লাউ, কুমড়া গাছের লাল পোকা||রেড পামকিন বিটলের আক্রমণের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা!!!

সবজি চারার ক্ষতিকর পোকা||রেড পামকিন বিটলের আক্রমণের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা!!!
#রেড পামকিন বিটল
#লাউ চাষ
#ক্ষতিকর পোকামাকড়
সবজি ক্ষেতে বিভিন্ন বালাইয়ের আক্রমণ হয়ে থাকে। সবজি ক্ষেতে আক্রমণকৃত বিভিন্ন বালাইয়ের মাঝে পোকামাকড় অন্যতম। অনেক পোকা চারা অবস্থা থেকে সবজি ক্ষেতে আক্রমণ করে থাকে। সবজি ক্ষেতে আক্রমণকৃত বিভিন্ন পোকামাকড়ের মাঝে রেড পামকিন বিটল অন্যতম। রেড পামকিন বিটল লাউ ক্ষেতে চারা অবস্থায় আক্রমণ করে থাকে। চারা অবস্থায় রেড পামকিন বিটলের আক্রমণ বেশী হলে ১০০% ক্ষতির সম্ভাবনা থাকে। রেড পামকিন বিটল পোকা আক্রমণ পাতায় পরিলক্ষিত হয়। এ পোকা প্রথমে যে অংশে আক্রমণ করে সেখানে গোলাকার বৃত্ত করে নেয় এরপর পাতার ক্লোরোফিল খেয়ে পাতা জালিকার মত করে।
আমাদের আজকের ভিডিও রেড পামকিন বিটল পোকার আক্রমণের লক্ষন এবং এর দমন ব্যবস্থাপনা নিয়ে।
ভিডিও নির্মাণে-
মোঃ সাইফুর রহমান
উপসহকারী কৃষি অফিসার
শিবগঞ্জ, বগুড়া
০১৭১৯০৩৮২৫৬

Пікірлер: 4

  • @mdsaonislam9172
    @mdsaonislam917211 ай бұрын

    আসসালামু আলাইকুম ভাইয়া লাউ খেতের পরাগায়ন নিয়ে একটা ভিডিও করেন

  • @safeagriculture

    @safeagriculture

    11 ай бұрын

    ইনশাআল্লাহ... চেষ্টা করবো

  • @mkmanjurulislam5685
    @mkmanjurulislam568511 ай бұрын

    সাইফুল ভাই কেমন আছেন আমি ২৭ শতাংশ জমিতে লাউ চাষ করছি লাউ গাছের বয়স আজ ১৫ দিন এখনো কোন সার দেওয়া হইনে কোন সার কি পরিমান দিবো দয়া করে জানাবেন ভাই আগামী কাল সার দিবো লাউ গাছে

  • @safeagriculture

    @safeagriculture

    11 ай бұрын

    সুষম মাত্রায় সার প্রয়োগ করেন। জৈব সার বেশি দেবেন

Келесі