প্রথমা স্ত্রী নার্গিসকে লেখা কাজী নজরুল ইসলামের প্রথমওশেষ চিঠি: নার্গিসকে নজরুল :পাঠে: রত্না বিশ্বাস

প্রথমা স্ত্রী নার্গিসকে লেখা কাজী নজরুল ইসলামের প্রথম ও শেষ চিঠি: নার্গিসকে নজরুল :পাঠে: রত্না বিশ্বাস
নার্গিস আসার খানম (সৈয়দা খাতুন) কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী। নার্গিস বর্তমান কুমিল্লা জেলার মুরাদনগর থানার দৌলতপুর গ্রামের খাঁ বাড়ির আসমাতুন্নেসার মেয়ে। তার পিতার নাম মুন্শী আবদুল খালেক। নার্গিসের মামা আলী আকবর খান নজরুলের সাথে কলকাতায় পাশাপাশি থাকতেন। তিনি নজরুলকে তার বাড়ি কুমিল্লায় নিয়ে যান ১৯২১ সালে।
সেখানে থাকাকালীন কবি নার্গিসের প্রেমে পড়েন। কবির প্রেমে পড়েন নার্গিসও। ১৩২৮ বঙ্গাব্দের ৩ আষাঢ় শুক্রবার কবির সাথে নার্গিসের বিয়ের দিন ধার্য হয়। সেদিন বিয়ের আকদ্ সম্পন্ন হলেও (কিছু ঐতিহাসিক দ্বিমত পোষণ করেন) নজরুল বাসর সম্পন্ন না করেই (কারো কারো মতে বাসরের পরের দিন প্রাতে) নার্গিসকে ছেড়ে দৌলতপুর ত্যাগ করেন।
এরপর নার্গিসের সাথে নজরুলের দেখা হয় দীর্ঘ ১৫ বছর পর। তখন তাদের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ ঘটে। কবি আজিজুল হাকিমের সাথে নার্গিসের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়।
দৌলতপুর থেকে চলে আসার পর নার্গিস পনের বছর পর্যন্ত নজরুলকে অব্যাহতভাবে চিঠি লিখেছিলেন। অভিমানী কবি সেসব চিঠির জবাব দেননি। নার্গিসের প্রতিটি চিঠির জব‍াব ছিল কবির লেখা অসংখ্য গীতি কবিতা।
নার্গিস কবি জীবন থেকে আপাত অদৃশ্য হলেও প্রকৃতঅর্থে আরো গভীরভাবে ফিরে এসেছিলেন। এসেছেন অসংখ্যবার কবির অসংখ্য গানে, কবিতায় আর স্মৃতিচারণায়। কাজী নজরুল ইসলামকে দ্রোহ আর প্রেমের কবি হিসেবে প্রতিষ্ঠার পেছনে যার অদৃশ্য অবদান সবচেয়ে বেশি তিনি নিসন্দেহে কবির প্রথম প্রেম প্রথমা স্ত্রী নার্গিস আসার খানম।
ছায়ানট; পূবের হাওয়া; চক্রবাকসহ কবির অসংখ্য গান কবিতা এর জাজ্বল্যমান প্রমাণ।
কবি অভিমান ভুলেছিলেন কিনা তা আজো রহস্য। তবে পনের বছর পর কবি নার্গিসকে উদ্দেশ্য করে লেখেন তার প্রথম ও শেষ চিঠি। বাংলা সাহিত্যে এ চিঠি অতুলনীয়...।
Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★Subscribe to us: sanjibani sudha,

Пікірлер

    Келесі