সেনাবাহিনীর অফিসারদের র‍্যাংক ও বেতন কাঠামো। Rank & Salaries of Army Officer। M Mahfuz।

সেনাবাহিনীর অফিসারদের র‍্যাংক ও বেতন কাঠামো। Rank & Salaries of Army Officer। M Mahfuz।#bdarmy #bdarmy71
প্রিয় দর্শক, আজকের ভিডিওটাতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের পদবী এবং তাদের বেতন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। একই সাথে তাদের বেতন কাঠামো ও জীবনযাপন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব। আশা করি এই ভিডিওটা সেনাবাহিনী সম্পর্কে জানতে আপনাদের অনেক বেশি হেল্প করবে।
Dear viewers, In today's video, I have discussed in detail the designation of Bangladesh Army officers and their salary structure. By watching this video you will get a clear idea about Bangladesh Army officers. Also, get an idea about their salary structure and lifestyle. Hope this video will help you a lot to know about the army.
ওয়ারেন্ট অব প্রিসিডেন্ট অনুযায়ী রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের সদস্যদের মধ্যে সংসদ সদস্যদের পদক্রম ১২, সিনিয়র জেলা ও দায়রা জজের পদক্রম ১৫, মেজর জেনারেল/জেলা ও দায়রা জজের পদক্রম ১৬, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/অতিরিক্ত জেলা ও দায়রা জজের পদক্রম ১৭, বিভাগীয় কমিশনার/সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল/অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/যুগ্ম জেলা ও দায়রা জজের পদক্রম ২১, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি)/সেনাবাহিনীর কর্নেলের পদক্রম ২২, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের পদক্রম ২৩, জেলা প্রশাসক (ডিসি)/সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল/পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেলের পদক্রম ২৪ এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/সিনিয়র সহকারী জজ/পুলিশ সুপার (এসপি)/সেনাবাহিনীর মেজর/উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর পদক্রম ২৫ নম্বরে অবস্থিত।
অর্থ মন্ত্রনালয়ের সর্বশেষ গেজেট অনুযায়ী সেনাবাহিনীর বেতন স্কেল ২০১৬ অনুসারে সেনাবাহিনীর বেতন ভাতা প্রদান করা হয়ে থাকে। নিচে পদভিত্তিতে সেনাবাহিনীর বেতন স্কেল দেওয়া হয়েছে।
তিন বাহিনীর প্রধান, জেনারেল/ অ্যাডমিরাল/ এয়ার চিফ মার্শাল পদের বেতন ৮৬ হাজার টাকা।
লে. জেনারেল/ এয়ার মার্শাল/ ভাইস অ্যাডমিরাল/ পদের বেতন ৮২ হাজার টাকা।
মেজর জেনারেল/রিয়ার অ্যাডমিরাল/এয়ার ভাইস মার্শাল পদের বেতন ৭৮ হাজার টাকা ।
ব্রিগেডিয়ার জেনারেল/ এয়ার কমডোর/ কমডোর পদের ক্ষেত্রে ৬৩ হাজার ৫৭০ টাকা।
কর্নেল/ক্যাপ্টেন (নৌ)/গ্রুপ ক্যাপ্টেন পদের বেতন ৬১ হাজার টাকা।
লে. কর্নেল/কমান্ডার/উইং কমান্ডারের বেতন ৫০ হাজার টাকা।
মেজর/লে. কমান্ডার/স্কোয়াড্রন পদের বেতন হচ্ছে ৪৩ হাজার টাকা।
অনারারি ক্যাপ্টেন/ অনারারি লে. (নৌ) পদের বেতন ৪২ হাজার ৮৯০ টাকা।
অনারারি সাব লে. / অনারারি (সেনা) বেতন ৩৮ হাজার ৪৮০ টাকা।
ক্যাপ্টেন/ ফ্লাইট লে./ লেফটেন্যান্ট (নৌ) পদের বেতন ২৯ হাজার টাকা।
ফ্লাইং অফিসার/ লেফটেন্যান্ট (সেনা)/ সাব লে. এর বেতন ২৫ হাজার।
সেকেন্ড লে./ অ্যাক্টিং সাব লে. এবং পাইলট অফিসার পদের বেতন ২৩ হাজার ১০০ টাকা।
মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং মাস্টার চিফ পেটি অফিসার পদের বেতন ২২ হাজার ৫০০ টাকা।
চিফ আর্টিফিসার পদের বেতন ২২ হাজার ৪০০ টাকা।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার/ সিনিয়র চিফ পেটি অফিসার পদের বেতন ২২ হাজার ২৫০ টাকা।
ওয়ারেন্ট অফিসার এবং চিফ পেটি অফিসার পদের বেতন ২২ হাজার টাকা।
সার্জেন্ট ও পেটি অফিসার - ১৬ হাজার টাকা।
সুবেদার মেজর - ১৫ হাজার ৭০০ টাকা।
সুবেদারের - ১৪ হাজার ১২০ টাকা।
নায়েক সুবেদারের - ১২ হাজার ৫০০ টাকা।
হাবিলদার/ কর্পোরাল/ এলএস - ১২ হাজার ৫০০ টাকা।
নায়েক/ এবি/ এলএসি - ১০ হাজার ২০০ টাকা।
ল্যান্স নায়েক/ এসি-১ রিক্রুট/ ওডি - ৯ হাজার টাকা।
সিপাহি এবং রিক্রুট (এমওজিটি) পদের বেতন হবে ৮ হাজার ৮০০ টাকা।
উপরে উল্লেখিত বেতন হলো স্বস্ব পদে পদন্নতি অথবা নতুন নিয়োগের সময় নির্ধারিত মূল বেতন। মূল বেতনের সাথে অন্যান্য ভাতাসমূহ যুক্ত হবে। মূল বেতন এবং বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, টিফিন ভাতাসহ সকল ভাতা মিলিয়ে সার্বসাকূল্যে মূল বেতনের প্রায় দ্বিগুন হয়ে থাকে। পদ এবং চাকরির বয়সের উপর ভিত্তি করে ভাতার পরিমাণ মূল বেতনের সাথে সমহারে বৃদ্ধি পাবে।
#army #armylover #armystatus #armylife #armyofficers #armyofficer
#armyoffice #bdjobs_today #bdnews #bdinternationalonline #newsupdate
#bdnews #bd_news #information #rajshahiuniversity #informative

Пікірлер: 161

  • @MMahfuz2001
    @MMahfuz2001

    ওয়ারেন্ট অব প্রিসিডেন্ট অনুযায়ী রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের সদস্যদের মধ্যে সংসদ সদস্যদের পদক্রম ১২, সিনিয়র জেলা ও দায়রা জজের পদক্রম ১৫, মেজর জেনারেল/জেলা ও দায়রা জজের পদক্রম ১৬, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/অতিরিক্ত জেলা ও দায়রা জজের পদক্রম ১৭, বিভাগীয় কমিশনার/সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল/অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/যুগ্ম জেলা ও দায়রা জজের পদক্রম ২১, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি)/সেনাবাহিনীর কর্নেলের পদক্রম ২২, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের পদক্রম ২৩, জেলা প্রশাসক (ডিসি)/সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল/পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেলের পদক্রম ২৪ এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/সিনিয়র সহকারী জজ/পুলিশ সুপার (এসপি)/সেনাবাহিনীর মেজর/উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর পদক্রম ২৫ নম্বরে অবস্থিত।

  • @user-kk8ds6cc1u
    @user-kk8ds6cc1u

    আপনি ভুল তথ্য দিচ্ছেন। অষ্টাত্তর কোন শব্দ।

  • @imrankhankhan8120
    @imrankhankhan812012 сағат бұрын

    তাহলে তো প্রবাসে বসে জেনারেল এর থেকেও বেশি বেতন পাচ্ছি তারপরও তাদের এত ভাব আমি রাশিয়াতে থাকি ভিআইপি সুযোগের সুবিধা পাচ্ছি এখানে। এখানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সেভ করে সবাই দুই হাতে টাকা উড়ানোর পরও

  • @nurulalom8831
    @nurulalom883116 сағат бұрын

    আমার জীবনে প্রথম শুনলাম অষ্টাত্তর নামে কোনো সংখ্যা বা শব্দ।

  • @bashirbanglatv1491
    @bashirbanglatv1491

    অনেক ভুল তথ্য আছে

  • @videotravel4014
    @videotravel40147 сағат бұрын

    আমার দেশের সেনাবাহিনী শুধু দেশের মানুষের সাথে লড়াই করতে পারে।সেনাবাহিনী সম্মান আর আগের মত নেই তাই তাদের কে সেনাবাহিনী না বলাই ভালো😢😢

  • @AfrinJahan-u7j
    @AfrinJahan-u7j16 сағат бұрын

    সঠিক তথ্য দিয়ে ভিডিও তৈরি করে তারপরে পাবলিস্ট করবেন, মানুষ অনেক ভুলভাল তথ্য জানবে পরে তার পরিবারে ঝগড়া হবে,,

  • @md.ataurrahmanfarazi2943
    @md.ataurrahmanfarazi294321 күн бұрын

    আমার মনে হয় তথ্যগুলো ভুল

  • @romanrayhan5705
    @romanrayhan570516 сағат бұрын

    কর্ণেল থেকে বিগ্রেডিয়ার জেনারেলে চলে গেলেন তাহলে বিগ্রেডিয়ার পদটা কী হাওয়া থেকে আসে? বিগ্রেডিয়ার পদটা কী?

  • @akibnahin7709
    @akibnahin770912 сағат бұрын

    Purotai bhule bhora.....😂

  • @ahmedshakil7823
    @ahmedshakil7823

    ভুলভাল তথ্য দিয়ে মানুষকে ভুল বুঝা বেন না।

  • @ssctube201
    @ssctube201

    অনেক সুন্দর একটা ভিডিও। অনেক কিছু জানতে পারল। আবার অনেকেই দেখলাম বলছেন, যেখানে ভুল তথ্য দেওয়া হয়েছে, যারা ভুল তথ্য দেওয়া হয়েছে বলছেন, তারা কি আসলে সঠিক তথ্যটা জানেন? নাকি আন্দাজ এর উপর ঢিল ছুটছেন? যাই হোক ধন্যবাদ এত সুন্দর ভিডিও বানানোর জন্য।

  • @NasirUddin-yi2if
    @NasirUddin-yi2if

    অস্পষ্ট তথ্য,

  • @jahers-universe
    @jahers-universe

    অনেক সুন্দর একটা ভিডিয়ো❤❤

  • @ModanMia-nu7yt
    @ModanMia-nu7yt

    Nice Bangladesh Army ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AshisRoy-z2f
    @AshisRoy-z2f21 күн бұрын

    Those who don't know the warrant of President, they should search google and know right information. ❤❤❤thank you author of the channel.

  • @capitaldhakatv3980
    @capitaldhakatv3980

    সংবিধান অনুযায়ী বাংলাদেশের মালিক এদেশের জনগণ।

  • @AshisRoy-z2f
    @AshisRoy-z2f21 күн бұрын

    Good video. Most of the public who comment in this video are foolish. They don't know the minimum information about Bangladesh army and army Officer. Here author provide most of the right information. Thank you to upload such a unique and informative video.

  • @drroddurnurulhudakhan4487
    @drroddurnurulhudakhan4487Күн бұрын

    Major is equivalent to deputy secretary, not UNO as u told

  • @aminnalchity277
    @aminnalchity27712 сағат бұрын

    এখানে বিগ্রেডিয়ারের পদক্রম বলা হয়নি। কার অধিনে কতো সৈন্য থাকে এবং তাদের এরিয়া সহ বললে ভালো হতো।

Келесі