Romania diary. Russian student visa. Uzbekistan student visa. Serbia. Romania. Lithuania update.

আস সালামু আলাইকুম।
সকল আপডেট পেতে যুক্ত হোন আমাদের ফেসবুক গ্রুপেঃ
groups/68124...
ম্যানেজার,
জিসমান উদ্দিন সরকার জুম্মান: 01331770640
শাহ জালাল,
ফোন 01533109928 (হোয়াটসঅ্যাপ) . সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত।
ইন্ডিয়ান ভিসা: মানিক ভাই:-01911166604.
আমরা নতুন ফাইল জমা নিচ্ছি।
সার্বিয়া:
১/কনস্ট্রাকশন।
সপ্তাহে ৫ দিন ৮ ঘণ্টা।
৩। থাকা কোম্পানির , খাওয়া নিজের।
৪। বেতন ৫০০ ইউরো।
৫। মোট খরচ ৭ লাখ। প্রথমে ৫০ হাজার। পারমিট আসার পরে ১ লাখ। বাকিটা ভিসার পরে।
প্রয়োজনীয় ডকুমেন্টস: পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ৩৫*৪৫ ছবি ৭০% ফেসসহ।
উজবেকিস্তান স্টুডেন্ট :
১/ ব্যাচেলর এবং মাস্টার্স।
২/ খরচ ব্যাচেলরের ২৯১০ ডলার, মাস্টার্সের ৩৪১০ ডলার( এক বছরের টিউশন ফিস, থাকা, এম্বাসী ফী, রেজিস্ট্রেশন ফী এবং বিমানভাড়া সহ)
৩/ ক্লাস শুরু ১লা এপ্রিল।
৪/ যাওয়ার ৬ মাস পর থেকে কাজের সুযোগ।
৫/ ৬ মাস পর থেকে অন্যান্য দেশে যাওয়ার সুযোগ।
৬/ প্রথমে জমা ৫০ হাজার। বাকিটা ফ্লাইটের আগে।
উজবেকিস্তান:
১। গার্মেন্টস. ক্লীনার, ড্রাইভিং(৬ লাখ।) ঘোড়ার খামার(২.৮০ লাখ)
২। সপ্তাহে ৫ দিন ৯ ঘণ্টা।
৩। থাকা -খাওয়া কোম্পানির ।
৪। বেতন ৩০০ ডলার।
৫। মোট খরচ গার্মেন্টস এবং ক্লীনার ১.৯০. ড্রাইভিং ৬ লাখ এবং ঘোড়ার খামার ২.৮০ লাখ, ফ্লাইট টিকেট, এয়ারপোর্টে রিসিভ) , প্রথমে ৭০ হাজার, বাকিটা ভিসার পরে। সময় ২ মাস।
৬। অবশ্যই গার্মেন্টস এর কাজ জানা থাকতে হবে। এবং স্পষ্ট চেহারা সহ ১ মিনিটের কাজের ভিডিও দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস: পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ৩৫*৪৫ ছবি ৭০% ফেসসহ।
মন্টিনেগ্রো :
১/কনস্ট্রাকশন।
২/সপ্তাহে ৫ দিন ৮ ঘণ্টা।
৩। থাকা কোম্পানির , খাওয়া নিজের।
৪। বেতন ৮০০ ইউরো।
৫। মোট খরচ ৮ লাখ। প্রথমে ১লাখ। পারমিট আসার পরে ১ লাখ। বাকিটা ভিসার পরে।
প্রয়োজনীয় ডকুমেন্টস: পাসপোর্ট, পুলিশ ক্লীয়ারেন্স এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ৩৫*৪৫ ছবি ৭০% ফেসসহ।
ঠিকানাঃ
ডিসেন্ট কনসালটেন্সি , পিংকী ভিলার পিছনে, নতুন মসজিদের( মদিনাতুস সালাম জামে মসজিদের) ঠিক বিপরীত পাশে, মহিলা মাদ্রাসা রোড, পূর্ব বক্সনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা। চিটাগং রোড বা স্টাফ কোয়াটার থেকে রিক্সায় ৩০/৪০ টাকা ভাড়া।
romania, romania diary, romania visa update, romania dairy, romania embassy update, romania embassy appointment update, romania work permit visa, romania visa update for bangladeshi, romania embassy new update, romania embassy new update 2022, romania

Пікірлер: 30

  • @mdrashedulislam1562
    @mdrashedulislam15625 ай бұрын

    আপনার এত এত ভিডিও দেখি কিন্তু কাউকে তো ভিসা দিয়ে পাঠাতে দেখলাম না। এমনকি উজবেকিস্তান এও যেখানে 2 মাসে হওয়ার কথা।

  • @rohizkhan5111
    @rohizkhan51115 ай бұрын

    ভাই গত এক বছর যাবত আপনার ভিডিও দেখি। এখন অব্দি কারো ভিসা পাইতে দেখলাম না।???

  • @MDRONY-th1ju
    @MDRONY-th1ju5 ай бұрын

    আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভাই

  • @MdarifuzzamanSohel
    @MdarifuzzamanSohel5 ай бұрын

    MashaAllah vi,, look like so great ❤️❤️

  • @mdshohaqali
    @mdshohaqali5 ай бұрын

    thanks bi

  • @mdamirhossainmdamirhossain9525
    @mdamirhossainmdamirhossain95255 ай бұрын

    শাহজালাল ভাই. আপনাকে তো হোয়াইট সবে ফোন দিলে পাওয়া জায়না. ভাই আমি মোঃ আমির হোসেন মিয়া. ভাই আমি মাচৈর বিষ তারিখ. ফাইল জামা দিয়েছিলাম.

  • @dream-europe
    @dream-europe5 ай бұрын

    ১ বছরের মধ্যে ১টিও ভিসা দেখলাম না😢

  • @user-gb3yy9ge5o

    @user-gb3yy9ge5o

    5 ай бұрын

    সাবধান❌ সাবধান ❌ সাবধান ❌ বাটপার, চিটার, প্রতারক হতে সাবধান❌ SA TOURS AND TRAVELS এর সিলেট,চট্টগ্রাম,কুমিল্লা এই তিন অফিসে যারা ফাইল জমা দিছেন তারা সাবধান। এই তিন অফিস যারা পরিচালনা করে জুনায়েদ পলাশ,জুয়েল এরা তিন জন অনেক বড় বাটপার। তাদের ছবি নিচে দেওয়া আছে। তাদের অফিসে ফাইল জমা দেয়া থেকে বিরত থাকুন। তাদের বাটপারির কিছু কথা নিচে বলা হল: ১) সায়েদ আহমেদ হেড অফিস ঢাকা থেকে যে টাকা নির্ধারণ করে দেয়া হয়, তারা সেটা পরিবর্তন করে নতুন ডিমান্ড বানিয়ে সেখানে টাকা বেশি নির্ধারণ করে। যেমন: ঢাকা অফিস থেকে বলছে রোমানিয়ার জন্য ৭ লক্ষ টাকা নিতে তারা ৮ লক্ষ টাকা বলবে। তারপর তারা চুক্তি পত্র দুইটা করে একটা চুক্তি পত্র করে ঢাকা অফিস এর সাথে আরেকটা করে কাস্টমারের সাথে তারপর কাস্টমার এডভান্সের জন্য যে টাকাটা দেন সে টাকা থেকে তারা অর্ধেক রেখে দেয় বাকি অর্ধেক ঢাকা অফিসে বলে যেমন: আপনি টাকা দিছেন ১লক্ষ ঢাকা অফিসে সায়েদ মিয়াকে বলবে ৫০ হাজার তার জন্য তারা দুইটা চুক্তি পত্র করে। সায়েদ মিয়াকে ঢাকা অফিসে যে চুক্তি পত্র দেখাবে সেখানে লিখবে ভিসার খরছ ৭লক্ষ এবং এডভান্স ৫০ হাজার এমনকি ফোন নাম্বার যেখানে লিখে সেখানে কাস্টমমারের ভুল নাম্বার দেয়া হয় যেন ঢাকা অফিস থেকে কেউ চাইলেও কাস্টমারের সাথে যোগাযোগ করতে না পারে। আর কাস্টমারের সাথে যে চুক্তি পত্র করবে সেখানে ৮ লক্ষ টাকা লেখা থাকবে এডভান্স ১লক্ষ টাকা লেখা থাকবে ২) তারা যে কাস্টমারকে অফার লেটার দেয় এটা তারা নিজে বানিয়ে দেয়। তারা যে বলে বাহিরের কোম্পানি এই গুলা দেয় সম্পুর্ণ মিথ্যা কথা। (চাইলে প্রমান দিতে পারবো) ৩) কোনো কাস্টমার নির্দিষ্ট সময়ের পরে ফাইল তুলতে গেলে তাদের থেকে ২০% থেকে ৩০% টাকা কেটে রেখে দেয় কিন্ত ঢাকা অফিসে সায়েদ মিয়াকে বলে ১০℅ কাটছে। বাকি টাকা নিজেরা নিয়ে নেয়। ৪) তারা সব কাস্টমার থেকে DHL এর জন্য ৪২০০ টাকা করে নেয়। কিন্ত তারা একবার DHL এর টাকা দিয়ে একসাথে অনেক ফাইল সাবমিট করতে পারে। ৫) রোমানিয়ার নতুন কাজ ৪/০৯/২০২৩ হতে সরকারি ভাবে বন্ধ আর তাই আপনার ফাইল তুলে ফেলুন শুধু শুধু আপনাদের সময় নষ্ট করবে। তারা আপনাদের বলবে না কারন এই সংবাদ শুনার পরে সবাই টাকার জন্য চাপ দিলে তারা খুব চাপে পরে যাব। এতো টাকা কিভাবে দিবে টাকা দিয়ে শহরে বাড়ি জায়গা কিনে ফেলছে। তাই কাজ যে বন্ধ এই কথা আপনাদের বলবে না। কিছু মাস সময় নষ্ট করে বলবে অন্য দেশে জমা দেন সেই দেশে খুব ভালো কাজ হচ্ছে সত্য কথা হচ্ছে তারা অন্য দেশের কাজ করতে পারে না শুধু তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য অন্য দেশের ফাইল জমা নিচ্ছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন তারা অন্য দেশের জন্য যত ফাইল জমা নিছে কোন দেশের কাজ করতে পারে নাই। (রোমানিয়ার যে সরকারি ভাবে কাজ বন্ধ চাইলে প্রমান দিতে পারব) তাই এইসব বাটপার হতে সাবধান। তাদের অফিসে ফাইল জমা দেয়া থেকে বিরত থাকুন। আর যারা ভুল করে জমা দিছেন খুব তাড়াতাড়ি ফাইল তুলে ফেলুন।

  • @zZzgaming1
    @zZzgaming15 ай бұрын

    ❤❤❤

  • @YTS813
    @YTS8135 ай бұрын

    Lithuaniar khobor den vai

  • @mdzakir5618
    @mdzakir56185 ай бұрын

    Kajer permit niya kisu bolen uzbekistan somporke

  • @annakhan2151
    @annakhan21515 ай бұрын

    Previous video te comment e apnar office ER address ta chaisilam vaiya.. Uzbekistan job visa r bepare Kotha Bolte chaisilam.

  • @mdzakir5618
    @mdzakir56185 ай бұрын

    Kajer visay uzbekistan ar mein pawar hoy ki na

  • @abulkalammanik-xz8hg
    @abulkalammanik-xz8hgАй бұрын

    Uzbekistan study visa giye job kora jabe?

  • @user-cg7hm2yh3u
    @user-cg7hm2yh3u5 ай бұрын

    Sir Ami 2ta file Sarbiar Jonno debo APNI dshe Kobe ashben

  • @hridoytenh1065
    @hridoytenh10655 ай бұрын

    ওয়ার্ক ভিসায় রাশিয়া যাওয়া যাবে?

  • @budduautomobiles6081
    @budduautomobiles60813 ай бұрын

    ভাই আমার ছেলে ঢাকার ডেফডিলে কলেজে পড়ছে আমি আমার ছেলেকে কি পড়ার জন্য কি উজবেকস্থানে পাঠাতে পারব কি উজবেকস্থানে অথবা রাশিয়াতে

  • @romaniadiary2989

    @romaniadiary2989

    3 ай бұрын

    উজবেকিস্তানে ১০০% সম্ভব

  • @nurEurope
    @nurEurope5 ай бұрын

    Hsc 2010 ...study gap language crouse a vrti hwa jabe???

  • @romaniadiary2989

    @romaniadiary2989

    5 ай бұрын

    Ji

  • @selimahosan9598
    @selimahosan95984 ай бұрын

    ভাই আমি স্টুডেন্ট, আমার পাসপোর্ট বয়স ২১ চলতেছে,আমি স্টুডেন্ট ভিসায় যেতে পারবো?

  • @romaniadiary2989

    @romaniadiary2989

    4 ай бұрын

    জ্বী। সহজেই যেতে পারবেন।

  • @MDABDULLAH-00
    @MDABDULLAH-005 ай бұрын

    না ভালো সাউন্ড কোয়ালিটি

  • @nurEurope
    @nurEurope5 ай бұрын

    Study gap thakle jawa jabe 😮

  • @romaniadiary2989

    @romaniadiary2989

    5 ай бұрын

    Ji

  • @blackmsa1782
    @blackmsa17825 ай бұрын

    KZreadr 😂😂

  • @Debnath-dipal
    @Debnath-dipal5 ай бұрын

    রোমানিয়ার কোন জায়গার আছেন আমি ক্লোজ না পোকা আছি ভীষণ গরম গত মাস আগের ভিডিও

  • @cleanestdirtyshirt2611
    @cleanestdirtyshirt26115 ай бұрын

    ssc 4:81 (2013) Hsc 2:80 (2015) Can I apply for Russia? If u can guarantee i will apply. Thanks.

  • @romaniadiary2989

    @romaniadiary2989

    5 ай бұрын

    এপ্লাই করতে পারেন তবে ভিসা হওয়ার সম্ভবনা কম।

Келесі