নতুন কাপড়ের রং ওঠার ভয়? ৩টি পরীক্ষায় বুঝে নিন!

অনেকেই বাজারে নতুন ফ্যাশনের জামা কাপড় আসলেই কিনে থাকেন। দাম যত বেশিই হক তাতে কোন সমস্য নাই। আবার অনেকেই সস্তাতে যেখানে পাবে সেখানেই কিনে থাকেন। কিন্তু সস্তায় বা দামি যাই কেনা হোক- কাপড় থেকে রঙ উঠলে টাকাটাই পানিতে। দু’দিন ব্যবহার করতে না করতেই নতুন কাপড় হয়ে যায় ন্যাকড়া। শুধু তাই নয়, কাপড়ের কাঁচা রঙ ত্বকে লেগে অ্যালার্জি এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে।

Пікірлер: 1

  • @razayekhan3127
    @razayekhan3127 Жыл бұрын

    জি, খুব সুন্দর ভিডিও, এখন থেকে দোকানে দোকানে এসব জিনিস নিয়ে ঘুরতে হবে।

Келесі