Nijhum dwip(নিঝুমদ্বীপ) - শীতকালে বিচ ক্যাম্পিং | চট্টগ্রাম থেকে কিভাবে যাবেন?| 😍

Nijhum dwip(নিঝুমদ্বীপ) - সুন্দরের নির্জন বসবাস যেখানে | শীতকালে বিচ ক্যাম্পিং | চট্টগ্রাম থেকে ||
#ExtremeTravellers আবারো এক্সট্রিম টুর নিয়ে হাজির হল। আমাদের এবারের টুর হল নিঝুমদ্বীপ। ১৫ জনের একটা বড় পরিবার আমরা নিঝুমদ্বীপ ঘুরে আসলাম বছরের প্রথম দিন।
কিভাবে যাবেনঃ
বছরের শেষ দিন রাত ১১.৩০ এর বাসে চট্টগ্রাম এর অলংকার মোড় থেকে রওনা দিলাম হাতিয়ার চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে। রেসালাহ পরিবহনের বাস রাত ৮টা থেকে আধা ঘণ্টা পর পর বাস ছেড়ে যায়। ভাড়া নিবে ৩০০ টাকা করে।
ভোর বেলা চেয়ারম্যান ঘাট ঘাট পৌঁছে যাত্রি বাহি ট্রলারের জন্য অপেক্ষা করলাম। এর পর সকালে ট্রলারে করে হাতিয়ার ললছিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাড়া নিবে ১৫৫টাকা। সময় লাগবে দেড় ঘন্টা মত। আর সময় বাচাতে চাইলে স্পীবোটে করে যেতে পারেন। সময় লাগবে ২৫ মিনিট আর খরচ পরবে প্রতিজন ৪০০টাকা।
নলছিরা ঘাট থেকে হাতয়ার অপর প্রান্তের মোক্তারিয়া ঘাটে যাবার অপশন দুইটা। এক সিএনজি। ভাড়া নিবে ৬০০-৭০০। আর দুই হল মোটরসাইকেল। ভাড়া নিবে ২৫০টাকা করে একজন।
মোক্তারিয়া ঘাট থেকে নিঝুমদ্বীপ এর বন্দরটিলা ঘাটে যেতে হবে। এখানেও দুইটা অপশন। এক ট্রলার। ভাড়া নিবে প্রতিজন ৩০টাকা। সময় 20 মিনিট। আর দুই হল স্পীড বোট। ৫০ টাকা নিবে আর সময় লাগবে ১০ মিনিট।
নিঝুমদ্বীপ এর বন্দরটিলা ঘাটে অটোরিকশা পাওয়া যায়। নামার বাজার পর্যন্ত ৫০ টাকা নিবে। আমরা আমাদের গাইড আলী(01641430105) কে আগেই চট্টগ্রাম থেকে বুক করে নিয়েছিলাম। আলী অটোরিকশা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করেছে ঘাটে। আলীর কাছে ক্যাম্পিং করার টেন্ট সহ দরকারি সবকিছু পাবেন। সে বারবিকিউ এর সব আয়োজন করে দেয়।
দুপুরে খেয়ে আমরা নামার বাজার ওয়াচ-টাওয়ার থেকে ঘুরে চৌধুরী খাল সংলগ্ন ম্যানগ্রোভ বনের মধ্যে ঘুড়ে বেরিয়েছি। মাঝি মনির হোসেন(01831180056)
রাতে ক্যাম্পিং, বারবিকিউ, খিচুড়ি আর ফানুশ উড়ানো শেষে ঘুম।
পরদিন খুব সকালে আমরা চোয়াখালি বনে হরিণ দেখতে গিয়েছি। বনের যত গহীনে গিয়েছি তত বেশি মুগ্ধতা ছড়িয়েছে। অপরুপ সুন্দর। ঘন্টা খানেক হেঁটে আমরা হরিনের ঝাঁক দেখতে পেয়েছি। ভিডিও তে কিছুটা হলেও ধরা পড়েছে।
নিঝুমদ্বীপ এর বিখ্যাত দই, খেজুরের রসের পায়েস আর ডাব খেয়েছি। এরপর দুপুরে চট্টগ্রামের পথে বেড়িয়ে পড়লাম ঠিক যেভাবে এসছি সেভাবেই ফিরে গেলাম।
আরো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ্রে জয়েন করতে পারেন।
লিংকঃ
groups/47424...
Music:
This channel doesn’t own any of the music track that used in the video.
1. Overseas - Vlad Ghuschenko
• Video
2. Journey - MOKKA
• Journey Travel Acousti...
3. Forgotten Memories - Daniel klFWsA
• Daniel Kaede - Forgott...
Please do subscribe to our channel and enjoy the video. Thank you.

Пікірлер: 20

  • @mdjanmdjan4562
    @mdjanmdjan456210 күн бұрын

    ❤❤

  • @mdyounos5366
    @mdyounos53664 ай бұрын

    ধন্যবাদ ভাই আপনাকে আমাদের নোয়াখালী জেলা হাতিয়ার নিঝুম দ্বীপ কে এত সুন্দর ভাবে মানুষের সামনে উপস্থাপনা করার জন্য 🥰

  • @mamunmd6587
    @mamunmd65872 жыл бұрын

    good

  • @extremetravellers1789

    @extremetravellers1789

    2 жыл бұрын

    Thank you

  • @dibakarshaha4893
    @dibakarshaha48933 жыл бұрын

    It's amazing! I wish I could go with u all.

  • @extremetravellers1789

    @extremetravellers1789

    3 жыл бұрын

    Thank you

  • @irtizaashiqalam3913
    @irtizaashiqalam39133 жыл бұрын

    Nicely captured. 👍

  • @extremetravellers1789

    @extremetravellers1789

    3 жыл бұрын

    Thank you Ashiq

  • @mohammadshlimon300
    @mohammadshlimon3003 жыл бұрын

    Beautiful!

  • @extremetravellers1789

    @extremetravellers1789

    3 жыл бұрын

    Thank you

  • @explorewithshaown3206
    @explorewithshaown32063 жыл бұрын

    বেশ কয়েকদিন যাবৎ চট্টগ্রাম থেকে নিঝুম দ্বীপের রুট পরিকল্পনা করছিলাম। আপনার রুট আর আমার রুট সেইম। নিজের প্লানের প্রতি বিশ্বাস বাড়লো। ধন্যবাদ। ভাই কিছু বিষয় জানার ছিল, যদি উত্তর দিতেন তো উপকৃত হতাম।

  • @extremetravellers1789

    @extremetravellers1789

    3 жыл бұрын

    প্রথমে আপনাকে ধন্যবাদ। অবশ্যই সাহায্য করব। এখানে ডেস্ক্রিপশনে বা আমাদের গ্রুপে(Extreme Travellers) দরকারী তথ্য দেয়া আছে। তাও এর বাইরে কিছু জানার থাকলে এখানে জানাতে পারেন।

  • @explorewithshaown3206

    @explorewithshaown3206

    3 жыл бұрын

    আপনি যথেষ্ট তথ্য দিয়েছেন। তবুও কিছু জানার ছিল, এই ধরুণ সিকিউরিটি, গাইডের খরচ, তাবু যেহেতু আমাদের নিজস্ব সেহেতু বেড়ানোর সময় তাবু আর মালপত্র কোথায় রাখা যায় এইসব জানালে উপকৃত হতাম। আপনাকে আবারো ধন্যবাদ।

  • @explorewithshaown3206

    @explorewithshaown3206

    3 жыл бұрын

    সাথে নৌকার ভাড়া।

  • @extremetravellers1789

    @extremetravellers1789

    3 жыл бұрын

    আমার কাছে সিকিউরড লেগেছে জায়গাটা। আমরা ক্যাম্পিং করেছিলাম নামার বাজার বিচে। আমাদের গাইড আলী থেকেই আমরা টেন্ট নিয়েছিলাম। 500টাকা করে। ও তার পরিচিত কিছু ছোট ছেলেকে ব্যাগ পাহারায় দিয়ে গিয়েছিল যেন আমরা ঘুরতে গেলে কোন চুরি না হয়। নামার বাজার বিচের একদম সাথেই নবী ভাইয়ের দোকান। উনাকে কিছু টাকা দিলে উনিও ব্যাগ রাখবে। উনার সাথে কথা বলে কিছু ছেলে-পেলে ঠিক করতে পারেন যেন আপনাদের টেন্ট দেখে রাখে। উনিই আমাদের চৌধুরী খাল ঘুরতে যাবার মাঝি ঠিক করে দিয়েছিলেন। আর যদি বারবিকিউ করতে চান তবে আলী আপনাকে সব ব্যাবস্থা করে দিবে। সব কাজ যদি ও করে তবে ওকে ২২০ টাকা করে প্রতিজনের জন্য দিতে হবে। কিন্তু আমরা শুধু ওর থেকে বারবিকিউ জালি আর সরঞ্জাম নিয়েছিলাম। বাকি সব আমরা করেছি। আমাদের মোটামুটি ১৩০-১৪০ টাকা করে খরচ পড়েছিল প্রতিজন। আমরা গাইড আলীকে আলাদা করে কোন টাকা দেই নাই। যেহেতু সে আমাদের টেন্ট, বারবিকিউ ইকুইপমেন্ট ভাড়া দিয়েছে সে ওখান থেকেই যা যা প্রফিট করার করেছে। আবার সে আমাদেরকে ওর অটোরিকশা দিয়ে রিসিভ এবং ঘাটে নিয়ে গিয়েছে, চোয়াখালি নিয়ে গিয়েছে সেগুলার ভাড়া দিয়েছিলাম। আপনার যদি টেন্ট সাথেই থাকে, এবং বারবিকিউ ইকুইপমেন্ট ও সাথে নিয়ে যান তবে সেক্ষেত্রে নবী ভাইয়ের সাথে কথা বলে নিয়েন। উনি মাঝি, টেন্ট দেখে রাখার মানুষ, আর পরদিন চোয়াখালি বনে হরিন মিশনে আপনার সাথে গাইড ব্যাবস্থা করে দিবে। আর আলী ছেলেটা ভালো। আপনি সব কথা ওকে বলে ওকে যতটুকু লাগবে সেটা জানিয়ে একটা এমাউন্ট ফিক্সড করে ওকে ভাড়া করতে পারেন। একজন লোকাল মানুষের সাথে আপনার কন্ট্রাক্ট থাকলে যেকোন প্রয়োজনে তার সাজেশন ও হেল্প পেতে পারেন। ধন্যবাদ। আপনার ভ্রমন আমাদের মতই আনন্দময় হোক।

  • @explorewithshaown3206

    @explorewithshaown3206

    3 жыл бұрын

    @@extremetravellers1789 অসংখ্য ধন্যবাদ।

  • @MDRayhan-fo5gj
    @MDRayhan-fo5gj9 ай бұрын

    বাই তাবু কি ওই জায়গায় পাওয়া জায়

Келесі