আমেরিকা চীনসহ বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এ মসজিদটি দেখতে।

Tongi Famous Mosque
আগা খান অ্যাওয়ার্ড’ প্রাপ্ত সুলতানি আমলের স্থাপত্য শৈলীর অনুকারে প্রণীত মুসলিম ঐতিহ্যের দৃষ্টিনন্দন এক নিদর্শন বায়তুর রউফ মসজিদ। রাজধানী ঢাকার টঙ্গী আব্দুল্লাহপুরের দক্ষিণখান থানার ফায়দাবাদ নামক এলাকায় মসজিদটির অবস্থান। প্রচলিত মসজিদগুলোর তুলনায় এই মসজিদের গঠন,নকশা ও আকৃতি পুরোটাই ভিন্ন। মসজিদের ভেতরে আলো-বাতাস প্রবেশের জন্য তৈরি করা হয়েছে লাল ইটের নিমজ্জিত ছিদ্রযুক্ত প্রাচীর। যদিও সম্পূর্ণ মসজিদটি নির্মাণ করা হয় লাল ইটের ধারা এবং এখানে কোনও ধরনের রং কিংবা প্লাস্টারের ব্যবহার হয়নি। আশ্চর্যজনক হলেও সত্য, মসজিদটির মিনার কিংবা গম্বুজ কিছুই নেই এবং নেই কোনও পরিচিত চিত্রায়কও। মসজিদের অন্তরে প্রলম্বিত বাতি এবং বৈদ্যুতিক পাখাগুলোও আকর্ষণ করে নতুন মুসল্লিদের। মসজিদে প্রবেশের পর যেরূপ ঝকঝকে রোদের দেখা মিলবে তদরূপ ঝম ঝম বৃষ্টিতেও উপভোগ করা যায় বর্ষার দারুণ আবাহ।
#dhaka #mosque #Lalmosjid #Dhakafamousmosque #beautifulmosque #beautifulmosjid

Пікірлер

    Келесі