No video

পুকুরে মাছ চাষে সব ধরনের সমস্যা, ঝুকি সমাধান, মাছ ভাসা লাল সবুজ স্তর ঘোলাত্ব কীভাবে প্রতিকার করতে হয়

মাছ চাষে অনেক সমস্যাই দেয়া যায় এর মধ্যে শীতকালে একটু বেশি সমস্যা দেয়া যায়।শীতকালে মাছের বিশেষ যত্ন নিতে হয়। কারণ এ সময়ে পুকুরে পানি কমে, পানি দূষিত হয়, পানি গরম হয়, অক্সিজেন কমে যায়, গ্যাস সৃষ্টি হয়, রোগবালাইসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এসব সমস্যার জন্য মাছের মড়ক দেখা দিতে পারে। এতে মাছ চাষি ক্ষতিগ্রস্ত হয়। সমস্যার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে ও সমস্যা হওয়ার পরেও সমাধান করে মাছের উৎপাদন স্বাভাবিক রাখা যায়।

Пікірлер: 51

    Келесі