মুখোমুখি প্রফেসর মুহাম্মদ ইউনূস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ড. ইউনূসকে শত্রু মনে করেন? শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের বিচার কি সকল আইন মেনে হচ্ছে? ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা - এই দুই ধারণা বিশ্বের দারিদ্র্য বিমোচনে কী ভূমিকা রাখছে?
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অতিথি হিসেবে আছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস৷
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ‪@arafatul2008‬৷
#ইউনূস #রাজনীতি #খালেদমুহিউদ্দীন
সাব্সক্রাইব করুন: bit.ly/2SJoeQq
ফেসবুকে ডয়চে ভেলে: / dwbengali
টুইটারে ডয়চে ভেলে: / dw_bengali

Пікірлер: 5 900

  • @DWKhaledMuhiuddinJanteChay
    @DWKhaledMuhiuddinJanteChay

    প্রিয় দর্শক, ড. ইউনূস স্বতঃস্ফূর্তভাবে তার অর্জিত টাকা একটা ট্রাস্ট করে দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন৷ বিষয়টি আপনি কীভাবে দেখছেন?

  • @Noshad63
    @Noshad63

    উনি কতটা শিক্ষিত লোক সেটা ওনার কথায় প্রকাশ পেয়েছে। আমি একটা বিষয় খুব ভালো ভাবে লক্ষ্য করেছি ওনার মত মানুষ ইংরেজী তে এতটা ভালো হওয়ার পরেও ওনি অপ্রয়োজনীয় একটা ইংরেজী শব্দ ব্যবহার করেন নাই। কত সুন্দর স্বাভবিল ভাবে বাংলা শব্দে সব উত্তর দিয়েছেন। অথচ আমরা দুই একটা ইংরেজী শব্দ জানলে ইংরেজী ব্যবহার করা শুরু করে দেই। ওনার থেকে আমাদের নতুন প্রজন্ম অনেক কিছু শিখার আছে।

  • @hudhud4075
    @hudhud4075

    প্রিয় খালেদ মহিউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ একটি চমৎকার সাক্ষাৎকার গ্রহণের জন্য।

  • @Shamdibu78
    @Shamdibu78

    ডঃ ইউনুস সম্পর্কে অনেক ভূল ধারনা আমার ছিল আজ দুর হয়েছে। এমন একজন মানুষের জন্য মন থেকেই সম্মান এসে যায়। উনি সত্যিই অনেক জ্ঞানী, ভদ্র, বিনয়ী, মার্জিত, স্মাট ও চিন্তাশীল ব্যক্তি।

  • @hellochina9490
    @hellochina9490

    শিক্ষত লোকেদের কথার ধরন আলাদা । খালেদ স্যারের বিনয়ী থেকে প্রশ্ন করাটা অনেক ভালো লেগেছে । ধন্যবাদ দুই মেধাবীকে ❤

  • @mohammadnowshed9279
    @mohammadnowshed9279

    আমার মনে হচ্ছে স্যার আপনি আবার নোবেল পুরষ্কার পাচ্ছেন। অসাধারণ মন-মানসিকতা আপনার।

  • @sheikhmdsharfuddin9183
    @sheikhmdsharfuddin9183

    প্রথমত ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই আপনাকে, এমন একজন গুণীজনের সাক্ষাৎকার আজ আপনি প্রচার করেছেন, যার জন্য আমরা বাংলাদেশীরা বাংলাদেশ গর্বিত ।সেই সম্মানিত ব্যক্তি জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের দীর্ঘায়ু কামনা করছি। আমার ক্রমেই মনে হতে হচ্ছিল খালেদ মহিউদ্দিন ভাইয়ের প্রশ্নের আজ অনেক জড়তা ছিল আমার ধারণা এটা একমাত্র সম্মানিত ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার কারণে অনেক ভেবেচিন্তে তার প্রশ্ন করতে হয়েছিল শুধুমাত্র সেকারণেই মনে হয়।

  • @josephminj7514
    @josephminj7514

    স্যার, আপনার প্রতি আমার শ্রদ্ধা আগেও ছিল। আজকে আপনার সাক্ষাতকার শুনে শ্রদ্ধা আরো বহু গুণে বেড়ে গেল।

  • @user-ci2bs8wv8o
    @user-ci2bs8wv8o

    প্রফেসার ইউনুস স্যার কে সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি।

  • @sabbirahmedsiragi6201
    @sabbirahmedsiragi6201

    এটা নিশ্চিত যে এটি বাংলাদেশের একটি শ্রেষ্ঠতম সাক্ষাৎকার🎉

  • @niharbiswas9069
    @niharbiswas9069

    ডঃ ইউনুস স্যারের আকাশচুম্বী সম্মানই সবার হিংসার কারন। আপনাকে স্যালুট, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি স্যার ।

  • @ISTIAKEXE
    @ISTIAKEXE

    আজকে মনে হচ্ছে মোবাইল ইন্টার নেট চালানোর বয়স সময় কালের শ্রেষ্ঠ একটা সাক্ষাৎকার ও মনোমুগ্ধকর অনুষ্ঠান দেখে আমি আমি সত্যি খুব আনন্দিত হলাম এবং অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই সহ শ্রদ্ধেয় স্যার কে ❤❤❤❤❤❤❤❤

  • @anisrahman8773
    @anisrahman8773

    আমরা গর্বিত এরকম একজন কিংবদন্তির কথা শুনতে পেয়ে। ডঃ মুহাম্মদ ইউনূস স্যার পৃথিবীর সম্পদ।

  • @Shabnam396
    @Shabnam396

    ডঃ মোহাম্মদ ইউনুস এর প্রতি রইল সালাম।

  • @justsatisfyingboss
    @justsatisfyingboss

    ড মুহাম্মদ ইউনুস যে এতো বড়ো মনের মানুষ তা আগে জানতাম না৷ আল্লাহ আপনার সহায় হোন। ড. ইউনুসের সকল শত্রু ধ্বংস হোক৷ আমিন।

  • @fahmidaakterety5648
    @fahmidaakterety5648

    এত চমৎকার লাগলো। অসাধারণ বিনয়ী উপস্থাপনা এবং অত্যন্ত মার্জিত বক্তব্য। জ্ঞানের প্রকাশ এভাবেই হয়। Salute! ❤

  • @sazzadalamgir138
    @sazzadalamgir138

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি, কী অসাধারণ একজন মানুষ। অসাধারণ চিন্তা ভাবনা।

  • @rashedulhasanbappy9527
    @rashedulhasanbappy9527

    ড: ইউনুস অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, অনেক বিষয় আমরা জানতাম না, মিথ্যুকদের কথা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা। শুভকামনা রইলো ড: ইউনুস।

  • @polaschowdhury2812
    @polaschowdhury2812

    ৮৩ বছর বয়সে এমন কথা, এমন চিন্তা সচারাচর দেখেছি বলে মনে হয় না। উনি আসলেই একটা সম্পদ বাঙ্গালী জাতীর জন্য 🤍

  • @bipuldebnath854
    @bipuldebnath854

    সত্যি কথা বলতে কোনদিন এরকম টক শো শুনি নাই জীবনের প্রথম এত মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শুনছি এত ভালো লাগছে বুঝানোর ভাষা নেই স‍্যারের প্রতি যে ভাবনা ছিল তা দূর হয়ে গেছে 💞💞💞

Келесі