রাশিয়ানসহ বিভিন্ন ভোজন রসিকদের নজর কেড়েছে ঈশ্বরদীর গ্রীণ সিটি সিফুড ষ্টেশন

Ойын-сауық

#গ্রীণ সিটি সিফুড ষ্টেশন ঈশ্বরদী#Green city c-food Station
গ্রীণ সিটি সিফুড স্টেশনটি ইতোমধ্যেই দেশী-বিদেশী বিভিন্ন পর্যটকদের নজর কেড়েছে।
পাবনায় ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রীণ সিটি সংলগ্ন সলিমপুর ইউনিয়নের জয়নগর ন্যাংড়ার দোকানের পাশে অবস্থিত গ্রীণ সিটি সিফুড ষ্টেশন।
গ্রীণ সিটি সিফুড ষ্টেশনে যে সকল খাবারে মুগ্ধ হয়েছেন দেশী-বিদেশী ভোজন রসিকেরা, তারমধ্যে অন্যতম- সিফুড রাইস, সিফুড প্লাটার, সিফুড স্যুপ, মাটন হায়দ্রাবাদী বিরিয়ানি, চিকেন রেশমী কাবাব, হারিয়ালী কাবাব, বিফ বটি কাবাব ইত্যাদি।
গ্রীণ সিটি সিফুড ষ্টেশনটি ২০২৩ সালের ১৩ই জানুয়ারি আড়াই বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্ণধার ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন।
তিনি মুলত ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ পরিদর্শন করতে আসা দেশী বিদেশী পর্যটকদের কথা মাথায় রেখে খাবারের গুনগত মান, খাবারের স্বাদ বিশ্ব মানের করতে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেন।
গ্রীণ সিটি সিফুড ষ্টেশনটিতে খাবারের পাশাপাশি বিনোদনের ব্যবস্থা রয়েছে।

Пікірлер

    Келесі