আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবেন না💕 || হৃদয় শীতল করা তাফসীর || Allama Mozammel Haque New Tafsir

সূরা যুমার এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৯, আয়াত : ৪৯-৬৭ || Sura jumar tafsir : 49-67 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Principle Mau. Mozammel Haque || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
#সুরা_যুমার
فَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِّنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে আমাকে ডাকতে শুরু করে, এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নেয়ামত দান করি, তখন সে বলে, এটা তো আমি পূর্বের জানা মতেই প্রাপ্ত হয়েছি। অথচ এটা এক পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই বোঝে না। [সুরা যুমার - ৩৯:৪৯]
قَدْ قَالَهَا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَمَا أَغْنَى عَنْهُم مَّا كَانُوا يَكْسِبُونَ
তাদের পূর্ববর্তীরাও তাই বলত, অতঃপর তাদের কৃতকর্ম তাদের কোন উপকারে আসেনি। [সুরা যুমার - ৩৯:৫০]
فَأَصَابَهُمْ سَيِّئَاتُ مَا كَسَبُوا وَالَّذِينَ ظَلَمُوا مِنْ هَؤُلَاء سَيُصِيبُهُمْ سَيِّئَاتُ مَا كَسَبُوا وَمَا هُم بِمُعْجِزِينَ
তাদের দুস্কর্ম তাদেরকে বিপদে ফেলেছে, এদের মধ্যেও যারা পাপী, তাদেরকেও অতি সত্ত্বর তাদের দুস্কর্ম বিপদে ফেলবে। তারা তা প্রতিহত করতে সক্ষম হবে না। [সুরা যুমার - ৩৯:৫১]
أَوَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاء وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
তারা কি জানেনি যে, আল্লাহ যার জন্যে ইচ্ছা রিযিক বৃদ্ধি করেন এবং পরিমিত দেন। নিশ্চয় এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে। [সুরা যুমার - ৩৯:৫২]
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। [সুরা যুমার - ৩৯:৫৩]
وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ
তোমরা তোমাদের পালনকর্তার অভিমূখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে। এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না; [সুরা যুমার - ৩৯:৫৪]
وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَكُمُ العَذَابُ بَغْتَةً وَأَنتُمْ لَا تَشْعُرُونَ
তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ কর তোমাদের কাছে অতর্কিতে ও অজ্ঞাতসারে আযাব আসার পূর্বে, [সুরা যুমার - ৩৯:৫৫]
أَن تَقُولَ نَفْسٌ يَا حَسْرَتَى علَى مَا فَرَّطتُ فِي جَنبِ اللَّهِ وَإِن كُنتُ لَمِنَ السَّاخِرِينَ
যাতে কেউ না বলে, হায়, হায়, আল্লাহ সকাশে আমি কর্তব্যে অবহেলা করেছি এবং আমি ঠাট্টা-বিদ্ রুপকারীদের অন্তর্ভূক্ত ছিলাম। [সুরা যুমার - ৩৯:৫৬]
أَوْ تَقُولَ لَوْ أَنَّ اللَّهَ هَدَانِي لَكُنتُ مِنَ الْمُتَّقِينَ
অথবা না বলে, আল্লাহ যদি আমাকে পথপ্রদর্শন করতেন, তবে অবশ্যই আমি পরহেযগারদের একজন হতাম। [সুরা যুমার - ৩৯:৫৭]
أَوْ تَقُولَ حِينَ تَرَى الْعَذَابَ لَوْ أَنَّ لِي كَرَّةً فَأَكُونَ مِنَ الْمُحْسِنِينَ
অথবা আযাব প্রত্যক্ষ করার সময় না বলে, যদি কোনরূপে একবার ফিরে যেতে পারি, তবে আমি সৎকর্মপরায়ণ হয়ে যাব। [সুরা যুমার - ৩৯:৫৮]
بَلَى قَدْ جَاءتْكَ آيَاتِي فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنتَ مِنَ الْكَافِرِينَ
হাঁ, তোমার কাছে আমার নির্দেশ এসেছিল; অতঃপর তুমি তাকে মিথ্যা বলেছিলে, অহংকার করেছিলে এবং কাফেরদের অন্তর্ভূক্ত হয়ে গিয়েছিলে। [সুরা যুমার - ৩৯:৫৯]
وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُواْ عَلَى اللَّهِ وُجُوهُهُم مُّسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِينَ
যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কেয়ামতের দিন আপনি তাদের মুখ কাল দেখবেন। অহংকারীদের আবাসস্থল জাহান্নামে নয় কি? [সুরা যুমার - ৩৯:৬০]
وَيُنَجِّي اللَّهُ الَّذِينَ اتَّقَوا بِمَفَازَتِهِمْ لَا يَمَسُّهُمُ السُّوءُ وَلَا هُمْ يَحْزَنُونَ
আর যারা শিরক থেকে বেঁচে থাকত, আল্লাহ তাদেরকে সাফল্যের সাথে মুক্তি দেবেন, তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না এবং তারা চিন্তিতও হবে না। [সুরা যুমার - ৩৯:৬১]
اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ
আল্লাহ সর্বকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর দায়িত্ব গ্রহণ করেন। [সুরা যুমার - ৩৯:৬২]
لَهُ مَقَالِيدُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ أُوْلَئِكَ هُمُ الْخَاسِرُونَ
আসমান ও যমীনের চাবি তাঁরই নিকট। যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত। [সুরা যুমার - ৩৯:৬৩]
قُلْ أَفَغَيْرَ اللَّهِ تَأْمُرُونِّي أَعْبُدُ أَيُّهَا الْجَاهِلُونَ
বলুন, হে মুর্খরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের এবাদত করতে আদেশ করছ? [সুরা যুমার - ৩৯:৬৪]
وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের পতি প্রত্যাদেশ হয়েছে, যদি আল্লাহর শরীক স্থির করেন, তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। [সুরা যুমার - ৩৯:৬৫]
بَلِ اللَّهَ فَاعْبُدْ وَكُن مِّنْ الشَّاكِرِينَ
বরং আল্লাহরই এবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকুন। [সুরা যুমার - ৩৯:৬৬]
وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّماوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ
তারা আল্লাহকে যথার্থরূপে বোঝেনি। কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোতে এবং আসমান সমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তাঁর ডান হাতে। তিনি পবিত্র। আর এরা যাকে শরীক করে, তা থেকে তিনি অনেক উর্ধ্বে। [সুরা যুমার - ৩৯:৬৭]

Пікірлер: 36

  • @obujmon1157
    @obujmon1157 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ

  • @akazad9742
    @akazad9742 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ।

  • @rafikulislam3880
    @rafikulislam3880 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ্‌

  • @MedicineCorner21
    @MedicineCorner21 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ্।

  • @arvlog3079
    @arvlog3079 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।

  • @rafiqullahs1392
    @rafiqullahs1392 Жыл бұрын

    ماساء للله تبرك الله

  • @mdazijurrahaman4212
    @mdazijurrahaman4212 Жыл бұрын

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আলোচনা

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 Жыл бұрын

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,,, পবিত্র কোরআন মজিদ আমল ও তাফসির শোনার তৌফিক দান করেছেন,,, হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন আমিন,,,,,

  • @mannansk7911
    @mannansk7911 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন হযরত আমি ইন্ডিয়ায় থেকে আপনার জন্য দোয়া করছি আল্লাহ আপনার নেক হায়াত দান করুন আমীন

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Жыл бұрын

    Thanks for your new lecture

  • @anwarhossain2228
    @anwarhossain2228 Жыл бұрын

    হুজুরকে আল্লাহ তায়ালা নেক হায়াত দান করুন হুজুর সত্য কথা বলেন তাই কিছু মানুষের গা জলে,সত্য চিরকাল সত্যই থাকবে আল্লাহ সবাইকে সত্য বুঝার তৌফিক দেন,

  • @mdmasudurrahman2458
    @mdmasudurrahman2458 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ্‌ । খুব তৃপ্তি পেলাম ।

  • @rafiqulislam8966
    @rafiqulislam8966 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান হুজুরের তাফসীর শুনে ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ হুজুরকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আমিন।

  • @rafiqul1041
    @rafiqul1041 Жыл бұрын

    Assalamualaikum. Don't give ears to those Alems who make their trade with Islam. You are right. Continue your mission. Allah must reward you hereafter. Millions and millions of wise Muslims love you and realisze your true explanation of the verses of the Holy Koran.

  • @minulmiddya4011
    @minulmiddya4011 Жыл бұрын

    হজরতের কাছে গাজোয়ায়ে হিন্দ সম্পর্কে জানতে চাই।

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm Жыл бұрын

    Assalamoalikum wa

  • @aminurrahman4580
    @aminurrahman4580 Жыл бұрын

    পা,য়ে হাত দিয়ে ছালাম করা যাবে কি?

  • @belalgazi7413
    @belalgazi7413 Жыл бұрын

    পাঞ্জাবি টুপি জুব্বা এসব গুলো কোন ইসলামী পোশাক নয় এগুলো সামাজিক পোশাক যেমন সৌদি আরবের লোকেরা এই পাঞ্জাবি টুপি পড়ে জেনা করে গান বাংলা শুনে সিনেমা দেখে যত অপরাধ কাজ আর সব কিছু করে কারণ এটা এদের সামাজিক পোশাক আঞ্চলিক পোশাক

  • @akteq2607
    @akteq2607 Жыл бұрын

    ওরে বরিশাইল্লা হুজুর আল্লাহর রাসূল জীবিত থাকাকালে কোন হাদিস মান ছিলেন তিনি সাল্লাল্লাহু আলাই সালাম?

  • @abuhenamd.mostafakamal5451
    @abuhenamd.mostafakamal5451 Жыл бұрын

    আলেমদের বিরোধিতা করা দিয়েই আপনি আলোচনা শুরু করেন এটা কিন্তু উচিত নয় একটু ভেবে দেখবেন

  • @akteq2607
    @akteq2607 Жыл бұрын

    কোরআনের তাফসীর করতে তোমাকে কে দিয়েছে অধিকার? তুমি কি হতে পেরেছো আল্লাহর নিজেকে দিয়ে বিসর্জন? কেনো করো এতো তর্জন-গর্জন? আগে আমিত্বকে ত্যাগ করো, কারে আবার গালি দাও, বলে আল কোরআন? যাকে তোমরা হাদিস বল? তা জানো কি? বাইবেল তৌরাত ইঞ্জিল ইহুদী-খ্রিস্টানদের জানো কি? তৌরাত ইঞ্জিল পড়ে দেখ?

  • @mdmonwarulhaque7479
    @mdmonwarulhaque7479 Жыл бұрын

    আপনি বানিয়ে অনেক মিথ‌্য্য কথা বলেন, গীবত করেন।

  • @Mr.Ceative

    @Mr.Ceative

    Жыл бұрын

    যেমন ২/১টি উদাহরণ দিন

  • @shakurullah

    @shakurullah

    Жыл бұрын

    কাউকে অপবাদ দেয়া পাপ... অথবা কোন কথাটি উনি বানিয়ে বলেছেন দেখান..

  • @ABDULLAH-dg4ir
    @ABDULLAH-dg4ir Жыл бұрын

    আলহামদুলিল্লাহ

  • @MedicineCorner21
    @MedicineCorner21 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ।

  • @MedicineCorner21
    @MedicineCorner21 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ

  • @TafsirulQuranbangla
    @TafsirulQuranbangla Жыл бұрын

    আলহামদুলিল্লাহ

  • @MedicineCorner21
    @MedicineCorner21 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ

Келесі