ময়মনসিংহে চাহিদা বাড়ছে নলি বাঁশের সিলিংয়ের। Birjoddha

পরিবেশ বান্ধব হওয়ায় দিনকে দিন বাঁশ দিয়ে তৈরি জিনিসপত্রের চাহিদা বেড়েছে বহুগুণ। বিশেষ করে নতুন ঘরে বাঁশের সিলিং এটি যুগ যুগ ধরে চলে আসলেও এখনো এর চাহিদা কমেনি। বর্তমানে বহু বাড়িতে প্লাষ্টিকের বা মেলামাইন কিংবা ফ্লাইবোর্ডের সিলিং ব্যবহার হয়ে থাকলেও প্রচন্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। ঘর ঠান্ডা ও পরিবেশ বান্ধব রাখতেই এই সিলিং ব্যবহার হচ্ছে এখন বেশি। ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী পুলেরঘাট এলাকায় মজিবর রহমানের বাঁশ দিয়ে সিলিং তৈরির ব্যবসা ও সফলতা নিয়ে কথোপকথনে বিভিন্ন বিষয় উঠে আসে।

Пікірлер: 1

  • @raselmiah7201
    @raselmiah7201Ай бұрын

    ভালুকা কোন কোন গ্রাম জায়গাই এগুলো বিক্রি হয়।

Келесі