722007
জুমঘর : ভাড়া ২৫০০-৩০০০ টাকা প্রতিরাত মোবাঃ 01884208060
রক প্যারাডাইস: সাজেকের কংলাক পাড়াতে অবস্হিত এ কটেজটি আপনাকে বেস্ট ভিউ দিবে । ফোন ০১৮৪২৩৮০২৩৪
সাজেক রিসোর্ট যার ভাড়া ১০-১৫ হাজারের মধ্যে । বুকিং নাম্বার : ০১৮৫৯০২৫৬৯৪
রুন্ময় রিসোর্টঃ ভাড়া ৪৫০০-৫০০০ টাকা ,যোগাযোগ : ০১৮৬২০১১৮৫২
Disclaimer:
Don't Download & Copy Anything From This Channel. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Rijwan ahmed

Пікірлер

    Келесі