প্রাইজবন্ডের নাম্বার কিভাবে চেক করবেন?

Ғылым және технология

👉 prachurja.com/
প্রাইজবন্ডের নাম্বার কিভাবে চেক করবেন তা জানতে আমাদের সহজ নির্দেশিকা অনুসরণ করুন।
অনলাইনে চেক করুন: বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের ওয়েবসাইটে প্রাইজবন্ডের ফলাফল প্রকাশ করা হয়। আপনি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে প্রাইজবন্ডের নির্দিষ্ট পৃষ্ঠায় প্রবেশ করে আপনার প্রাইজবন্ডের নাম্বারটি প্রবেশ করাতে পারেন এবং ফলাফল দেখতে পারেন।
প্রাইজবন্ডের নাম্বার চেক করার করার জন্য কিভাবে এড করবেন।
প্রথমেই আপনাকে প্রাচুর্য ডট কমের আপস বা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। রেজিস্ট্রেশন করা না থাকলে উপরের ডান কর্নারে রেজিস্টার বাটনে ক্লিক করে নাম, মোবাইল নাম্বার ও সুবিধামতো পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে।
আগে থেকেই রেজিস্টার করা থাকলে লগইন বাটনে ক্লিক করে লগইন করে নিতে হবে।
লগইন করার পর আপনার ড্যাশবোর্ড থেকে এড প্রাইজবন্ড বাটনে ক্লিক করবেন।
নিচের দিকে দুইটি ফর্ম ওপেন হবে। একটি হল সিঙ্গেল নাম্বার এন্ট্রি অন্যটি হল মাল্টিপল নাম্বার এন্ত্রি।
আমরা প্রথমে সিঙ্গেল নাম্বার এন্ট্রি কিভাবে করতে হয় সেইটা দেখবো।
আপনার প্রাইজবন্ডের নাম্বার যদি এলোমেলো ভাবে থাকে অর্থাৎ সিরিয়ালে না থাকে, তাহলে সিঙ্গেল নাম্বার এন্ট্রি সিস্টেম ব্যবহার করতে হবে।
প্রাইজবন্ডের গায়ে যে সিরিজ লেখা আছে, সেই সিরিজ এই ড্রপ ডাউন মেন্যু থেকে সিলেক্ট করতে হবে, তারপর নিচের বক্সে ৭ সংখ্যার প্রাইজবন্ডের নাম্বার ইংরেজিতে লিখে যুক্ত করুন বাটনে ক্লিক করতে হবে।
দেখুন নাম্বারটি যুক্ত হয়েছে, সবুজ রংয়ের একটি তার নোটিফিকেশন এসেছে। এই ভাবে একটি একটি করে ফ্রী প্যাকেজের আওতায় সর্বোচ্চ ৫টি প্রাইজবন্ডের নাম্বার এন্ত্রি করতে পারবেন। ৫টির বেশী হলে আপনাকে যেকোন একটি প্যাকেজ সাবস্ক্রাইব করে নিতে হবে। প্যাকেজ কিভাবে সাবস্ক্রাইব করতে হবে আমরা অন্য ভিডিওতে দেখাবো।
যে যে নাম্বার যুক্ত হবে সেইগুলো, নিচের দিকে “লেটেস্ট প্রাইজবন্ড লিস্ট” এই বক্স থেকে দেখতে পারবো।
প্রাইজবন্ডের নাম্বার কিভাবে চেক করবেন?
এইবার আসি মাল্টিপল নাম্বার এন্ট্রি সিস্টেমেঃ
যাদের কাছে অনেক বেশী প্রাইজবন্ড আছে, তারা এই সিস্টেমে একসঙ্গে ১০০টি প্রাইজবন্ড এন্ত্রি করতে পারবেন, এই ভাবে ১০০ করে অনেক বেশী প্রাইজবন্ডের নামার এন্ট্রি করতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তবে প্রাইজবন্ডের নাম্বারগুলো সিরিয়ালে থাকতে হবে।
শুরুতেই “মাল্টিপল এন্ট্রি” অপশনটি লক করা থাকে। ব্রোঞ্জ বা তার উপরের কোন প্যাকেজ সাবস্ক্রাইব করলে অটোমেটিক এই অপশনটি অনলক হয়ে যাবে।
মাল্টিপল এন্ট্রি সিস্টেমে প্রথমেই প্রাইজবন্ডের সিরিজ ড্রপ ডাউন মেন্যু থেকে সিলিক্ট করে নিতে হবে। নীচের বক্সে, এক সিরিয়ালে আপনার কাছে যতগুলো প্রাইজবন্ড আছে তার প্রথম নাম্বারটি বসাতে হবে, এবং পরবর্তী বক্সে এই সিরিয়ালে মোট কতগুলো প্রাইজবন্ড আছে সেই সংখ্যা লিখতে হবে।
একটি উদাহরনের মাধ্যমে পরিস্কার করার চেষ্টা করছি। ধরা যাক আমার কাছে এক সিরিয়ালে গব সিরিজের ৫টি প্রাইজবন্ড আছে। এই সিরিজের প্রথম নাম্বার ০৯৮৭৬৫৪ এই বক্সে লিখলাম এবং পরবর্তী বক্সে ৫ লিখে যুক্ত করুন বাটনে ক্লিক করলাম। দেখুন ৫টি নামার যুক্ত হয়েছে এবং সবুজ রংয়ের একটি তার নোটিফিকেশন এসেছে।
আপনি এখন পর্যন্ত যতগুলো প্রাইজবন্ডের নাম্বার যুক্ত করেছেন, তার সবগুলো একসঙ্গে দেখতে চাইলে “আমার প্রাইজবন্ড” বাটনে ক্লিক করতে হবে। এইখান থেকে আপনার প্রাইজবন্ডের নাম্বারগুলো পি ডি এফ এবং এক্সেল শীটে ডাউনলোড করে নিতে পারেবন।
#prizebond #prize_bond #প্রাইজবন্ড #prachurja #prizebond_checker #প্রাইজবন্ড প্রাইজবন্ডের নাম্বার কিভাবে চেক করবেন?

Пікірлер: 14

  • @RiyazUddin-cy5fu
    @RiyazUddin-cy5fu8 ай бұрын

    ভাই বাংক থেকে প্রাইজ বন্ড গুলো খরিদ করার সময় ওরা কিছুবলেনা তাহলেকি আমাদেের গুলা ড্র তে সামিলহবেনা জানাইবেন

  • @prachurja2023

    @prachurja2023

    8 ай бұрын

    ব্যাংক কিছু বলুক আর না বলুক আপনার প্রাইজবন্ড ড্রতে শামিল হবে।

  • @user-mw3ii9cm2j
    @user-mw3ii9cm2j2 ай бұрын

    Prize bound kinichi 19 tarikhe 2024 kintu sil ache prize boune 2022 kobe chek korbo.

  • @prachurja2023

    @prachurja2023

    2 ай бұрын

    আপনি আজকেই চেক করুন। পুর্বের দুই বছরের সাথে মিলিয়ে দেখার সুযোগ আছে।

  • @user-mw3ii9cm2j

    @user-mw3ii9cm2j

    2 ай бұрын

    Dui bochorer prize bound ki kore chek korbo

  • @avroidz007
    @avroidz0072 ай бұрын

    2lac tkr prize bond kineu lav hoy na lol

  • @prachurja2023

    @prachurja2023

    2 ай бұрын

    ঠিক বলেছেন। এফ ডি আর করে রাখলে লাভ বেশি।

  • @Mycartoon2.0
    @Mycartoon2.08 ай бұрын

    আমার দুটি প্রাইজবন্ধ আছে এড করেছিলাম কিন্তু সেগুলো ২০ বছর আগের এখন কি করব। তাছাড়া কোনা প্রাইজবন্ধে জিতিওনী😔☹️😞😭

  • @prachurja2023

    @prachurja2023

    8 ай бұрын

    দুইটি প্রাইজবন্ড দিয়ে এই যুদ্ধে বিজয়ী হওয়া একরকম অসম্ভব। আরও কিছু কিনে রাখুন।

  • @zilanuddinramim
    @zilanuddinramim8 ай бұрын

    আমাকে 5 টা bond অ্যাড করতে বলে। কিন্তু আমি নতুন

  • @prachurja2023

    @prachurja2023

    8 ай бұрын

    ৫টির বেশি যত ইচ্ছা এন্ট্রি করতে পারবেন।

  • @k.rahman7788
    @k.rahman77888 ай бұрын

    নাম্বার ভুল এন্ট্রি হলে করনীয় কি?

  • @prachurja2023

    @prachurja2023

    8 ай бұрын

    ফ্রী প্যাকেজের ইউজার নাম্বার এডিট বা ডিলিট করতে পারবে না। কোন প্যাকেজ সাবস্ক্রাইব করা থাকলে নাম্বার ডিলিট করে আবার এন্ট্রি করতে পারবেন।

  • @zilanuddinramim

    @zilanuddinramim

    8 ай бұрын

    কিনতে পারছি না আমি

Келесі