আরবের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে আল্লাহ নবী বানাননি তাহলে কে উনাকে নবি বানিয়েছিলেন? আসুন জানি

বার্তাবাহক রাসুল শব্দটার ভিতরই রাসুলের দায়িত্ব সুস্পষ্ট আছে
তার থেকে নিচে নামালে যেমন রাসুলের অমুল্যায়ন হয়
তেমনি তার চাইতে উপরে উঠালেও শির্ক হয়।
(৫/৬৭) হে বিশেষ বার্তাবাহক রাসূল!
তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে, শুধু তারই (কুরআনেরই) তুমি জনগণের কাছে তাবলীগ করো। তুমি যদি তা না করতে পারো, তাহলে তো তুমি রবের রিছালাতকে পৌঁছে দিতে পারলে না। প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লহ্ রক্ষা করবেন। নিশ্চয় আল্লহ্ আয়াত গোপনকারী কাফির কওমকে হিদায়েত করেন না।
-----------------------------------
যারা ইতিহাসের মোহাম্মদ সাহেবের স্যাটানিক ভার্সেসকে ফলো করে চলে
তারা কোরআন মানতেই রাজি হয়না
৬/২০-২৫
(২০) যাদেরকে লিখিত আল-কিতাব দান করেছি, তারা সেই লিখিত কিতাবটিকে বেশ চিনে, ঠিক যেমন নিজেদের সন্তানদেরকে তারা চিনে। যারা নিজেদের ব্যক্তিত্বকে ক্ষতিগ্রস্ত করে রেখেছে, তারা কখনো ঈমান আনবে না।
(২১) তার চাইতে বড় নির্যাতনকারী জালিম আর কেই বা হতে পারে ? যে নাকি আল্লহ্ তা'আলার উপরে মিথ্যা চাপায়, আর আল্লহ্ তা'আলার আয়াতসমূহকে মিথ্যা প্রমাণ করতে চায়। নিশ্চয় আল্লহ্ অত্যাচারী জালিমদেরকে মোটেই রেহাই দিবেন না।
(২২) আমি যেদিন সবাইকে একত্রিত করবো, তারপরে তাদেরকে জিজ্ঞাসা করবো যারা অংশীবাদী মুশরিক ছিলো, কোথায় তোমাদের সেই শরীক দল ? যাদেরকে নিয়ে তোমরা জোর দাবী করতে।
(২৩) তারপরে (ফিতনাকারীরা) কৈফিয়ৎ দেওয়ার মতো তাদের কাছে কিছুই যে থাকবে না। তারা শুধু এ কথাই বলবে, আল্লহ্ তা'আলার কসম খেয়ে বলছি, আল্লহ্ হলেন আমাদের রব ! আমরা তো কাউকে শরীক করিনি।
(২৪) দেখো তো ! ওরা নিজেদের ব্যাপারে কিভাবে মিথ্যা চাপিয়ে নিচ্ছে, যা কিছু তারা রটিয়েছিলো তা থেকে সরে যাচ্ছে।
(২৫) তাদের মধ্যে এমন লোকও রয়েছে, যে নাকি তোমার দিকে নিজের কান সজাগ করে রাখে। অথচ আমি তো তাদের মনগুলোর উপরে পর্দা ফেলে রেখেছি, তারা যেন বুঝতেই না পারে। আর তাদের কান-গুলোয় ভার দিয়ে রেখেছি। তারা যদি সব আয়াতের নিদর্শন দেখেও নেয়, তবুও তারা তাতে ঈমান আনবে না। এমনকি তারা যখন তোমার কাছে আসে তখন তারা তর্ক করে। আর আয়াত গোপনকারী কাফিররা বলে, এ যে প্রাচীন যুগের (চৌদ্দশ বছর আগের) লোকদের ব্যাপারে লেখা কাহিনী।

Пікірлер: 1 700

  • @md.muniruzzamanbhuiyan7501
    @md.muniruzzamanbhuiyan75012 жыл бұрын

    অনেক ঈহুদিরা কোরআন হাদিস শিখে তোতা পাখির মত কায়দা করে বিভিন্ন কথা কোরআন হাদিসের উদৃতি দিয়ে বলতে পারে যাতে সাধাধন মানুষ সহজে বিভ্রান্ত হয়।

  • @rahmanmukhlis5802

    @rahmanmukhlis5802

    2 жыл бұрын

    এ লোক টি ১৪০০ বছর পর আররী শিখে নতুন ভাবে ফেতনা বাজ হয়েছে।তার ভাগ্য ভারতের নূপূরের মত হবে।

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    আপনি কি গরু-ছাগল মোল্লার সাগরেদ ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট চালাইতে হবে।)

  • @salamkhan1574

    @salamkhan1574

    2 жыл бұрын

    সহমত

  • @khan2133
    @khan21332 жыл бұрын

    মানুষ শয়তান ও জ্বীন শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি আমিন।

  • @AbulKalam-nf1ej
    @AbulKalam-nf1ej2 жыл бұрын

    আলহামদুলিল্লাহ আপনি যে রাসুলের কথা বলছেন সেই রাসুলের পরিচয় দান ও ইতিহাস বলেন আল্লাহ আমাকে হেদায়েতের আলো দান করুন

  • @riponmia5510

    @riponmia5510

    2 жыл бұрын

    উজবেকিস্তানের মোহাম্মদ এটা কোরআন এর কোন সূরায় আছে সেটাতো বললেন না। আরেকটা কথা বলি তুমি যে কোরআন পাঠ ও অর্থ বলছো সেটা কার কাছে থেকে পেয়েছো কে তোমাকে শুনিয়েছে। আল্লাহ কি তোমার সাথে কথা বলেছে। এইসব বাদ দিয়ে ভালো হয়ে যাও।

  • @numanbinazim6071
    @numanbinazim60712 жыл бұрын

    তাহলে এই কুরআন কার নিকট নাজিল হয়েছে এবং শেষ নবী যে,মুহাম্মদ সঃ তিনি কে? বিস্তারিত বলুন!

  • @forhadtelecom4739

    @forhadtelecom4739

    Жыл бұрын

    তাহলে এই কুরআন কার নিকট নাজিল হয়েছে এবং শেষ নবী যে,মুহাম্মদ সঃ তিনি কে? বিস্তারিত বলুন! 9

  • @Liton-Malitha
    @Liton-Malitha2 жыл бұрын

    পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য রাসুলের মধ্যে আছে উত্তম আদর্শ। ’ (সুরা : আহজাব, আয়াত : ২১)

  • @mdomarfaruque4360

    @mdomarfaruque4360

    2 жыл бұрын

    আপনি পবিত্র কুরআন শরীফ থেকে এত fluently উদ্ধৃতি দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে আপনি অত্যান্ত মেধাবী এবং জ্ঞানী ! আপনি হজরত মুহাম্মদ (সা:) এর নাম উচ্চারণ করার সময় মুহাম্মদ সাহেব বলছেন ! আপনাকে ঠিক বুঝতে পারলাম না !

  • @bangladeshexpress1971

    @bangladeshexpress1971

    2 жыл бұрын

    অসহায় এতিম শিশু ও নিঃসন্তান দম্পতিদের দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার ও মহাপাপ থেকে নিবৃত করতে স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে আমাদের প্রিয়নবী নিজেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কাবাঘর সাক্ষী রেখে যায়েদকে দত্তক নিয়ে বিশ বছর পুত্র হিসাবে পালন করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। তখন আল্লাহ এটা মেনে নিয়েছিলেন। কুরআন নাযিল আরম্ভ হওয়ার চৌদ্দ বছর পর আল্লাহ জানতে পারলেন সন্তান দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার সমাজটাকে নষ্ট করে ফেলছে। তাই এই গর্হিত নিন্দনীয় কাজটি বন্ধ করে নিসঃন্তান মাবাবাদেরকে সন্তান দত্তক নেয়ার মতো মহাপাপ থেকে রক্ষা করলেন। এছাড়াও অসহায় এতিমদের এভাবে মাতা পিতা বা আশ্রয়স্থল পাওয়ার চেয়ে দাসদাসী হয়ে আরবের অর্থনীতিকে মজবুত করাটা বেশি জরুরি ও ন্যায়সঙ্গত ছিল। পাশাপাশি অতি কামুক মুমিনদের যৌনক্ষুধা মিটিয়ে সমাজকে পাপাচার থেকে রক্ষা করাটাও বেশি জরুরি ছিল। কারণ চার বিবি থাকার পরও নিত্য নতুন দাসীদের না পেলে মুমিনরা জিনায় লিপ্ত হবার আশংকা ছিল। দত্তকপ্রথাকে হারাম করার মতো মহৎ কাজটি আল্লাহ সুরা আহজাবের মাধ্যমে স্বয়ং পরিচালনা করেন। এ সুরায়: প্রথমে রাসুলের দত্তক পুত্র থায়েদকে বিয়ে দেন রাসুলের চাচাতো বোন যায়নাবের সাথে। যায়নাব রাজি হচ্ছিল না দেখে সুরা আহজাবে ধমক দিয়ে যায়নাবকে রাজি করানো হয়। যায়েদকে রাসুলের দত্তক পুত্র হিসাবে মেনে নিয়েই যায়নাবকে রাসুলের পুত্রবধু করিয়েছিলেন আল্লাহ নিজেই। তারপর যায়েদ যায়নাবকে তালাক দিতে চাইলে রাসুল নিবৃত্ত করেন। তখন পযর্ন্ত পুত্র ও পুত্রবধূ হিসাবে আল্লাহ ও রাসুলের কাছে তারা স্বীকৃত ছিল। কিন্তু রাসুলের গোপন ইচ্ছা টের পেয়ে আল্লাহ বললেন: হে রাসুল আপনি লোকলজ্জার ভয়ে যা গোপন করছেন আমি আপনার সেই গোপন বাসনা প্রকাশ করে দিলাম। আপনি তো কারো পিতা নন। দত্তক নেয়াও আজ থেকে হারাম করলাম যাতে পালকপুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের বিয়ে করতে মুমিনদের অসুবিধা না হয়। অতপর যায়েদ যায়নাবকে তালাক দিলেন আর সেই যায়েদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে স্বয়ং আল্লাহ রাসুলের সাথে যায়নাবের বিয়ে পড়ালেন। রাসুলের বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ালীমাও হয় এই বিয়েতে। বিঃ দ্রঃ কাবাঘর সাক্ষী রেখে শিশু যায়েদকে দত্তক নেয়ার বিশ বছর (নবুয়তের চৌদ্দ বছর) পর পর্যন্ত সাহাবীরা যায়েদকে যায়েদ বিন মুহাম্মদ বলেই ডাকতেন। পুরো বর্ণনা শতভাগ কোরআন ও হাদীস অনুসারে।

  • @kalamhossain4322

    @kalamhossain4322

    2 жыл бұрын

    @@mdomarfaruque4360 অাপন‌ি কি সম্পূর্ণ ভ‌িডিও দ‌েখ‌েছেন?

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    আপনি কি গরু-ছাগল মোল্লার সাগরেদ ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট চালাইতে হবে।)

  • @md.sharifulislam1590

    @md.sharifulislam1590

    Жыл бұрын

    তোমাদের জন্য ইব্রাহীম ও তাহার অনুসারীদের মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ। قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗ‌ۚ সূরা নম্বরঃ ৬০, আয়াত নম্বরঃ ৪

  • @Liton-Malitha
    @Liton-Malitha2 жыл бұрын

    আল্লাহ বলেন, ‘তিনি সেই পবিত্র সত্তা, যিনি তাঁর রাসুলকে পথনির্দেশ ও সত্য দ্বিনসহ প্রেরণ করেছেন। যাতে তা সব দ্বিনের ওপর বিজয়ী হয়। যদিও মুশরিকরা তা অপছন্দ করে। ’ (সুরা : তাওবা, আয়াত : ৩৩)

  • @syedlatif145

    @syedlatif145

    2 жыл бұрын

    Llllqq

  • @nazrul6279

    @nazrul6279

    2 жыл бұрын

    কোরআন কি সত্যিই আল্লাহ পাকের বাণী ? প্রমান কি ? যুক্তি কি ?

  • @bluebird8102

    @bluebird8102

    2 жыл бұрын

    @@nazrul6279 Tumi ki sotti Tomar ma ar sontan ? Jukti ki proman ki ?Tumi Jake Baba bole Jano Tumi sotti ki tar sontan? Jukti ki proman ki?

  • @nazrul6279

    @nazrul6279

    2 жыл бұрын

    @@bluebird8102 যাঁর আদর ভালবাসা এবং লালন পালনে আমি বড়ো হয়েছি,তিনিই আমার মা, তাই না ? কোরআন আল্লাহ পাকের বাণী , আপনি কি নিজ চোখে দেখেছেন ? কিসের সাথে কিসের যুক্তি দেয় ধর্ম বিশ্বাসীরা !

  • @bluebird8102

    @bluebird8102

    2 жыл бұрын

    @@nazrul6279 dhormo bissas jar jar nijossho bepar,tai bole onner dhormo bissas a ki aghat kora uchit ? My dear brother.

  • @khanmonoara2599
    @khanmonoara2599 Жыл бұрын

    সালামুন আলাইকুম আপনি কুরআন মাজিত এর আয়াত নিয়ে অবশ্যই উত্তম আলোচনা। আমি মানব রচিত কোন হাদিস মানি না মানব না। ইনশাল্লাহ।

  • @safiurrahaman4466
    @safiurrahaman44662 жыл бұрын

    আপনি আধুনিক আবু জেহেল। এযুগে ফিতনা সৃষ্টিকারী আপনি যথেষ্ট। আপনার কথা শুনে তাজ্জব বনে গেলাম। হে আল্লাহ্ এই গোমরাহী, ফিতনা সৃষ্টিকারী থেকে এই মুশরিক থেকে হেফাজত করুন, আমিন।।

  • @m.salmanbd7185

    @m.salmanbd7185

    Жыл бұрын

    একদম সত্যি কথা বলেছেন।

  • @md.salahuddin9954

    @md.salahuddin9954

    Жыл бұрын

    Brother , you told 100% correct. Pray to ALLAH for our safety from this devil 😈

  • @user-qp3fq3mm5j

    @user-qp3fq3mm5j

    3 ай бұрын

    আবু জেহেল তো মাহবুবের ছোটবেলার হিরো, ও সারাটা জীবন আবুজেহেল হতে চেয়েছে... কঠোর অধ্যবসায়ের মাধ্যমে ও তাই হয়েছে... আবু জেহেল.. সত্যি ই... মাহবুব যশোরী রা..সব যুগে জন্মায় না দুই এক পিস ই জন্মায় 😂😂😂😂😂😂😂

  • @Liton-Malitha
    @Liton-Malitha2 жыл бұрын

    আল্লাহ বলেন, ‘অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এসেছে একজন রাসুল। তোমাদের যা বিপন্ন করে তা তাঁর জন্য কষ্টদায়ক। সে তোমাদের মঙ্গলকামী, মুমিনের প্রতি সে দয়ার্দ্র ও পরম দয়ালু। ’ (সুরা : তাওবা, আয়াত : ১২৮)

  • @nazrul6279

    @nazrul6279

    2 жыл бұрын

    কোরআন কি সত্যিই আল্লাহ পাকের বাণী ? প্রমান কি ? যুক্তি কি ?

  • @GoodSenseXYZ

    @GoodSenseXYZ

    2 жыл бұрын

    @@nazrul6279 32:02

  • @wahedahmmed5046

    @wahedahmmed5046

    2 жыл бұрын

    Taholey la e laha ellal lahu muham madur rasurullah calima er ortho ki?plz banglai bestarito bolun.

  • @nazrul6279

    @nazrul6279

    2 жыл бұрын

    @@GoodSenseXYZ কোরআন আল্লাহ পাকের বাণী তার প্রমান কি কোরআনই ????? আমি বলছি, কোরআন আল্লাহ পাকের বাণী নয়, তার সবচেয়ে বড় প্রমান কোরআনই ।।।

  • @MskShakilKhan

    @MskShakilKhan

    2 жыл бұрын

    @@nazrul6279 @Nazrul কোরআনে আল্লাহ বলেছেন কোরআন আল্লাহর বানী। আর আল্লাহ তায়ালা নিজের প্রমাণ দিয়েছেন কোরআনে। কোরআনের মত করে একটি বই দেখান, যে বই হুবহু কেউ সম্পূর্ণ মুখস্থ করতে পারবে? এমন একটি বই দেখান যে বইয়ে কেউ দাবি করেছে যে সেটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত। কোরআন তিলাওয়াতের মত এত সুন্দর সুর আর আছে কি? কোন বই এত সুর, ছন্দ, প্রমান, যুক্তি নির্ভর কোরআন ছাড়া?

  • @sayaddatunnahar705
    @sayaddatunnahar7052 жыл бұрын

    নবী যদি উজবেকিস্তানের তাহলে কোরআন তো উজবেক ভাষায় হইতো কারণ নবীদের মাতৃভাষায় কিতাব নাযিল করেছেন আল্লাহ।

  • @nazrul6279

    @nazrul6279

    2 жыл бұрын

    পৃথিবীর সকল ধর্মই মানুষের তৈরি।

  • @aktarhossan8913

    @aktarhossan8913

    2 жыл бұрын

    ইন্দাদিনা ইন্দাল লাহিল ইসলাম এটা কি কুরআনে নাই,

  • @mdabdulaziz5508

    @mdabdulaziz5508

    2 жыл бұрын

    আপনি উনার কথা বুঝতে পারছেন না।

  • @bangladeshexpress1971

    @bangladeshexpress1971

    2 жыл бұрын

    অসহায় এতিম শিশু ও নিঃসন্তান দম্পতিদের দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার ও মহাপাপ থেকে নিবৃত করতে স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে আমাদের প্রিয়নবী নিজেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কাবাঘর সাক্ষী রেখে যায়েদকে দত্তক নিয়ে বিশ বছর পুত্র হিসাবে পালন করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। তখন আল্লাহ এটা মেনে নিয়েছিলেন। কুরআন নাযিল আরম্ভ হওয়ার চৌদ্দ বছর পর আল্লাহ জানতে পারলেন সন্তান দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার সমাজটাকে নষ্ট করে ফেলছে। তাই এই গর্হিত নিন্দনীয় কাজটি বন্ধ করে নিসঃন্তান মাবাবাদেরকে সন্তান দত্তক নেয়ার মতো মহাপাপ থেকে রক্ষা করলেন। এছাড়াও অসহায় এতিমদের এভাবে মাতা পিতা বা আশ্রয়স্থল পাওয়ার চেয়ে দাসদাসী হয়ে আরবের অর্থনীতিকে মজবুত করাটা বেশি জরুরি ও ন্যায়সঙ্গত ছিল। পাশাপাশি অতি কামুক মুমিনদের যৌনক্ষুধা মিটিয়ে সমাজকে পাপাচার থেকে রক্ষা করাটাও বেশি জরুরি ছিল। কারণ চার বিবি থাকার পরও নিত্য নতুন দাসীদের না পেলে মুমিনরা জিনায় লিপ্ত হবার আশংকা ছিল। দত্তকপ্রথাকে হারাম করার মতো মহৎ কাজটি আল্লাহ সুরা আহজাবের মাধ্যমে স্বয়ং পরিচালনা করেন। এ সুরায়: প্রথমে রাসুলের দত্তক পুত্র থায়েদকে বিয়ে দেন রাসুলের চাচাতো বোন যায়নাবের সাথে। যায়নাব রাজি হচ্ছিল না দেখে সুরা আহজাবে ধমক দিয়ে যায়নাবকে রাজি করানো হয়। যায়েদকে রাসুলের দত্তক পুত্র হিসাবে মেনে নিয়েই যায়নাবকে রাসুলের পুত্রবধু করিয়েছিলেন আল্লাহ নিজেই। তারপর যায়েদ যায়নাবকে তালাক দিতে চাইলে রাসুল নিবৃত্ত করেন। তখন পযর্ন্ত পুত্র ও পুত্রবধূ হিসাবে আল্লাহ ও রাসুলের কাছে তারা স্বীকৃত ছিল। কিন্তু রাসুলের গোপন ইচ্ছা টের পেয়ে আল্লাহ বললেন: হে রাসুল আপনি লোকলজ্জার ভয়ে যা গোপন করছেন আমি আপনার সেই গোপন বাসনা প্রকাশ করে দিলাম। আপনি তো কারো পিতা নন। দত্তক নেয়াও আজ থেকে হারাম করলাম যাতে পালকপুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের বিয়ে করতে মুমিনদের অসুবিধা না হয়। অতপর যায়েদ যায়নাবকে তালাক দিলেন আর সেই যায়েদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে স্বয়ং আল্লাহ রাসুলের সাথে যায়নাবের বিয়ে পড়ালেন। রাসুলের বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ালীমাও হয় এই বিয়েতে। বিঃ দ্রঃ কাবাঘর সাক্ষী রেখে শিশু যায়েদকে দত্তক নেয়ার বিশ বছর (নবুয়তের চৌদ্দ বছর) পর পর্যন্ত সাহাবীরা যায়েদকে যায়েদ বিন মুহাম্মদ বলেই ডাকতেন। পুরো বর্ণনা শতভাগ কোরআন ও হাদীস অনুসারে।

  • @universaltruthchannel993
    @universaltruthchannel9932 жыл бұрын

    এতো পন্ডিতি না করে আল্লাহকে ভয় করুন

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    আপনি কি গরু-ছাগল মোল্লার সাগরেদ ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট চালাইতে হবে।)

  • @AbdulMalek-ex3hq
    @AbdulMalek-ex3hq2 жыл бұрын

    আপনি যে ক্বুরআান দেখাচ্ছেন সেই ক্বুরআান কিভাবে পেলেন তা ব্যাখ্যা করছেন না কেন?

  • @abdussattar7175

    @abdussattar7175

    2 жыл бұрын

    শতভাগ একমত,কিভাবে পেলাম কোরআন।

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    100%. Don't accept everything.

  • @khorshedmamun7835

    @khorshedmamun7835

    Жыл бұрын

    @@abdussattar7175 কোরান এসেছে মুহাম্মাদ সঃএর মাধ্যমে। কিন্তু আরবের মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ এর মাধ্যমে না।

  • @zahirkhan4739

    @zahirkhan4739

    Жыл бұрын

    @@khorshedmamun7835 তাহলে সে মোঃ কে?

  • @zahirkhan4739

    @zahirkhan4739

    Жыл бұрын

    কোরআনের মুহাম্মদ কে কি তার পরিচয় ,তার জন্মবৃত্যান্ত কি ?

  • @dreamaroundme5931
    @dreamaroundme59312 жыл бұрын

    কোরআনে বর্ণিত রাসূলের পরিচয় দেন।

  • @GoodSenseXYZ

    @GoodSenseXYZ

    2 жыл бұрын

    33:40, 48:29

  • @SuperTheAsad

    @SuperTheAsad

    2 жыл бұрын

    اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ قُرۡءٰنًا عَرَبِیًّا لَّعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ মুফতী তাকী উসমানী আমি একে আরবী ভাষায় কুরআনরূপে অবতীর্ণ করেছি, যাতে তােমরা বুঝতে পার। মাওলানা মুহিউদ্দিন খান আমি একে আরবী ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পার। ইসলামিক ফাউন্ডেশন এটা আমিই অবতীর্ণ করেছি আরবী ভাষায় কুরআন, যাতে তোমরা বুঝতে পার। -ইউসুফ - ২

  • @skyviewer2396
    @skyviewer23962 жыл бұрын

    হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হরজত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে শুধু যে অস্বীকার করেছে সে ছাড়া। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! কে অস্বীকার করবে? রাসূলুল্লাহ (সা.) বললেন, যে আমার আনুগত্য করল; সে জান্নাতে যাবে আর যে আমার অবাধ্য হলো- সে অস্বীকার করল।’ -সহিহ বোখারি বর্ণিত হাদিসের ভাষ্য অত্যন্ত পরিষ্কার। নবী করিম (সা.)-এর প্রকৃত উম্মতগণ জান্নাতে যাবে, কিন্তু যারা নবী করিম (সা.) কে মানবে না অথবা অস্বীকার করবে তাদের কী হবে? অপরদিকে যারা রাসূল (সা.) কে অনুসরণ করছে তারা কতটা করবে? এ ধরনের কিছু প্রশ্ন আমাদের সামনে আসে। সুতরাং আমরা এ সংক্রান্ত আলোচনা কোরআন-হাদিসের আলোকে উপস্থাপন করছি। হাদিসের প্রথম অংশ ‘আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে’ এ অংশের সঙ্গে মানুষের অনেক কিছু জড়িত। তবে এ হাদিসের বর্ণনা অনুযায়ী পহেলা যে বিষয়টা এসেছে তা হলো, ‘যে আমার আনুগত্য করল।’ এই আনুগত্যের দাবি হলো- নবী করিম (সা.) দীর্ঘ ২৩ বছরে কোরআনের যত নির্দেশনা পেয়েছেন এবং নিজের বিবেকবুদ্ধি প্রয়োগ করে যে সব কাজ করেছেন তা সবই নিজের পরিমণ্ডলে বাস্তবায়ন করা। এ ব্যাপারে আল্লাহতায়ালা সূরা হাশরের ৭ নং আয়াতে বলেন, ‘রাসূল যা কিছু তোমাদের দেন তা গ্রহণ করো এবং যে জিনিস থেকে তিনি তোমাদের বিরত রাখেন তা থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো। আল্লাহ কঠোর শাস্তিদাতা।’ এ আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে রাসূল (সা.)-এর ওপর যে নির্দেশনা এসেছে তা অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে কোনো ছাড় নেই। যদি এমন কোনো ব্যাপার হয় যা আমাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে জড়িত, অথবা এ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পরস্পরের মধ্যে বাদানুবাদ হয় তবে সেসব কিছুর সমাধানের জন্য মুমিনদেরকে সরাসরি আল্লাহর নির্দেশ এবং রাসূলুল্লাহ (সা.)-এর পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ! আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের আর সেসব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার অধিকারী। এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের ওপর ঈমান এনে থাকো। এটিই একটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক দিয়েও এটিই উৎকৃষ্ট।’ -সূরা আন নিসা: ৫৯

  • @samaunmollah7679

    @samaunmollah7679

    2 жыл бұрын

    Yes, obviously

  • @mdanwar8660

    @mdanwar8660

    Жыл бұрын

    আবু হুরায়রা নামের কোন মানুষের কথা কোরআন বলেনা

  • @abdullahalislamicchannel
    @abdullahalislamicchannel Жыл бұрын

    মুহাম্মদ স. নবি হবেন এই কথা কোরআনের ৩ নং সুরার ৮১ নং আয়াতে আছে। আল্লাহ সেখানে বলছেন আর স্মরণ কর, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছেন- আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমাত দিয়েছি, অতঃপর তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারীরূপে একজন রাসূল তোমাদের কাছে আসবে- তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, ‘তোমরা কি স্বীকার করেছ এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ’? তারা বলল, ‘আমরা স্বীকার করলাম’। আল্লাহ বললেন, ‘তবে তোমরা সাক্ষী থাক এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম’।অর্থাৎ বুঝা যাচ্ছে আল্লাহ মোহাম্মদ স. কে বলছেন স্মরণ করুন যখন আল্লাহ সব নবিদের থেকে অঙ্গিকার বা ওয়াদা নিয়েছিলেন যে আপনি নবি হবেন এবং আপনার প্রতি ইমান আনার জন্য বলেছিলেন । তার মানে মুহাম্মদ স. যে নবি হবেন তা সকল নবি দুনিয়ায় আসার পুর্বেই জানতেন। মুসা আ. ও জানতেন মুহাম্মদ স. নবি হবেন। ইসা আ. ও জানতেন মোহাম্মদ স. নবি হবেন। ইসা আ. এর উপর নাযিলকৃত কিতাব ইনজিলেও লেখা আছে মোহাম্মদ স. শেষ নবি হবেন। এ থেকেই বুঝা যায় মোহাম্মদ স. জন্মসুএেও নবি। তিনি নবি হয়েই জনম নিয়েছিলেন কিনতু তিনি তার নবুয়ত প্রকাশ করেন ৪০ বছর বয়সে। টাকলা বুঝেছিস।।। কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করলাম মোহাম্মদ স. যে নবি হবেন সেটা জন্মের আগে থেকেই ফিক্সড ছিল।

  • @meskatnoorsafi5656
    @meskatnoorsafi56562 жыл бұрын

    কোরআনের মাধ্যমে আল্লাহ কাউকে হেদায়েত করবেন আর কাউকে পথভ্রষট, তা আর বুঝার বাকী রইল না

  • @user-hx3tb2oj4t

    @user-hx3tb2oj4t

    2 жыл бұрын

    আপনারা ব‌লেন কোরআন পড়‌তে। এখন এ কথা ব‌লেন কেন ?

  • @kalamhossain4322

    @kalamhossain4322

    2 жыл бұрын

    কুরঅান পড়?

  • @bangladeshexpress1971

    @bangladeshexpress1971

    2 жыл бұрын

    অসহায় এতিম শিশু ও নিঃসন্তান দম্পতিদের দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার ও মহাপাপ থেকে নিবৃত করতে স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে আমাদের প্রিয়নবী নিজেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কাবাঘর সাক্ষী রেখে যায়েদকে দত্তক নিয়ে বিশ বছর পুত্র হিসাবে পালন করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। তখন আল্লাহ এটা মেনে নিয়েছিলেন। কুরআন নাযিল আরম্ভ হওয়ার চৌদ্দ বছর পর আল্লাহ জানতে পারলেন সন্তান দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার সমাজটাকে নষ্ট করে ফেলছে। তাই এই গর্হিত নিন্দনীয় কাজটি বন্ধ করে নিসঃন্তান মাবাবাদেরকে সন্তান দত্তক নেয়ার মতো মহাপাপ থেকে রক্ষা করলেন। এছাড়াও অসহায় এতিমদের এভাবে মাতা পিতা বা আশ্রয়স্থল পাওয়ার চেয়ে দাসদাসী হয়ে আরবের অর্থনীতিকে মজবুত করাটা বেশি জরুরি ও ন্যায়সঙ্গত ছিল। পাশাপাশি অতি কামুক মুমিনদের যৌনক্ষুধা মিটিয়ে সমাজকে পাপাচার থেকে রক্ষা করাটাও বেশি জরুরি ছিল। কারণ চার বিবি থাকার পরও নিত্য নতুন দাসীদের না পেলে মুমিনরা জিনায় লিপ্ত হবার আশংকা ছিল। দত্তকপ্রথাকে হারাম করার মতো মহৎ কাজটি আল্লাহ সুরা আহজাবের মাধ্যমে স্বয়ং পরিচালনা করেন। এ সুরায়: প্রথমে রাসুলের দত্তক পুত্র থায়েদকে বিয়ে দেন রাসুলের চাচাতো বোন যায়নাবের সাথে। যায়নাব রাজি হচ্ছিল না দেখে সুরা আহজাবে ধমক দিয়ে যায়নাবকে রাজি করানো হয়। যায়েদকে রাসুলের দত্তক পুত্র হিসাবে মেনে নিয়েই যায়নাবকে রাসুলের পুত্রবধু করিয়েছিলেন আল্লাহ নিজেই। তারপর যায়েদ যায়নাবকে তালাক দিতে চাইলে রাসুল নিবৃত্ত করেন। তখন পযর্ন্ত পুত্র ও পুত্রবধূ হিসাবে আল্লাহ ও রাসুলের কাছে তারা স্বীকৃত ছিল। কিন্তু রাসুলের গোপন ইচ্ছা টের পেয়ে আল্লাহ বললেন: হে রাসুল আপনি লোকলজ্জার ভয়ে যা গোপন করছেন আমি আপনার সেই গোপন বাসনা প্রকাশ করে দিলাম। আপনি তো কারো পিতা নন। দত্তক নেয়াও আজ থেকে হারাম করলাম যাতে পালকপুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের বিয়ে করতে মুমিনদের অসুবিধা না হয়। অতপর যায়েদ যায়নাবকে তালাক দিলেন আর সেই যায়েদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে স্বয়ং আল্লাহ রাসুলের সাথে যায়নাবের বিয়ে পড়ালেন। রাসুলের বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ালীমাও হয় এই বিয়েতে। বিঃ দ্রঃ কাবাঘর সাক্ষী রেখে শিশু যায়েদকে দত্তক নেয়ার বিশ বছর (নবুয়তের চৌদ্দ বছর) পর পর্যন্ত সাহাবীরা যায়েদকে যায়েদ বিন মুহাম্মদ বলেই ডাকতেন। পুরো বর্ণনা শতভাগ কোরআন ও হাদীস অনুসারে।

  • @meskatnoorsafi5656

    @meskatnoorsafi5656

    2 жыл бұрын

    @@user-hx3tb2oj4t সূরাহ বানীইসরাইল আয়াত ৪৫এর তাফসিরে এসেছে যখন সূরাহ লাহাব নাযিল হয় তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রাসূল দঃ কে আঘাত করার জন্য কাবা ঘরের কাছে আসতে লাগলো আবু বকর রাঃ তার অবস্থা দেখে রাসূল দঃ কে চলে যেতে বলেন। কিন্তু রাসূল দঃ বসে রইলেন বললেন উম্মে জামিল তোমাকে দেখবে আমাকে দেখবেনা।কেননা আল্লাহ উম্মে জামিল ও আমার মাঝে পর্দা করে দিয়েছেন। উম্মে জামিল আবুবকর রাঃ কে বলল হে আবুবকর তোমার বন্ধু মুহাম্মদ দঃ কোথায়? অথচ মুহাম্মদ দঃ আবুবকর রাঃ এর সামনে রয়েছে।উম্মে জামিল আবুবকর রাঃ কে দেখল রাসূল দঃ কে দেখল না।অর্থাৎ যার মধ্যে রাসূল দঃ এর আদর্শ আছে সে রাসূল দঃ কে দেখবে সে কুরআনের মাধ্যমে হেদায়েত পাবে আর যার মধ্যে রাসূল দঃ এর আদর্শ নেই সে কুরআনের মাধ্যমে হেদায়েত না পেয়ে পথভ্রষ্ট হবে। রাসূল দঃ সাহাবী তাবেয়ী তাবে তাবেয়ী যে ভাবে কুরআনের ব্যাখ্যা করেছেন সেভাবে চললেই কুরআনের মাধ্যমে হেদায়েত পাবে। আর তাদের বাদদিয়ে মনগড়া ব্যাখ্যা যারা করবে তারা পথভ্রষ্ট হবে।

  • @baharulislamsardar3166

    @baharulislamsardar3166

    2 жыл бұрын

    @@meskatnoorsafi5656 Shai Ayat e onubad ta valo hoi , karon tafsir ullekh korle shomossa hoi . Surah naam vuley gesi Al Alak ki Al Kalam er ja tafsir kora hoyese sheta nischoy dekhesen .

  • @abdulwahhab4693
    @abdulwahhab46932 жыл бұрын

    মুহাম্মদ সাঃ আল্লাহর নবী এবং রাসূল ছিলেন দেখুন সুরা আরাফ আয়াত ১৫৭,১৫৮।

  • @bangladeshexpress1971

    @bangladeshexpress1971

    2 жыл бұрын

    অসহায় এতিম শিশু ও নিঃসন্তান দম্পতিদের দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার ও মহাপাপ থেকে নিবৃত করতে স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে আমাদের প্রিয়নবী নিজেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কাবাঘর সাক্ষী রেখে যায়েদকে দত্তক নিয়ে বিশ বছর পুত্র হিসাবে পালন করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। তখন আল্লাহ এটা মেনে নিয়েছিলেন। কুরআন নাযিল আরম্ভ হওয়ার চৌদ্দ বছর পর আল্লাহ জানতে পারলেন সন্তান দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার সমাজটাকে নষ্ট করে ফেলছে। তাই এই গর্হিত নিন্দনীয় কাজটি বন্ধ করে নিসঃন্তান মাবাবাদেরকে সন্তান দত্তক নেয়ার মতো মহাপাপ থেকে রক্ষা করলেন। এছাড়াও অসহায় এতিমদের এভাবে মাতা পিতা বা আশ্রয়স্থল পাওয়ার চেয়ে দাসদাসী হয়ে আরবের অর্থনীতিকে মজবুত করাটা বেশি জরুরি ও ন্যায়সঙ্গত ছিল। পাশাপাশি অতি কামুক মুমিনদের যৌনক্ষুধা মিটিয়ে সমাজকে পাপাচার থেকে রক্ষা করাটাও বেশি জরুরি ছিল। কারণ চার বিবি থাকার পরও নিত্য নতুন দাসীদের না পেলে মুমিনরা জিনায় লিপ্ত হবার আশংকা ছিল। দত্তকপ্রথাকে হারাম করার মতো মহৎ কাজটি আল্লাহ সুরা আহজাবের মাধ্যমে স্বয়ং পরিচালনা করেন। এ সুরায়: প্রথমে রাসুলের দত্তক পুত্র থায়েদকে বিয়ে দেন রাসুলের চাচাতো বোন যায়নাবের সাথে। যায়নাব রাজি হচ্ছিল না দেখে সুরা আহজাবে ধমক দিয়ে যায়নাবকে রাজি করানো হয়। যায়েদকে রাসুলের দত্তক পুত্র হিসাবে মেনে নিয়েই যায়নাবকে রাসুলের পুত্রবধু করিয়েছিলেন আল্লাহ নিজেই। তারপর যায়েদ যায়নাবকে তালাক দিতে চাইলে রাসুল নিবৃত্ত করেন। তখন পযর্ন্ত পুত্র ও পুত্রবধূ হিসাবে আল্লাহ ও রাসুলের কাছে তারা স্বীকৃত ছিল। কিন্তু রাসুলের গোপন ইচ্ছা টের পেয়ে আল্লাহ বললেন: হে রাসুল আপনি লোকলজ্জার ভয়ে যা গোপন করছেন আমি আপনার সেই গোপন বাসনা প্রকাশ করে দিলাম। আপনি তো কারো পিতা নন। দত্তক নেয়াও আজ থেকে হারাম করলাম যাতে পালকপুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের বিয়ে করতে মুমিনদের অসুবিধা না হয়। অতপর যায়েদ যায়নাবকে তালাক দিলেন আর সেই যায়েদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে স্বয়ং আল্লাহ রাসুলের সাথে যায়নাবের বিয়ে পড়ালেন। রাসুলের বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ালীমাও হয় এই বিয়েতে। বিঃ দ্রঃ কাবাঘর সাক্ষী রেখে শিশু যায়েদকে দত্তক নেয়ার বিশ বছর (নবুয়তের চৌদ্দ বছর) পর পর্যন্ত সাহাবীরা যায়েদকে যায়েদ বিন মুহাম্মদ বলেই ডাকতেন। পুরো বর্ণনা শতভাগ কোরআন ও হাদীস অনুসারে।

  • @sumangias6554
    @sumangias65542 жыл бұрын

    আল্লাহ্ যাকে হেদায়েত দান করেন, তিনি হেদায়েত প্রাপ্ত হোন। যুগে যুগে এরকম ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ও বিভ্রান্তকারী আসছে ইসলামের এক চুল পরিমান কিছু করতে পারেনি। আল্লাহ্ সুবহানাহু তাআলা আপনাকে সঠিক বুঝ দান করুন।

  • @user-vo4md2dp8r

    @user-vo4md2dp8r

    2 жыл бұрын

    কে সঠিক কে ভূল?০ kzread.info/dash/bejne/eG2Tm5mOnJzFhrA.html

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    Are you "Goru Chagol Mullaaahhhhhh..........." ?

  • @bluebird8102

    @bluebird8102

    2 жыл бұрын

    Ader k ki kora uchit

  • @nazrul6279

    @nazrul6279

    2 жыл бұрын

    পৃথিবীর সকল ধর্মই মানুষের তৈরি ।

  • @user-vo4md2dp8r

    @user-vo4md2dp8r

    2 жыл бұрын

    @@nazrul6279 হাঁ, পশুর দ্বারা নয়।

  • @ashrafulashraful4954
    @ashrafulashraful49542 жыл бұрын

    আচ্ছা তাহলে কোরআন কার উপর নাজিল হয়েছে? মানুষ কার আদর্শে চলবে? কোরআন আসলো কিভাবে?

  • @kaium3527

    @kaium3527

    Жыл бұрын

    কোরআন পড়ুন সে অনুযায়ী আমল করুন নবী মোহাম্মদ এখন মৃত তার জীবনী যে যার মত বল‌ছে লিখ‌ছে আবার তা নি‌য়ে শত দল মত মত কেবল কোরআন আপনা‌কে সহজ সরল পথ দেখা‌বে

  • @HaiderAli-cs6nm
    @HaiderAli-cs6nm2 жыл бұрын

    এ লোকটার পরিচয় জানা দরকার , মানুষের মাঝে বিবভ্রান্তি ছড়াচ্ছে ।

  • @sro356

    @sro356

    2 жыл бұрын

    Tahole sotto konta?

  • @skaltafahmed5958

    @skaltafahmed5958

    2 жыл бұрын

    লোকটা কাদিয়ানী। তারা আমাদের নবী হযরত মোহাম্মদ (দ:) কে নবী মানে না। তার সব ভিডিও এবং তাকে block করুন ও unlike দেন।

  • @Liton-Malitha
    @Liton-Malitha2 жыл бұрын

    ভারমুক্ত জীবন : আল্লাহ মহানবী (সা.)-কে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিষ্কলুষ ও ভারমুক্ত রেখেছেন। ইরশাদ হয়েছে, ‘আমি অপসারণ করেছি আপনার ভার, যা ছিল আপনার জন্য অতি কষ্টদায়ক। ’ (সুরা : আশ-শরাহ, আয়াত

  • @nazrul6279

    @nazrul6279

    2 жыл бұрын

    কোরআন মানুষের তৈরি ক্যাসেট মাত্র।

  • @hdmedia46

    @hdmedia46

    2 жыл бұрын

    @@nazrul6279 তর মার হেডা

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    @সত্যের পথে আপনি কি গরু-ছাগল মোল্লার সাগরেদ ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট চালাইতে হবে।)

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    আপনি কি গরু-ছাগল মোল্লার সাগরেদ ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট চালাইতে হবে।)

  • @Liton-Malitha
    @Liton-Malitha2 жыл бұрын

    সর্বাঙ্গীণভাবে পূতপবিত্র নবী (সা.)-এর অনুসরণই মানবজাতিকে মুক্তির পথ দেখাতে পারে। আল্লাহ বলেন, ‘একজন রাসুল, যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতগুলো পাঠ করে, যারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাদের অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। ’ (সুরা : তালাক, আয়াত : ১১)

  • @bangladeshexpress1971

    @bangladeshexpress1971

    2 жыл бұрын

    অসহায় এতিম শিশু ও নিঃসন্তান দম্পতিদের দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার ও মহাপাপ থেকে নিবৃত করতে স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে আমাদের প্রিয়নবী নিজেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কাবাঘর সাক্ষী রেখে যায়েদকে দত্তক নিয়ে বিশ বছর পুত্র হিসাবে পালন করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। তখন আল্লাহ এটা মেনে নিয়েছিলেন। কুরআন নাযিল আরম্ভ হওয়ার চৌদ্দ বছর পর আল্লাহ জানতে পারলেন সন্তান দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার সমাজটাকে নষ্ট করে ফেলছে। তাই এই গর্হিত নিন্দনীয় কাজটি বন্ধ করে নিসঃন্তান মাবাবাদেরকে সন্তান দত্তক নেয়ার মতো মহাপাপ থেকে রক্ষা করলেন। এছাড়াও অসহায় এতিমদের এভাবে মাতা পিতা বা আশ্রয়স্থল পাওয়ার চেয়ে দাসদাসী হয়ে আরবের অর্থনীতিকে মজবুত করাটা বেশি জরুরি ও ন্যায়সঙ্গত ছিল। পাশাপাশি অতি কামুক মুমিনদের যৌনক্ষুধা মিটিয়ে সমাজকে পাপাচার থেকে রক্ষা করাটাও বেশি জরুরি ছিল। কারণ চার বিবি থাকার পরও নিত্য নতুন দাসীদের না পেলে মুমিনরা জিনায় লিপ্ত হবার আশংকা ছিল। দত্তকপ্রথাকে হারাম করার মতো মহৎ কাজটি আল্লাহ সুরা আহজাবের মাধ্যমে স্বয়ং পরিচালনা করেন। এ সুরায়: প্রথমে রাসুলের দত্তক পুত্র থায়েদকে বিয়ে দেন রাসুলের চাচাতো বোন যায়নাবের সাথে। যায়নাব রাজি হচ্ছিল না দেখে সুরা আহজাবে ধমক দিয়ে যায়নাবকে রাজি করানো হয়। যায়েদকে রাসুলের দত্তক পুত্র হিসাবে মেনে নিয়েই যায়নাবকে রাসুলের পুত্রবধু করিয়েছিলেন আল্লাহ নিজেই। তারপর যায়েদ যায়নাবকে তালাক দিতে চাইলে রাসুল নিবৃত্ত করেন। তখন পযর্ন্ত পুত্র ও পুত্রবধূ হিসাবে আল্লাহ ও রাসুলের কাছে তারা স্বীকৃত ছিল। কিন্তু রাসুলের গোপন ইচ্ছা টের পেয়ে আল্লাহ বললেন: হে রাসুল আপনি লোকলজ্জার ভয়ে যা গোপন করছেন আমি আপনার সেই গোপন বাসনা প্রকাশ করে দিলাম। আপনি তো কারো পিতা নন। দত্তক নেয়াও আজ থেকে হারাম করলাম যাতে পালকপুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের বিয়ে করতে মুমিনদের অসুবিধা না হয়। অতপর যায়েদ যায়নাবকে তালাক দিলেন আর সেই যায়েদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে স্বয়ং আল্লাহ রাসুলের সাথে যায়নাবের বিয়ে পড়ালেন। রাসুলের বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ালীমাও হয় এই বিয়েতে। বিঃ দ্রঃ কাবাঘর সাক্ষী রেখে শিশু যায়েদকে দত্তক নেয়ার বিশ বছর (নবুয়তের চৌদ্দ বছর) পর পর্যন্ত সাহাবীরা যায়েদকে যায়েদ বিন মুহাম্মদ বলেই ডাকতেন। পুরো বর্ণনা শতভাগ কোরআন ও হাদীস অনুসারে।

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    আপনি কি গরু-ছাগল মোল্লার সাগরেদ ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট চালাইতে হবে।)

  • @nomanalifardan3796
    @nomanalifardan37969 ай бұрын

    কোন ঈমানদার, আমার নবীকে, মোহাম্মদ সাহেব বলবে না? বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

  • @dreamaroundme5931
    @dreamaroundme59312 жыл бұрын

    ভাই, আপনার কথা কিছুই বুঝলাম না। কোরআন যার উপর নাযিল হয়েছিল সেই রাসূল এর পরিচয় দেন। তাছাড়া বিভ্রান্তি ছড়াবেন না।

  • @MdShahid-er7be

    @MdShahid-er7be

    2 жыл бұрын

    You are new iblis

  • @Zarifvlogandgame

    @Zarifvlogandgame

    2 жыл бұрын

    উনি কি বলতে চান?

  • @nazrul6279

    @nazrul6279

    2 жыл бұрын

    কোরআন, ধর্ম এবং নবী রাসুল সবই মানুষের তৈরি, এসব কোন কিছুই সৃষ্টিকর্তা হতে প্রেরিত নয়, হতে পারে না।

  • @wazedali510

    @wazedali510

    2 жыл бұрын

    বুজতেই পাচ্ছিনা কি বলতে চাচ্ছে?

  • @abkamald5453

    @abkamald5453

    2 жыл бұрын

    কুরআন কার উপর নাজিল হয়েছে তার পরিচয় সে দেয় না।

  • @nazrulislam-ex9wt
    @nazrulislam-ex9wt2 жыл бұрын

    মাঝে মাঝে উনি কুরআনের আয়াত তেলওয়াত করছেন, কিন্তু যার উপর নাযিল হয়েছে তাঁকে অস্বীকার করছেন, এটা কিন্তু শয়তানি করার একটি কায়দা। আসুন আমরা সবাই এ ধরনের শয়তানি বক্তব্যকে ঘৃনাভরে প্রত্যাখান করি। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক অথবা ধ্বংস করুক।

  • @badshaalam443

    @badshaalam443

    2 жыл бұрын

    Nauju billah.

  • @bangladeshexpress1971

    @bangladeshexpress1971

    2 жыл бұрын

    অসহায় এতিম শিশু ও নিঃসন্তান দম্পতিদের দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার ও মহাপাপ থেকে নিবৃত করতে স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে আমাদের প্রিয়নবী নিজেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কাবাঘর সাক্ষী রেখে যায়েদকে দত্তক নিয়ে বিশ বছর পুত্র হিসাবে পালন করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। তখন আল্লাহ এটা মেনে নিয়েছিলেন। কুরআন নাযিল আরম্ভ হওয়ার চৌদ্দ বছর পর আল্লাহ জানতে পারলেন সন্তান দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার সমাজটাকে নষ্ট করে ফেলছে। তাই এই গর্হিত নিন্দনীয় কাজটি বন্ধ করে নিসঃন্তান মাবাবাদেরকে সন্তান দত্তক নেয়ার মতো মহাপাপ থেকে রক্ষা করলেন। এছাড়াও অসহায় এতিমদের এভাবে মাতা পিতা বা আশ্রয়স্থল পাওয়ার চেয়ে দাসদাসী হয়ে আরবের অর্থনীতিকে মজবুত করাটা বেশি জরুরি ও ন্যায়সঙ্গত ছিল। পাশাপাশি অতি কামুক মুমিনদের যৌনক্ষুধা মিটিয়ে সমাজকে পাপাচার থেকে রক্ষা করাটাও বেশি জরুরি ছিল। কারণ চার বিবি থাকার পরও নিত্য নতুন দাসীদের না পেলে মুমিনরা জিনায় লিপ্ত হবার আশংকা ছিল। দত্তকপ্রথাকে হারাম করার মতো মহৎ কাজটি আল্লাহ সুরা আহজাবের মাধ্যমে স্বয়ং পরিচালনা করেন। এ সুরায়: প্রথমে রাসুলের দত্তক পুত্র থায়েদকে বিয়ে দেন রাসুলের চাচাতো বোন যায়নাবের সাথে। যায়নাব রাজি হচ্ছিল না দেখে সুরা আহজাবে ধমক দিয়ে যায়নাবকে রাজি করানো হয়। যায়েদকে রাসুলের দত্তক পুত্র হিসাবে মেনে নিয়েই যায়নাবকে রাসুলের পুত্রবধু করিয়েছিলেন আল্লাহ নিজেই। তারপর যায়েদ যায়নাবকে তালাক দিতে চাইলে রাসুল নিবৃত্ত করেন। তখন পযর্ন্ত পুত্র ও পুত্রবধূ হিসাবে আল্লাহ ও রাসুলের কাছে তারা স্বীকৃত ছিল। কিন্তু রাসুলের গোপন ইচ্ছা টের পেয়ে আল্লাহ বললেন: হে রাসুল আপনি লোকলজ্জার ভয়ে যা গোপন করছেন আমি আপনার সেই গোপন বাসনা প্রকাশ করে দিলাম। আপনি তো কারো পিতা নন। দত্তক নেয়াও আজ থেকে হারাম করলাম যাতে পালকপুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের বিয়ে করতে মুমিনদের অসুবিধা না হয়। অতপর যায়েদ যায়নাবকে তালাক দিলেন আর সেই যায়েদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে স্বয়ং আল্লাহ রাসুলের সাথে যায়নাবের বিয়ে পড়ালেন। রাসুলের বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ালীমাও হয় এই বিয়েতে। বিঃ দ্রঃ কাবাঘর সাক্ষী রেখে শিশু যায়েদকে দত্তক নেয়ার বিশ বছর (নবুয়তের চৌদ্দ বছর) পর পর্যন্ত সাহাবীরা যায়েদকে যায়েদ বিন মুহাম্মদ বলেই ডাকতেন। পুরো বর্ণনা শতভাগ কোরআন ও হাদীস অনুসারে।

  • @rfraset6434

    @rfraset6434

    2 жыл бұрын

    ঠিক

  • @blogwithashraf6852
    @blogwithashraf68522 жыл бұрын

    ভারতের নুপুর শর্মার আগে ওর বিচারের আওতায় আনতে হবে।

  • @wafiemiah1867
    @wafiemiah18672 жыл бұрын

    আপনাকে আল্লাহর গজব থেকে রক্ষা করুন। আপনি সরাসরি শয়তান কি অনুসরণ করছেন আশা করি।

  • @a.h.mmohiuddin4533

    @a.h.mmohiuddin4533

    2 жыл бұрын

    মিরাজের বেপারটি আলোচন করবেন

  • @user-hx3tb2oj4t

    @user-hx3tb2oj4t

    2 жыл бұрын

    আ‌চ্ছা আল্লাহর বা‌ড়ি কই একটু ব‌লেন।

  • @sohorcity4804

    @sohorcity4804

    2 жыл бұрын

    একজন মিডিয়ায় এসে উল্টাপাল্টা বলে আবার তাদের প্রটেকশন কারি ও আছে

  • @user-og2zh2fw7z
    @user-og2zh2fw7z2 жыл бұрын

    রাশিয়ার মোহাম্মদ নবী হলে। কোরআন কেন আরবীতে হলো।। আল্লাহ তায়ালা নিজেই বলেছেন এই কোরআন তোমাকে আরবি ভাষায় এই কোরআন দিয়েছি তুমি বোঝার জন্য

  • @GoodSenseXYZ

    @GoodSenseXYZ

    2 жыл бұрын

    Why all hadith in farci?

  • @nazrul6279

    @nazrul6279

    2 жыл бұрын

    পৃথিবীর সকল ধর্মই মানুষের তৈরি।

  • @rabinhood1126

    @rabinhood1126

    2 жыл бұрын

    রাশিয়ার মুহাম্মদ মানে 'মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র)'।

  • @SuperTheAsad

    @SuperTheAsad

    2 жыл бұрын

    @@GoodSenseXYZ সকল হাদিস আরবি। আসলে চক্রান্ত করে এমন প্রশ্ন করেছেন।

  • @rezakarim5263

    @rezakarim5263

    2 жыл бұрын

    আপনি নিশ্চিত বিপদ গামী।আল্লাহ আপনাকে হিদায়ত দান করুন। রাসূল সঃ কে যে অস্বীকার তার কোন ইমান নাই। সে পরিস্কার মুরতাদ। আপনি নিশ্চিত অভিশপ্ত। আপনার ধ্বংস কামনা করি। রাসূল সঃ জন্য আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনি এক অভিনব মুরতাদ এবং শয়তান। আল্লাহ এই অভিশপ্ত লোকটি থেকে মানুষদেরকে হেফাজত করুন।

  • @solaiman2574
    @solaiman25742 жыл бұрын

    ভাই জান কোরান এ লেখাআছে কোরান নবীর ভাষাতেই নাজিল রাশিয়ার ভাষাতেই আরবী নাই ।

  • @korimmd3006

    @korimmd3006

    Ай бұрын

    এইডা তো মানসিক রুগি রে ভাই

  • @iqraacademybyasadsir5871
    @iqraacademybyasadsir58712 жыл бұрын

    বিভ্রান্তি ছড়াবেন না। হে আল্লাহ আপনি আমাদের সকল মসুলমান দের কে হেদায়েত দান করুন ও ছহীহ বুজ দান করুন ও এই সব ফেতনা বাজ দের হাত থেকে হেফাজত করুন আমীন ছুম্মা আমীন

  • @dromarfaruque71

    @dromarfaruque71

    2 жыл бұрын

    আপনি ত শুধু একটা কথাই বলছেন, আরবের মুহাম্মদ (সা) রাসুল নন। তাহলে আপনার নবী মুহাম্মদ কে?

  • @hussainahmed1292

    @hussainahmed1292

    2 жыл бұрын

    আমার অতি প্রিয় ভাই, এত কিছু জানেন, জানেনা শুধু আল্লাহ কে। সকল নবি রাসূল গন বুঝি জন্ম থেকে রাসুল? আপনার কথিত জ্ঞানের সবটুকুই আবার কোরআন না হলে তো চলবে না? নবী মুসা আঃ যখন তার পরিবার বর্গ কে নিয়ে তুর পাহাড়ের কাছে এলেন,তখন কি উনি নবী ছিলেন, অর্থাৎ রিসালাত এর দায়িত্ব প্রাপ্ত ছিলেন? দয়া করে সুরা নমল এর ৮,৯,১০.....আয়াত সমুহ পড়ুন।

  • @bangladeshexpress1971

    @bangladeshexpress1971

    2 жыл бұрын

    অসহায় এতিম শিশু ও নিঃসন্তান দম্পতিদের দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার ও মহাপাপ থেকে নিবৃত করতে স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে আমাদের প্রিয়নবী নিজেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কাবাঘর সাক্ষী রেখে যায়েদকে দত্তক নিয়ে বিশ বছর পুত্র হিসাবে পালন করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। তখন আল্লাহ এটা মেনে নিয়েছিলেন। কুরআন নাযিল আরম্ভ হওয়ার চৌদ্দ বছর পর আল্লাহ জানতে পারলেন সন্তান দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার সমাজটাকে নষ্ট করে ফেলছে। তাই এই গর্হিত নিন্দনীয় কাজটি বন্ধ করে নিসঃন্তান মাবাবাদেরকে সন্তান দত্তক নেয়ার মতো মহাপাপ থেকে রক্ষা করলেন। এছাড়াও অসহায় এতিমদের এভাবে মাতা পিতা বা আশ্রয়স্থল পাওয়ার চেয়ে দাসদাসী হয়ে আরবের অর্থনীতিকে মজবুত করাটা বেশি জরুরি ও ন্যায়সঙ্গত ছিল। পাশাপাশি অতি কামুক মুমিনদের যৌনক্ষুধা মিটিয়ে সমাজকে পাপাচার থেকে রক্ষা করাটাও বেশি জরুরি ছিল। কারণ চার বিবি থাকার পরও নিত্য নতুন দাসীদের না পেলে মুমিনরা জিনায় লিপ্ত হবার আশংকা ছিল। দত্তকপ্রথাকে হারাম করার মতো মহৎ কাজটি আল্লাহ সুরা আহজাবের মাধ্যমে স্বয়ং পরিচালনা করেন। এ সুরায়: প্রথমে রাসুলের দত্তক পুত্র থায়েদকে বিয়ে দেন রাসুলের চাচাতো বোন যায়নাবের সাথে। যায়নাব রাজি হচ্ছিল না দেখে সুরা আহজাবে ধমক দিয়ে যায়নাবকে রাজি করানো হয়। যায়েদকে রাসুলের দত্তক পুত্র হিসাবে মেনে নিয়েই যায়নাবকে রাসুলের পুত্রবধু করিয়েছিলেন আল্লাহ নিজেই। তারপর যায়েদ যায়নাবকে তালাক দিতে চাইলে রাসুল নিবৃত্ত করেন। তখন পযর্ন্ত পুত্র ও পুত্রবধূ হিসাবে আল্লাহ ও রাসুলের কাছে তারা স্বীকৃত ছিল। কিন্তু রাসুলের গোপন ইচ্ছা টের পেয়ে আল্লাহ বললেন: হে রাসুল আপনি লোকলজ্জার ভয়ে যা গোপন করছেন আমি আপনার সেই গোপন বাসনা প্রকাশ করে দিলাম। আপনি তো কারো পিতা নন। দত্তক নেয়াও আজ থেকে হারাম করলাম যাতে পালকপুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের বিয়ে করতে মুমিনদের অসুবিধা না হয়। অতপর যায়েদ যায়নাবকে তালাক দিলেন আর সেই যায়েদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে স্বয়ং আল্লাহ রাসুলের সাথে যায়নাবের বিয়ে পড়ালেন। রাসুলের বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ালীমাও হয় এই বিয়েতে। বিঃ দ্রঃ কাবাঘর সাক্ষী রেখে শিশু যায়েদকে দত্তক নেয়ার বিশ বছর (নবুয়তের চৌদ্দ বছর) পর পর্যন্ত সাহাবীরা যায়েদকে যায়েদ বিন মুহাম্মদ বলেই ডাকতেন। পুরো বর্ণনা শতভাগ কোরআন ও হাদীস অনুসারে।

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    আপনি কি গরু-ছাগল মোল্লার সাগরেদ ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট চালাইতে হবে।)

  • @hussainahmed1292

    @hussainahmed1292

    2 жыл бұрын

    @@misbahchowdury4609 নবী কে নিয়ে আপনার কথিত জ্ঞান নিতান্তই বাজে। আপনি দয়া করে এগুলো প্রচার থেকে বিরত থাকুন। বেশি জ্ঞানী ভাব মূর্খরাই করে থাকে। তবে আপনাকে শুধু মূর্খ বললে ভুল হবে, আস্ত একটা গণ্ডমূর্খ গুমরাহ। কি ভাবেন নিজেকে? আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত নছিব করুন।

  • @Liton-Malitha
    @Liton-Malitha2 жыл бұрын

    । আল্লাহ বলেন, ‘তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়। ’ (সুরা : নাজম, আয়াত : ২)

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    আপনি কি গরু-ছাগল মোল্লার সাগরেদ ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট চালাইতে হবে।)

  • @NazmulHasan-wu7xx
    @NazmulHasan-wu7xx2 жыл бұрын

    দয়া করে আপনার পরিচয় ও যোগ্যতা সম্পর্কে আমাদের জানান ।

  • @wiseman1071

    @wiseman1071

    2 жыл бұрын

    ও একজন বাঙ্গালী হিন্দু পন্ডিত এখন ভারতে বাস করছে , তবে ইসলামের ভুল ধরার জন্যে কোরান নিয়ে অনেক ঘেঁটেছে কোনো লাভ হয়নি তবুও হিন্দুদের দালালী করেই যাচ্ছে ।

  • @PurpleWorld-ez1vl
    @PurpleWorld-ez1vl2 жыл бұрын

    বাজে লোক কোথা থেকে যে আসে এই শইতানদের জন্য ভালো মানুষ ভুল পথে যাচ্ছে তোদের উপর আল্লাহর গজব পরবে

  • @MohammadAli-ed9pt
    @MohammadAli-ed9pt Жыл бұрын

    আল্লাহ আপনাকে হেদায়েত করুন ৷ আমিন

  • @Liton-Malitha
    @Liton-Malitha2 жыл бұрын

    ইরশাদ হয়েছে, ‘মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা নিষ্ঠার সঙ্গে তাদের অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ’ (সুরা : তাওবা, আয়াত : ১০০)

  • @sairamohammed7056
    @sairamohammed70562 жыл бұрын

    শুধু শুধু এত কথা না বলে ইসলামিক স্কলারদের সাথে বসে আপনার যুক্তি তর্ক উপস্থাপন করেন, ইউটিউবে এভাবে আন্দাজি অযৌক্তিক ব্যাখ্যা দিলে আপনাকে পাগল এবং মূর্খ ছাড়া আর কি ভাবতে পারি? আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    You are right, but Don't talk like "Goru Chagol Mullaaahhhhhh..........." of Bangladesh who live on religion as a profession. Most of his episodes he revealed how fake and contradictory "hadis" is; but in this episode he made everything hazy and haphazard.

  • @sayeedulalamprince2192

    @sayeedulalamprince2192

    2 жыл бұрын

    Till this lecture, I was curiously following almost all his lectures. Most of them sounded logical and acceptable. But this one is really puzzling. He went on creating confusions after confusions. He was beating around the bush. I think he has some specific agenda and I think I will have to stop listening to his talks. Only Allah knows the best. I AM UNSUBCRIBING.

  • @khairulislam2335

    @khairulislam2335

    Жыл бұрын

    আপনি হেদায়েতে আছেন কি না৷ তার জন্য ভাবেন অন্যে কি করছে তা আপনি দেখেন কেন৷ একটু বিবেক দিয়ে ভাবেন৷ আর নিজে কিছু করে দেখান

  • @khairulislam2335

    @khairulislam2335

    Жыл бұрын

    নিজের চিন্তা করুন৷ হেদায়েতে আছেন কিনা

  • @mohammaddeenislam6674

    @mohammaddeenislam6674

    Жыл бұрын

    রাইট বলেছেন। এই পাগল মুহাম্মদ সা: এর শত্রু। মানে ইহুদী এজেন্ট হতে পারে। আসল যুক্তি দিতে পারেনা, উলটা পালটা লাইন আওড়ায় আর ভুয়া হাদিস নিয়া মাথা ঘামায়।সবাই সাবধান হই

  • @enamulhoque3767
    @enamulhoque37672 жыл бұрын

    আমার জানা মতে ঈসা (সঃ) শিশু কাল থেকেই নবী ছিলেন, আর সকল নবী রসুল শিশু অবস্থায় আসেন নি।

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    100%. Don't accept everything; but he always said right about "Goru Chagol Mullah" absolutely and their "Lahual Hadis" contradictory to The Quran.

  • @jouharulislsm6180
    @jouharulislsm61802 жыл бұрын

    ভাই আপনি কোরআন পেয়েছেন কোন ব্যাক্তির নিকট থেকে ? বুঝিয়ে বলুন প্লিজ

  • @jabedsamsularfeen5617
    @jabedsamsularfeen56172 жыл бұрын

    Agent of KADIANEE & DEVILS.

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    Are you "Goru Chagol Mullaaahhhhhh..........." ?

  • @mahabubulalam9602
    @mahabubulalam96022 жыл бұрын

    হাতি ঘোড়া গেল তল ভ‍্যাংগা(ব‍্যাঞ) বলে কত জল

  • @moni01717

    @moni01717

    2 жыл бұрын

    ভাই, উনার পড়াশুনা জানেন। উনি একজন হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। উনি পড়াশুনা করেছেন ভারতের দেওবন্দের ২ শাখাতে, মদিনা ইউনিভার্সিটিতে, পি,এইচ,ডি করেছেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে।

  • @mahabubulalam9602

    @mahabubulalam9602

    2 жыл бұрын

    @@moni01717 কত হাফেজ আছে খ্রিষ্টান দের মধ্যে শুধু ইসলামের ক্ষতি করার জন্য। যুক্তরাজ্যে গহীন এলাকায় খ্রিষ্টান দের কোরআন এ উচ্চশিক্ষায় শিক্ষিত করে বিশ্বের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় নিয়োগ দিয়ে মুসলমানদের কে ধোকাদেওয়া হয়। উনি নবীর নাম নিয়ে দুরুদ পড়েন না এটা কেন

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    Are you "Goru Chagol Mullaaahhhhhh..........." ?

  • @syedjahangiralam1212
    @syedjahangiralam12122 жыл бұрын

    আপনার কথা গুলো খাপছাড়া ? আরবের মহন্মদ ও রাশিয়ার মহম্মদ কাকে বলছেন, রাসুলুল্লাহ সাঃ কে অসম্মান করেন কি ভাবে ?

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    100%. Don't accept everything.

  • @abdullaharahim7877
    @abdullaharahim78772 жыл бұрын

    আল্লাহ তোমাকে হেদায়েত করুন।

  • @somodrodew1736

    @somodrodew1736

    2 жыл бұрын

    বেঈমানের বাচ্চা বেঈমান তুই শালা ভারতে থাকলে পুরশকার হিসাবে মন্ত্রীত্ব পাইতি।

  • @razzakrazdotcom8211
    @razzakrazdotcom82112 жыл бұрын

    তাহলে কোরআন কি ভাবে কার মাধ্যমে আসলো....?

  • @AlambariSardar-kw4kb

    @AlambariSardar-kw4kb

    Жыл бұрын

    Are bhai a pagol Boka coda

  • @AlQuranAcademy-bu6it

    @AlQuranAcademy-bu6it

    8 ай бұрын

    @@AlambariSardar-kw4kb আমার ওই এক একটাই প্রশ্ন উনার হাতে যে আল্লাহর কিতাব টা, এটা কার মাধ্যমে পেয়েছো সে কথা বলে না কেন????

  • @mdzabbarali8949
    @mdzabbarali89492 жыл бұрын

    তাহলে আসল নবী কে এবং তাহার মায়ের ও বাবার নাম কি ।এই‌ ব্যাপারে বলবেন

  • @durulhaji5146

    @durulhaji5146

    2 жыл бұрын

    এ উন্মাদ কোরআন পাইলো কোথায়????। এ টাকলু আস্ত ইবলিশ শয়তান। কাদেয়ানী কাফের।

  • @skaltafahmed5958

    @skaltafahmed5958

    2 жыл бұрын

    এই ফেতনাবাজ ইবলিশের কথা শুনে নিজের ইমান নষ্ট করবেন না।

  • @EarningHelpPortal
    @EarningHelpPortal6 ай бұрын

    সম্ভবত লোকটি ইবলীশের সর্ব কনিষ্ঠ সন্তান। ইবলিশের চেয়েও সুচতুর ও জ্ঞানী হয়েছে।

  • @cgvv8832
    @cgvv88322 жыл бұрын

    মুসলিম সর্বসাধারণের কাছে অনুরোধ অাপনারা এই শয়তানের কথা শুনিবেননা।

  • @md.saheen.alam.5729
    @md.saheen.alam.57292 жыл бұрын

    হে আল্লাহ আপনি আমাদের সকল মসুলমান দের কে হেদায়েত দান করুন ও ছহীহ বুজ দান করুন ও এই সব ফেতনা বাজ দের হাত থেকে হেফাজত করুন আমীন ছুম্মা আমীন

  • @nazrul6279

    @nazrul6279

    2 жыл бұрын

    Saheen Alam @ পৃথিবীতে ছোট বড় প্রায় ৪৩০০ ধর্ম প্রচলিত রয়েছে , এসবের মধ্যে একটি ধর্মও সৃষ্টিকর্তা বা আল্লাহ পাকের প্রেরিত ধর্ম নয়, হতে পারে না, সকল ধর্মই তৎকালীন সময়ের জ্ঞানী মানুষ দ্বারা প্রতিষ্ঠিত।

  • @bluebird8102

    @bluebird8102

    2 жыл бұрын

    Ameen

  • @durulhaji5146

    @durulhaji5146

    2 жыл бұрын

    মহান আল্লাহ পাক মানবজাতিকে হেফাজত করুন এ টাকলু আস্ত ইবলিশ কাদেয়ানী শয়তান হতে।

  • @user-hx3tb2oj4t

    @user-hx3tb2oj4t

    2 жыл бұрын

    md sahin, কেন ভাই ই‌নি তো ঠিকই বলছে ।

  • @adilahamed1292

    @adilahamed1292

    2 жыл бұрын

    এই পাঠা কোত থেকে কথা বলছে,শেষ নবি অস্বীকার কারী, অথচ যে কোরান হাতে কথা বলছে,এটা কোথা থেকে পাইছে কিভাবে পাইছে,ঐ পাঠাকে একটূ জিগগাসা করুন কোরান টা কোথায় পাইছে কিভাবে পাইছে জবাব দিতে বলূন,তখন বুজা যাবে,পাঠাটা কোন জ্নগল থেকে বের হয়েছে,

  • @Liton-Malitha
    @Liton-Malitha2 жыл бұрын

    আপনার একজন ভালো মানষিক ডাক্তার এর কাছে যাওয়া উচিত

  • @mrindia814

    @mrindia814

    2 жыл бұрын

    কেন?? সত্য বলতেছে বলে? সত্যকে অন্ধভাৱে নয় যুক্তি আধাৰে মেনে নেও।

  • @nirmalkumarchandra4369

    @nirmalkumarchandra4369

    2 жыл бұрын

    ব্যাখ্যা দিন।

  • @wazedali510

    @wazedali510

    2 жыл бұрын

    অনেক ভিডিও দেখলাম, বুজার চেষ্টা করলাম, কিন্তু উনার ফাইনালি কোন বক্তব্য পেলামনা, আমারও মনে হয় উনার চিকিৎসক দেখানো উচিত,

  • @realityoftheholyquran8769

    @realityoftheholyquran8769

    2 жыл бұрын

    উনি নিজেই একজন ভালো ডাক্তার।

  • @durulhaji5146

    @durulhaji5146

    2 жыл бұрын

    সে বিকারগস্ত ইবলিশ শয়তান। তার নিকট কি আশা যায়। সে কাজ্জাবী শয়তান এর নবী।

  • @systechconsultant160
    @systechconsultant1602 жыл бұрын

    চাচা আপনি আবুলাহাব সূরাটি ভালভাবে পড়ুন আপনি তো বললেন আবু তালেব এসম্পর্কে কেন কোরআনে কিছু বলেনি আবু তালেবের সম্পর্কে বলেননি কিন্তু আবু লাহাব এর সম্পর্কে বলা আছে

  • @bangladeshexpress1971

    @bangladeshexpress1971

    2 жыл бұрын

    অসহায় এতিম শিশু ও নিঃসন্তান দম্পতিদের দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার ও মহাপাপ থেকে নিবৃত করতে স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে আমাদের প্রিয়নবী নিজেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কাবাঘর সাক্ষী রেখে যায়েদকে দত্তক নিয়ে বিশ বছর পুত্র হিসাবে পালন করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। তখন আল্লাহ এটা মেনে নিয়েছিলেন। কুরআন নাযিল আরম্ভ হওয়ার চৌদ্দ বছর পর আল্লাহ জানতে পারলেন সন্তান দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার সমাজটাকে নষ্ট করে ফেলছে। তাই এই গর্হিত নিন্দনীয় কাজটি বন্ধ করে নিসঃন্তান মাবাবাদেরকে সন্তান দত্তক নেয়ার মতো মহাপাপ থেকে রক্ষা করলেন। এছাড়াও অসহায় এতিমদের এভাবে মাতা পিতা বা আশ্রয়স্থল পাওয়ার চেয়ে দাসদাসী হয়ে আরবের অর্থনীতিকে মজবুত করাটা বেশি জরুরি ও ন্যায়সঙ্গত ছিল। পাশাপাশি অতি কামুক মুমিনদের যৌনক্ষুধা মিটিয়ে সমাজকে পাপাচার থেকে রক্ষা করাটাও বেশি জরুরি ছিল। কারণ চার বিবি থাকার পরও নিত্য নতুন দাসীদের না পেলে মুমিনরা জিনায় লিপ্ত হবার আশংকা ছিল। দত্তকপ্রথাকে হারাম করার মতো মহৎ কাজটি আল্লাহ সুরা আহজাবের মাধ্যমে স্বয়ং পরিচালনা করেন। এ সুরায়: প্রথমে রাসুলের দত্তক পুত্র থায়েদকে বিয়ে দেন রাসুলের চাচাতো বোন যায়নাবের সাথে। যায়নাব রাজি হচ্ছিল না দেখে সুরা আহজাবে ধমক দিয়ে যায়নাবকে রাজি করানো হয়। যায়েদকে রাসুলের দত্তক পুত্র হিসাবে মেনে নিয়েই যায়নাবকে রাসুলের পুত্রবধু করিয়েছিলেন আল্লাহ নিজেই। তারপর যায়েদ যায়নাবকে তালাক দিতে চাইলে রাসুল নিবৃত্ত করেন। তখন পযর্ন্ত পুত্র ও পুত্রবধূ হিসাবে আল্লাহ ও রাসুলের কাছে তারা স্বীকৃত ছিল। কিন্তু রাসুলের গোপন ইচ্ছা টের পেয়ে আল্লাহ বললেন: হে রাসুল আপনি লোকলজ্জার ভয়ে যা গোপন করছেন আমি আপনার সেই গোপন বাসনা প্রকাশ করে দিলাম। আপনি তো কারো পিতা নন। দত্তক নেয়াও আজ থেকে হারাম করলাম যাতে পালকপুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের বিয়ে করতে মুমিনদের অসুবিধা না হয়। অতপর যায়েদ যায়নাবকে তালাক দিলেন আর সেই যায়েদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে স্বয়ং আল্লাহ রাসুলের সাথে যায়নাবের বিয়ে পড়ালেন। রাসুলের বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ালীমাও হয় এই বিয়েতে। বিঃ দ্রঃ কাবাঘর সাক্ষী রেখে শিশু যায়েদকে দত্তক নেয়ার বিশ বছর (নবুয়তের চৌদ্দ বছর) পর পর্যন্ত সাহাবীরা যায়েদকে যায়েদ বিন মুহাম্মদ বলেই ডাকতেন। পুরো বর্ণনা শতভাগ কোরআন ও হাদীস অনুসারে।

  • @i.a.kakuly839

    @i.a.kakuly839

    2 жыл бұрын

    সালা পাগল

  • @SyedBakhtiarAhmed
    @SyedBakhtiarAhmed2 жыл бұрын

    নাউজুবিল্লাহ। লোকটির ব্রেন নষ্ট হয়ে গেছে। সম্ভবত তার ভাগ্যে হেদায়াত নেই। আল্লাহ যেন এসব ফিতনাকারীদের হেদায়াত দিন না হয় ধ্বংস করে দিন। আমিন।

  • @diptoquazi319
    @diptoquazi3192 жыл бұрын

    : চেচেন মুসলিমরা তোমায় খুঁজছেন

  • @dewanazizulhaque9886
    @dewanazizulhaque98862 жыл бұрын

    আপনার মতে আপনার জ্ঞানের পরিধি মতে সাধারণ মানুষের কাছে বোধগম্য করে নবী সা:এর পরিচয় বলুন। আপনার কথায় আমি চরমভাবে বিভ্রান্তিকর অবস্থায় পতিত হচ্ছি। আপনি কথার চারপাশে ঘুরঘুর করে আসলে কি বলতে চান ষ্পষ্ট করে বলুন।

  • @shabbirahmed8790

    @shabbirahmed8790

    2 жыл бұрын

    Do not be misguided. He is not a muslim. Jews hired him to misguide the muslims.

  • @dr.md.hafizurrahman5795

    @dr.md.hafizurrahman5795

    2 жыл бұрын

    উনি একজন বিধর্মী।

  • @mdsayefsayef1193
    @mdsayefsayef11932 жыл бұрын

    Allah Toke Hedayet Dan koruk. R Hedayet na Hole Tukey Dhangsu koruk... Amin.

  • @shafiqulhaque2328
    @shafiqulhaque23282 жыл бұрын

    পবিত্র কুরআন থেকে যে বিবৃতি দিচ্ছেন সেটা হযরত মোহাম্মদ সাঃএর উপর নাজিল হওয়া শেষ কিতাব।তা না হলে পবিত্র কোথা থেকে পেলেন।

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    100%. Don't accept everything; but he always said right about "Goru Chagol Mullah" absolutely and their "Lahual Hadis" contradictory to The Quran.

  • @user-ie5xe3dp1f
    @user-ie5xe3dp1f2 жыл бұрын

    প্রশ্ন হল, এই কুরআন কার মাধ্যমে অবতীর্ণ হয়েছে? খাতামুন নাবিয়্যি (কোরআনে উল্লেখিত) নবীর পরিচয় কী?

  • @GoodSenseXYZ

    @GoodSenseXYZ

    2 жыл бұрын

    33:40 - মুহাম্মাদ তো আর তোমাদের মধ্যেকার কোনো পুরুষের আবা (বাবা, দাদা, নানা ও পরনানা) নয়। কিন্তু মুহাম্মাদ তো আল্লহ্ তা'আলার প্রেরিত রাসূল ও সকল (বিশেষ খবরদাতা) নবীদের সীলমোহর। আর আল্লহ্ তো সব কিছুই বেশ জানেন।

  • @mahamudaakter759

    @mahamudaakter759

    2 жыл бұрын

    আমার ঐ একই জিজ্ঞাসা।

  • @md.shamimosman3021

    @md.shamimosman3021

    2 жыл бұрын

    মূখ্য কি কখনো ঞ্জাণের আলো পায়?। তুমি যে কুরআন থেকে জানতে চাচছ বা মহা পবিত্র আল কোরআন অনুসরণ কর এই পবিত্র কোরআনই আললাহ তাআলার খাতামান নাবিয়ীন।যুগের পর যুগ যুগ ধরে রাসুলগন আসতেই থাকবে কিন্তু আল কিতাব আর আসবে না ।এটাই হলো খাতামান নাবিয়ীন।

  • @SuperTheAsad

    @SuperTheAsad

    2 жыл бұрын

    মুচির কাছে গিয়ে বলুন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে! ঔষধ দেন!

  • @SuperTheAsad

    @SuperTheAsad

    2 жыл бұрын

    اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ قُرۡءٰنًا عَرَبِیًّا لَّعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ মুফতী তাকী উসমানী আমি একে আরবী ভাষায় কুরআনরূপে অবতীর্ণ করেছি, যাতে তােমরা বুঝতে পার। মাওলানা মুহিউদ্দিন খান আমি একে আরবী ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পার। ইসলামিক ফাউন্ডেশন এটা আমিই অবতীর্ণ করেছি আরবী ভাষায় কুরআন, যাতে তোমরা বুঝতে পার। -ইউসুফ - ২

  • @MonirHossain-pj6fw
    @MonirHossain-pj6fw2 жыл бұрын

    আপনার কথা গুলি সুন্দুর কিন্তুু মানা যাবে না। কারন। আল কোরআন নাজিল হয়েছে মোঃ সাঃ উপর এবং তা রাসুল সাঃ এর মাতৃ ভাষায়। । অতএব আমার প্রানের নবি জনাবে মোঃ সাঃ এটাই সত্য। এবং আল্লাহ সকলের ছাইতে ভাল জানেন।।

  • @rabinhood1126

    @rabinhood1126

    2 жыл бұрын

    রাশিয়ার মুহাম্মদ মানে 'মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র)'।

  • @bangladeshexpress1971

    @bangladeshexpress1971

    2 жыл бұрын

    অসহায় এতিম শিশু ও নিঃসন্তান দম্পতিদের দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার ও মহাপাপ থেকে নিবৃত করতে স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে আমাদের প্রিয়নবী নিজেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কাবাঘর সাক্ষী রেখে যায়েদকে দত্তক নিয়ে বিশ বছর পুত্র হিসাবে পালন করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। তখন আল্লাহ এটা মেনে নিয়েছিলেন। কুরআন নাযিল আরম্ভ হওয়ার চৌদ্দ বছর পর আল্লাহ জানতে পারলেন সন্তান দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার সমাজটাকে নষ্ট করে ফেলছে। তাই এই গর্হিত নিন্দনীয় কাজটি বন্ধ করে নিসঃন্তান মাবাবাদেরকে সন্তান দত্তক নেয়ার মতো মহাপাপ থেকে রক্ষা করলেন। এছাড়াও অসহায় এতিমদের এভাবে মাতা পিতা বা আশ্রয়স্থল পাওয়ার চেয়ে দাসদাসী হয়ে আরবের অর্থনীতিকে মজবুত করাটা বেশি জরুরি ও ন্যায়সঙ্গত ছিল। পাশাপাশি অতি কামুক মুমিনদের যৌনক্ষুধা মিটিয়ে সমাজকে পাপাচার থেকে রক্ষা করাটাও বেশি জরুরি ছিল। কারণ চার বিবি থাকার পরও নিত্য নতুন দাসীদের না পেলে মুমিনরা জিনায় লিপ্ত হবার আশংকা ছিল। দত্তকপ্রথাকে হারাম করার মতো মহৎ কাজটি আল্লাহ সুরা আহজাবের মাধ্যমে স্বয়ং পরিচালনা করেন। এ সুরায়: প্রথমে রাসুলের দত্তক পুত্র থায়েদকে বিয়ে দেন রাসুলের চাচাতো বোন যায়নাবের সাথে। যায়নাব রাজি হচ্ছিল না দেখে সুরা আহজাবে ধমক দিয়ে যায়নাবকে রাজি করানো হয়। যায়েদকে রাসুলের দত্তক পুত্র হিসাবে মেনে নিয়েই যায়নাবকে রাসুলের পুত্রবধু করিয়েছিলেন আল্লাহ নিজেই। তারপর যায়েদ যায়নাবকে তালাক দিতে চাইলে রাসুল নিবৃত্ত করেন। তখন পযর্ন্ত পুত্র ও পুত্রবধূ হিসাবে আল্লাহ ও রাসুলের কাছে তারা স্বীকৃত ছিল। কিন্তু রাসুলের গোপন ইচ্ছা টের পেয়ে আল্লাহ বললেন: হে রাসুল আপনি লোকলজ্জার ভয়ে যা গোপন করছেন আমি আপনার সেই গোপন বাসনা প্রকাশ করে দিলাম। আপনি তো কারো পিতা নন। দত্তক নেয়াও আজ থেকে হারাম করলাম যাতে পালকপুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের বিয়ে করতে মুমিনদের অসুবিধা না হয়। অতপর যায়েদ যায়নাবকে তালাক দিলেন আর সেই যায়েদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে স্বয়ং আল্লাহ রাসুলের সাথে যায়নাবের বিয়ে পড়ালেন। রাসুলের বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ালীমাও হয় এই বিয়েতে। বিঃ দ্রঃ কাবাঘর সাক্ষী রেখে শিশু যায়েদকে দত্তক নেয়ার বিশ বছর (নবুয়তের চৌদ্দ বছর) পর পর্যন্ত সাহাবীরা যায়েদকে যায়েদ বিন মুহাম্মদ বলেই ডাকতেন। পুরো বর্ণনা শতভাগ কোরআন ও হাদীস অনুসারে।

  • @mdtuhintuhintohen7626
    @mdtuhintuhintohen76262 жыл бұрын

    আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন অথবা ঠংস করুক।

  • @muqlisahmed9935
    @muqlisahmed99352 жыл бұрын

    আপনাকে অনেক ভালো মনে করছিলাম কিন্তু এখন দেখছি আপনি পথভ্রষ্টের দিকেই যাচ্ছেন আপনি তৌওবা করে ফিরে আসেন সরল সঠিক পথে দোয়া করি। আর যদি আপনার নসিবে হেদায়েত না থাকে তো আল্লাহ তাআয়ালা রাবুল আলামিন এর গজব দিয়ে ধ্বংস করে দিন আপনাদের মতো নাস্তিক থেকে আমাদের কে আল্লাহ তাআয়ালা রাবুল আলামিন হেফাজত হেদায়েত দান করুন আমীন

  • @lgssimanto
    @lgssimanto2 жыл бұрын

    কোরআনের নবীর জীবন ইতিহাস বংশ পরিচয় তুলে ধরুন

  • @Liton-Malitha
    @Liton-Malitha2 жыл бұрын

    আল্লাহ বলেন, ‘তাঁকে শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞাবান-সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল। ’ (সুরা : নাজম, আয়াত : ৫-

  • @GoodSenseXYZ

    @GoodSenseXYZ

    2 жыл бұрын

    53:5 - তাকে তো পরম শক্তিশালী রাহমান শিখিয়ে দিয়েছেন।

  • @Mazmuyeder

    @Mazmuyeder

    2 жыл бұрын

    this man is appointed by non Muslim to propagate against Islam and prophet muhammad(s) peace be upon him. His target is create confusion among believers. Who is he? What is name? What district he represent?

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    আপনি কি গরু-ছাগল মোল্লার সাগরেদ ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট চালাইতে হবে।)

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    @@Mazmuyeder আপনি কি গরু-ছাগল মোল্লার সাগরেদ ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট চালাইতে হবে।)

  • @mahbhbahmed6141
    @mahbhbahmed6141 Жыл бұрын

    হে আল্লাহ বাকশক্তির দৌলত তুলে নাও এমন মানুষদের থেকে যারা শয়তানের কাজ বিস্তৃত করছে।

  • @nishanehalim581
    @nishanehalim5812 жыл бұрын

    আপনি আল্লাহ মানেন, কুরআন মানেন অথচ রাসূল (সা:) কে মানছেন না এটা কেমন কথা! কুরআন মানলে তো রাসূল (সা:)কে না মানার কোন সুযোগই নেই কারণ তিনিই কুরআন এনেছেন। নাকি রাসূলকে শেয করতে পারলে তারপর কুরআনকে ধরবেন?

  • @sadekrahman9356

    @sadekrahman9356

    2 жыл бұрын

    vondo kake bole? mathai tak thakbe, Dr. degree thakbe, ar Kichu ayat Bolte parbe....tinti gun oner ache mone hocche.....

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    আপনি কি গরু-ছাগল মোল্লার সাগরেদ ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট চালাইতে হবে।)

  • @NazimUddin-gt2re
    @NazimUddin-gt2re2 жыл бұрын

    আল কোরআন জানলে মুসলিম হয়না,জদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আখেরী নবী হজরত মোহাম্মদ (সঃ)কে মোহাম্মদ সাহেব,মোহাম্মদ সাহেব বলেন।। একবারও আদবের সাথে আল্লাহর রাসুল সঃ এর নাম নেননি।।আল্লাহ সকল মুসলমানদের ইমান মজবুত করার তৌফিক দান করুন আমিন।

  • @YasinKhan-dz5uq

    @YasinKhan-dz5uq

    Жыл бұрын

    আমার জানা শ্রেষ্ঠ জাহেলদের মধ্যে অন্যতম একজন এই যশোরী।

  • @banglartaleban
    @banglartaleban2 жыл бұрын

    আপনি তো আসলে খৃষ্টান

  • @harunkhan6127
    @harunkhan6127 Жыл бұрын

    পবিত্র আলকোরান আরবের মুহাম্মদ সঃ এর মাধ্যমে দুনিয়ার মানুষ পেয়েছে।মুহাম্মদ সঃ ও তাঁর সাহাবাগন সকলেই আরব বাসী।আরব থেকেই গোটা দুনিয়ায় কোরআন ছড়িয়ে পড়েছে। আর মুহাম্মদ সঃ এর নির্দেশিত পথই আল্লাহর পবিত্র দরবারে পৌঁছানোর একমাত্র সহজ ও সোজা পথ।আর সবই বিভ্রান্তিকর।

  • @mdkadir2724
    @mdkadir2724 Жыл бұрын

    জয়গুরু চালিয়ে যাণ

  • @abdullahalislamicchannel
    @abdullahalislamicchannel Жыл бұрын

    নামাজে সালাম ফিরিয়ে নামাজ শেষ করার নিয়মটা কোরআন থেকে দেখা?

  • @khulnagilatala1794
    @khulnagilatala17942 жыл бұрын

    তোর পরিচয় বল। তই কি হিন্দু না ইহুদী।

  • @amirullah5525
    @amirullah55252 жыл бұрын

    আল্লাহ আপনাকে হেদায়েত করুক ।

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    100%. Don't accept everything; but he always said right about "Goru Chagol Mullah" absolutely and their "Lahual Hadis" contradictory to The Quran.

  • @bincoplimited3795
    @bincoplimited37952 жыл бұрын

    আপনারা উনাকে গালি না দিয়ে রেফারেন্সসহ উনার ভুলগুলি ধরিয়ে দিন। এতে আমরাও উপকৃত হব।

  • @bangladeshexpress1971

    @bangladeshexpress1971

    2 жыл бұрын

    অসহায় এতিম শিশু ও নিঃসন্তান দম্পতিদের দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার ও মহাপাপ থেকে নিবৃত করতে স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে আমাদের প্রিয়নবী নিজেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কাবাঘর সাক্ষী রেখে যায়েদকে দত্তক নিয়ে বিশ বছর পুত্র হিসাবে পালন করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। তখন আল্লাহ এটা মেনে নিয়েছিলেন। কুরআন নাযিল আরম্ভ হওয়ার চৌদ্দ বছর পর আল্লাহ জানতে পারলেন সন্তান দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার সমাজটাকে নষ্ট করে ফেলছে। তাই এই গর্হিত নিন্দনীয় কাজটি বন্ধ করে নিসঃন্তান মাবাবাদেরকে সন্তান দত্তক নেয়ার মতো মহাপাপ থেকে রক্ষা করলেন। এছাড়াও অসহায় এতিমদের এভাবে মাতা পিতা বা আশ্রয়স্থল পাওয়ার চেয়ে দাসদাসী হয়ে আরবের অর্থনীতিকে মজবুত করাটা বেশি জরুরি ও ন্যায়সঙ্গত ছিল। পাশাপাশি অতি কামুক মুমিনদের যৌনক্ষুধা মিটিয়ে সমাজকে পাপাচার থেকে রক্ষা করাটাও বেশি জরুরি ছিল। কারণ চার বিবি থাকার পরও নিত্য নতুন দাসীদের না পেলে মুমিনরা জিনায় লিপ্ত হবার আশংকা ছিল। দত্তকপ্রথাকে হারাম করার মতো মহৎ কাজটি আল্লাহ সুরা আহজাবের মাধ্যমে স্বয়ং পরিচালনা করেন। এ সুরায়: প্রথমে রাসুলের দত্তক পুত্র থায়েদকে বিয়ে দেন রাসুলের চাচাতো বোন যায়নাবের সাথে। যায়নাব রাজি হচ্ছিল না দেখে সুরা আহজাবে ধমক দিয়ে যায়নাবকে রাজি করানো হয়। যায়েদকে রাসুলের দত্তক পুত্র হিসাবে মেনে নিয়েই যায়নাবকে রাসুলের পুত্রবধু করিয়েছিলেন আল্লাহ নিজেই। তারপর যায়েদ যায়নাবকে তালাক দিতে চাইলে রাসুল নিবৃত্ত করেন। তখন পযর্ন্ত পুত্র ও পুত্রবধূ হিসাবে আল্লাহ ও রাসুলের কাছে তারা স্বীকৃত ছিল। কিন্তু রাসুলের গোপন ইচ্ছা টের পেয়ে আল্লাহ বললেন: হে রাসুল আপনি লোকলজ্জার ভয়ে যা গোপন করছেন আমি আপনার সেই গোপন বাসনা প্রকাশ করে দিলাম। আপনি তো কারো পিতা নন। দত্তক নেয়াও আজ থেকে হারাম করলাম যাতে পালকপুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের বিয়ে করতে মুমিনদের অসুবিধা না হয়। অতপর যায়েদ যায়নাবকে তালাক দিলেন আর সেই যায়েদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে স্বয়ং আল্লাহ রাসুলের সাথে যায়নাবের বিয়ে পড়ালেন। রাসুলের বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ালীমাও হয় এই বিয়েতে। বিঃ দ্রঃ কাবাঘর সাক্ষী রেখে শিশু যায়েদকে দত্তক নেয়ার বিশ বছর (নবুয়তের চৌদ্দ বছর) পর পর্যন্ত সাহাবীরা যায়েদকে যায়েদ বিন মুহাম্মদ বলেই ডাকতেন। পুরো বর্ণনা শতভাগ কোরআন ও হাদীস অনুসারে।

  • @songofsoul5069
    @songofsoul50692 жыл бұрын

    tor moto munafik mitthabadi Kichu din par nijeke nabi dabi korle ashchorjo hobo na karon amader priyo rasul Muhamad ibn Abdulla arabi (sallallah alaihe wa sallam) er vobissot bani nischoi sotto.Allaah paak amader shokolke dajjali fitna theke rokkha koruk.Ameen.

  • @quranandkaaba
    @quranandkaaba2 жыл бұрын

    আরবের মোহাম্মদ সাহেবকে উজবেকিস্তানের মোহাম্মদ সাহেব আল্লাহ তাআলা রাসূল এবং নবী হিসেবে প্রমোট করেছে এমনকি অন্যান্যরাও করেছে এরা সবাই আল-কোরআনের মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন এর বিপক্ষে কাজ করেছে এইভাবে পৃথিবীর কোরআনবিরোধী কিছু লোকেরা হাদিস ও ইতিহাসের মুহাম্মদ সাহেবকে স্ট্যান্ডার্ড একজন মানুষ তৈরি করে কোরআনচ্যুত করিয়েছে। এবার আসুন জেনে নিই আল কোরআন থেকে পরকালে বিশেষ খবরদাতা রাসূল কোরআন ছেড়ে যারা জীবন কাটিয়েছিল তাদের বিপক্ষে কি বলবেন, ২৫/২৫-৩০ (২৫) আর যেদিন মেঘমালার আঘাতে আসমান বিদীর্ণ হবে, আর শক্তিধর মালায়িকাহগণ ক্রমাগত নাজিলের মত নাজিল হবে। (২৬) সেদিনকার আধিপত্য সত্যই রাহমানের জন্য। আর আয়াত গোপনকারী কাফিরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিষহ কঠিন হয়ে পড়বে। (২৭) আর সেদিন অত্যাচারী জালিম লোক নিজের হাত দু'খানা কামড়াতে থাকবে। আর বলবে, হায় পোড়া কপাল ! আমি যদি বিশেষ বার্তাবাহক রাসূলের সাথে পথ চলতাম ! (২৮) হায় ! পোড়া কপাল আমার ! যদি অমুক-লোককে (বানোয়াট মিথ্যা হাদিস, ফেকাহ, ফাজায়েল, উসুল, বালাগাত ও তরীকা লেখকদেরকে ও সেসবের দরস দানকারী ও বক্তাদেরকে) বন্ধু হিসেবে গ্রহণ না-ই করতাম ! (২৯) এরাই তো আমাকে শুধু আল্লহ্ তা'আলার বিশেষ স্মরণ (কুরআন) থেকে বিভ্রান্ত করে ফেলেছে, আমার কাছে তা পৌঁছানোর পরে। আর শায়ত্বন তথা ব্যক্তিত্বের চাহিদা মানুষকে ঠিক সময় মতোই ধোঁকা দিয়ে থাকে। (৩০) আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবে, হে আমার রব ! বিনা সন্দেহে আমার কওম এই কুরআনকে আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিলো। এই এই লোকগুলি মোহাম্মদ সাহেবের নামে ইতিহাস রচনা করেছে খলিফাদের নামের ইতিহাস রচনা করেছে আবার তার ফটো অংকন করেছে তার নামে চলচ্চিত্র,গ্রন্থ ও ড্রামা সবকিছু তৈরি করা হয়েছে এমনকি কলকাতা আলিয়া মাদ্রাসায় তারা ভারত উপমহাদেশের মুসলমানদেরকে তাদের বানানো ইসলামকেও শিক্ষা দিয়েছে যা কোরআনবিরোধী আজ ভারত উপমহাদেশের মুসলমানেরা শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান সহ আরো অনেক ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেছে এবং সবাই নিজেদেরকে মনে করে চলেছে তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মত আর পরকালে তারা তার কাছ থেকে সুপারিশ পেয়ে জান্নাতে যাবে। ফিলিপ খুরি হিট্টি লরা ভেকিয়া ভ্যাগ্লিয়ারি টমাস কার্লাইল পিটার্স Phipps, William E. মাইকেল এইচ. হার্ট জয়ন্ত সিং জন ডেভেন পোর্ট স্যামুয়েল জনসন স্টিফেন্স জন উইলিয়াম ড্রেপার ওয়াশিংটন আরভিং এডওয়ার্ড মুনন্ট রেভারেন্ড ডব্লিউ স্টিফেন রেমন্ড এলিয়ন নিকলসন জেমস্ এ মিসেনার আর্থার গিলমান মরিস গড ফ্রে টি ডব্লিউ আরনল্ড স্টানলি লেনপুল বসওয়ার্থ স্মিথ আর্থার লিউনার্ড জর্জ বার্নার্ড শ বার্ট্রান্ড রাসেল টমাস কার্লাইল এ্যানি বেসান্ত স্যার গোকুল চন্দ্র জোসেফ হেল গেসটাউলি আলফ্রেড মার্টিন রর্বাট বিফ্রো এডমন্ড বার্ক লা মার্টিন ক্যাডফ্রে হেগেল মানবেন্দ্রনাথ রায় স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু গুস্তাভ উইল এডওয়ার্ড গিবন পিয়েরে ক্রাবাইট ডব্লিউ ডব্লিউ কেশ এডওয়ার্ড মুনন্ট লিও টলস্টয় অধ্যাপক হরপ্রসাদ শাস্ত্রী স্যার উইলিয়াম মুর বাসওয়ার্থ স্মিথ জন ডেভেনপোর্ট মুহাম্মাদের হরেক রকমের চিত্র ও কার্টুন বানানো হয়েছে ইতিহাস ইবনে ইসহাক ইবনে হিশাম তাবারী জাইল্যান্ডস ও ন্ড্যাশ কার্টুন শার্লি হেব্দো Sirah Rasul Sirat-un-Nabi Al-Sira Al-Nabawiyya আল বিদায়া ওয়ান নিহায়া Al-Khasais-ul-Kubra Siyer-i Nebi আর-রাহীকুল মাখতুম Muhammad at Mecca Muhammad at Medina The Truth About Muhammad মঞ্চনাটক কল্কি অবতার চলচ্চিত্র মুহাম্মদ দ্য লাস্ট প্রফেটমু হাম্মাদ ম্যাসেঞ্জার অফ গড জল মিলিয়া লিবান ক্লড করিয়ার এ সি বুকেট ডি জি হোগার্থ সি ডব্লিউ সি উম্যান বিশপ বয়ড কার্পেন্টার জি এম ব্রডওয়েল এ পি স্কট আর বেল ই ই কেলাট নেপোলিয়ান বোনাপার্ট কলকাতা আলিয়া মাদ্রাসাতে একে একে ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল ছিল ১৭৮০ সালে লর্ড ওয়ারেন হেস্টিংসের অনুমোদনক্রমে ভারতীয় উপমহাদেশে শিক্ষার অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত হয় কলকাতা আলিয়া মাদ্রাসা। ব্রিটিশ শাসনামলে ভারত উপমহাদেশে ১৮৫৪ সালে ইংরেজি শিক্ষার ধারায় বিশ্ববিদ্যালয় ও ১৮৬৬ সালে কওমি মাদ্রাসার ধারায় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়।

  • @sayaddatunnahar705

    @sayaddatunnahar705

    2 жыл бұрын

    On the way to Quran and Kaaba (.... তোমার কথা গুলো পড়ে মনে হয় উজবেকিস্তানের মহম্মদ সাহেব কে খৃস্টান রা শেষ নবী হিসেবে প্রমোট করে মুছলিমদের ঈমান চ্যুত করার ষড়যন্ত্র করে গেছে।আর কিছু দালাল নাস্তিক আর নামধারী মুসলমান দুনিয়ার স্বার্থের লোভে তা অনুসরণ করতেছে (যেহেতু অন্য ধর্ম থেকে কনভার্ট হওয়া খৃস্টান দেরকে মিশনারীরা বহু ধন সম্পদ দিয়ে সহায়তা করে থাকে)।

  • @abdullahalislamicchannel
    @abdullahalislamicchannel Жыл бұрын

    ফজরের নামাজ ২ রাকাত এটা কোরআনের আয়াত থেকে দেখান?

  • @sheikhkamaluddin6707
    @sheikhkamaluddin67072 жыл бұрын

    Ya Allaha ! amader Ihdinas siratol mustakim er pothe rakhun ar nispap Rasul(s)ke mohobboth korar toufiq dan korun, Ameen.

  • @md.mostafakamal4952
    @md.mostafakamal49522 жыл бұрын

    আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন.

  • @sheikhjahangirkabir7224
    @sheikhjahangirkabir72242 жыл бұрын

    ভাই রাশিয়ার ভাষা কি আরবি চিল কুরানের ভাষা তো আরবি

  • @enamulhoque418
    @enamulhoque4182 жыл бұрын

    তাহলে আপনি কি নবী কে অস্বীকার করছেন? কোরআন এ তো আমার নবীর প্রতি দরুদ পাঠ করতে বলেছেন।

  • @GoodSenseXYZ

    @GoodSenseXYZ

    2 жыл бұрын

    27:59, 37:180-182 উৎকৃষ্ট দরুদ পড়া বাদ দিয়ে রীতিমত নামাজ পড়া শুরু করলেন যে? আল্লাহর পাশাপাশি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে সিজদা করা শুরু করলেন যে? আপনি কোরআনের দরুদ পড়ুন 37:180-182 27:59 (নাস্তফা পর্যন্ত) মানব রচিত এই লাওহাল দরুদে ব্যাপক সমস্যা রয়েছে এবং এটি সরাসরি কুরআনের আয়াত বিরোধী! বাবা মা ছাড়া কি পরিবার হয়? চলুন একটু কোরআন দিয়ে পরীক্ষা করে দেখে আসি! যখন আপনি বলছেন - ওয়ালা আলি মোহাম্মদ এবং ওয়ালা আলি ইব্রাহীম! এখানে মোহাম্মদের পরিবার ও ইব্রাহিমের পরিবারের জন্য শান্তি কামনায় দোয়া করা হচ্ছে! ইতিহাস আর লাওহাল হাদিস অনুযায়ী মোহাম্মদের পরিবারের বাবা-মা কেউ ঈমান আনেনি! একইভাবে কোরআনে আল্লহ সাক্ষ্য দিচ্ছেন, ইব্রাহিম এর পিতা আজর আলীহাদের উপাসক (অংশীবাদী মুশরিক) এমত অবস্থায় কুরআন নির্দেশ দেয়: 9:73, 66:9 - কাফির আর মুনাফিকদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য! এক্ষেত্রে কোনভাবেই বলা হয়নি মৃত্যু কাফের/মুশরিক আর মুনাফিকদের ব্যাপারে সদর হওয়ার জন্য কিংবা তাদের জন্য দোয়া করা যাবে 9:113 - নবী ও মুমিনদের উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হয়, এটা তাদের (নবী ও মুমিনদের) নিকট স্পষ্ট হয়ে যাওয়ার পর যে তারা প্রজ্জ্বলিত আগুনের অধিবাসী! এবার সিদ্ধান্ত আপনার! আল্লাহর এই আয়াত কে পাশ কাটিয়ে গেলে আপনি জালিম 32:22!

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    100%. Don't accept everything; but he always said right about "Goru Chagol Mullah" absolutely and their "Lahual Hadis" contradictory to The Quran.

  • @azomkhan6428
    @azomkhan6428 Жыл бұрын

    ৪৭ নম্বর সূরা সূরা মুহাম্মদ ভালো করে পড়ে দেখেন দুই নম্বর তিন নম্বর আয়াত পড়ে দেখেন

  • @rafee3278
    @rafee32782 жыл бұрын

    *Inn Allaha Wa Malaikatahu Yu Salluna Alan Nabi Ya Ayyuhal Lazeena Amanu Sallu Alaihi Wa Sallimu Taslima* *‘Verily, Allah and His Angels send blessings on the Prophet: O’ you who believe! Send blessings on him, and salute him with a worthy salutation.’ [Quran: Al Ahzab Chapter 33]*

  • @azizbhuiyan9906

    @azizbhuiyan9906

    2 жыл бұрын

    you are misguiding human. whole world knows the history of prophet Mohammed no.1 honest & superman in the list of the great man of world. why you talking these with general people.. Go to Zakir Naik the greatest Theologian in the world. It seems you are not honest but a sin person. you just lying.....

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    @@azizbhuiyan9906 100%. Don't accept everything; but he always said right about "Goru Chagol Mullah" absolutely and their "Lahual Hadis" contradictory to The Quran.

  • @armediaworld4655
    @armediaworld46552 жыл бұрын

    আপনি নিকৃষ্ট ঘৃণিত একজন মানুষ

  • @bangladeshexpress1971

    @bangladeshexpress1971

    2 жыл бұрын

    অসহায় এতিম শিশু ও নিঃসন্তান দম্পতিদের দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার ও মহাপাপ থেকে নিবৃত করতে স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে আমাদের প্রিয়নবী নিজেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কাবাঘর সাক্ষী রেখে যায়েদকে দত্তক নিয়ে বিশ বছর পুত্র হিসাবে পালন করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। তখন আল্লাহ এটা মেনে নিয়েছিলেন। কুরআন নাযিল আরম্ভ হওয়ার চৌদ্দ বছর পর আল্লাহ জানতে পারলেন সন্তান দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার সমাজটাকে নষ্ট করে ফেলছে। তাই এই গর্হিত নিন্দনীয় কাজটি বন্ধ করে নিসঃন্তান মাবাবাদেরকে সন্তান দত্তক নেয়ার মতো মহাপাপ থেকে রক্ষা করলেন। এছাড়াও অসহায় এতিমদের এভাবে মাতা পিতা বা আশ্রয়স্থল পাওয়ার চেয়ে দাসদাসী হয়ে আরবের অর্থনীতিকে মজবুত করাটা বেশি জরুরি ও ন্যায়সঙ্গত ছিল। পাশাপাশি অতি কামুক মুমিনদের যৌনক্ষুধা মিটিয়ে সমাজকে পাপাচার থেকে রক্ষা করাটাও বেশি জরুরি ছিল। কারণ চার বিবি থাকার পরও নিত্য নতুন দাসীদের না পেলে মুমিনরা জিনায় লিপ্ত হবার আশংকা ছিল। দত্তকপ্রথাকে হারাম করার মতো মহৎ কাজটি আল্লাহ সুরা আহজাবের মাধ্যমে স্বয়ং পরিচালনা করেন। এ সুরায়: প্রথমে রাসুলের দত্তক পুত্র থায়েদকে বিয়ে দেন রাসুলের চাচাতো বোন যায়নাবের সাথে। যায়নাব রাজি হচ্ছিল না দেখে সুরা আহজাবে ধমক দিয়ে যায়নাবকে রাজি করানো হয়। যায়েদকে রাসুলের দত্তক পুত্র হিসাবে মেনে নিয়েই যায়নাবকে রাসুলের পুত্রবধু করিয়েছিলেন আল্লাহ নিজেই। তারপর যায়েদ যায়নাবকে তালাক দিতে চাইলে রাসুল নিবৃত্ত করেন। তখন পযর্ন্ত পুত্র ও পুত্রবধূ হিসাবে আল্লাহ ও রাসুলের কাছে তারা স্বীকৃত ছিল। কিন্তু রাসুলের গোপন ইচ্ছা টের পেয়ে আল্লাহ বললেন: হে রাসুল আপনি লোকলজ্জার ভয়ে যা গোপন করছেন আমি আপনার সেই গোপন বাসনা প্রকাশ করে দিলাম। আপনি তো কারো পিতা নন। দত্তক নেয়াও আজ থেকে হারাম করলাম যাতে পালকপুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের বিয়ে করতে মুমিনদের অসুবিধা না হয়। অতপর যায়েদ যায়নাবকে তালাক দিলেন আর সেই যায়েদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে স্বয়ং আল্লাহ রাসুলের সাথে যায়নাবের বিয়ে পড়ালেন। রাসুলের বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ালীমাও হয় এই বিয়েতে। বিঃ দ্রঃ কাবাঘর সাক্ষী রেখে শিশু যায়েদকে দত্তক নেয়ার বিশ বছর (নবুয়তের চৌদ্দ বছর) পর পর্যন্ত সাহাবীরা যায়েদকে যায়েদ বিন মুহাম্মদ বলেই ডাকতেন। পুরো বর্ণনা শতভাগ কোরআন ও হাদীস অনুসারে।

  • @abdullahalislamicchannel
    @abdullahalislamicchannel Жыл бұрын

    যোহর ও আসরের নামাজ ৪ রাকাত এটা কোরআন থেকে দেখাও?

  • @durulhaji5146
    @durulhaji51462 жыл бұрын

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ টাকলু আস্ত ইবলিশ শয়তান। কাদেয়ানী কাফের অভিশপ্ত মির্জা গোলাম আহমেদ কাদেয়ানী মুসলিম নামীয় ব্যাক্তির অনুসারী। মহান আল্লাহর কিতাব কুরআন যার মাধ্যমে পৃথিবীতে নাজিল করেছেন তার বিরুদ্ধে সে উঠে পড়ে লেগেছে। এ টাকলু কোরআন পাইলো কোথায়??? ।

  • @52_Bangla_71
    @52_Bangla_712 жыл бұрын

    An ignoramus. A little learning is a dangerous thing.

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    You are right, but Don't talk like "Goru Chagol Mullaaahhhhhh..........." of Bangladesh who live on religion as a profession. Most of his episodes he revealed how fake and contradictory "hadis" is; but in this episode he made everything hazy and haphazard.

  • @md.minarulislam5685
    @md.minarulislam56852 жыл бұрын

    আপনি যে কোরআন শিক্ষা নিয়ে ছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই । কিন্তু আপনি কোরআনের সত্য থেকে বিচ্যুতি হয়েছেন । যাদের হৃদয় বক্র তারা কোরআন শিক্ষা নিলেও মূল লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটে । আর তিনিও এই দলের মধ্যে গন্য ।

  • @bangladeshexpress1971

    @bangladeshexpress1971

    2 жыл бұрын

    অসহায় এতিম শিশু ও নিঃসন্তান দম্পতিদের দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার ও মহাপাপ থেকে নিবৃত করতে স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে আমাদের প্রিয়নবী নিজেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কাবাঘর সাক্ষী রেখে যায়েদকে দত্তক নিয়ে বিশ বছর পুত্র হিসাবে পালন করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। তখন আল্লাহ এটা মেনে নিয়েছিলেন। কুরআন নাযিল আরম্ভ হওয়ার চৌদ্দ বছর পর আল্লাহ জানতে পারলেন সন্তান দত্তকপ্রথার মতো ঘৃণ্য কুসংস্কার সমাজটাকে নষ্ট করে ফেলছে। তাই এই গর্হিত নিন্দনীয় কাজটি বন্ধ করে নিসঃন্তান মাবাবাদেরকে সন্তান দত্তক নেয়ার মতো মহাপাপ থেকে রক্ষা করলেন। এছাড়াও অসহায় এতিমদের এভাবে মাতা পিতা বা আশ্রয়স্থল পাওয়ার চেয়ে দাসদাসী হয়ে আরবের অর্থনীতিকে মজবুত করাটা বেশি জরুরি ও ন্যায়সঙ্গত ছিল। পাশাপাশি অতি কামুক মুমিনদের যৌনক্ষুধা মিটিয়ে সমাজকে পাপাচার থেকে রক্ষা করাটাও বেশি জরুরি ছিল। কারণ চার বিবি থাকার পরও নিত্য নতুন দাসীদের না পেলে মুমিনরা জিনায় লিপ্ত হবার আশংকা ছিল। দত্তকপ্রথাকে হারাম করার মতো মহৎ কাজটি আল্লাহ সুরা আহজাবের মাধ্যমে স্বয়ং পরিচালনা করেন। এ সুরায়: প্রথমে রাসুলের দত্তক পুত্র থায়েদকে বিয়ে দেন রাসুলের চাচাতো বোন যায়নাবের সাথে। যায়নাব রাজি হচ্ছিল না দেখে সুরা আহজাবে ধমক দিয়ে যায়নাবকে রাজি করানো হয়। যায়েদকে রাসুলের দত্তক পুত্র হিসাবে মেনে নিয়েই যায়নাবকে রাসুলের পুত্রবধু করিয়েছিলেন আল্লাহ নিজেই। তারপর যায়েদ যায়নাবকে তালাক দিতে চাইলে রাসুল নিবৃত্ত করেন। তখন পযর্ন্ত পুত্র ও পুত্রবধূ হিসাবে আল্লাহ ও রাসুলের কাছে তারা স্বীকৃত ছিল। কিন্তু রাসুলের গোপন ইচ্ছা টের পেয়ে আল্লাহ বললেন: হে রাসুল আপনি লোকলজ্জার ভয়ে যা গোপন করছেন আমি আপনার সেই গোপন বাসনা প্রকাশ করে দিলাম। আপনি তো কারো পিতা নন। দত্তক নেয়াও আজ থেকে হারাম করলাম যাতে পালকপুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের বিয়ে করতে মুমিনদের অসুবিধা না হয়। অতপর যায়েদ যায়নাবকে তালাক দিলেন আর সেই যায়েদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে স্বয়ং আল্লাহ রাসুলের সাথে যায়নাবের বিয়ে পড়ালেন। রাসুলের বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ালীমাও হয় এই বিয়েতে। বিঃ দ্রঃ কাবাঘর সাক্ষী রেখে শিশু যায়েদকে দত্তক নেয়ার বিশ বছর (নবুয়তের চৌদ্দ বছর) পর পর্যন্ত সাহাবীরা যায়েদকে যায়েদ বিন মুহাম্মদ বলেই ডাকতেন। পুরো বর্ণনা শতভাগ কোরআন ও হাদীস অনুসারে।

  • @jahidhossaintipu9167
    @jahidhossaintipu91672 ай бұрын

    কোরআন কি ভাবে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এলো

  • @milonmia9983
    @milonmia99832 жыл бұрын

    ভাই আপনি ডা:জাকির নায়েকের সাথে প্রকাশ্যে প্রশ্নোত্তর আয়োজন করেন। তাহলেই বুঝা যাবে আপনি ঠিক বলেছেন। না করলে ফেতনা ছরাবেন না।

  • @almuslimeen1134
    @almuslimeen11342 жыл бұрын

    কোরআনের আয়াতের সাথে ভালোবাসা করতে পারলে জীবনকে কোরআন বদলে দেবে কিন্তু যারা কোরআনের সাথে ভালোবাসা বাদ দিয়ে অবহেলা করেছে এবং ডাক পিয়নের সাথে ভালোবাসা করেছে তারা এখনো ইসলাম থেকে নাদান (৩/৩১) তুমি বলে দাও, তোমরা যদি আল্লহ্‌'কে ভালবাসতে চাও, তাহলে আমাকে অনুসরণ কর। তবেই তো আল্লহ্ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের দোষ-ত্রুটি মাফ করবেন। আর আল্লহ্ বড়ই ক্ষমাশীল ও দয়াময়। (৩/৩২) তুমি বলে দাও, তোমরা আল্লহ্ ও বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হও। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লহ্ আয়াত গোপনকারী কাফিরদেরকে পছন্দ করেন না।

  • @fahimbhuiyafahim.fahim.283

    @fahimbhuiyafahim.fahim.283

    2 жыл бұрын

    কোরানের মর্মকথা বুঝলে তো কোরান মানা যায়। একেক জনে একেক রকম বুঝে। একেক জনে একেক রকম বলে। আমরা কার কথা শুনব ?

  • @mdiqbalkhan5984

    @mdiqbalkhan5984

    Жыл бұрын

    আপনার এই কথাটাই পাঁচ বছর আগে থেকেই আমার মনের দাম বেঁধে ছিল

  • @fhchannel2055
    @fhchannel20552 жыл бұрын

    Allah Ei soitan theke asroy parthona korsi

  • @abdullahalislamicchannel
    @abdullahalislamicchannel Жыл бұрын

    ভাই কোরআন থেকে অযু করার নিয়মটা বের করে দেখান?

  • @user-zg8ub1kb7q

    @user-zg8ub1kb7q

    18 күн бұрын

    আল কুরআনে অজুর নিয়ম আছে

  • @md.muniruzzamanbhuiyan7501
    @md.muniruzzamanbhuiyan75012 жыл бұрын

    গালি দেওয়ার দরকার নাই,একটা মানুষের তার ছিড়তেই পারে।

  • @jmrasel6869
    @jmrasel68692 жыл бұрын

    মোহাম্মদ সঃ বলা উচিত।

  • @GoodSenseXYZ

    @GoodSenseXYZ

    2 жыл бұрын

    প্রথমত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নয়, আর মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও নয়! 2:285, 3:85 অনুযায়ী কোন রাসূল ও মুমিন (মুসলিম) এই সাহস রাখে না যে কারো মধ্যে কোন পার্থক্য করবে, কিন্তু শিয়া-সুন্নি সালাফি মুসলমানেরা কাউকে আলাইহি ওয়াসাল্লাম এবং কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সম্মানের দিক থেকে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের মাঝে। বরং আল্লাহ রাব্বুল আলামীনের সালাম দেয়ার ধরন আপনি কোরআন থেকেই দেখে নিতে পারেন। সালামুন আলা নুহি ফি আল আমিন - 37:79 সালামুন আলা ইব্রাহিম - 37:109 সালামুন আলা মুসা ওয়া হারুন - 37:120 সালামুন আলা ইল-ইয়াসিন - 37: 130 এখানে তো আল্লাহ তাদের নাম নেয়ার আগেই সালাম দিয়েছেন! তো আপনি এবার আপনার শিয়া-সুন্নি,সালাফি মুসলমান সমাজের ওয়া রাসাতুল আম্বিয়া (নবী-রাসূলগণের উত্তরসূরি) দাবি করা টুপি-দাড়ি,পাগড়ি, আলখাল্লা পরিহিত আলেম নামধারী জালেমদের কাছে জিজ্ঞেস করুন আল্লাহ যেভাবে বলেছেন,সেটি উল্টিয়ে দেয়ার সাহস কে তাদের দিয়েছে? কেন তারা সত্যটি মুখ দিয়ে বলতে পারেনা? সালামুন আলা মুহাম্মাদুর রাসুলুল্লাহ,ওয়া খাতামুন্নাবীঈন Or মুহাম্মাদুর রাসুলুল্লাহ,ওয়া খাতামুন্নাবীঈন

  • @md.shamimosman3021

    @md.shamimosman3021

    2 жыл бұрын

    নো: ছালামুন আলা মুহাম্মদ ওয়া খাতামান নাবিয়ীন বলতে হবে ।

  • @sohidsohid8397
    @sohidsohid83972 жыл бұрын

    এত বছর আপনী কুথায় ছিলেন ইবলিষের বাবা

  • @arifchowdhury265
    @arifchowdhury2652 жыл бұрын

    এই ভিডিওর বক্তা যদি বাংলাদেশের কোন এক অঞ্চলের বাসিন্দা হয়ে থাকে, তবে তার প্রতি আমার চ্যালেঞ্জ থাকলো তার প্রতিটি বক্তব্যের সদুত্তর দিতে আর খুব অল্প সময়ের মধ্যে এই ব্যক্তির আসল মুখোশ টা উন্মোচন করতে খুব বেশি একটা সময় লাগবে না। ভিডিও বক্তা যদি একজন পিতার ঔরস জাত সন্তান হয়ে থাকে, আমার এই চ্যালেঞ্জ এর মোকাবেলা করুক দেখি।

  • @muhammadrafeekul5229
    @muhammadrafeekul52292 жыл бұрын

    ভাই আল্লাহতালা এই কোরআনকে মোহাম্মদ রাসুলের উপর নাজিল হহেছে।তার কথা অবশ‍্যই মানতে হবে। আপনি বলছেন মোহাম্মদের কথা মানা যাবে না।আপনি কোরআন কোথায় পাইলেন। উওর দিবেন।

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    100%. Don't accept everything; but he always said right about "Goru Chagol Mullah" absolutely and their "Lahual Hadis" contradictory to The Quran.

  • @Liton-Malitha
    @Liton-Malitha2 жыл бұрын

    ইরশাদ হয়েছে, ‘তিনি যা দেখেছেন, তাঁর অন্তর তা অস্বীকার করেনি। ’ (সুরা : নাজম, আয়াত : ১১)

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    আপনি কি গরু-ছাগল মোল্লার সাগরেদ ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট চালাইতে হবে।)

  • @shonamiah4959

    @shonamiah4959

    2 жыл бұрын

    Who was Rashian Mohammad. যেহেতু কোৰাণ আৰবী ভাষায় নাঝিল হয়েছে ৰাশিয়ায় কি আৰবী ভাষা ছিল? আপনে দেখছি ফাতনা বাৰাইতেছেন।আজ চৈধ্য শ বছৰ আগে থেকে মানুষ আৰবী মহম্মদ ছ:কে মেনে আসা হয়েছে।

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    @@shonamiah4959 100%

  • @sayaddatunnahar705
    @sayaddatunnahar7052 жыл бұрын

    আরবের মহম্মদ ই নবী আর সেজন্যই আরবী মুহম্মদের মাতৃভাষা আরবীতে কোরআন নাজিল করেছেন আল্লাহ।

  • @mashiatchoudhury

    @mashiatchoudhury

    2 жыл бұрын

    ai matha boro manush der kotha r video apnara avoid koren, Quran a je ayatgulite Allah Rabbul A'lameen shora shori Muhammad(sallallahu-----salam)ke je shob adesh diye manushke janate bolesen shei ayatguli ora jibone o bolbena because dhora pore jabe.aderke Allahr hate sere din apnader ke request korbo ader kotha r shoytan ar kotha same Allah shobaike shuja path dekhie deyesen r buje cholar towfiq jeno daan koren. Aameen--Aameen--Aameen

  • @misbahchowdury4609

    @misbahchowdury4609

    2 жыл бұрын

    @@mashiatchoudhury Don't talk like "Goru Chagol Mullaaahhhhhh..........." of Bangladesh who live on religion as a profession. Most of his episodes he revealed how fake and contradictory "hadis" is; but in this episode he made everything hazy and haphazard.

  • @aryanalif.8288

    @aryanalif.8288

    2 жыл бұрын

    শুনার আগেই বুঝেফেলেছেন? এটাই বাঙালী মুতলীমদের সমস্যা খুব বেশী বুঝে। জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক কমেন্ট চুদাইতে এসে যায়। তোদের মত মুতলীমদেরই বলা মিস্ক্বীন আল-মালুচ্চ্যু, আবুল-বক্বর বিন আল-খিঞ্জির।

  • @sayaddatunnahar705

    @sayaddatunnahar705

    2 жыл бұрын

    @@aryanalif.8288 কি বুজবো রে মূর্খটা কি কিছু বুঝাতে পারছে? দেখতে তো আস্ত একটা খৃস্টানের মতো ই লাগছে। নবীর দুশমন যারা তারাই ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। ঈমান চুর কোথাকার।

  • @sheikhahammed5714

    @sheikhahammed5714

    2 жыл бұрын

    Yes

  • @ahmedsobhan5560
    @ahmedsobhan55602 жыл бұрын

    as per your opinion on whom the Qur'an come from Allah ?

  • @pink4446
    @pink44462 жыл бұрын

    বাবা তুমি কোন মাদ্রাসার ছাত্র, ওখানে কি দিনে পড়ায় না রাত্রে পড়ায়, আমি তোমাকে গালি দিব না বাবা, আমার মনে হয় তুমি ওই মাদ্রাসায় সন্ধ্যার সময় পড়তে গিয়েছিলে, তাই পৃথিবীর যত গান সব তুমি পেয়েছো

  • @khairulislam2335

    @khairulislam2335

    Жыл бұрын

    পরকে বাবা না ডেকে৷ নিজের চিন্তা করুন

  • @zahurulislam6004
    @zahurulislam60042 жыл бұрын

    ভাই কুরআন যখন হাতে নিয়েছেন পড়তে থাকেন। এক সময় দেখবেন লাইনে এসে যাবেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।

  • @ibrahimalipur4591
    @ibrahimalipur45912 жыл бұрын

    এই লোকটি কী বলে? উনি কি বাংলাদেশে বসে এ কথা গুলো বলছেন?

  • @mrindia814

    @mrindia814

    2 жыл бұрын

    কেন? বাংলাদেশে থাকলে কি তছলিমা নাছৰীনেৰ মতো কৰবে?😄🤣

Келесі