সোনাকান্দা মরহুম পীর সাহেব, আবুবকর মুহাম্মদ শামছুল হুদা রহঃ বয়ান ও তালীম।, Sonakanda darbar shari

► ► ► কুমিল্লার মুরাদনগরে অবস্থিত ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলের এ বছরকার পর্দা নামে ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত অতিক্রম করে পরদিন বাআদ ফজর । ১৪ এবং ১৫ ফাল্গুন মোতাবেক গত ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি দুদিনব্যাপী অনুষ্ঠিত উক্ত সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে গোটা কুমিল্লা জেলায় চলে চলে সাজসাজ রব । লাখো উম্মাতে মুহাম্মাদীয়ার পদচারণায় ভারী হয় মুরাদনগরের মাটি।
► ► ► তালীম তারবিয়াত জিকির মোজাকারা মোশাহাদার তালীমের আলোকচ্ছটায় লাখো উম্মাতে মুহাম্মাদীয়া দুদিনব্যাপী যেন জান্নাতের লু হাওয়ার মাঝে কাটিয়ে অপার্থিব এক অনুভূতি নিয়ে আখেরী দোয়া মোনাজাত পরবর্তী নিজ নিজ কর্মস্থল পরিবার পরিজনের কাছে ফিরে যায় ।
► ► ► সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল - বা আদ মাগরিব পীর সাহেবের মুল্যবান তাকরীর -
► ► ► #SONAKANDA_DORBAR - MURADNOGOR - COMILLA .
► ► ► আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সোনাকান্দা দরবারের দু’দিনব্যাপী মাহফিল সম্পন্ন
► ► ► আখেরী মোনাজাতে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য লাভের আশায় সারা বাংলার প্রত্যন্ত এলাকা থেকে মাহফিলে প্রচুর লোক সমাগম হয়। নিজের ও আহল আওলাদের গুনাহ খাতা মাফির জন্য এবং দেশ-জাতির ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করে আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে কান্নার রোল পড়ে যায়। মহান আল্লাহর দরবারে কান্নাকাটি আর আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মাহফলি ও আশ-পাশের এলাকার পরিবেশ ছিল লক্ষণীয়। দরবারের আশিকীন, যাকেরীন, মুহিব্বীন, খলিফাবৃন্দ, দেশ-বিদেশের অসংখ্য ওলামায়ে কেরাম, দেশ-বরেণ্য পীর-মাশায়েখগণ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়াসহ সামাজিক এবং বিভিন্ন পেশাজীবী লোকজন মোনাজাতে অংশ নেয়।
► ► ► SONAKANDA DARUL HUDA DORBAR SHARIF - MURADNOGOR - COMILLA .

Пікірлер: 2

  • @JakirHossain-v6h
    @JakirHossain-v6h3 күн бұрын

    মাশাল্লাহ হুজুর ওয়াজ

  • @singramedia571
    @singramedia571 Жыл бұрын

    Ok

Келесі