ফিলিস্তিন ইস্যুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কঠিন হুঁশিয়ারী || জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি যা বললেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বাংলা ভাবানুবাদ:
এখানে তিনি ফিলিস্তিন ও গাজা উপত্যকায় চলমান বর্বরতার বিরুদ্ধে তাঁর দেশের পক্ষে বলিষ্ঠ ও সাহসী বক্তব্য রেখেছেন।
তার কথার সারাংশ : আমরা এভাবে নির্বিচার হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতারও প্রতিবাদ করছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো সংঘের যৌক্তিকতাই তৈরি হয়েছিল এ ধরনের পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য, যা করতে ব্যর্থ হয়েছে এই সংঘ।
আমরা ১৯৬৭ সালের সীমানা মেনে দুই রাষ্ট্রের সমাধানের পক্ষে। যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে নিজেদের সীমানায় তারা অন্যসব দেশের মতো যাবতীয় অধিকার ভোগ করবে।
আরো জানতে আমাদের চ্যানেলটি ফলো করুন।
ছোট্ট কিশোরের বক্তব্য: • কিশোরের সাহস দেখে সবা...

Пікірлер: 9

  • @RoadToHijaz
    @RoadToHijaz8 ай бұрын

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এখানে তিনি ফিলিস্তিন ও গাজা উপত্যকায় চলমান ব.র্ব.র বিরুদ্ধে তার দেশের পক্ষে বলিষ্ঠ বক্তব্য রেখেছেন। তার কথার সারাংশ : আমরা এভাবে নির্বিচার হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতারও প্রতিবাদ করছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো সংঘের যৌক্তিকতাই তৈরি হয়েছিল এ ধরনের পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য, যা করতে ব্যর্থ হয়েছে এই সংঘ। আমরা ১৯৬৭ সালের সীমানা মেনে দুই রাষ্ট্রের সমাধানের পক্ষে। যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে নিজেদের সীমানায় তারা অন্যসব দেশের মতো যাবতীয় অধিকার ভোগ করবে।

  • @khurshidabanu4696

    @khurshidabanu4696

    8 ай бұрын

    আমিন ইয়া রব!

  • @khurshidabanu4696
    @khurshidabanu46968 ай бұрын

    আলহামদুলিল্লাহ! এভাবেই ফিলিস্তিনের পক্ষে ইসলামিক দেশ তথা রাষ্ট্র গুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখুক, ইন শা আল্লাহ। ☝️🤲

  • @Shahalam51042
    @Shahalam510428 ай бұрын

    নিন্দা আর বিবৃতি দিয়ে দায়িত্ব সারা যাবেনা। ইরানের মত শক্ত অবস্থান নিতে হবে রণক্ষেত্রে কঠিন জবাব দিতে হবে। শুধু সৌদি আরব যদি কঠিন অবস্থান গ্রহণ করে সব মুসলিম রাষ্ট্র এক হয়ে প্রতিরোধ গড়বে।

  • @identityofallah
    @identityofallah8 ай бұрын

    আল্লাহ্‌ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্‌র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ ...///////////////////// ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন, ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন।

  • @rahihaque2484
    @rahihaque24848 ай бұрын

    ভাই বাংলা সাব-টাইটেল দিন প্লিজ

  • @ayshakarim3719
    @ayshakarim37198 ай бұрын

    কিছু বুঝতে পারছি না। বাংলা ভাষা করে বলেন।

  • @user-rz8cu7gf5o
    @user-rz8cu7gf5o8 ай бұрын

    Please raise your voice against taror Israil and USA

Келесі