ফেরোমন ফাঁদ ব্যবহারের ভুলসমূহ ও সঠিক পদ্ধতি ||Right ways to use pheromon traps- usingwrong ways

"ফেরোমন ফাঁদ" নামটি অনেকেই শুনেছেন। ব্যবহারের পরিমানও অনেক বৃদ্ধি পাচ্ছে । সব ধরণের ফসল, সবজি চাষে ক্ষতিকর পোকা ও মাছিসহ বিভিন্ন কীটপতঙ্গ দমনের উৎকৃষ্ট মাধ্যম ফেরোমন ফাঁদ। এটি তৈরির সঠিক পদ্ধতি অনেকেই জানেন না। আজকে জানতে পারবেন ফেরোমন ফাঁদ ব্যবহারের ভুলসমূহ এবং ব্যবহারের সঠিক পদ্ধতি গুলো।
#ফেরোমন_ফাঁদ #মাছি_পোকা দমনের একটি জৈব পদ্ধতি বলা হয়। এজন্য একটি লিউর ও একটি বয়াম দরকার হয়। লিউরটি বাজারে কিটনাশকের দোকানে কিনতে পাওয়া যায়। বিভিন্ন কোম্পানীর লিউর পাওয়া যায়। তবে ইস্পাহানী ব্র্যান্ডের available পাওয়া যায়।
#কুমড়াজাতীয়_ফসল, পেয়ারা, আম, বেগুনের জন্য আলাদ ধরণের লিউর ব্যবহার করতে হয়। লিউরটি দেখতে তাবিজের মতো। সুতা লাগানোর জন্য ছিদ্র আছে। বাজারে বয়াম সহ কিনতে পাওয়া যায় তবে দাম বেশি নিবে। বয়ামসহ প্রায় ৬০ টাকা।
বয়াম ছাড়া শুধু লিউরের দাম ২৫-৩০ টাকা হতে পারে । চানাচুর, বিস্কুটের বয়াম দিয়ে ফাঁদ তৈরি করা যেতে পারে । সুতরাং শুধু লিউর কিনলেই চলবে। বয়ামে মুখায় ছিদ্র করে সুতা ঝুলিয়ে লিউর বেঁধে দিলেই হবে। বয়ামের মাঝ বরাবর উভয় পাশে ত্রিভুজাকৃতির জানালা কেটে নিতে হবে।
লিউরটি জানালা বরাবর বয়ামের ভিতর ঝুলিয়ে দিবেন।
৫ থেকে ৬ দিন পর পর সাবানের পানি পরিবর্তন করতে হবে।

Пікірлер: 2

  • @sabitomi7273
    @sabitomi7273

    উপকৃত হলাম

  • @sayedjubaer-lv7yi
    @sayedjubaer-lv7yi

    ধন্যবাদ

Келесі