লিচু গাছে কোন সময় কী সার প্রয়গ করবেন ও কী পরিমান।লিচু গাছে সার প্রয়গ পদ্ধতি।লিচু গাছের পরিচর্যা।

লিচু গাছে মুকুল ও ফল ঝরা রোধে করনীয়।
লিচু গাছে মুকুল আসার আগ থেকে ফল আসা পর্যন্ত প্রায় ৩ মাস সঠিক পরিচর্যা করা অত্যন্ত জরুরি।
🌱গাছের যথাযথ বৃদ্ধি ও ভালো ফলনের জন্য সঠিক নিয়মে ও পরিমাণমতো সার প্রয়োগ করা জরুরি। নিম্নে সারের পরিমাণ উল্লেখ করা হলো-
লিচু গাঢ়ে সার বছরে ৩ কিস্তিতে ৩ ভাগ করে লিচু গাছে প্রয়োগ করতে হবে। ১ম কিস্তি বর্ষার শুরুতে ( ফল আহরণের পর ), ২য় কিস্তি বর্ষার শেষে ( আশ্বিন- কার্তিক মাসে ) এবং শেষ কিস্তি গাছে ফুল আসার পর প্রয়োগ করতে হবে। দুপুর বেলা গাছের ছায়া যতটুকু স্থানে পড়ে সেটুকু স্থানে মাটি কুপিয়ে আলগা করে সার প্রয়োগ করতে হবে।
🌱 নিয়মিত সেচ প্রদান করতে হবে। মাটির ধরণ অনুসারে খরার সময় ১০-১৫ দিন পর পর সেচ দিতে হবে।
ফল বৃদ্ধির সময় জিংক সালফেট ২ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে ৩ সপ্তাহ পর পর গাছে স্প্রে করলে গাছে ফল ফাটা ও ফল ঝরা সমস্যা দূর হওয়াসহ এবং ফলের আকৃতিও বড় হয়।
এক থেকে তিন বছর বয়সী গাছের জন্য গাছপ্রতি জৈবসার ১০ কেজি, ইউরিয়া ১৫০ গ্রাম, টিএসপি ৬০০ গ্রাম, এমওপি ২০০ গ্রাম।
চার-ছয় বছর বয়সী গাছের জন্য গাছপ্রতি জৈবসার ১০-১৫ কেজি, ইউরিয়া ৩০০ গ্রাম, টিএসপি ৬০০ গ্রাম, এমওপি ২৫০-৩০০ গ্রাম।
৭-১০ বছর বয়সী গাছের জন্য গাছপ্রতি জৈবসার ১৫-২০ কেজি, ইউরিয়া ৬০০ গ্রাম, টিএসপি ৭০০ গ্রাম, এমওপি ৫০০ গ্রাম।
১০ বছরের বেশি বয়সী গাছের জন্য গাছপ্রতি জৈবসার ২০-২৫ কেজি, ইউরিয়া ১০০০ গ্রাম, টিএসপি ৭৫০ গ্রাম, এমওপি ৬০০ গ্রাম।
গাছে যদি জিঙ্কের অভাব দেখা দেয় অর্থাৎ পাতা যদি তামাটে রঙ ধারণ করে তবে প্রতি বছর ৫০০ লিটার পানির সাথে ২ কেজি চুন ও ৪ কেজি জিঙ্ক সালফেট গুলে বসন্তকালে গাছে ছিটাতে হবে। ফল ঝরা কমাতে এটা সাহায্য করবে। ফল ফেটে যাওয়া কমাতে প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম বোরিক পাউডার গুলে ফলে স্প্রে করা যেতে পারে।

Пікірлер: 15

  • @NinasKitchenBD
    @NinasKitchenBD9 ай бұрын

    ধন্যবাদ আপনাকে। পুরোটা দেখে নিলাম খুব ভাল করে বুঝেছেন। আমার প্রশ্ন ছিল আমি প্রথম ধাপে সার ব্যবহার করিনি। আমার ২ টি লিচু গাছ ৩ বছর হবে আর ২ টি গাছ ২ বছর হবে। কি নিময়ে সার ব্যাবহার করবো জানালে ভালো হত। সবগুলো কলমের গাছ একটিতেও ফুল আসেনি নতুন পাতা হয়েছিলি। এবার কি করবো ?

  • @user-he6px7bf4j
    @user-he6px7bf4j Жыл бұрын

    ফিল আসলে তখন রাসায়নিক সার দিলে ফুল ঝরে পড়ে ১০০%.এটা আমার বাস্তব পরিক্ষীত।

  • @drmohiuddin9556
    @drmohiuddin9556 Жыл бұрын

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh2 жыл бұрын

    এই পদ্ধতি প্রয়োগ করে দেখতে হবে।

  • @safaetahmed281
    @safaetahmed281 Жыл бұрын

    Vai j poriman sar er kotha bollen aita sob tuku sar ki akbare gase dibo na ai sar gula 3 vage vag kore gas a dibo???

  • @BangladeshiFarmar

    @BangladeshiFarmar

    Жыл бұрын

    3 vage vag kore din 3 bar

  • @drmohiuddin9556
    @drmohiuddin9556 Жыл бұрын

    আসসালামুআলাইকুম ভাই আমার 3 বছরের তিন বছরের লিচু গাছ এখন কলি আছে শাড়ও পানি দেওয়া যাবে কিনা এখন

  • @BangladeshiFarmar

    @BangladeshiFarmar

    Жыл бұрын

    হুম দেয়া যাবে

  • @RSSU770
    @RSSU770 Жыл бұрын

    ভাই আমার লিচু গাছের বয়স ৬ মাস এখন সার দেওয়া লাগবে

  • @BangladeshiFarmar

    @BangladeshiFarmar

    Жыл бұрын

    দিলে তাড়াতাড়ি বড় হবে ও লিচু আসবে

  • @RobiulHasan-up7yk
    @RobiulHasan-up7yk Жыл бұрын

    ভাইজান আমার লিচু বাগান আছে।তাই আপনার মোবাইল নাম্বার চাই।

  • @BangladeshiFarmar

    @BangladeshiFarmar

    Жыл бұрын

    যে কোনো কিছু জানতে কমেন্ট করে জানান

  • @RobiulHasan-up7yk

    @RobiulHasan-up7yk

    Жыл бұрын

    আমার একটা বোম্বাই লিচু বাগান আছে বয়স ১৬ বছর কিন্তু লিচু বাগানে মুকুল আসেনা। আর একটা সমস্যা হচ্ছে আমার ২ টা চাইনা-৩ লিচু গাছ আছে যে গাছে প্রতি বছর মুকুল আসে এবং মুকুল ছোট ছোট গুটি হয়ে ঝড়ে যায়। এই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই, মোবাইল নাম্বার দেন।

  • @BangladeshiFarmar

    @BangladeshiFarmar

    Жыл бұрын

    01787930249

Келесі