মানুষ # কাজী নজরুল ইসলাম ▻ Foysal Aziz’s Recitation

ফেইসবুক: / faysalazizrecitation
ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
Poem : Manush (মানুষ)
Poet : Kazi Nazrul Islam (কাজী নজরুল ইসলাম)
Recitation : Foysal Aziz (ফয়সাল আজিজ)
গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
‘পূজারী দুয়ার খোলো,
ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ’ল!’
স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!
জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
ডাকিল পান’, ‘দ্বার খোল বাবা, খাইনি ক’ সাত দিন!’
সহসা বন্ধ হ’ল মন্দির, ভুখারী ফিরিয়া চলে,
তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে!
ভুখারী ফুকারি’ কয়,
‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!’
মসজিদে কাল শির্‌নী আছিল,-অঢেল গোস-র”টি
বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি,
এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন্‌
বলে, ‘ বাবা, আমি ভূখা-ফাকা আমি আজ নিয়ে সাত দিন!’
তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা-‘ভ্যালা হ’ল দেখি লেঠা,
ভূখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?’
ভূখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল-‘তা হলে শালা
সোজা পথ দেখ!’ গোস-র”টি নিয়া মসজিদে দিল তালা!
ভুখারী ফিরিয়া চলে,
চলিতে চলিতে বলে-
‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষুধার অন্ন তা ব’লে বন্ধ করনি প্রভু।
তব মস্‌জিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী।
মোল্লা-পুর”ত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!’
কোথা চেঙ্গিস্‌, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!
হায় রে ভজনালয়,
তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
মানুষেরে ঘৃণা করি’
ও’ কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি’ মরি’
ও’ মুখ হইতে কেতাব গ্রন’ নাও জোর ক’রে কেড়ে,
যাহারা আনিল গ্রন’-কেতাব সেই মানুষেরে মেরে,
পূজিছে গ্রন’ ভন্ডের দল! মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন’;-গ্রন’ আনেনি মানুষ কোনো।
আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ
কৃষ্ণ বুদ্ধ নানক কবীর,-বিশ্বের সম্পদ,
আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে
তাঁদেরি রক্ত কম-বেশী ক’রে প্রতি ধমনীতে রাজে!
আমরা তাঁদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ,
কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ।
হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,
আমিই কি জানি-কে জানে কে আছে
আমাতে মহামহিম।
হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা,
কে জানে কাহার অন- ও আদি, কে পায় কাহার দিশা?
কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
হয়ত উহারই বুকে ভগবান্‌ জাগিছেন দিবা-রাতি!
অথবা হয়ত কিছুই নহে সে, মহান্‌ উ”চ নহে,
আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে,
তবু জগতের যত পবিত্র গ্রন’ ভজনালয়
ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!
হয়ত ইহারি ঔরসে ভাই ইহারই কুটীর-বাসে
জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!
যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তিধরে
আজিও বিশ্ব দেখনি,-হয়ত আসিছে সে এরই ঘরে!
ও কে? চন্ডাল? চম্‌কাও কেন? নহে ও ঘৃণ্য জীব!
ওই হ’তে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব।
আজ চন্ডাল, কাল হ’তে পারে মহাযোগী-সম্রাট,
তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দী-পাঠ।
রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে!
চাষা ব’লে কর ঘৃণা!
দে’খো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
তারাই আনিল অমর বাণী-যা আছে র’বে চিরকাল।
দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারী ও ভিখারিনী,
তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে,
দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
সে মার রহিল জমা-
কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা!
বন্ধু, তোমার বুক-ভরা লোভ, দু’চোখে স্বার্থ-ঠুলি,
নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হ’য়েছে কুলি।
মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা-মথিত সুধা,
তাই লুটে তুমি খাবে পশু? তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা?
তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরীই জানে
তোমার মৃত্যু-বাণ আছে তব প্রাসাদের কোন্‌খানে!
তোমারি কামনা-রাণী
যুগে যুগে পশু, ফেলেছে তোমায় মৃত্যু-বিবরে টানি’।

Пікірлер: 180

  • @miasumanvlog
    @miasumanvlog2 жыл бұрын

    ধর্মান্ধুতা নিপাত যাক, মানুষ জেগে উঠুক মানুষের ময়দানে, মানুষের অন্তর নিয়ে মানুষের কল্যানে ।

  • @shibachakraborty1291
    @shibachakraborty12912 жыл бұрын

    এই রকম অসম্ভব কবিতার শ্রষ্টা নজরুল ছাড়া কেউ হতে পারে না

  • @beenooslife7046

    @beenooslife7046

    Жыл бұрын

    কি কঠিন আবৃত্তি

  • @zahedabegumofficial
    @zahedabegumofficial Жыл бұрын

    আলাহামদুলিল্লাহ! কাজী নজরুল ইসলাম জাতীয় কবিই কবিতার জগতে সব কবিদের মাঝে সেরাদের সেরা!!! ছুম্মা আলাহামদুলিল্লাহ ।

  • @highambition2421
    @highambition24212 жыл бұрын

    পৃথিবীর সমস্ত কবি মিলে এমন কবিতা লিখতে পারবে কিনা তাও সন্দেহ হয়

  • @alomgirhossein8380

    @alomgirhossein8380

    Жыл бұрын

    জ্ঞানীরা কখনো ভিন্ন হয় না

  • @mdsayedalomalom4596
    @mdsayedalomalom45962 жыл бұрын

    গায়ের লোম খারা হয়ে যায় শুনলে❤❤❤

  • @user-tu9qj8lj7k
    @user-tu9qj8lj7k2 жыл бұрын

    কতবার যে শুনলাম। আপনার কন্ঠে যেন কাজী নজরুল ইসলামের ই গর্জন। প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। শ্রদ্ধা, সালাম আর ভালোবাসা রইলো হে কবি

  • @TahabubAlam
    @TahabubAlam3 жыл бұрын

    হৃদয়স্পর্শী চমৎকার আবৃত্তি করেছেন! অশেষ ধন্যবাদ!

  • @sandipshyamal7025
    @sandipshyamal70252 жыл бұрын

    ছোটবেলায় যখন এই কবিতা গুলো শুনতাম এর মানে কিছুই বুঝতাম না। এখন বুঝি কি অমূল্য সব রচনা আছে আমাদের বাংলা সাহিত্যের ভান্ডারে। আর কি গভীর চিন্তা ও উপলব্ধি থেকে কবির লেখনীতে ধরা পড়েছে।

  • @abusayed7233
    @abusayed7233 Жыл бұрын

    অসাধারণ, এমন লেখার লেখক দ্বিতীয় জন জন্মাবে কী এ উপমহাদেশে? অসম্ভব।।

  • @smazim5237

    @smazim5237

    Жыл бұрын

    তাবিম মাহমুদ হবে। তার লেখায় নজরুলের ছাপ পাওয়া যায়।

  • @rakinmahdin8799
    @rakinmahdin8799 Жыл бұрын

    এমন একজন মানুষের ছাত্র হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি🥰। অনেক ভালবাসা স্যার

  • @user-uj5cb2ct9k

    @user-uj5cb2ct9k

    10 ай бұрын

    কী😮😮😮

  • @rakinmahdin8799

    @rakinmahdin8799

    10 ай бұрын

    @@user-uj5cb2ct9k হ্যা আপু।।উনি আমাদের নটর ডেম কলেজের ম্যাথ এর অধ্যাপক।।।স্যার এর ক্লাসে দেয়া হাজারো গম্ভীর দর্শন আজো কানে বাজে🌸🌸

  • @alalhossain1282
    @alalhossain12822 жыл бұрын

    এই কবিতার মর্মারথো যদি আমরা উপলব্ধি করতাম এবং সেটা মেনে চলতাম তাহলে আজ এই দেশে সাম্প্রদায়িকতা বলে কিছু থাকতো না।

  • @SohelRana-nq7bu
    @SohelRana-nq7bu Жыл бұрын

    পৃথিবীর সেরা কবি নজরুল ইসলাম

  • @malahait5735
    @malahait57353 жыл бұрын

    আপনার আবৃত্তি খুব ভালো লাগে।অপূর্ব কন্ঠস্বর। আমি আপনাকে Follow করি।কারণ আমি আবৃত্তি করি

  • @user-mq7cv2nl7v
    @user-mq7cv2nl7vАй бұрын

    পৃথিবীতে অনেক কবি সাহিত্যিক ছিল। কিন্তু কাজী নজরুলের মতো একজনও ছিল না।

  • @story2143
    @story2143 Жыл бұрын

    খুবই সুন্দর আবৃত্তি হয়েছে।

  • @NogoderJogot
    @NogoderJogot Жыл бұрын

    আপনার আবৃত্তি অনেক অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে আমাকে উত্সাহ দেয়ার জন্য।

  • @rajeshkumarhalder9432
    @rajeshkumarhalder94322 жыл бұрын

    কাজী সব্যসাচীর কথা মনে পড়ে গেল। খুব ভালো লাগলো। 💕

  • @pg-tazbidgaming

    @pg-tazbidgaming

    Жыл бұрын

    কাজী নজরুল ইসলাম এর লেখা।

  • @deficienttanjila5836

    @deficienttanjila5836

    11 ай бұрын

    কাজী নজরুল ইসলামের লেখা আর তার ছেলে কাজী সব্যসাচী একজন খ্যাতনামা আবৃত্তিকা, তিনি আবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।

  • @nilufaakter1718
    @nilufaakter17183 жыл бұрын

    ভাইয়া আপনার কন্ঠে নজরুল এর বিশ্বাস ও আশা কবিতাটি শুনতে চাই।

  • @Rimon736
    @Rimon736Ай бұрын

    মাঝে মধ্যে চিন্তার সাগরে হারিয়ে যাই, সবাই কি শুধু প্রেম ভালো বাসার কথা চিন্তা করে রাত জাগে প্রেম ভালো বাসা ছাড়া কি আর কোনো কষ্ট থাকতে পারে না মানুষের জীবনে, বিভিন্ন রকমের গান শুনি আমি আজ নতুন না ছোট বেলা থেকে গান পছন্দ করি, তখনো মানুষ ছিলো কিন্তু মানুষের ফালতু মনমানশিকতা ছিলো না, নিজের সব কষ্ট কেনো সবার সাথে শেয়ার করবো,এমন দিন গেছে আপন জন নামক শয়তান দের সব ধরনের বিপদে আমি পাশে ছিলাম, আমার খারাপ সময় গুলো তে, সেই নিমক হারাম বেঈমান গুলো লোভের কারণে, আমার থেকে দুরে সরে গেছে , অজুহাত দেখিয়ে, সার্থপর বেঈমান সব।

  • @mdsaidulislam6645
    @mdsaidulislam66452 жыл бұрын

    হৃদয়ছোয়া কন্ঠ ❤️❤️ অসাধারণ আবৃত্তি ❤️

  • @mohansarker7129
    @mohansarker71292 жыл бұрын

    অসম্ভব সুন্দর আবৃত্তি!💐

  • @raselahmad592
    @raselahmad5923 жыл бұрын

    কি কবি ছিল আমাদের আহা কি লিখা ছিল তাম যত সুনি সুধু অবাক হই আহা আহা 🙏

  • @NHstorm
    @NHstorm2 жыл бұрын

    কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলার নক্ষত্র

  • @user-km4jw3wx2c
    @user-km4jw3wx2c2 жыл бұрын

    অসম্ভব সুন্দর আবৃত্তি

  • @sarkerBabu
    @sarkerBabu Жыл бұрын

    নজরুল এর লেখা মানে অন্যরকম এক দৃষ্টি ভঙ্গির সঙ্গে পরিচয়। ভালোবাসি।🌺🖤

  • @shafiqulislam9187
    @shafiqulislam91872 жыл бұрын

    নজরুল অতুল্য। ফয়সাল আজিজের আবৃত্তি শুনলাম। খুব মন দিয়ে শুনলাম। আবার শুনবার তেষ্টা জমা। জানি না আবৃত্তিকার কেমন আছেন?

  • @bitrishabanu7411
    @bitrishabanu741110 ай бұрын

    অসাধারণ

  • @pssumon6276
    @pssumon62763 жыл бұрын

    এত সুন্দর! 🖤

  • @khadizakanta278
    @khadizakanta278 Жыл бұрын

    অসাধারণ আবৃত্তি --

  • @nasrinjubin5904
    @nasrinjubin59042 жыл бұрын

    মন ছুঁয়ে গেল 💖

  • @shahidulislamshahad8179
    @shahidulislamshahad8179 Жыл бұрын

    কবি নজরুলকে প্রতিটা কবিতার জন্য একটা করে নোবেল দেওয়া প্রয়োজন।

  • @abdulla-mamun
    @abdulla-mamun Жыл бұрын

    ক্লাস নাইনে বিমল স্যারের মুখে ব্যাক্ষ্যা সহ কবিটি শুনেছিলাম সেই থেকে সুনেই যাচ্ছি। প্রিয় বিমল স্যার আপনি অসাধারণ ভাবে বুঝিয়েছেন ❤

  • @sushantokundu1568
    @sushantokundu15687 ай бұрын

    খুব সুন্দর

  • @subarnaakter3313
    @subarnaakter33132 жыл бұрын

    অসাধারণ আবৃত্তি 🙂🙂

  • @sudhirbasu3726
    @sudhirbasu37263 жыл бұрын

    খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ।

  • @lovelyahsan5797
    @lovelyahsan5797 Жыл бұрын

    অসাধারণ আবৃত্তি, হৃদয় স্পর্শ করে গেলো।

  • @salmaakter152
    @salmaakter1522 жыл бұрын

    এক কথায় অসাধারণ 👌👌👌

  • @jsshuvo1601
    @jsshuvo16012 жыл бұрын

    মন ছুয়ে গেল

  • @user-xc4mj8fy2s
    @user-xc4mj8fy2s10 ай бұрын

    Mind blowing recitation, thanks foysal aziz

  • @reazulkarim9068
    @reazulkarim90682 жыл бұрын

    ভাই আপনার গলায় কবিতাটা খুব ভালো লাগছে।

  • @alaminskobita9707
    @alaminskobita97079 ай бұрын

    Excellent reciatation.just awesome awesome and only awesome

  • @samsurhaquegazi7206
    @samsurhaquegazi72062 жыл бұрын

    এক কথায় অসাধারণ

  • @samirdas4305
    @samirdas43052 жыл бұрын

    NCE RECITATION...ASADHARN....

  • @jakariaazadratul6348
    @jakariaazadratul63489 ай бұрын

    অসাধারণ স্যার❤

  • @jobaidulalam3308
    @jobaidulalam3308 Жыл бұрын

    Nice অমর😢

  • @JashimUddin-cl2pm
    @JashimUddin-cl2pm2 жыл бұрын

    Oshadharon upostapon

  • @saiedbukhari1178
    @saiedbukhari1178 Жыл бұрын

    আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন

  • @ummesofwan5570
    @ummesofwan55702 жыл бұрын

    Osomvov sundor .

  • @jamalhossian3480
    @jamalhossian34802 жыл бұрын

    Salute brother for unequal recitation.

  • @srshahinreza5733
    @srshahinreza57332 жыл бұрын

    অসাধারণ প্রিয় ভাই।

  • @MdNoyon-uq6sr
    @MdNoyon-uq6sr Жыл бұрын

    আমার কাছে সবচেয়ে প্রিয় কবি!

  • @kazifarjanahuqjannat4879
    @kazifarjanahuqjannat48793 жыл бұрын

    Kobitati Amer khub poconder.

  • @walid.hasan.shampad.007
    @walid.hasan.shampad.0072 жыл бұрын

    Oshadarun

  • @NobinProbin
    @NobinProbin Жыл бұрын

    Excellent

  • @redoykhan679
    @redoykhan679 Жыл бұрын

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ , স্যার ।

  • @Audio-Art
    @Audio-Art2 жыл бұрын

    অসাধারণ আবৃত্তি করেছেন।

  • @user-sq9pz8kn9f
    @user-sq9pz8kn9f11 ай бұрын

    Great

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 Жыл бұрын

    অন্তর ফেটে চৌচির হয়ে যায়।নজরুলের কবিতা শুনলে

  • @kobitarjonne5259
    @kobitarjonne52592 жыл бұрын

    Khub eundor

  • @TithiSusmita
    @TithiSusmita2 жыл бұрын

    খুব ভালো লাগলো।

  • @AshrafulIslam-vk4xh
    @AshrafulIslam-vk4xh Жыл бұрын

    হে কবি অাপনার কবিতা অসিম যার কোনো সীমা নেই জ্ঞানীরাই বুঝবে অাপনার কবিতার মর্ম

  • @ripadey7629
    @ripadey76293 жыл бұрын

    চমৎকার 👌👌💐💐🙏🙏

  • @abusayeed8236
    @abusayeed82362 жыл бұрын

    অসাধারণ ❣️❣️। আমি আপ্লূত ❣️❣️❣️❣️❣️

  • @santanumandal7000

    @santanumandal7000

    Жыл бұрын

    Asadharan

  • @paulamighosh5186
    @paulamighosh51863 жыл бұрын

    Apnar recitation osadharon lage,,,,amr r amar mayer o

  • @RafiShams
    @RafiShams3 жыл бұрын

    ভালো।

  • @user-lw8hv2jp5p
    @user-lw8hv2jp5p2 жыл бұрын

    খুব সুন্দর দাদা ।। আমার প্রণাম নেবেন ।।

  • @mdjahiruddin8446
    @mdjahiruddin84463 жыл бұрын

    very nice.

  • @tauhidislam6765
    @tauhidislam6765 Жыл бұрын

    এমন কবিতা থাকা সত্ত্বেও কেন এত সাম্প্রদায়িকতা?

  • @shahanbadsha
    @shahanbadsha2 жыл бұрын

    কাজী নজরুল ইসলাম। আমার আত্মার পরম আত্মীয়।

  • @IBRAHIM-je1jc
    @IBRAHIM-je1jc Жыл бұрын

    মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে

  • @mamunsiddiquee692
    @mamunsiddiquee692 Жыл бұрын

    awesome

  • @Progyasmita4563
    @Progyasmita4563 Жыл бұрын

    অসাধারণ, দুর্দান্ত পরিবেশনা। অনেক শুভেচ্ছা রইলো।❤

  • @mijanurrahaman8784
    @mijanurrahaman87842 жыл бұрын

    অনেক সুদ্নর

  • @excelanalysis
    @excelanalysis2 жыл бұрын

    Jotobar suni toto valo lage

  • @shiladeb7174
    @shiladeb71742 жыл бұрын

    আহা অপূর্ব মনে হয় বারবার শুনি,,,,

  • @plabonvlogs6284
    @plabonvlogs62843 жыл бұрын

    😍💓💓💓💓

  • @abujobayed9379
    @abujobayed93792 жыл бұрын

    Foysal Aziz vai, apni sotti osadharon kore kobita abriti koren, jokhon je kobir kobita abriti koren mone hoyo sei kobi nijei kobita khani abriti korteche, bisesh kore kazi nuzrul islam er kobita, thanks vai.

  • @MDTanzilHossin-eb1go
    @MDTanzilHossin-eb1go6 ай бұрын

    ❤❤❤

  • @jannat11202
    @jannat112022 жыл бұрын

    I am totally amazed.

  • @user-om4df7ve8h
    @user-om4df7ve8h5 ай бұрын

    ❤❤

  • @punnosheikh6736
    @punnosheikh67365 ай бұрын

    noce

  • @suvadeepmajumder2719
    @suvadeepmajumder27192 жыл бұрын

    Ashadharon gola

  • @roshunali633

    @roshunali633

    2 жыл бұрын

    Same tune of kazi sabyasachi Very nice.

  • @swastikadasclass-7aroll-239
    @swastikadasclass-7aroll-2393 жыл бұрын

    Thanku sir

  • @reazulkarim9068
    @reazulkarim90682 жыл бұрын

    subscribe কোরে গেলাম।

  • @keshobchandra4160
    @keshobchandra416011 ай бұрын

    অসম্ভব সুন্দর

  • @AbdulWahab-uq1wq
    @AbdulWahab-uq1wq10 ай бұрын

    Kazi nazrul unique

  • @nurkarim5777
    @nurkarim57773 жыл бұрын

    😍😍

  • @AKDINSPIRATION
    @AKDINSPIRATION Жыл бұрын

    Pranam Kobi Nazrul 🙏🙏🙏 Mind blowing poem... Out standing recitation....

  • @mdmonarul480
    @mdmonarul480 Жыл бұрын

    অসাধারণ।

  • @islamicwindow99
    @islamicwindow993 жыл бұрын

    উপস্থাপনের ভিডিও দিলে ভালো হতো

  • @Riidwan39
    @Riidwan392 жыл бұрын

    ব্যাকগ্রাউন্ড মিউজিক টা কোথায় পাওয়া যাবে?

  • @shilatahalder8342
    @shilatahalder8342 Жыл бұрын

    অসাধারণ 🙏

  • @ajoysikder5758
    @ajoysikder57582 жыл бұрын

    Jano tomar kotha gulo mana cholta pari

  • @mahendradas4008
    @mahendradas40082 жыл бұрын

    হ্যা নজরুল আজও যে অনেকটা পথ বাকী ۔۔۔۔

  • @firozmahmud7904
    @firozmahmud79043 жыл бұрын

    ব্যাকগ্রাউন্ড সাউন্ড টা আপডেট করছেন কেন আগের সাউন্ড টাই অনেক ভাল ছিল,,, কবিতার বিষয়বস্তু সঙ্গে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটার অনেক মিল ছিল

  • @TithiSusmita

    @TithiSusmita

    2 жыл бұрын

    হয়তো কপিরাইট ধরা পড়েছ।

  • @firozmahmud7904

    @firozmahmud7904

    2 жыл бұрын

    @@TithiSusmita মনে হয় বেশি আপডেট করতে গিয়ে জগাখিচুড়ি বানাই ফেলছে.....!!

  • @mhasan7068
    @mhasan7068 Жыл бұрын

    খুব ভালো লেগেছে।

  • @suklapoddar4425
    @suklapoddar4425 Жыл бұрын

    অসাধারণ ❤

  • @mdakashkhanadmin5259
    @mdakashkhanadmin5259 Жыл бұрын

    নজরুল যে শুধুই নজরুল

  • @ratdintv
    @ratdintv2 жыл бұрын

    চমৎকার আবৃত্তি

  • @SohelRana-nq7bu
    @SohelRana-nq7bu Жыл бұрын

    মানবতার কবি

Келесі