আনন্দপথ-৩১৯ পরমাত্মা আত্মা জীবাত্মা জন্মান্তর কর্মফল।

Ойындар

#anup_b_acharya
#anandapath_319
#spiritual_motivational_talks_bangla
বিকাল চারটা থেকে ছটা এবং রাত সাড়ে নটা থেকে সাড়ে দশটা সময়ের মধ্যে ফোন করতে পারেন, যখন তখন নয়-- Mobile number -7595852231
পরমাত্মা আত্মা জীবাত্মা জন্মান্তর কর্মফল।
Paramatma Atma Jibatma Reincarnation Results of karna
অলৌকিক ভারতবর্ষ। সুপ্রাচীন কাল থেকে এদেশে আত্মতত্ব অনুসন্ধানের জন্য আন্তরিক ভাবে কাজ করে এসেছেন সাধু ঋষিগণ। সাধারণ মানুষও সমাজের মধ্যে ধর্মীয় পরিবেশে ধর্মীয় কাজ করে এসেছেন বহু প্রাচীন কাল থেকেই। মানুষের চিরকালের জিজ্ঞাসা - কে আমাদের সৃষ্টিকর্তা, কে পরমাত্মা, আতমা-জীবাত্মা কী? জীবাত্মার সঙ্গে জন্মান্তর ও কর্মফলের সম্পর্ক কী? দুর্লভ এই আলোচনা সবটা শুনে দেখুন কেমন লাগে।
আনন্দপথ ভারতীয় ধর্মীয় সংস্কৃতি বিষয়ক এক আলোচনা মঞ্চ ‌। বেদ, উপনিষদ, পুরাণ, সিদ্ধপুরুষ ও মহাপুরুষদের বিভিন্ন লেখায় ছড়িয়ে রয়েছে এদেশের ধর্মীয় সংস্কৃতির অসংখ্য সূত্র। সেসবের পুনরালোচনা করা আমাদের কাজ। এই কাজে আমাদের সঙ্গী হোন।
Advisor-Mrs Sharmistha
Technical Advisor--Kaushik Chattopadhya
Camera - Sourendra Swastik Das

Пікірлер: 210

  • @gourabbasu3548
    @gourabbasu35482 жыл бұрын

    অসাধারণ ব্যাখ্যা করে বুঝিয়া দিলেন সমস্ত বিষয় টা। ৩১৯ নং পর্ব টি একটি মাইল স্টোন হয়ে থাকবে।অনেক ধন্যবাদ আপনাকে ।খুব সুন্দর আলোচনা ।

  • @pranotibiswas9962

    @pranotibiswas9962

    2 жыл бұрын

    Aa

  • @sujatabhowmick8422
    @sujatabhowmick84224 ай бұрын

    Dhanyobad sraddhaya dada. Apnake asesh dhanyobad amritasya putra apni apni amader path dekhachhen chesta kori sei path dhore egonor pronam dada pronam.

  • @suklaadhikary3204
    @suklaadhikary32042 жыл бұрын

    অসাধারন !কত সুন্দর করে,কত সহজ করে কঠিন একটা বিষয় আপনি বোঝালেন।আপনাকে আমার অনন্ত প্রনাম।একটাই দুঃখ আরো আগে কেন আপনার সাথে পরিচয় হয়নি।

  • @henaafrose2727
    @henaafrose27278 ай бұрын

    অসাধারণ! এটা কী আপনি বলছেন নাকি কেউ আপনাকে দিয়ে বলাচ্ছে! ও মুখ তো আপনার নয়, প্রভুর! 💚🙏💚

  • @bhadraneebhattacharjee2689
    @bhadraneebhattacharjee26892 жыл бұрын

    অপূর্ব অসাধারণ। যতবার শুনি ততবারই বুঝি। আচার্য ঠাকুর ঈশ্বর দত্ত ক্ষমতা আপনার মানুষ কে বোঝানোর। আপনার শ্রীচরনে শতকোটি সশ্রদ্ধ প্রনাম🙏🙏🙏🙏🙏

  • @greenbangla0077
    @greenbangla00773 ай бұрын

    অসাধারণ আলোচনা অনেক অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে জয়গুরু

  • @sikasunshine1756
    @sikasunshine17566 ай бұрын

    মনের বাসনা যত শ্রীহরি পূরন করেন- পরম আত্মা হলেন ঐ পরম চৈতন‍্যময় মহাশূন‍্য ঐ নারায়ন তিনিই মায়া শক্তি হয়ে হলেন মহামায়া শ্রীরাধিকা মা সীতা। এই মায়াশক্তির কৃপা না হলে এই নরনারায়নের ক্ষমতা নেই পরম নারায়নে মিলিত হবার। অতি ভয়ানক এই প্রকৃতি শক্তি, কতটা ভয়ানক এই শক্তি তা আমাদের কল্পনার বাইরে। এক কনা বালি সমান ভুলের ও ক্ষমা নেই এখানে। আমাদের খুব সাবধান হতে হব। গুরুদেব ছাড়া কোনো গতি নেই। 🙏নম নারায়ন🙏 কূটস্থে প্রনাম🙏

  • @rajadas5825
    @rajadas58252 жыл бұрын

    অসাধারণ এই তত্ত্বকথা সম্বলিত পর্বটি down load করে রাখলাম। অনেক অনেক ধন্যবাদ প্রনাম

  • @sanjibdutta8942
    @sanjibdutta89422 жыл бұрын

    খুব ভালো লাগছে। আপনার কথা শুনে ধর্মভাবের প্রভাব বাড়বে বৈ কমবে না 🙏🙏🙏

  • @dipashridiapshri8697
    @dipashridiapshri86972 жыл бұрын

    আজকের বিষয়টি আনন্দপথের পরিবারের কাছে একটি উজ্জ্বল রত্ন হয়ে বিরাজ করবে।এত সহজ ভাবে এমন গুরু তত্ত্ব বিশ্লেষণ প্রাণ ভরিয়ে দিল।

  • @malinimukhopadhyay4327
    @malinimukhopadhyay43272 жыл бұрын

    অসাধারণ ব্যাখ্যা ।এই ভিডিওটা আমি বারবার দেখছি ।প্রতিবার নতুন করে উপলব্ধি করছি। অপূর্ব । প্রণাম নেবেন🙏🙏🙏🙏🙏🌷🌷

  • @sksafratali7019
    @sksafratali70194 ай бұрын

    জন্ম পূনঃ জন্ম বলে কিছু অবশ্যই আছে। খোলা আকাশের মত উদার মনের বিকাশ না ঘটালে কেউ বুঝতে পারবে না। প্রতেক জীবে তিনি বিরাজিত।❤

  • @rups801
    @rups8012 жыл бұрын

    কি সহজ সরল করে বললেন দাদা। এ কি অসাধারণ উপলব্ধি করলাম। প্রণাম নেবেন

  • @asitbasak8898
    @asitbasak88984 ай бұрын

    নমস্কার। আপনার বাখ্যা ভালো লাগলো। এই বিষয়ে আরো জানবার অনুরোধ করছি। ভালো থাকবেন।

  • @mitubanerjee7947
    @mitubanerjee7947 Жыл бұрын

    খুব ভালো লাগলো ব্যাখ্যা শুনে।। এতো সহজ ও সরল ভাষায় আপনি যে ভাবে বোঝলেন সত্যি আমি আপ্লুত গুরুজী।। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুজী 🙏🙏🙏🙏

  • @mitabanerji8250
    @mitabanerji82502 жыл бұрын

    খুব সুন্দর ও সহজ ভাবে ব্যাখ্যা করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে you tube এর মাধ্যমে পরিচয় হওয়ায় আমি আনন্দিত ও সৌভাগ্যবতী 🙏🏻🙏🏻🙏🏻

  • @ratnaguha5302
    @ratnaguha53022 жыл бұрын

    অপূর্ব কথা শুনলাম। অনেক সম্বৃদ্ধ হলাম। আপনাকে আমার প্রণাম জানাই। 🙏🏻

  • @simasaha9285
    @simasaha9285 Жыл бұрын

    আপনার কথা শুনে আমার মনে হোল একটি মানুষ কতটা উচ্চ পর্যায়ে গেলে ,কত সাধনা করলে তবে এমন শক্তি অর্জন করা যায়। খুব ভাল লাগল। প্রণাম নেবেন।

  • @manasbardhan3384
    @manasbardhan3384 Жыл бұрын

    প্রণাম জানাই আচার্যদেবকে। অতি জটিল একটি বিষয়কে কি সুন্দর,সহজ এবং সরল ভাবে বুঝিয়ে দিলেন তিনি। লোকশিক্ষার আলোকবর্তিকায় সত্যান্যেষীদের এক অসাধারণ অনুভুতিতে ভাসিয়ে দিলেন! ধন্য ধন্য।

  • @bimansaha3131
    @bimansaha31312 жыл бұрын

    Bah,ei bishoye ekta somyok dharona holo. Elegant speech👌🙏🙏

  • @bidhanbhattacharjee4297
    @bidhanbhattacharjee42972 жыл бұрын

    Khub bhalo laglo -- thanks

  • @aloorpathe1133
    @aloorpathe11332 жыл бұрын

    Darun darun, khub bhalo apurba explanation

  • @subratamisra3871
    @subratamisra38712 жыл бұрын

    Enjoy your powerful satsang very much, asadhran upalabdhi,pranam.

  • @ranjitdutta3919
    @ranjitdutta3919 Жыл бұрын

    অসাধারণ একটা আলোচনা, ভীষণ সুন্দর ভাবে বোঝালেন অপূর্ব, ধন্যবাদ

  • @kankanabiswas2790
    @kankanabiswas27902 жыл бұрын

    কি অপূর্ব সুন্দর কথাগুলো !!! স্বর্গীয় পোষ্ট 🙏🙏

  • @krishnapadabaidya
    @krishnapadabaidya2 жыл бұрын

    চমৎকার চমৎকার চমৎকার..... ব্যাখ্যা

  • @snigdhabarman5077
    @snigdhabarman50772 жыл бұрын

    আপনাকে প্ৰণাম জানাই।🙏 এত সুন্দৱ সুন্দৱ বিষয়ে আপনি আলোচনা কৱছেন অনেক কিছু জানতে পাৱছি অনেক অনায়াসে। আপনাকে ধন্যবাদ।🙏 আপনাৱ সেইসব মহৎ পূর্বপুরুষের শ্ৰীচৱণে ও প্ৰণাম জানাই।🙏সবশেষে প্ৰভু, পৱমেশ্বৱ, আৱাধ্য ভগবান শ্ৰী কৃষ্ণ এৱ শ্ৰীচৱণে কোটি প্ৰণাম জানাই 🙏🙏🙏জয় শ্ৰী ৱাধে গোবিন্দ 🙏🙏 জয় ৱাধে জয় ৱাধে🙏🙏🙏🙏🌷🌷🌷🌷

  • @prof.dr.subhasishroychowdh2182
    @prof.dr.subhasishroychowdh21822 жыл бұрын

    Dada Valo achen toh ? Besh besto hoye gechilam tai jogajog chinno hoye gechilam. Aaj apnar shob pending vdo gulo dekhlam. Jonmantorer ajker session ta oshadharon laglo. Clear and descriptive dessiminstion . Valo thakben 🙏🙏

  • @tapatisikdar5388
    @tapatisikdar53882 жыл бұрын

    Vison vison sundar alochana. Darun katha.aro sunta chaie

  • @suktaraghosh3397
    @suktaraghosh33972 жыл бұрын

    Ki asadharan bakhya! Sasrodhho pronam apnake!!!

  • @kalyanijana6222
    @kalyanijana62222 жыл бұрын

    Apnar chanel ta aj e dekhlam .aj e 3 t show .khub valo laglo anek kichu janlam.paromeshor er khotha sunte valo lage

  • @monjudas3305
    @monjudas33052 жыл бұрын

    হর হর মহাদেব।জয় মা নর্মদে।অপূর্ব আলোচনা।

  • @diliproy4454
    @diliproy4454 Жыл бұрын

    Khub valo laglo

  • @shibamandalpal6380
    @shibamandalpal63802 жыл бұрын

    বেশ ভালো লাগলো আজকের vdo

  • @puspamitra2146
    @puspamitra21465 ай бұрын

    Khub sundor bojhalen। Pronam janai 🙏🙏

  • @suchitraroy1421
    @suchitraroy1421 Жыл бұрын

    জয় বাবা লোকনাথ। খুব সুন্দর ও সহজ করে পরমাত্মা, জীআত্মা ও মায়াতত্ব সম্পর্কে বুঝালেন। জীবাত্মা বার বার খোলস পরিবর্তন করে , আবার নুতন ভাবে দেহ নিয়ে জন্মায় জীবাত্মা। পরমাত্মা আর পরব্রহ্ম এক। জানিনা কবে চৈতন্য হবে, আমার চেতনা চৈতন্য করে দে মা। এ ভিক্ষা চাই। দাদাভাই সশ্রদ্ধ প্রণাম নিবেন।

  • @nandinimukherjee6279
    @nandinimukherjee62792 жыл бұрын

    Apner alochonai amra anek sambridha hochi,anek na jana tatha jante parchi,apnake anek dhannabad ar pranam janai 🙏

  • @kusalmondal3477
    @kusalmondal34772 ай бұрын

    Osadharon osadharon

  • @tulimaghoshgoldar5790
    @tulimaghoshgoldar57902 жыл бұрын

    Khub valo lagche apnar alochona

  • @laxmidebnath7413
    @laxmidebnath74132 жыл бұрын

    Khub khuub khuuub sundar.

  • @Ramkrishna847
    @Ramkrishna8472 жыл бұрын

    🙏🌹🌿প্রনাম গুরু দেব আপনি আমাদের কে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিলেন,,,জয় গুরু দেবের জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়,,🙏🙏🙏আমরা আরো অজানা কে জানতে চাই,,,,

  • @lnslogistics4191
    @lnslogistics41912 жыл бұрын

    Great Spiritual discussion indeed! Thanks for enlightening us.

  • @pkbandyopadhyay9407

    @pkbandyopadhyay9407

    Жыл бұрын

    আপনার বর্ণনা থেকে নির্বিকল্প সমাধি আর সবিকল্প সমাধি পৃথক করা যাচ্ছে না। আপনার কথায় দ্রষ্টা পুরুষ আর জীবাত্মার কোন পার্থক্য করা নেই।জীবাত্মা ছাড়া দ্রষ্টা পুরুষ কে আপনি দেহ হিসেবে কল্পনা করে নিচ্ছেন।

  • @sanjaysarkar8812
    @sanjaysarkar8812 Жыл бұрын

    Science er sathe ei kothagulor puro mil royeche...thank you...Pronam neben...

  • @monicamurishwar5186
    @monicamurishwar51862 жыл бұрын

    Khub sundar explain korechhen🙏

  • @kalpanadhar3472
    @kalpanadhar3472 Жыл бұрын

    Khub bhalo laglo. Nomosker jaanben

  • @singhajitsingha3117
    @singhajitsingha31172 жыл бұрын

    প্রনাম গুরুদেব ।সূর্যের উপমা খুব সুন্দর হয়েছে ।এক থেকে বহু কিভাবে হয় এখানে পরিষ্কার জানতে পারলাম ।ধন্যবাদ ।আবার প্রনাম গুরুদেব ।

  • @bivamandal8768
    @bivamandal8768 Жыл бұрын

    অসাধারন

  • @ranendramohanchakraborty1817
    @ranendramohanchakraborty1817 Жыл бұрын

    অসাধারণ ম্যাসেজ। প্রণাম। শুভ রাত্রি।

  • @ajitmalakar1950
    @ajitmalakar1950 Жыл бұрын

    Very very thanks ধন্যবাদ জানাই আপনাকে আপনার বাণী শুনে খুবই ভালো লাগিল ভাষায় বোঝান আমার পক্ষে সম্ভব নয় ধন্যবাদ জানাই

  • @henaafrose2727
    @henaafrose27278 ай бұрын

    আপনার জন্য অনেক অনেক ভালোবাসা! বাংলাদেশ থেকে 💚💚💚

  • @shambhudas7425
    @shambhudas74255 ай бұрын

    অসাধারন আলোচনা 🙏🙏

  • @sheulichaudhuri9559
    @sheulichaudhuri9559 Жыл бұрын

    দারুণ

  • @shiktasaha3545
    @shiktasaha3545 Жыл бұрын

    আহা কি চমৎকার কথা শুনলাম। আপনাকে প্রনাম জানাই 🙏

  • @malabikasen8855
    @malabikasen88552 жыл бұрын

    আপনাকে ধন্যবাদ , পরমাত্মা , জীবাত্মা এবং মায়া প্রসঙ্গ সুন্দর ভাবে বোঝালেন । দুঃখ হয় সর্ব সুন্দর পরমাত্মা আপন খেয়ালে আপন আনন্দের জন্য যে বিশ্ব সৃষ্টি করলেন তা ক্রমশ পাপাচারে পূর্ণ হচ্ছে । এই বিশ্ব কি তাঁকে আনন্দ দিতে পারছে ? নমস্কার ।

  • @onuvuti5516

    @onuvuti5516

    2 жыл бұрын

    Osadharon prosno korechen, aki prosno amr o , mone hoi na Uttar pawa jabe, Ami amr Moto kore nijeke bojhaber jonne uttor korchi, Jodi Uttar ta petam, Melia dekhar icche ache.

  • @shipudas3113
    @shipudas31132 жыл бұрын

    Osadharon alochona pronam Dada

  • @sujanchakraborty5810
    @sujanchakraborty58104 ай бұрын

    অতি সুন্দর 🙏

  • @shyamalkantichatterjee619
    @shyamalkantichatterjee6192 жыл бұрын

    Vari chamaatker bakhya korechhen. Khub valo laglo

  • @arupchaterjee5277
    @arupchaterjee52772 жыл бұрын

    Best episode till date

  • @gourisrimani6236
    @gourisrimani62362 жыл бұрын

    Eto apurbo sadharan bhabe ami kauke bhojhate sunini.samridha holam.chorone koti pranam.

  • @chandrasen9744
    @chandrasen9744 Жыл бұрын

    I am very pleased and satisfied to know your discussion about Paramatma Jibatma Janmantar etc.

  • @nemaijash9817
    @nemaijash98172 жыл бұрын

    অসাধারণ

  • @mahaprasadchatterjee3890
    @mahaprasadchatterjee3890 Жыл бұрын

    Ati satya katha many many thanks.

  • @krittibashaldar214
    @krittibashaldar2142 жыл бұрын

    Apnar ai Sundar sastra byakha khub bhalo laglo abong ami ak amulya Gyan labh karlam.apni Amar bhaktipurna pranam grahankorben.

  • @niveditabhuinya1628
    @niveditabhuinya1628 Жыл бұрын

    খুব সমৃদ্ধ হলাম , আমার প্রণাম নেবেন বাবা

  • @basabipurkayastha96
    @basabipurkayastha962 жыл бұрын

    Asadharon bishleshon 🙏

  • @bhadraneebhattacharjee2689
    @bhadraneebhattacharjee26892 жыл бұрын

    আচার্য ঠাকুর🙏🙏🙏🙏। আবার আজকে শুনলাম। সময় পেলেই শুনি আর বাবা লোকনাথ নাম জপ করি। জয় বাবা লোকনাথ🙏🙏🙏🙏। জয় আচার্য ঠাকুর🙏🙏🙏🙏।

  • @narayanmazumdar4346
    @narayanmazumdar43462 жыл бұрын

    ,,,, আপনি আমার মনের খিদে মেটালেন খুব ভালো লাগলো

  • @seemasaha9994
    @seemasaha99942 жыл бұрын

    Advut sunder vabe bujhie dilen.apni Amar pronam neben 🙏

  • @dilipbhattacharjee9791
    @dilipbhattacharjee97912 жыл бұрын

    Pranam Dada.khub sundar explanation

  • @rubys5136
    @rubys51362 жыл бұрын

    কবে হবে সে মিলন কৃপা হি কেবলম প্রভু 🙏🙏 কৃপা করুন। সাধনা ত হবে না ভক্তি ই সার।

  • @mohammadshah4183
    @mohammadshah41832 жыл бұрын

    সত্য কথা বলছেন।

  • @debiprasadde206
    @debiprasadde2062 жыл бұрын

    Excellent !! You are so kind that you explain such intentionally very hidden subject in media. Unless you being kind enough to explain it with patience and repeatedly remembering us the previously said things, in my opinion, it would be difficult for the ignorant / confused soul to conceive and then understand the great truths/ theories/ hypothesis ( whatever one calls, but to me the great truths). Awaiting to enrich myself from your next videos, Regards, With well wishes,

  • @aparajitbiswas6771
    @aparajitbiswas67712 жыл бұрын

    ধন‍্য হলাম। জয় রাম।

  • @pritamroy1391
    @pritamroy13914 ай бұрын

    আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি অনেক সাধনা করি কিন্তু সেই জায়গায় পৌঁছাতেই পারি না বা পাচ্ছি না এসব তো উনি সব জানেন তবে উনি কেন আমাদের সেই জায়গায় পৌঁছায় দেন না আমার মনে কি হচ্ছে কি চাই সবই তো উনি জানেন যেমন মা তার সন্তানের মনের কথা বুঝতে পেরে সব করে দেয় বা বলে দেয় মা তো তাকে কোন সাধনায় কথা বলেন না তুমি আমাদের যে পরম পিতা মাতা তিনি আমাদের এত কঠোর সাধনার কথা কেন বলেন আমরা খুব ক্ষুদ্র জীব মানেই তার সন্তান বাতারি অংশ আমি আর জন্মাতে চাই না এই পৃথিবীতে তিনি তো আমার মনের কথা জানেন আমি কোন সাধনাও করতে পারিনা তবে তিনি কি আমাকে সেই জ্ঞান দেবেন বা জন্ম মৃত্যু থেকে রেহাই দেবেন এটাই আমার জিজ্ঞাস্য

  • @subhadeepchatterjee7439
    @subhadeepchatterjee7439 Жыл бұрын

    Hore krishno

  • @sushilsarkar5063
    @sushilsarkar50636 ай бұрын

    খুব সুন্দভাবে বোঝালেন ধন্যবাদ

  • @amritaOmNamahsivai
    @amritaOmNamahsivai2 жыл бұрын

    Pronam thakur 🕉🙏🔱🌺 OM NAMAH SHIVAY NARMADE HAR Reba Reba Reba NARMADE HAR HAR HAR MAHADEV NARMADE HAR Reba Reba Reba একমেবাদ্বিতীয়ম সর্বত্রই তিনি। 🕉🙏🔱🌺❤🕉🙏🔱🌺❤🕉🙏🔱🌺❤

  • @sandhyabanerjee6328
    @sandhyabanerjee6328 Жыл бұрын

    Appurba bujhalen, dhany hoye galo jiban, sarthak hok jiban pronam charone

  • @malinabiswas3479
    @malinabiswas34792 жыл бұрын

    Apnake janai pranam 🙏🙏❤❤ Asnkhya dhanyavaad 🙏🙏💕💕

  • @paragdutta7808
    @paragdutta78082 жыл бұрын

    অস্তি - ভাতি - প্রিয় মহামায়া > যোগমায়া 🙏

  • @debidurgadas2234
    @debidurgadas2234 Жыл бұрын

    Ati guya bisoyeke ati sahojr rup dilen . Khub ananda pelam ei por por 3ti storke bujte pere .

  • @ShreeRadhaSmaronam
    @ShreeRadhaSmaronam2 жыл бұрын

    হ্যাঁ ঠিকই। খুবই সহজ,সরল ভাবে বুঝিয়েছেন। কিন্তু আমি এই জীবাত্মা থেকে সেই পরম তত্ত্বে,পরম সত্যের সন্ধানে এগোতে চাই।দিশা খুঁজে পাচ্ছিনা। শুধুমাত্র জপে কী এই অনুভূতি আসা সম্ভব?প্রণাম জানাই। মায়ার জগত আমার একটুও ভালো লাগেনা, জগন্নাথের শ্রীচরণে পৌঁছাতে চাই। দয়াকরে পথ দেখান।

  • @anupbacharya5711

    @anupbacharya5711

    2 жыл бұрын

    ফোন করতে পারেন।

  • @tapanchaudhuri9340
    @tapanchaudhuri93402 жыл бұрын

    অপূর্ব

  • @shantabagdi4746
    @shantabagdi47462 жыл бұрын

    Asadharan 🙏🙏🙏🙏

  • @kantithapa6744
    @kantithapa6744 Жыл бұрын

    Pranam 🙏

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 Жыл бұрын

    Joy guru apurbo chitannomoy r lilai amra lilaito🙏🏻🙏🏻

  • @runumukherjee2229
    @runumukherjee22292 жыл бұрын

    Aha apurbo kothon, asadharon

  • @shyamalkantichatterjee619
    @shyamalkantichatterjee6192 жыл бұрын

    Khub valo laglo. Ong Tatsat

  • @aparajitbiswas6771
    @aparajitbiswas67712 жыл бұрын

    জয় রাম। জয় গোবিন্দ।

  • @chandranathchatterjee9029
    @chandranathchatterjee90292 жыл бұрын

    পরমব্রহ্ম পরমেশ্বরের যে "মহাব্যাখা" করলেন এর মধ্য দিয়ে পরমাত্মা জীবাত্মা আত্মার সম্পর্কে বিন্দু মাত্র করা যেতে পারে। তবে আরও মহা তত্ত্ব বুঝতে গেলে অহং ত্যাগ করে পরমেশ্বরের প্রতি আত্মসমর্পণ করে সাধনা করে যেতে হবে তাঁর ইচ্ছা মাত্র তিনিই বুঝিয়ে দেবেন। আপনি সঠিক ভাবেই বলেছেন। আপনার প্রতি নতশির প্রনাম জানাই ।

  • @subhramaiti5674
    @subhramaiti5674 Жыл бұрын

    Pronam neben baba.🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺❤️❤️❤️

  • @prabaldas5096
    @prabaldas50962 жыл бұрын

    জয় গুরু জয় মা

  • @laxmidebnath7413
    @laxmidebnath74132 жыл бұрын

    Pronam janai Gurudev.

  • @manoshinag8382
    @manoshinag8382 Жыл бұрын

    কিন্তু কেনো তিনি তার ইচ্ছা মতো খেলা করবেন?? কেনো উনি নিজেকে কোটি কোটি আত্মায় ছড়িয়ে জন্ম মৃত্যুর এমন নিষ্ঠুর খেলা করবেন?? যদি তার এমনটাই ইচ্ছা বা খেলা হয়ে থাকে, তবে কেনো তিনি মানুষ রুপি জীবাত্মার মন পাথরের মতো কঠিন করে সৃষ্টি করেন না?? পৃথিবী তে সব থেকে কষ্টের কারণ মা কে হারানো , সেই মা কে হারিয়ে যাতে মনটাকে পাথর করে রাখা যায়, এমনটা কেনো তিনি করলেন না ?? উনি কি সবটাই খেলা মনে করেন?? এতোদিন ওনার ওপর আমার অঘাত বিশ্বাস ছিলো , কিন্তু যিনি আমার মা কে কেড়ে নিলেন, যার কাছে এটাও একটা খেলা, তার প্রতি আমার আর কোনো আস্থা বিশ্বাস ভক্তি কিছুই রইলোনা , উল্টে আমি যতোদিন বেঁচে থাকবো আমার কষ্টের জন্য আমার ভাইয়ের জীবন নষ্ট করার জন্য একমাত্র ওনাকেই সারাজীবন দায়ি করে যাবো , সৃষ্টি কর্তা বলে সব কিছু নিয়ে খেলার অধিকার ওনার নেই

  • @baidyanathviswas47
    @baidyanathviswas47 Жыл бұрын

    আপনি সব কিছু খুব সুন্দর করে বুঝিয়ে বলেন কিন্তু আগে র জন্ম র কিছু মনে ‌পড়েনা কেনো জানতে ইচ্ছা করে খুব আমার

  • @hasinakhatum8909
    @hasinakhatum89097 ай бұрын

    জয় মহান মুর্শিদ

  • @paramatma1991
    @paramatma19919 ай бұрын

    Apnar kotha gulo kubi valo lage 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amr ekti chanel ache safolatar rahasya sei bistarito deya ache

  • @uttamghosh5760
    @uttamghosh57602 жыл бұрын

    Nothing to say Your spech is directly touching heart

  • @tanushreebhattacharya5206
    @tanushreebhattacharya52062 жыл бұрын

    শতকোটী প্রণাম 🙏🙏🙏🙏

  • @mrinalinikundu6130
    @mrinalinikundu61302 жыл бұрын

    🙏🙏🙏

Келесі