ফ্যামিলি ভিসায় আমেরিকা॥ পরিবারভিত্তিক অভিবাসন॥ আমেরিকাতে আত্মীয় থাকলে কিভাবে আমেরিকা আসবেন?

ফ্যামিলি ভিসায় আমেরিকা॥ পরিবারভিত্তিক অভিবাসন॥ আমেরিকাতে আত্মীয় থাকলে কিভাবে আমেরিকা আসবেন?
যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবারের সদস্যদের মাধ্যমে গ্রীন কার্ড: কারা পাবেন?
আপনার পরিবারের ঘনিষ্ট কেউ যুক্তরাষ্ট্রে থাকলে গ্রীনকার্ড পাওয়ার ক্ষেত্রে তিনি আপনাকে অনেক খানি সাহায্য করতে পারেন। তবে এক্ষেত্রে সফলতা সবচেয়ে বেশি নির্ভর করে, আপনার সাথে তার সম্পর্কটি কি তার ওপর। সম্পর্ক যত ঘনিষ্ট হবে, সম্ভাবনাও তত বেশী নিশ্চিত। তাছাড়া আপনার আত্মীয় একজন যুক্তরাষ্ট্রের নাগরিক নাকি গ্রীনকার্ডধারী, সেটিও দেখার বিষয়। গ্রীনকার্ডধারীদের চেয়ে দেশটির নাগরিকেরা এক্ষেত্রে বেশী সফল। তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটিও বেশ দ্রুত।
পারিবারিক সম্পর্কের ভিত্তিতে গ্রীনকার্ড পাওয়ার কিছু সুবিধা-অসুবিধা:
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা বিবেচ্য হবেনা।
প্রাথমিক আবেদনকারীর ওপর নির্ভরশীল বা সহগমনকারী হিসেবে তার স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের নীচে অবিবাহিত সন্তান বিবেচনায় আসতে পারে।
যে কোন ধরনের অপব্যবহারে অন্যান্য সকল গ্রীনকার্ডের মতোই এটিও কর্তৃপক্ষ প্রত্যাহার করার ক্ষমতা রাখে। যেমন, অভিবাসন কর্তৃপক্ষকে না জানিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে বসতি স্থাপন, কোন অপরাধে জড়ানো ইত্যাদি।
সাধারণত ৫ বছর (এবং যুক্তরাষ্ট্রের নাগরিকের সাথে বিবাহিতদের ক্ষেত্রে ৩ বছর) পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত কোন আত্মীয়ের মাধ্যমে আপনি গ্রীনকার্ড পাওয়ার যোগ্যতা যোগ্যতা অর্জন করবেন যদি আপনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া কোন ব্যাক্তির-
সরাসরি আত্মীয়,
অগ্রাধিকার পেতে পারে এমন কোন আত্মীয়, অথবা
সহগমনকারী হন।
এবার আসুন কারা হবেন সরাসরি আত্মীয়?
সরাসরি আত্মীয়দের ক্ষেত্রে সুবিধা এই যে, তাদের সংখ্যার কোন সীমাবদ্ধতা নেই। তারা বাৎসরিক কোন সংখ্যা বা কোটার বাইরে। এমন ব্যাক্তিরা হলেন-
যুক্তরাষ্ট্রের নাগরিকের স্বামী অথবা স্ত্রী: আইনগতভাবে বিবাহিত দম্পতি। কমপক্ষে দুই বছর যাবত বিবাহিত দম্পতির কেউ একজন মারা গেলে, অন্যজন দুই বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
২১ বছরের নিচে অবিবাহিত সন্তান
২১ বছরের বেশী বয়সী সন্তানের বাবা-মা:
যাদের বয়স ২১ বছরের বেশী তারা নাগরিক না হওয়া পর্যন্ত তাদের মাধ্যমে বাবা-মার অভিবাসনের কোন সুযোগ নেই। সৎ বাবা-মার সন্তানরাও সরাসরি আত্মীয় হিসেবে বিবেচিত হবে যদি, ওই বিয়ে বা সৎ সন্তানের জন্ম, আবেদনকারীর সন্তানের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই হয়ে থাকে।
অগ্রাধিকার পাওয়ার যোগ্য আত্মীয় কারা হবেন?
গ্রীনকার্ড পাওয়ার ক্ষেত্রে এটিও একটি উপযোগী মাধ্যম কিন্তু প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। চাহিদার ভিত্তিতে আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে।
এমন আত্মীয় তারাই হবেন-
পারিবারিকভাবে প্রথম অগ্রাধিকার প্রাপ্ত: যুক্তরাষ্ট্রের কোন নাগরিকের ২১ বছর বা তার বেশী বয়সী অবিবাহিত সন্তান
পারিবারিকভাবে দ্বিতীয় অগ্রাধিকার প্রাপ্ত: এক্ষেত্রে আরো দুটি উপভাগ আছে-
২-A ক্যাটাগরিতে আছে গ্রীনকার্ডধারী ব্যাক্তির স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের নিচের সন্তান।
২-B ক্যাটাগরিতে আছে ২১ বছরের বেশী বয়সী অবিবাহিত সন্তান।
পারিবারিক তৃতীয় অগ্রাধিকার প্রাপ্ত: যুক্তরাষ্ট্রের নাগরিকের যে কোন বয়সের বিবাহিত সন্তান।
পারিবারিকভাবে চতুর্থ অগ্রাধিকার প্রাপ্ত: যুক্তরাষ্ট্রের নাগরিক যার বয়স নূন্যতম ২১ বছর তার ভাই অথবা বোনরা।
সহগমনকারী হিসেবে কারা যোগ্য?
একজন যুক্তরাষ্ট্রের নাগরিক যদি তার কোন বিদেশী আত্মিয়ের জন্য ১-১৩০ ধারায় আবেদন করে থাকেন, তাহলে ওই আবেদন প্রক্রিয়ায় তার স্বামী বা স্ত্রী অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান সহজেই যুক্ত হয়ে যাবে। (যদি তারা চায়) তবে তাদের অবশ্যই পৃথকভাবে নিজ নিজ আবেদন করতে হবে। এই ধরনের ‘সহগমনকারী সুবিধা’ তারাই পাবেন-
পারিবারিকভাবে প্রথম অগ্রাধিকারের ক্ষেত্র: যখন একজন যুক্তরাষ্ট্রের নাগরিক ২১ বছর বা তার বেশী বয়সী অবিবাহিত সন্তানের জন্য আবেদন করছেন।
পারিবারিকভাবে দ্বিতীয় অগ্রাধিকারের ক্ষেত্র: যখন একজন স্থায়ী অভিবাসী তার স্বামী/স্ত্রী/অবিবাহিত সন্তানের জন্য আবেদন করছেন।
পারিবারিকভাবে তৃতীয় অগ্রাধিকারের ক্ষেত্র: যখন একজন নাগরিক তার একজন বিবাহিত সন্তানের জন্য আবেদন করছেন।
পারিবারিকভাবে চতুর্থ অগ্রাধিকারের ক্ষেত্র: যখন একজন নাগরিক তার নূন্যতম ২১ বছর বয়সী ভাই অথবা বোনের জন্য আবেদন করছেন।
#পরিবার_ভিসায়_আমেরিকা #family_immigration #আমেরিকা #arifurrahman #নিউইয়র্ক #bangladeshi_vlogger #travel #usa_visa #usa_greencard #usa_visa #viralvideo_usa_visa

Пікірлер: 51

  • @chumkirrannaghor3281
    @chumkirrannaghor3281

    ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন। আপনার কথাগুলো শুনলাম অনেকের উপকারে আসবে।

  • @afrin183
    @afrin183

    অনেক ভাল লাগলো আপনার কথাগুলো।

  • @bachhubairagi8686
    @bachhubairagi8686

    Thanks Sir

  • @tusherff4732
    @tusherff4732

    First comment bhai 💗

  • @KamalHossain-fn8cf
    @KamalHossain-fn8cf

    Very helpful informative nice video brother ❤❤❤

  • @soumitrabanerjee7341
    @soumitrabanerjee7341

    can autophegy help in l4 l5 disc bulge? if yes, how long at a stretch and hdow many times per week ?

  • @nurulhasanR
    @nurulhasanR

    ভাই ইউরোপ থেকে আমেরিকা যাওয়া কি সহজ?এই নিয়ে একটা ভিডিও বানান ভাই।From Kolkata

  • @saifulislamamey
    @saifulislamamey

    Good

  • @obaidkarim7497
    @obaidkarim7497Күн бұрын

    My love America

  • @shahinpatwary70
    @shahinpatwary70

    Nice 🎉🎉🎉

  • @obaidkarim7497
    @obaidkarim7497Күн бұрын

    Like America

  • @nurulhasanR
    @nurulhasanR

    ভাই ইউরোপ থেকে আমেরিকা কিভাবে যাওয়া যায় ?সেটা কি সহজ প্রসেস?

  • @fatemanur4585
    @fatemanur4585

    আমার দেশ ছেড়ে যেতে ইচ্ছে করে না,কিন্তু আমার ছেলে ন্যনি না দাদি চায় তার অনাগত সন্তানের জন্য, আমিও অধীর আগ্রহে, পথ চেয়ে বসে আছি কবে দাদি হবো।আল্লাহ মালিক যেন মনের আশা পুরণ করেন,দোয়া করবেন ছোট ভাই। 😂😂

  • @MdAbdullahAlmamun-xl2tj
    @MdAbdullahAlmamun-xl2tj

    ভাই আমি মাদরাসার চাএ আমি ২৩ এ পরিক্ষা দিয়েছি এখন ২৫ এ কি আবেদন করতে পারব। বিজ্ঞান বিভাগ

  • @Hridoy-fq3ph
    @Hridoy-fq3ph

    ভাইয়া আত্মীয়র মাধ্যমে আমেরিকা যেতে কতদিন সময় লাগতে পারে

  • @hussainmohammad2244
    @hussainmohammad2244

    Thanks for nice post brother

  • @muktarmuktar5834
    @muktarmuktar5834

    চাচাত কাকা যদি বাতিজি ইস্টুডেন বিসা যায় তাহলে কি সমসা হলে ওখানে কি সাহাজ করতে পারবে কি।

  • @rashedraihan5222
    @rashedraihan5222

    ভাইয়া আমার আমেরিকান একটা মেয়ের সাথে সম্পর্ক আছে সে যদি আমাকে নিয়ে যেতে চায় তাহলে কতো দিন সময় লাগবে প্লিজ একটু জানাবেন

  • @sujitbarua9839
    @sujitbarua9839

    সময় বেশি লাগার কারনেই বয়স বাড়ছে।

  • @Dailydrops0
    @Dailydrops0

    Hello vai f4 visa koto din lagbe apply 2016 e please janaben

Келесі