পাপেট তৈরির সহজ নিয়ম ও পাপেট দিয়ে গল্প || সামষ্টিক মূল্যায়ন শিল্প-সংস্কৃতি -২য় ধাপ || পাপেটের গল্প

#শিল্পওসংস্কৃতি #৬ষ্ঠ_শ্রেণি #২য় ধাপের মূল্যায়ন #শিক্ষা #mubc
পাপেট তৈরির নুয়ম
• পাপেট তৈরির সহজ নিয়ম |...
• ধাপ ২ (দ্বিতীয় কর্মদিবস : ১০ মিনিট)
০ পূর্ব সেশনের পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীরা আঙ্গুল পাপেট বা হাত পাপেট তৈরি করবে।
এক্ষেত্রে শিক্ষার্থীরা এককভাবে আঙ্গুল পাপেট অথবা দলগতভাবে হাত পাপেট বানাবে। শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা, উপকরণ ও অন্যান্য বিষয় বিবেচনা করে শিক্ষার্থীরা কিভাবে পাপেট তৈরি করবে তার নির্দেশনা প্রদান করে দিবেন।
০ পাপেট তৈরি করে জমা দিবে।
এই সেশনে যা মূল্যায়ন করবেন:
০ শিক্ষার্থীরা পাপেট তৈরি করতে পেরেছে কি না অথবা যথোপযুক্ত হয়েছে কি না অথবা দক্ষতার সাথে করতে পেরেছে কি না, তা মূল্যায়ন করবেন (PI ৬.১.২)।

Пікірлер

    Келесі